Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

১০৪ বছর বয়সী অভিনেত্রী অলিভিয়া আর নেই


বিনোদন ডেস্ক :  আর নেই। ১০৪ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড। বার্ধক্যজনিত কারণে গত ২৬ জুলাই তার জীবনাবসান হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র লিসা গোল্ডবার্গ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুইবার অস্কার জয় করা অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।’

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে গেছেন অলিভিয়া। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিংবদন্তি হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন অলিভিয়া দে হাভিল্যান্ড। দুইবার অস্কার জিতেছেন, পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছেন।

প্রসঙ্গত, হলিউডের ইতিহাসে মাইলফলক সিনেমা ‘গোন উইথ দ্য উইন্ড’। এটি ১৯৩৯ সালে মুক্তি পায়। এখানে অভিনয় করে দারুণ প্রশংসিত হন অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড। এই সিনেমার জন্য তিনি অস্কারও জিতে নেন। অনেক আগেই সিনেমাটি সংশ্লিষ্ট অন্যরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে কালজয়ী সিনেমাটির জীবিত একমাত্র সাক্ষী ছিলেন অলিভিয়া। কিন্তু শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন।

হলিউডের সোনালি যুগের এ অভিনেত্রীর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রেই শোক নেমে এসেছে। অনেক নামি দামি তারকা অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে অলিভিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন।

করোনাজয়ী ফুটবলার সাত মিনিটে হ্যাটট্রিক
ম্যানইউ’র সাবেক বেলজিয়ান তারকা মারুয়ানে ফেলাইনির মাত্র সাত মিনিটের ঝড়েই করে ফেললেন হ্যাটট্রিক। তাতেই ধুমড়ে-মুচড়ে গেলো প্রতিপক্ষ। ৭৯ থেকে ৮৬ মিনিটে।

রোববার চিনা সুপার লিগে ফেলাইনির হ্যাটট্রিকে ভর করে দালিয়ান প্রো’কে ৩-২ গোলে হারাল শেনডং লুনেং। মজার ব্যাপার হল করোনাকে হারিয়ে সুস্থ হওয়া বেলজিয়ান এই তারকা করোনা পরবর্তী লিগের প্রথম ম্যাচেই গড়লেন হ্যাটট্রিকের ঘটনা। তার চেয়েও আশ্চর্যের বিষয়, মাত্র সাত মিনিটের ব্যবধানে ফেলাইনির হ্যাটট্রিকের তিনটি গোলই এল হেড থেকে।

ফেলাইনির নাম শুনলেই ফুটবল ভক্তদের চোখে ভেসে ওঠে মাথাভর্তি চুলওয়ালা এক ফুটবলারের চেহারা। কিন্তু করোনাজয়ী ফুটবলার ফেলাইনির মাথা ভর্তি সেই চুল নেই এখন আর। তবে ওজন এতটাই কমিয়েছেন যে চোয়ালের হাঁড়গুলো গুনে দেখা যাবে।

সেই ফেলাইনি মাঠে ছিলেন দুর্দান্ত। সালোমোন রন্ডনের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রাফায়েলে বেনিতেজের দল দালিয়ান প্রো। কিন্তু ৭৯ মিনিট, ৮৩ মিনিট এবং ৮৬ মিনিটে তিনটি সেটপিস থেকেই ফেলাইনির সুযোগ-সন্ধানী হেড জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

ডানপ্রান্ত থেকে করা মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি সেটপিস থেকে নিশানায় অব্যর্থ থাকলেন ম্যানইউর সাবেক খেলোয়াড়। যার মধ্যে দু’টি এসেছে কর্নার এবং একটি গোল এসেছে ফ্রি-কিক থেকে।

স্বাভাবিকভাবেই করোনা জয়ী ফেলাইনির এই কীর্তিতে কমবেশি হতবাক তার সতীর্থ থেকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা। হ্যাটট্রিকের পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে বেলজিয়ান ফুটবলারটিকে অভিবাদন জানান তার সতীর্থরা।

শানডং ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলেও জয় আটকায়নি ফেলাইনির দলের।

উল্লেখ্যঃ এপ্রিলের মাঝামাঝি সময়ে চিনা সুপার লিগের একমাত্র ফুটবলার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ফেলাইনি। তিন সপ্তাহ চিনেরই স্থানীয় এক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ঘরে ফেরেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

শানডং লুনেং জানিয়েছিল, উপসর্গহীন করোনায় আক্রান্ত হন ফেলাইনি। ম্যাচ জিতিয়ে রোববার ফেলাইনি বলেন, ‘গোল করা সবসময়ই একটা দারুণ অনুভূতি। ম্যাচ জিতে কার না ভালোলাগে? খেলাটা কঠিন ছিল তবে দুর্দান্ত লড়াই হয়েছে।’

করোনা সম্মুখযোদ্ধা  ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি  আলামিন তালুকদারের করোনা পজিটিভ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি( জেআর‌ইউ) সভাপতি ও ডিবিসি জেলা প্রতিনিধি আলা আমিন তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনাকালে কোভিড ১৯ সম্মুখ যোদ্ধা সাংবাদিক ছিলেন। ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন ও করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের দুঃখ দুর্দশার সংবাদ নিয়ে রাত দিন মাঠে ছিলেন এই মানবপ্রেমী সাংবাদিক নেতা । স্থানীয় প্রশাসনসহ  সর্বমহলে প্রশংসিত এবং লাইফম্যান খ্যাত সাংবাদিক আল আমিন তালুকদার ৩/৪ দিন জ্বর কাশিতে ভোগার পর সতর্কতা অবলম্বনের জন্য নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন। পরে তিনি নলছিটি উপজেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গতকাল সোমবার পজিটিভ রিপোর্ট আসে। তিনি তার নিজ ওয়ালে এ বিষয়ে পোষ্ট দিয়ে করোনা পজিটিভের খবর অবহিত করেন। এ খবরে  অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের মধ্যে অনুকম্পা সৃষ্টি হয় এবং তার জন্য দোয়া করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

নওগাঁর বাড়ির আঙ্গিনায় এখন আমনের বীজতলা

আব্দুর রউফ রিপন, নওগাঁ : নওগাঁর ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি-কৃষ্ণপুর-মালঞ্চি বেড়িবাঁধ ভেঙ্গে বন্যার পানিতে প্লাবিত হয়েছে প্রায় ১০টি গ্রাম। প্লাবিত হয়েছে উপজেলার নিম্মাঞ্চলগুলো। পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া দ্বিতীয় দফায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকাগুলোতে প্রবেশ করছে পানি।

প্লাবিত হওয়া নিম্মাঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ার কারণে আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে কৃষকরা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় বর্তমানে নিজের বাড়ির উচু খলিয়ান (আঙ্গিনা) কে বানিয়েছেন আমন ধানের বীজতলা। যেন বন্যা পরবর্তি সময়ে আমন ধানের চারার সংকট দেখা না দেয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৪২৫হেক্টর জমিতে আউশ ধান রোপন করা হয়েছে। বন্যার পানিতে প্রায় ২০০হেক্টর আউশ ধান আক্রান্ত হয়েছে। আউশ শেষে আসন্ন আমন মৌসুমে উপজেলায় আমন ধান চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৮৫০হেক্টর জমি। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছিলো ৯৫০হেক্টর আমনের বীজতলা। কিন্তু হঠাৎ হানা দেওয়া বন্যার পানিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫হেক্টর বীজতলা। আর পানিতে স্থায়ী ভাবে নষ্ট হয়েছে প্রায় ১২হেক্টর বীজতলা। যার কারণে বন্যা পরবর্তি সময়ে যেন আমন ধানের চারার সংকট না হয় তাই উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় কৃষকরা নতুন করে কিছু উচু জমি ও নিজের বাড়ির উচু খলিয়ানে (আঙ্গিনা) নতুন করে বীজতলা তৈরি করছেন। ইতিমধ্যেই ১১হেক্টর উচু জমিতে নতুন করে বীজতলা তৈরি করা হয়েছে।

খট্টেশ্বর গ্রামের কৃষক আব্দুল হান্নান মিয়া বলেন বন্যার পানিতে আমার ৪বিঘা জমির আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আমন ধানের জন্য তৈরি করা ১বিঘা জমির বীজতলাও তলিয়ে গেছে। তাই এখন আবার কৃষি অফিসের পরামর্শ অনুসারে আমার বাড়ির আঙ্গিনায় নতুন করে বীজতলা তৈরি করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন বন্যার পানিতে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের বীজতলা। তবে বন্যার পানি যদি আগস্ট মাসের প্রথম দিকে নেমে যায় তাহলে কৃষকরা ব্রি ধান-৩৪সহ নাবি জাতের আমন ধান রোপন করতে পারবেন। কারণ এই জাতের ধান একটু দেরিতে রোপন করলেও ফলনের কোন সমস্যা হবে না। এখনোও কৃষকরা নতুন করে বীজতলা তৈরি অব্যাহত রেখেছেন। তাই উপজেলায় এখন পর্যন্ত যে পরিমাণ বীজতলা অক্ষত রয়েছে এবং নতুন করে তৈরি করা হয়েছে তা দিয়ে আমন ধান রোপন সম্পন্ন হবে বলে আশা করছি।

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইসরাফিল আলম
সালমান ফার্সী (সজল),নওগাঁ : মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।

সোমবার সকাল ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৭ জুলাই থেকে ঢাকা স্কয়ার হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি।

বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ রানীনগর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়ি নেয়া হয়।
এবং সন্ধ্যা ৭টার দিকে গ্রামের বাড়িতে নওগাঁর রানীনগরের গোনা গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বাদ আসর ঝিনা গ্রামের ঈদগাহ ময়দানে দুই দফায় জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন ।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইন উদ্দিন, জেলা প্রশাসক হারুন অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রানীনগর-আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন।

চিকিৎসকরা জানান, গত ৬ জুলাই অসুস্থতা নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসরাফিল আলম। তখন তার করোনা ধরা পড়ে। এখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি চলে যান। পরে পরীক্ষা করলে করোনা নেগেটিভ আসে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। বাড়িতে নিয়ে আসার পর তার কাশির সঙ্গে রক্ত আসে। এ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবারও ভর্তি করা হয়। তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিল ।সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৬৬ সালে রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন ইসরাফিল আলম। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। তার প্রতিদ্বন্দী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দীতায় এবং একাদশে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে নির্বাচিত হন ইসরাফিল আলম।

বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় পাচারের সময় ৪০০ বোতল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই)রাত ৯ টার সময় ছোট আচড়া মন্দির সড়কের পাশে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় এ ফেনসিডিল চালানটি উদ্ধার হয় । এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,তার কাছে গোপন সংবাদ আসে ফেনসিডিল পাচারকারীরা বিপুল পরিমাণ একটি ফেনসিডিল এর চালান এনে ছোট আচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতর অভিনব কায়দায় সেট করছে।

এমন সংবাদে তার নির্দেশনায় বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া, নায়েক নুরুল ইসলাম, নায়েক নাসির উদ্দিন, ল্যানস নায়েক হাসের, ল্যানস নায়েক সুজন ও সিপাহী বিনোদ সেখানে অভিযান চালিয়ে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget