অক্টোবর 2022
91 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 568 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 105 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 43 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4764 দেশজুড়ে 42 ধর্ম 3394 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2763 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 52 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

দেশে দুভিক্ষ এসে গেছে- রিজভী
স্টাফ রিপোটার,নওগাঁ : দেশে দুর্ভিক্ষ এসে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে উন্নয়নের পেছনের পর্দায় লক্ষকোটি টাকার দুর্নীতি রয়েছে। উন্নয়নের নামে মানুষ দেশে স্বাচ্ছন্দ্যবোধে থাকার কথা থাকলেও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। খাবার কেনার জন্য মা তার সন্তানকে বিক্রি করতে যাচ্ছেন। বিশ্বের কোনো প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখান না।


প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভি বলেন, শেখ হাসিনা, আপনি মসনদে বসে আছেন। সেটা টের পান না। দুর্ভিক্ষ আসবে না, দেশে দুর্ভিক্ষ এসে গেছে। দুর্ভিক্ষ এখন দরজায় কড়া নাড়ছে।


রোববার (৩০ অক্টোবর) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

উপজেলা বিএনপির আয়োজনে বদলগাছী স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

দেশে দুভিক্ষ এসে গেছে- রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন জানি না, তবে সেই শিক্ষাপ্রতিষ্ঠানটি হচ্ছে মিথ্যা কথা কীভাবে বলতে হয় সেই প্রতিষ্ঠান। এখন সেই প্রতিষ্ঠানে আপনি ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আর সেই প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখ হাসিনা। আপনারা মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন যাতে মানুষ স্বস্তি পায়।’


তিনি আরও বলেন, নির্বাচন হয় দিনের আলোতে। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের দুর্বার আন্দোলন ও শক্তিতে ভয় পান বলেই দিনের ভোট রাতে করেছেন। ভালো মানুষ হতে হলে সত্য কথা বলতে হবে। মানুষের উন্নয়ন করতে হবে। আপনি (প্রধানমন্ত্রী) ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। কিন্তু হতে পারবেন না। ভালো মানুষ হতে গেলে সত্য বলতে হয়। জনগণের কল্যাণ করতে হয়।


বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটি সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি পৌরমেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু প্রমুখ।


সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারাসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।


পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।

দেশপ্রেম নিয়েই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে জনতা পুলিশ একসাথে - নওগাঁয় খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার, নওগাঁ : পুলিশ যে দেশপ্রেম নিয়ে ১৯৭১ সালে রাজারবাগে পাকিস্তানি বাহিনির বিরুদ্ধে যুদ্ধ করেছিল সে দেশপ্রেম নিয়েই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে জনতা পুলিশ একসাথে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। আজ সকালে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয় চত্তরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশপ্রেম নিয়েই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে জনতা পুলিশ একসাথে - নওগাঁয় খাদ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিং জনগনের সাথে একসাথে হাত মিলিয়ে এই দেশের নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, এবং যে দেশপ্রেম নিয়ে রাজারবাগে যুদ্ধ করেছিল সে দেশপ্রেম নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছেন সে উন্নয়নকে নস্যাৎ করতে যে শক্তিই হোক নাকেন পুলিশ জনতা মিলেই তা প্রতিহত করবে।

দেশপ্রেম নিয়েই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে জনতা পুলিশ একসাথে - নওগাঁয় খাদ্যমন্ত্রী

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর উদ্বোধন শেষে মন্ত্রী নওগাঁ জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালিতে অংশ নেন।

দেশপ্রেম নিয়েই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে জনতা পুলিশ একসাথে - নওগাঁয় খাদ্যমন্ত্রী

র‌্যালি শেষে নওগাঁ জেলা পুলিশ লাইন ড্রিল শেডে এক পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ২ আসনের সাংসদ আলহাজ্ব শহিদুজ্জামান সরকার, নওগাঁ ৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রসাশক নওগাঁ খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার একে এম মামুন খাঁন চিশতি অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান, সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা কর্মচারি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদানের জন্য কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক ময়নুল হাসান রানা এবং সদর মডেল থানার এসআই সেলিম সাকলাইনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


নওগাঁয় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

স্টাফ রিপোটার, নওগাঁ :  নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগসংগঠন যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্য়ালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জেলা বিএনপির দলীয় কার্য়ালয়ে সামনে থেকে জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুকের নেত্রীত্বে ও জেলা বিএনপির নেত্রীবৃন্দের অংশগ্রহনে একটি র‌্যালি বের হয়ে শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

নওগাঁয় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

পরে শহিদ মিনার চত্ত্বরে জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুকের সভাপতিত্বে  এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক টিপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মিনহাজুল ইসলাম সহ আরও অনেকে। 

আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুক আলোচনা সভার সমাপনি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নানা অনিয়মের কারনে দ্রব্যমূল্য আজ উর্দ্ধমূখি, জনগনের সহনশীলতার বাইরে, প্রতিনিয়ত লোডসেডিংয়ে জনদুর্ভোগ বেড়েই চলেছে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রশিদ রিপন সহ আরও অনেকে।


গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

স্টাফ রিপোটার, নওগাঁ : গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনীকর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করাহয়।

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

মানবন্ধনে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম, এ নাছের, নওগাঁর আহবায়ক আবুল কালাম আজাদ, আহবায়ক সম্পাদক গোলাপ চাঁনসহ প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০   প্রকারের   কাজে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে।  কিন্তু   শ্রমঅনুযায়ী   ন্যায্য   মুল্য   থেকে  বঞ্চিত হচ্ছে তারা। তাই দ্রæত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয় জেলার ৯৯টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম পুলিশ সদস্য।

কিশোরগঞ্জে ছাত্র সমাজের আংশিক কমিটি অনুমোদন

আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ০১ নং তালজাঙ্গা ইউনিয়ন ছাত্র সমাজের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে তাড়াইল উপজেলা ছাত্র সমাজের কার্যালয়ে মাজহারুল ইসলামকে সভাপতি এবং সাফায়েত হোসেনকে (পাবেল) সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট ছাত্র সমাজের কমিটি অনুমোদন করেছেন তাড়াইল উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রাজু শিকদার।

সেই সাথে অনুমতি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাড়াইল উপজেলা ছাত্র সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।  

 

টার্গেট নেদারল্যান্ড- জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডস-জিম্বাবুয়ের বিপক্ষে র‌্যাংকিং ও পরিসংখ্যানে এগিয়ে থাকায় সুপার টুয়েলভে অন্তত এদুটি দেশের বিপক্ষে জয় পাবার আশা টিম বাংলাদেশের। তাই আপতত টার্গেট নেদারল্যান্ড- জিম্বাবুয়ে। যদিও অস্ট্রেলিয়ান কন্ডিশন ও সাকিব আল হাসানদের সাম্প্রতিক পারফরম্যান্স, সেসব সমীকরণেও শঙ্কার মেঘ সৃষ্টি করেছে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক তানভীর মাজহার তান্না মনে করছেন, প্রতিপক্ষদের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও জয় পেতে ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই টাইগারদের সামনে।

সমীকরণের মারপ্যাঁচ আর ভাগ্যের বদৌলতে অপেক্ষাকৃত দুই সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ের ১১ তে থাকা জিম্বাবুয়ে আর ১৭ নম্বরের নেদারল্যান্ডসের বিপক্ষে তাই জয়ের দিকে চোখ টিম বাংলাদেশের।

অতীত পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা মুখোমুখি লড়াই- সবকিছুতেই এগিয়ে টিম টাইগার্স। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ১২টি। আর ডাচদের বিপক্ষে একটি হারের বিপরীতে জয় রয়েছে দুটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সামগ্রিক পরিসংখ্যান জোগাচ্ছে আত্মবিশ্বাস। দলটির বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটার সৌম্য সরকার। বোলিংয়ে সেরা মোস্তাফিজুর রহমান। ১২ ম্যাচে কাটার মাস্টারের শিকার ২২টি।

নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য নিজেদের সেরা ব্যাটারকে পাচ্ছে না টিম টাইগার্স। ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের তিনটিতেই ফিফটি তামিম ইকবালের। দুইশর ওপর গড়ে রান ২০২। বল হাতে সেরা সাকিব।

এসব পরিসংখ্যানের পরেও অবশ্য পুরোপুরি স্বস্তিতে নেই টাইগাররা। যার প্রধান কারণ সাম্প্রতিক পারফরম্যান্স। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজেই হারতে হয়েছে টাইগারদের। সিকান্দার রাজাদের বিপক্ষে শেষ ৫ ম্যাচের হিসেবেও পিছিয়ে লাল-সবুজের দল। সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা টাইগাররা তাই মানসিক চাপে থাকবে বলে মনে করছেন অনেকেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক তানভীর মাজহার তান্না বলেন, নেদারল্যান্ডসের কিছু কিছু খেলোয়াড় প্রফেশনাল না। তাদের যে ইচ্ছাটা আছে, আমাদের খেলোয়াড়দের সেটা আছে কিনা জানা নেই। সবশেষ কয়েকটা পারফরম্যান্সে বাংলাদেশ দলের মানসিক অবস্থা কী, সেটা জানি না। তবে ওপেনিংয়ে যদি ৩ জন মিলে ৭০ থেকে ৮০ রান করতে পারে, তবে খুব ভালো সুযোগ অপেক্ষা করছে।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে নেদারল্যান্ডস ও রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।



মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত-খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার,নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেছেন, মির্জা ফকরুল অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি বক্তব্যে একসময় বলে ফেলেছেন এখন থেকে পাকিস্তানেই ভালো ছিলাম। তাহলে তিনি পাকিস্তানি প্রীতি এখনও ছাড়তে পারেন নাই। তাহলে তার বিরুদ্ধে আমাদের এলাকার লোক এখনও মামলা করেনা কেনো; তার বিরুদ্ধে মামলাও হচ্ছে। কারন তিনি স্বাধীনতা বিরোধী। অবশ্যই স্বাধীনতা বিরোধী রক্ত যদি শরীরে থাকে তার মুখ দিয়ে একথা বের হতেই পারে। কারন তার বাবাই ছিলো রাজাকার। ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামে পরিচিত। চকা রাজাকারের বেটার মুখ দিয়ে কিন্তু এ কথাটায় বের হবে।

মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত-খাদ্যমন্ত্রী

শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের চেক, ২০২১-২২অর্থ বছরের “উপজেলা উন্নয়ন সহয়তা খাতের বরাদ্দ হতে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।


সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দল্যাহ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে আরোও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য ভাবেন। তিনি মানুষের জন্য ভাবেন বলেই বাবা, মা, ভাই বোন সবাইকে হারিয়ে ব্যথা বেদনা ভুলে মানুষের সেবা করে মানুষের মধ্যেই বেঁচে থাকতে চান। মানুষের সেবা করেই তিনি দেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে আপ্রান চেষ্টা করছেন। শুধু চেষ্টায় নয় ইতিমধ্যেই তিনি প্রমান করেছেন বাঙলি জাতী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তলাবিহীন ঝুড়ী থেকে তিলে তিলে দেশ এখন উন্নয়নের রোল মডেল ও বিশ্বে উন্নয়নের বিস্ময় সৃষ্টি করেছেন। তাই তিনি আগামী সংসদ নির্বাচনে সকল দিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলকে উন্নয়নে প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহব্বান জানান।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সরকারের বিভিন্ন ফান্ড থেকে উপজেলায় প্রায় কোটি টাকার আসবাবপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যেন শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমেনা বিথি. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।


পরে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।


 

মানুষের কষ্ট প্রশমিত করার জন্য প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন - নওগাঁয় খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার, নওগাঁ : মানুষের কষ্ট প্রশমিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মানুষের কষ্ট প্রশমিত করার জন্য প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন - নওগাঁয় খাদ্যমন্ত্রী

 তিনি বলেন যেখানে জাতীসংঘ বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে, বিশ্বব্যাংক বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে, বিশ্ব খাদ্য সংস্থা বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে এবং সেই আলামত বিভিন্ন দেশে দেখা দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনো নিজের মাথা উঁচু করে আছে।

মানুষের কষ্ট প্রশমিত করার জন্য প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন - নওগাঁয় খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আরও বলেন, মানুষের কষ্ট হচ্ছে মানুষের আয়ের সাথে বাজারের জিনিসপত্রের দাম বেশি মানুষের সেই কষ্টকে প্রশমিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্রি  পরিশ্রম করে যাচ্ছে।

তিনি বলেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে হবে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় বিশ্বে যেন দুর্ভিক্ষ না হয় আমরা যেন এক ইঞ্চি ও মাটি ফেলে না রাখি আমরা যেন খাদ্যে সাশ্রয় হই।

ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ রাশিদুল হকসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে খাদ্য মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্যকে কলেজ চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়।

নওগাঁয় দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁয় দিনব্যাপী উন্নয়ন মেলা-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার নিয়ামতপুর উপজেলার সাংশৈল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ঘাসফুল এই মেলার আয়োজন করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পিকেএসএফের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমুখ। মেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী মেলার মাধ্যমে স্থানীয়দের মাঝে ঘাসফুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে তুলে ধরা হয়।

নওগাঁর দুবলহাটীতে সরকের দুইপাশে একহাজার আম গাছের চারা রোপন

আজকের দেশ সংবাদ ডেস্ক : বৃক্ষ পরিবেশ থেকে কার্বনডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছড়িয়ে দেই, আর ফলদ বৃক্ষ কার্বনডাই অক্সাইড শোষনের পাশাপাশি পুষ্টির চাহিদাও পুরণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পুষ্টির চাহিদা পুরন করতে তাই নওগাঁর দুবলহাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বৃক্ষপ্রেমী ছাত্রনেতা আব্দুর রউফ ব্যাক্তি উদ্যোগে সরকের দুইপাশে বিভিন্ন প্রজাতির একহাজার আম গাছের চারা রোপন করেছেন। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার দুবলহাটী ইউপির যমুনী - হাড়িয়াগাছী সরকের দুইপাশে তার নিজ গ্রাম ফতেপুরে এসব আম গাছের চারা রোপন করা করেন। 

বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ময়নুল হাসান রানা, দুবলহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল আজিজ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর নওগাঁ জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক তৌফিক আহম্মেদ।

 
আব্দুর রউফের এমন মহতি উদ্যোগে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ময়নুল হাসান রানা বলেন, আব্দুর রউফ দুবলহাটী ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপনকে অত্যন্ত ভালোবাসেন এবং নেতা কর্মীসহ দেশের সকল মানুষকে বৃক্ষ রোপন করতে বলেছেন, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় আব্দুর রউফের বৃক্ষরোপনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।


দুবলহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ ভিশন উপকারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপন অত্যন্ত পছন্দ করেন ছাত্রনেতা আব্দুর রউফের ফলদ বৃক্ষ রোপন সকলকে বৃক্ষ রোপনে উৎসাহিত করবে।


গ্রামীন জনপদের মানুষ সাধারণত পুষ্টিহীনতায় ভোগে আবার পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ ব্যাপক ভূমিকা পালনকরে। মুলত ফলদ বৃক্ষ গ্রামীন মানুষদের পুষ্টির চাহিদায় ভূমিকা রাখবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

 
আব্দুর রউফের এমন ফলদ বৃক্ষ রোপনে খুশি এলাকার সকল শ্রেণীপেশার মানুষ। তার এমন ফলদ বৃক্ষ রোপন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা যেমন ঠিক তেমনি পরিবেশ দূষণ রোধ করে এবং বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামল দেশ হোক এমন প্রত্যাশা সকলের।




নওগাঁয় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করে একটি মাসিক পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেন।এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে সাজু প্রমুখ।
নওগাঁয় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত
নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনায় ছিলেন রাজশাহী অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দীন।

নওগাঁ শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

জেলা শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্তে¡ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরাণ নয়ন। এছারাও অন্যান্য উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নওগাঁয় নৌকা বাইচ প্রতিযোগিতা

আজকের দেশ সংবাদ ডেস্ক : এখন আর আগের মতো চোখে পড়ে না নৌকা বাইচ। আবহমান কাল ধরে চলা গ্রামবাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরের মতো এবারও নওগাঁর শৈলগাছী গুমারদহ বিলে হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে এলাকায় বসে জামায় মেলা। আর এ প্রতিযোগীতা দেখতে ঢল নামে হাজারও মানুষের।

গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নওগাঁয় নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রাচীন এই ঐতিহ্যকে এখনো ধারণ করেন গ্রামবাংলার মানুষ। তাইতো নৌকা বাইচ দেখতে ঢল নামে শিশু, কিশোর, বৃদ্ধ হাজারও নারী-পুরুষের। এমন নির্মল আনন্দ উপভোগের সুযোগ করে দেয়ায় বেজায় খুশি স্থানীয়রা। বর্ণিল এই বাইচ গ্রতিযোগিতার আনন্দ প্রতি বছর উপভোগ করতে চান তারা।


প্রতিযোগিরা রং বে-রঙের নৌকা সাজিয়ে অংশ নেন প্রতিযোগিতায়। মোট ১৪টি দল অংশ নেন এ প্রতিযোগিতায়। জনপ্রিয় এ খেলায় অংশ নিতে পেরে আনন্দিত অংশগ্রহণ কারীরাও।


বাংলার ঐতিহ্যবাহী বিনোদনের এই মাধ্যমটিকে টিকিয়ে রাখতে ও যুবসমাজকে সকল অসামাজিক কাজ থেকে বিরত রাখতে এমন আয়োজন বললেন আয়োজকরা।

 
প্রতিযোগীতায় হাঁসায়গাড়ি দল প্রথম ও মান্দা দল দ্বিতীয় স্থান অধিকার করেন। গ্রাম বাংলার অতি পরিচিত এই খেলাটি টিকিয়ে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিবে এই প্রত্যাশা সকলের।

নওগাঁয় বাংলাদেশ ছাত্রলীগ, নওগাঁ সদর উপজেলার অধীনস্থ সমন্বিত ৮ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁয় বাংলাদেশ ছাত্রলীগ, নওগাঁ সদর উপজেলার অধীনস্থ সমন্বিত ৮ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে মো: শাহরিয়ার মুক্তাদির সোহাগের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বাহাদুর হোসেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক মোঃ আমানুজ্জামান সিউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক  কমল , সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়মী লীগের সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরাণ নয়ন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকসহ অনেকে।


বাগমারায় ৬৫০ পিচ ইয়াবা ও ৬১ হাজার টাকা সহ মাদক সম্রাট গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম  বাগমারা (রাজশাহী) : রাজশাহী বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রাম থেকে এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

এলাকা বাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত ৯টার সময় গোপন সংবাদের ভিক্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রামরামা গ্রামের হাজরা পুকুর পাড়ার শ্রী সুবোধ চন্দ্র মোহন্ত এর ছেলে মাদক সম্রাট সনাতন মোহন্ত (২৫) কে তার নিজ বাড়ী থেকে ১২ গ্রাম হেরোইন, ৬৫০ পিস ইয়াবা এবং, মাদক বিক্রয়ের ৬১৫০০/-(একষট্টি হাজার পাঁচশত) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের

 এস আই জিলালুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মাদক সম্রাট সনাতন মোহন্তকে মাদকসহ গ্রেপ্তার করে  বাগমারা থানায় হস্তান্তর করে মাদক আইনে এক টি মামলা দেয়া হয়েছে।






র‌্যাবের অভিজানে শাশুড়ীকে ধর্ষনের অভিযোগে নওগাঁর দুবলহাটীর এক ধর্ষণকারী গ্রেফতার

স্টাফ রিপোটার, নওগাঁ : শাশুড়ীকে ধর্ষনের অভিযোগে নওগাঁর দুবলহাটীর এক ধর্ষনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব -৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের এক আভিজানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব -১ এর সহায়তায় ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে অভিজান পরিচালনা করে মঙ্গলবার রাত ১১ টায় নওগাঁ জেলার সদর থানার ফরহাদ (৩৫) নামক এক ধর্ষনকারী পলাতক আসামীকে গ্রেফতার করে। 

র‌্যাবের অভিজানে শাশুড়ীকে ধর্ষনের অভিযোগে নওগাঁর দুবলহাটীর এক ধর্ষণকারী গ্রেফতার

ফরহাদ সদর থানার দুবলহাটীর বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। র‌্যাব -৫ সিপিসি -২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত ফরহাদ ধর্ষিতার জামায়। 

সে গত ২৮ আগষ্ট ধর্ষিতার ১১ বছরের নাতী মারা গেলে সে দেখার জন্য জামাই ফরহাদের বাড়ীতে যায় এবং গত ২১ সেপ্টেম্বর রাত্রি অনুমান ১০ টায় খাওয়া দাওয়া শেষে আসামী ফরহাদের পাশের ঘরে ঘুমিয়ে পড়ে ঐ রাত ৩ টায় ফরহাদ তার শাশুড়ীর ঘরে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতদিলে সে তার মেয়েকে ডাকদেয়ার চেষ্টা করলে ফরহাদ তার শাশুড়ীর মুখ চেপেধরে মেড়ে ফেলার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ভিকটিম ভয়ে ও লজ্জায় বিষয়টি কাওকে জানায়নি। 

২২ সেপ্টেম্বর বিকেল অনুমান ৪ টার দিকে ভিকটিম শারিরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। পরবর্তিতে সে ভিকটিম বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ
আজকের দেশ সংবাদ ডেস্কনওগাঁয় প্রাকৃতিক দূর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে গো- খামারীদের মাঝে গো- খাদ্য বিতরণ ও ফলন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ করা হয়েছে। 
নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

আজ সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনাতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এসব উপকরন বিতরণ করেন। গো- খাদ্য বিতরণ অনুষ্ঠানে ২০০ জন খামারির মাঝে গরু মোটাতাজা করন ফিড ও ১৫০ জন কৃষকের মাঝে ১ কেজি গৃষ্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ ও ৫০ মিলি বালাই নাষক প্রদান করা হয় এবং ৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ প্রদান করা হয়।
নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

সদর উপজেলা নির্বাহি অফিসার মির্জ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁয় আঁধারে আলো মানবতার সংগঠন এর কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁ আঁধারে আলো মানবতার সংগঠন এর কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় শহরের প্যারীমোহন লাইব্রেরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির সভাপতি মো: রায়হান আলীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংঠনটির প্রধান উপদেষ্টা ও উত্তর অঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অদক্ষ্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মোফাজ্জল হোসেন, রোটারিয়ান চন্দন কুমার দেব, তাছলিমা ফেরদৌস সহ সংঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এটি মুলত গরীব দুখি অসহায় মানুষদের বিনামূল্যে রক্তদান সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গরীব দুখি অসহায় মানুষদের বিনামূল্যে রক্তদান করে আসছে ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে রক্তদানে উৎসাহিত করে আসছে।

নওগাঁর দুবলহাটীতে ফতেপুর - হাড়িয়াগাছী রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে দুই গ্রামের মানুষ

স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁর দুবলহাটী ইউনিয়ন পরিষদের পূর্বপাশের হাসপাতালের মোড় হতে হাড়িয়াগাছী গামি রাস্তার বেহাল দশায় দুই গ্রামের দুই থেকে আড়াই হাজার মানুষ চরম দুর্ভোগে চলাচল করছে। যেখানে একটু বৃষ্টি হলেই রাস্তাটি পরিনত হয় কাদার সমুদ্রে, নিত্যই ঘটছে দুর্ঘটনা, যে কোন যান বাহন তো দুরের কথা পায়ে হেঁটে মানুষ চলাচলই করাই যেখানে দুরুহ হয়ে পরছে সেখানে বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই গ্রমের দুই থেকে আড়াই হাজার মানুষ। স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জল হোসেন মাটিকেটে রাস্তা সংস্কার করলেও কাদার দুর্ভোগ থেকে যেন রেহায় নেই। স্থানীয় লোকজন তাই সদর উপজেলা চেয়ারম্যানকে এ রাস্তার বেহাল দশা ও জনদুর্ভোগের কথা জানালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক তাৎক্ষনিকভাবে রাতেই রাস্তা পরিদর্শনে গিয়ে খুব দ্রুত রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জল হোসেন বলেন, আমি এই গ্রামেরই মানুষ রাস্তাটি বৃষ্টি হলেই হাটু পরিমান কাদায় ডুবে থাকে আমি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি দ্রুত রাস্তাটি পাকা করে দিতে চেয়েছেন।


সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আমার কাছে রাস্তটির বিষয়ে এলাকার মানুষ বলেছেন আমি দেখি রাস্তাটি এলজিইডির আওতায় কিনা যদি এলজিইডির আওতায় হয় তবে আমি দ্রুত কাজের চেষ্টা করবো আর যদি এলজিইডির আওতায় না হয় তবে আমি আমার উপজেলা পরিষদের মাধ্যমে খুব দ্রুত রাস্তাটি করে দিব।


নওগাঁয় সুবিধাবঞ্চিতদের মাঝে পুলিশের বস্ত্র বিতরণ

আজকের দেশ সংবাদ ডেস্কনওগাঁয় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সদর মডেল থানা চত্বরে প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক । এসময় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরন করেন এবং শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের কার্যক্রম তুলে ধরেন।

নওগাঁয় সুবিধাবঞ্চিতদের মাঝে পুলিশের বস্ত্র বিতরণ

এই সময় সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান, সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান, ইনসপেক্টর অপারেশন আব্দুল গফুর, ওসি তদন্ত রাজিবুল হাসান, এস আই নাজমুল জান্নাত শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget