সেপ্টেম্বর 2020
91 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 568 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 105 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 43 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4764 দেশজুড়ে 42 ধর্ম 3394 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2763 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 52 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃত্যু হলে ওই রাতেই রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। এদিকে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শাহাবুর আলীর খবর দেয় যে তার বোন অসুস্থ্য। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষনে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয়ে যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃত্যের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক বরাদ দিয়ে বলেন, গৃহবধুর নাকি হার্ডের সমস্যাও ছিল।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

নওগাঁয় আমন ধানে পোকার আক্রমন দিশেহারা কৃষক


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : আমন ধানে পোকার আক্রমন দিশেহারা হয়ে পড়েছেন নওগাঁর কৃষকরা। কীটনাশক ব্যবহার করেও মিলছে না সমাধান। কৃষি বিভাগের লোক মাঠে না পেয়ে। বাধ্যহয়েই পরামর্শ নেওয়ার জন্য ছুটছেন কীনাশকের দোকানগুলোতে। কীটনাশক দোকানগুলো হাতে তুলে দিচ্ছেন নাম সর্বস্ব কোম্পানির ৪ থেকে ৫টি করে কীটনাশক ফাইল ও পাউডার। কৃষি বিভাগ কৃষকের মোবাইলে যোগাযোগ করতে অথবা লিখিত অভিযোগ করতে বলছেন।
কৃষি সম্প্রসারন অধিপ্তরের তথ্য মতে, চলতি আমন মৌসুমে জেলার ১১টি উপজেলায় মোট ১ লক্ষ ৯৭ হাজার ৫শ হেক্টর জমিতে রোপা আমন ধানে চাষ করা হয়েছে। তারমধ্য হাইব্রীড জাতের ২৫০ হেক্টর, উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লক্ষ ৬৮ হাজার ১শ ৭০ হেক্টর এবং স্থানীয় জাতের ২৯ হাজার ৮০ হেক্টর।
পোরশা উপজেলার বাকইল গ্রামের কৃষক আব্দুস ছালাম ও হুমায়ন কবির বলেন, ৪ থেকে ৫ একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ২ থেকে ৩ একর জমির ধান প্রায় নষ্ট হয়ে খড় হয়ে গেছে। কৃষি বিভাগের লোকজন এলাকায় না আসায় কারণে আমরা কোন পরামর্শ নিতে পারছি না। কীটনাশকের দোকানদারের পরামর্শ অনুযায়ী ঔষুধ স্প্রে করে কোন উপকারে আসছে না। এ রকম সমস্যা এই এলাকার অনেক কৃষকের।
নিয়ামতপুর উপজেলার চন্দননগর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, ৯ বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের ধানের চাষ করেছি। মাজরা পোকার আক্রমনে ধানের মুজি কেটে দিচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ না পেয়ে। দোকানে গেলে কাটটাপ গ্রুপের কিটনাশক ওষুধ স্প্রে করতে বলছে কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। গোড় গামর হতে বসেছে ধান। এসময় পোকার আক্রমনে আমরা দিশেহারা হয়ে পড়েছি।
একই এলাকার কৃষক ফজলুল ও রশিদ বলেন, ২০ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। ধান লাগানোর কিছু দিন পর থেকে মাজরা পোকার আক্রমন শুরু হয়। আক্রমনের পর থেকেই বিভিন্ন কোম্পানির ঔষুধ ব্যবহার করছি। ঔষুধ স্প্রে করলে এক সপ্তাহ ভালো থাকে তারপর আবার ধান মরতে শুরু হরে। কোম্পানির প্রতিনিধীরা যেসব ঔষুধ দিচ্ছে এমন ঔষুধ বাজারে আমরা কখনো দেখিনি।
মহাদেবপুর উপজেলার ইশ্বরপুর গ্রামের কৃষক শরিফ হোসেন ও আলীপুর গ্রামের ইয়াসিন আলীসহ এলাকার একাধীক কৃষক অভিযোগ করে বলেন, আমন ধানে পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েছি। কৃষি বিভাগের লোকজনদের মাঠে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কীটনাশক বিক্রেতাদের পরামর্শ নিয়ে ধানে ওষুধ স্প্রে করে কোন কাজ হচ্ছে না।
চকরাজা গ্রামের কৃষক সুলতান বলেন, ৪বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। প্রতি সপ্তাহে ধানে ওষূধ স্প্রে করি। আবহাওয়া কারণে মাঝ খানে একদিন ঔষুধ দিতে পারিনি। দুই দিন পরে এসে দেখি পোকার আক্রমনে অর্ধেক ধান মরে গেছে। কৃষি বিভাগের পরামর্শ না পেয়ে। দোকানে গেছে (মানজা প্লাস, সবিক্রন, এমিস্টার টপ ফাইল ও এসিকার পাউডার) চার প্রকার ঔষুধ দিয়ে স্প্রে করতে বলেন। চার বিঘা জমিতে একবার ঔষুধ স্প্রে করতে ৩ হাজার টাকা খরচ হচ্ছে।  
শ্যামপুর গ্রামের কৃষক সজিদ কুমার সাহা ও অখিল কুমার সাহা বলেন, আমন ধানের এবার মাজরা পোকার আক্রমন এমন ভাবে শুরু হয়েছে। তিন বার ঔষুধ স্প্রে করার পর পোকার আক্রমন থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। আমাদের তিন ভাইয়ের দেড় বিঘা জমির ধানের আশা ছেড়েই দিয়েছি। লাগানো চাড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, নতুন করে ধানের গোড়া থেকে চারা গজিয়ে ফসল করার জন্য চেষ্টা করা হচ্ছে।
মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন, মাজরা পোকার আক্রমন ফসলকে বাঁচাতে আমরা ধানে পারচিং করতে বলছি। লাউটিং ও ভিরতাকো জাতীয় ওষুধ স্প্রে করলে সহজেই এ পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. শামছুল ওয়াদুদ বলেন, নওগাঁ জেলায় আমন ধানে কোথাও কোন প্রকার পোকার আক্রমন নেই। পোকার আক্রমন থাকলে কৃষককে আমাদের কাছে লিখিত অভিযোগ করতে বলেন। কৃষি অফিসের লোকজনদের মাঠে পাওয়া যাচ্ছেনা এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন কৃষক যেন মোবাইল করে জানান তাহলে কৃষি অফিসের লোক গিয়ে পরামর্শ দিয়ে আসবে।

নওগাঁয় সেনাবাহিনীর বিনামূল্যে দুঃস্থ পুরুষ ও নারীদের স্বাস্থ্যসেবা প্রদান


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে দুঃস্থ পুরুষ ও নারীদের সামাজিক দূরুত¦ বজায় রেখে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দিনব্যাপী ১০ বীর ১১ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপাহাট ডিগ্রী কজেল চত্ত্বরে প্রত্যন্ত এলাকার ০৫ শতাধিক দুঃস্থ পুরুষ ও নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমরে উদ্বোধন করেন বগুড়া সেনাবাহিনীর ১০ বীর এর মেজর এম.কে হাবিব। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনাবাহিনীর ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবিদ হাসান। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ পুরুষ ও নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ দেওয়া হয়। এসময় বগুড়া সেনানিবাস ১০বীর লেফটেনেন্ট সাকিব সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁয় ১২শ’ কেজি চাল জব্দ, দোকানি খলিলুর পলাতক


 নওগাঁ : নওগাঁ সদরের মাদারমোল্লা বাজারে একটি মুদি দোকান ঘরের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তায় (৩০ কেজি ওজন) ১২শ’ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ঘটনার পর থেকে দোকানি খলিলুর রহমান পলাতক রয়েছেন। চালগুলো জব্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন দোকানটিকে সিলগালা করে দেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজারে খলিলুর রহমানের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। খলিলুর রহমান সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের মৃত সাবদুল হকের ছেলে।

সোমবার থেকে চন্ডিপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের মাঝে বিক্রি শুরু হয়। ইউনিয়নের মাদারমোল্লা বাজারের ডিলার রুহুল আমিন খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের মাঝে বিক্রি করেন। কিন্তু সুবিধাভোগীরা চাল উত্তোলন করার পর মুদি দোকানি খলিলুরের কাছে বিক্রি করে দেন। খলিলুর চালগুলো তার দোকানে রেখে তালাবদ্ধ করে রাখেন।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদে উপজেলা প্রশাসন বিষয়টি জানার পর ঘটনাস্থলে যায়। দোকান মালিক খলিলুরকে ফোন দিয়ে সাড়া না মিলায় তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল উদ্ধার করে প্রশাসন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন জানান, এই চালগুলো কেনা, বিক্রি এবং মজুদ করা সরকারি ভাবে দন্ডনীয়। দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো জব্দ এবং দোকানটি সিলগালা করা হয়েছে। তিনি ঘটনারপর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

দেশে পর্যপ্ত খাদ্য মজুদ আছে। কোন চাল বা মিলা ব্যবসায়ী কারসাজি করে চালের দাম বৃাদ্ধ করলে কোন ছাড় দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী

নিজস্ব পতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যন্ত খাদ্য রয়েছে। দেশে কোন খাদ্য ঘাটতি নেই। ভোক্ত-কৃষক সমস্বয় করে আমদানি নীতি করা হয়েছে। কোন চাল বা মিল ব্যবসায়ী নিজেদের স্বার্থে মুনাফা লুটে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন রকম ছাড় দেওয়া হবে না বলে হুশয়ারি উচ্চরণ করেন। আজ (২০সেপ্টেম্বর) দুপূরে সাপাহার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি  সারাবিশ্বের সম্পদ -খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নয় সারা বিশ্বের অসংবাধিত নেতা ছিলেন এবং তার অমর বানীতে সকল বঙ্গালিরা মুক্তিযোদ্ধে ছাপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ণার খুলার নির্দেশ রয়েছে ও উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরাল তৈরীর করা পদক্ষেপ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শুধু আওয়মীলীগের সম্পদ না সারাদেশের ও সারাবিশ্বের সম্পদ। তিনি গতকাল শুক্রবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কর্ণার ও তার জীবন উল্লেখ্য দেখে নতুন প্রজন্ম সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ও মাদক থেকে ফিরে এসে বঙ্গবন্ধুর এই আদর্শ এবং স্বাধীনতার পতাকা নিয়ে এগিয়ে যাবে।

এসময় জেলা প্রশাসক হারুন অর রশীদ, রাজশাহী বিভাগের আঞ্জলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসন পাটোয়ারী ও বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেন মন্ত্রী।


নওগাঁয় শিক্ষকতার পাশাপাশি পেয়ারা চাষে লাভবান

নওগাঁ : নওগাঁর মান্দায় থাই পেয়ারার বাগান করে সফল হয়েছেন শামসুর রহমান। তিনি পেশায় শিক্ষক। উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে প্রায় ৫৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিষ্টি ও সুস্বাদু থাই পেয়ারার বাগান। প্রতিদিন তার বাগান থেকে প্রায় ৪০ মণের মতো পেয়ারা উঠানো হয়। এসব পেয়ারা নওগাঁসহ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। এলাকায় তিনি একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। তিনি ‘সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে’ বাংলা বিভাগের শিক্ষক।
ছাত্রজীবন থেকে কৃষির সাথে সম্পৃক্ত শামসুর রহমান। পড়াশোনার পাশাপাশি ২০০২ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের ফলের চাষ করেন। ২০০২ সালে অন্যের কিছু জমি ইজারা নিয়ে প্রথমে শুরু করেন শবরি কলার আবাদ। এরপর সাগর কলা এবং সবশেষ চিনি চম্পা কলার চাষ করেন। কলা চাষে কিছুটা লাভ হলেও গাছে মোড়ক ধরায় লোকসানের পরিমাণ দাঁড়ায় বেশি। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়া আজিজুল হক কলেজ থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
কলায় লোকসানের পর পাঁচ বছর আগে ১০ বিঘা জমি ইজারা নিয়ে থাই পেয়ারার বাগান শুরু করেন। থাই পেয়ারা লাভজনক হওয়ায় জমির পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে ৫৫ বিঘা জমির ওপর পাঁচটি থাই পেয়ারার বাগান রয়েছে। প্রথম দিকে জমির ইজারা নিতে টাকার পরিমাণ কম থাকলেও বর্তমানে প্রতি বছর ১৬ হাজার টাকা বিঘা হিসেবে ইজারা নেয়া হয়েছে।
শিক্ষক শামসুর রহমান বলেন, ছাত্র জীবন থেকেই কৃষিতে সম্পৃক্ত। বিভিন্ন ফলের বাগান লাভজনক হওয়ায় কৃষিতে তিনি মনোনিবেশ করেন। পড়াশোনা শেষ করে গত পাঁচ বছর আগে অন্যের জমি ইজারা নিয়ে থাই পেয়ারার চাষ শুরু করেন। এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করছেন স্ত্রী নূরী জান্নাত নেসা। জমি চাষ করে সরাসরি জমিতে চারা রোপণ করেন তিনি। প্রতি বিঘায় সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে প্রায় ২০০-২৫০টি পেয়ারা চারা রোপণ করা হয়। পরে যখন চারা জমিতে লেগে যায় তারপর জৈবসার দেয়া হয়। বগুড়া, নাটোর ও চুয়াডাঙ্গা জেলা থেকে থাই পেয়ারার চারা সংগ্রহ করা হয়। প্রতিটি চারায় খরচ পড়েছিল ২০-৩০ টাকা।
 

 

নওগাঁয় শিক্ষকতার পাশাপাশি পেয়ারা চাষে লাভবান

প্রথম বছর প্রতি বিঘায় খরচ পড়ে প্রায় ৪০-৫০ হাজার টাকা। গাছ বড় হওয়ার পর দ্বিতীয় বছর খরচ কিছুটা বাড়ে। পেয়ারা লাগানোর ছয় মাস পর থেকে গাছে পেয়ারা আসা শুরু করে। গাছে যখন পেয়ারা আসা শুরু করে তখন অল্প পরিমাণ ওঠে। এরপর প্রতিদিন প্রায় ৩০-৪০ মণ উঠানো হয়। প্রতি মণে পাইকারি দাম পাওয়া যায় ১ হাজার ৬০০ টাকা। পাইকাররা এসে জমি থেকে কিনে নিয়ে যান। নওগাঁসহ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। প্রতিদিন প্রায় ২০ জন শ্রমিক কাজ করেন। আগামী কয়েক দিনের মধ্যে কিছু জমিতে মাল্টা লাগাবেন।
তিনি আরো বলেন, নিজের তেমন জমিজমা নেই। অন্যের জমি ইজারা নিয়ে চাষাবাদ করা হয়। বগুড়া আজিজুল হক কলেজ থেকে ২০১১ সালে বাংলা বিভাগে অনার্স-মাস্টার্স করার পর কৃষিতে আরো বেশি মনোনিবেশ করেন। এরপর সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেন। বর্তমান প্রেক্ষাপটে দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বেশি। সবাই চাকরির পেছনে হন্য হয়ে ঘুরছে। যদি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কিছু করতে চায় তবে সফলতা আসবে বলে মনে করি।
বাগানে কাজ করা নিয়মিত শ্রমিক আজিজুল ও পারভেজ মোশারফসহ কয়েকজন বলেন, গত পাঁচ বছর থেকে তারা বাগানে নিয়মিত ২০-২৫ জন কাজ করছেন। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করে মজুরি পান ২৫০ টাকা। পেয়ারা বাগানে তারা সারা বছরই কাজ করতে পারেন। বাগানের ঘাস নিড়ানো থেকে শুরু করে পানি ও সার দেয়াসহ বিভিন্ন পরিচর্চা ও প্রতিদিন বাগান থেকে পেয়ারা উঠিয়ে প্যাকেটজাত করাই তাদের কাজ।
মান্দা উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী আমার কাছে পরামর্শ নিতে এসেছিল। তাদের মিশ্র ফলের বাগানের বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে পেয়ারা, বিভিন্ন জাতের আম, ভিয়েতনাম নারকেল, বন সুন্দরী কুল, ড্রাগন ও মাল্টাসহ কয়েকটি ফলের বাগান করতে উদ্বৃদ্ধ করা হয়েছে। এতে করে সারা বছরই একটা আয় আসবে। শামসুর রহমানের পেয়ারা বাগানটি পরিদর্শন করা হয়েছে। তিনি সেদিক দিয়ে বেশ সফল। বিভিন্ন সময় মোবাইলে তিনি পরামর্শ নিয়ে থাকেন। কৃষি অফিস থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে। আমার মনে হয় চাকরির পেছনে না ছুটে যদি কেউ উদ্যোক্তা হন। বিশেষ করে মিশ্র ফলের বাগান করে শিক্ষিত সচেতন বেকাররা অবশ্যই সফল হবে। কেউ যদি আগ্রহি হন কৃষি অফিস থেকে তাকে সহযোগিতা করা হবে।

 

যশোরের বেনাপোলে প্রতিবেশীর দায়ের আঘাতে আহত-১: গ্রেফতার-২

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-জখমের মতো ঘটনা ঘটেছে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন জনি আহমেদ(২৫) নামের একজন। আহত জনি সাদিপুর গ্রামের দাউদ মোড়লের ছেলে৷


এ ব্যাপারে দাউদ মোড়ল বাদী হয়ে চারজন আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন৷ এদের মধ্যে ইতোমধ্যে ২জন আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ৷ মামলার আসামীরা হলেন, সাদিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আলী আহমেদ নেদা(৪৫), মৃত খোদা বক্সের ছেলে ফারজেল,মৃত আবুল হোসেনের ছেলে ভুট্টো, মোঃ ভুট্টোর ছেলে আবুবক্কর।

বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা গেছে, আজ শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাদিপুর গ্রামের আস্তানা নামক স্থানের দোকানদার মিলন এর সাথে ১নং আসামী মোঃ আলী আহম্মেদ নেদার সাথে কথা কাটাকাটি'র এক পর্যায় গোন্ডগোল বাধে সেই গোন্ডগোল ঠেকাতে সেখানে উপস্থিত দাউদ মোড়লের ছেলে জনি আহম্মেদ ছুটে আসলে উল্লিখিত ঐ ৪ জন আসামী তাদের হাতে থাকা গাছি দা দিয়ে জনি আহম্মেদ এর উপর আক্রমন চালায়। এলোপাতাড়ি চালানো দায়ের কোপ গিয়ে লাগে জনি'র চোখের উপর,এতে সে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে আসামী গন পালিয়ে যায়। ঘটনা স্থলে জড়ো হওয়া লোকজন জনি আহম্মেদ কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতে ভতি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, আহত জনির বাবা বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন৷ ঘটনার সাথে জড়িত চারজন আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন পলাতক বাকি দুই জন আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি (১৫) নামের এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে জানালার সাথে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ। জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমান মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ৪মাস পূর্বে তার বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে। এরপর থেকে যৌতুকসহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষে এই ঘটনাটি ঘটেছে। জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবী তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে টাঙিয়ে রাখা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন, নিহতের শয়নকক্ষের জানালার সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামী ওয়াহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত বিষয়টি জানা যাবে যে এটি হত্যা না আত্মহত্যা।

নওগাঁর বদলগাছীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক


আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে ষাট বোতল ফেন্সিডিল সহ আকাশ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানাধীন চাকরাইল এলাকা হতে পত্নীতলার গগনপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আখতারুজ্জামান আকাশ কে ৬০ (ষাট) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল ও বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয়।

এবিষয়ে ডিবি ওসি কেএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত আকাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।#

আবারো শার্শা থানা পুলিশের হাত থেকে হ্যান্ডক্যাপসহ মাদক ব্যবসায়ী পলাতক


    
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা আমলার মাঝের পাড়া রফিকুলের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকেগতকাল (০৭ সেপ্টেম্বর) সোমবার রাত ৮ টার দিকে মাদকচক্রের চালানের খবর পেয়ে শার্শা থানার এএসআই রবিউল সঙ্গীয় ফোর্স বাদে সোর্স নিয়ে মাদকের চালানটি আটক করার অভিযান চালান তিনি।

এসময় ১০০ বোতল ফেন্সিডিল,কালো রঙের পালসার যার নং(যশোর ল ১৩:৩৭৮৯)ও একটি বাইসাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ীদের আটকের পর হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসআই রবিউল ও সোর্স মাদক গণনা করতে ব্যস্ত হয়ে গেলে সুযোগ বুঝে হ্যান্ডক্যাপসহ ঐ তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত(১৫ঘন্টা) হ্যান্ডক্যাপসহ আসামিদ্বয়কে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগেও শার্শা থানার অন্তর্গত পুলিশের হাত থেকে আসামি পলায়নের অভিযোগ পাওয়া যায়।
গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামে মাদকের অভিযান পরিচালনা করতে গিয়ে দুই মাদক ব্যবসায়ী হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায় ও এক পুলিশ কর্মকর্তার গুলিসহ অস্ত্র পথের মধ্যে হারিয়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসিরা সহযোগিতা করে প্রায় পৌণে ১ ঘন্টা পরে ঐ দু’মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর ঐ হারিয়ে যাওয়া গুলিসহ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গত ১৪ জুলাই সকাল দশটায় বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দের এএসআই আকবারের হাত থেকে মাদক ব্যবসায়ী হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছিলো।

এহেন ঘটনা বার বার ঘটছে কেন ও আসামিসহ হ্যান্ডক্যাপ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে,শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম বলেন,হ্যান্ডক্যাপসহ আসামি উদ্ধারের কাজ অব্যাহত আছে,আমি স্পটে আছি। একটু পরে ফোন দেন বলে ফোন কেটে দেয়।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
    



নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


সালমান ফার্সী (সজল), নওগঁ : নওগাঁর রাণীনগরের রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (০৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ৪৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

সন্ত্রাসী কর্মকান্ড ও চোরাচালান সীমান্ত হত্যার জন্য দায়ী


                                                                       ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী
আত্রাই প্রতিনিধি, নওগঁ : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী বলেছেন, সীমান্তে প্রতিনিয়তই সন্ত্রাসী কর্মকান্ড ও চোরাচালানের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করা গেলে হত্যা বন্ধ হবে না। আজ (০৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচারী বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। সেই চেতনা ধারন করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ। দু’দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহামানবের অসামান্য অবদানের কথাও শিকার করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ধামুইরহাটে একশত বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি



আতাউর শাহ্, নওগাঁ  :  নওগাঁর ধামুইরহাটে একশত বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫০) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (০৫ সেপ্টেম্বর) শনিবার রাতে ওসি ডিবি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ধামুইরহাট থানাধীন রুপ নারায়নপুর নতুন ব্রীজের পার্শ্বে হতে এনামুল কে ১শ' (একশত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ আটক করা হয়। আটক এনামুল ধামুইরহাট উপজেলার রুপ নারায়নপুর গ্রামের মোঃ আঃ কুদ্দুস এর ছেলে।

এবিষয়ে ডিবির এএসআই মোঃ ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক এনামুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ধামুইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

 

বেনাপোলে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার দুই নারী মাদক ব্যবসায়ী


বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে তিন কেজি গাঁজা সহ যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামের আজিজের মেয়ে মোছাঃ মনি (৩৭) ও বাগেরহাট জেলার বাগেরহাট থানার আইয়ুব আলী শেখ এর মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন(২৪)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আজ (০৬ সেপ্টেম্বর) রবিবার সকাল ৬ টার সময় ভবের বেড় গ্রামে এসআই মাসুম বিল্লাহ,এএসআই সিকদার মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান উদ্ধার মাদক সহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।

 

নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাল বীজ ও ফলজ চারা রোপনের শুভ উদ্ধোধন


সালমান ফার্সী(সজল) নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু -পাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে বজ্রপাত প্রতিরোধে, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় ৩য় পর্যায়ে লক্ষাধিক তাল বীজ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫হাজার ফলজ বনজ এবং ওষুধী গাছের চারা রোপনের মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। আজ (০৬ সেপ্টেম্বর)রবিবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহা-সড়কের ভিমপুর প্রতায় নেতা আব্দুল জলিল সাহেবের ফয়েজ উদ্দিন কোল্ডস্টোরে সামনে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের আয়োজনে মাসব্যাপি এর কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন, মহাদেবপুর থানার ও‘সি নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক মাহমুদুন নবী বেলাল সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উপ-নির্বাচন: নওগাঁ-৬ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের মোটরসাইকেল শোভাযাত্রা


রাণীনগর (নওগাঁ): নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। গত শুক্রবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা করেন তিনি।


এদিন বিকেলে আত্রাই উপজেলায় তার নিজ বাড়ি রসুলপুর বটতলা থেকে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রসুলপুর থেকে সিংসাড়া হয়ে আত্রাই উপজেলা ও রাণীনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে পথ শোভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সাবেক সাংসদ ওহিদুর রহমানের ছেলে ও নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

শোভাযাত্রাকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন জানান, আমি দীর্ঘ ৩০ বছর ধরে রাণীনগর-আত্রাই মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি।


তিনি বলেন, এলাকার সব চাইতে বড় যে সমস্যা প্রতি বছর বাঁধ ভেঙ্গে হাজার হাজার একর জমির ফসলহানীসহ কোটি কোটি টাকার ক্ষতি হয়। আমি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এই ক্ষতি রোধে আগে বাঁধ নির্মান কাজ করব। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম। আমি বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।


তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো।


উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

 

মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রধান দুই দল তাদের মনোনিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেনি। যার কারণে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মরহুম সাংসদ ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটির বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। শনিবার সকালে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রায় সাগে ৩হাজার মটরসাইকেল অংশগ্রহণ করে।

রাণীনগর উপজেলা তার নিজ বাড়ি গোনা ইউনিয়নের ঝিনা গ্রাম থেকে শতাধিক মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রাণীনগর হয়ে আত্রাই উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ পথসভায় ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সুলতানা পারভিন বিউটি ও তার ছেলে ইশতিয়াক আলম ইফতি।

শোভাযাত্রাকালে বিউটি সাংবাদিকদের জানান, আমি ইসরাফিল আলমের পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ইসরাফিল আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। আমি দৃঢ় ভাবে বিশ^াস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

লজিং বাড়ি থেকে খাবার নিয়ে ফেরা হলো না মাদরাসাছাত্রের


জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশের ক্ষেতের পানি থেকে মাহবুব (১২) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়ারী রোডে আশি পাচঁকাহনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহবুব উপজেলার আশি পাঁচকাহনিয়ার আত-তাকওয়া বাগে জান্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আশি পাঁচকাহনিয়া গ্রামের আত-তাকওয়া বাগে জান্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মাহবুব প্রতিদিনের মত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লজিং বাড়ি থেকে রাতের খাবার আনতে যায়। পরে খাবার নিয়ে সে আর মাদরাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন সন্ধ্যার দিকে পয়ারী রাস্তার পাশে ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


নাজমুল হোসাইন, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো মরদেহ পায়নি।


নওগাঁর ধামইরহাটে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে ৯টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল  ১০ টায় উপজেলা পরিষদ পুকুরের এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। এব্যাপারে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, উপজেলা পরিষদ পুকুর, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা পুকুর, বৈদ্যবাটি আবাসন প্রকল্প, মানপুর আবাসন প্রকল্প, বেলঘরিয়া মসজিদ পুকুর, শ্যামপুর মসজিদ পুকুর, বড়থা বাজার ধাপের পুকুর, তালান্দার সীমান্ত ফাঁড়ি পুকুর, শিমুলতলী সীমান্ত ফাঁড়ি পুকুর এবং উন্মুক্ত বিল হিসেবে ঘুকসী বিলে মোট ৩শত ৪৫ কেজি রুই.কাতল ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 

নওগাঁর ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে রবেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক মো.আব্দুল হাকিমের জমিতে কাজু বাদামের চারা রোপনের মাধ্যমে এ উপজেলার কাজু বাদাম চাষ শুরু হয়। মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ধামইরহাট জোনের আয়োজনে উপজেলার তিনটি পয়েন্ট হাটনগর,রুপনারায়ণপুর এবং সেননগর গ্রামে ৫০টি গাছের চারা রোপন করা হয়। এসব চারাগাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,বিএমডিএ’র ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, কৃষক আবু ইউসুফ মুর্তুজা রহমান, আবু সাঈদ প্রমুখ। এব্যাপারে বিএসডিএ’র সহকারি প্রকৌশলী মো.হাবিবুল আহসান বলেন, ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে আমরাই প্রথম ব্যবসায়িক ভিত্তিক কৃষকদেরকে কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করছি। এ বাদাম বাজারে প্রায় এক হাজার টাকা কেজি দরে কেনাবেচা হয়। তাছাড়া বিদেশে এ প্রচুর চাহিদা রয়েছে। এ বাদাম চাষ করতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

নওগাঁয় জাতীয় আদিবাসি পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



তন্ময় ভৌমিক : জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসিবাসীদের আদিবাসি হিসেবে সাংবাধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্যে পৃথক মন্ত্রাণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
সংগ্রম ও গৌরবের ২৭ বছর শিরোনামে আজ (০৩ সেপ্টেম্বর) দুপূরে নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের ২৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
নওগাঁর কমিটির আবহায়ক নরেন পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, বাসদের নওগাঁর জয়নাল আবেদিন, আদিবাসী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ।


 

বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ

ঝালকাঠি প্রতিনিধি:  বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাতে ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাংবাদিক নেতা নজরুল ইসলাম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশ সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার পর পরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ঝালকাঠি নেতারা উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। উল্লেখ্য এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএমএসএফ ও শুশীল সমাজ কে নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করা হবে।

 

রাজশাহীতে হঠাৎ পুকুরে গ্যাস এক রাতে মাছচাষীদের কোটি টাকার ক্ষতি

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা(রাজশাহী) :   রাজশাহীর বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়ার কারনে পুকুর জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় মাছ মরে মৎসচাষীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, হঠাৎ করে মাছ মরার কারণে মৎস্যচাষীরা বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে তারা মাছ ধরে এনে বিভিন্ন উপজেলার হাটে বাজারে কম দামে বিক্রি করছে।

বাগমারা উপজেলা মৎস্য অফিস জানায়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে পুকুর জলাশয়ে বৃষ্টির পানি পড়ে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মাছ মরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি, চেউখালী, বালানগর, গোপালপুর, মোহনগঞ্জ, ঝিকরাসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পুকুর, জলাশয় গুলোতে মাছ মরার দৃশ্য দেখা গেছে। হাটে-বাজারে গিয়েও একই চিত্র চোখে পড়ে। শত শত মৎস চাষিরা বাজারে মরা মাছ নিয়ে ভিড় জমায়। এলাকার লোকজন মাছের আড়ৎ গুলোতে ভিড় জমায়।

বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার মাদারীগঞ্জ, ভবানীগঞ্জ, হাটগাঙ্গোপাড়া, তাহেরপুরসহ বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। ৩ থেকে ৪ কেজি ওজনের রুই, কাতলা ও সিলভার মাছ গুলো ৪০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করতে দেখা গেছে। কেউ কেউ আবার মাছ মরার কারণে না কিনেই বাড়িতে ফিরে গেছে।

বালানগর গ্রামের মৎসচাষী আব্দুল মতিন জানান, সকালে জানতে পারেন তার পুকুরের মরা মাছ ভাসছে। বিষয়টি জেনে পুকুরে গেলে ততক্ষণে অনেক মাছ মরে ভেসে ধারে লাগে। পরে মাছ গুলো কিছু অংশ তুলে বাজারে নেয় বাকি মাছ পুকুরে পচে গেছে।

একই ভাবে উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল হোসেন জানান, তার পুকুরের অর্ধেকের বেশে মাছ মরে গেছে। বাকি কিছু মাছ পকুরে রয়েছে। এতে করে তার প্রায় ৩ লক্ষাধিক ক্ষতি হয়েছে।

এদিকে স্বরজমিনে মাদারীগঞ্জ ও ভবানীগঞ্জ মাছ আড়তে গেলে অগণিত মরা মাছের দৃশ্য চোখে পড়ে। ক্রেতাদের মধ্যে কেউ কেউ দাম কম পেয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করছে বলে জানা গেছে। তিন থেকে চার কেজি ওজনের বড় বড় রুই, কাতলা, সিলভার ও ব্রিগেট মাছ গুলোর দাম খুবই কম দেখা গেছে। মাছের দাম কম হওয়ায় এলাকার লোকজনকে মাছ কেনার জন্য মাছ বাজারে ভিড় জমাতে দেখা যায়। মাছ চাষীরা মাছ মরার কারন জানতে না পেরে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে এলাকার একাধিক মাছ চাষীরা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, দুর্যোগ পরবর্তি সময়ে পুকুর গুলোতে অক্সিজেনের সল্পতা দেখা দেয়। পুকুরে অতিরিক্ত মাছ থাকলে ওই সকল পুকুর গুলোর মাছ মরার সম্ভাবনা বেশী। তবে যাদের পুকুরে পরিমিত মাছ আছে তাদের ক্ষতি কম হবে। দুর্যোগ দেখা দিলে পুকুরে বেশী পরিমান মাছ থাকলে সে গুলো মেরে কমিয়ে দিলে ওই সকল পুকুরে মাছ মরার সম্ভাবনা থাকে না বলে তিনি জানিয়েছেন।

 

রাজশাহীয় ভুয়া সনদে ১০ বছর ধরে শিক্ষকতা!



ফেরদৌস সিদ্দিকী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে মোবাসসেরা খাতুন নামের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া নিবন্ধন সনদে ১০ বছর ধরে চাকরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোবাসসেরা খাতুন গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নের সৈয়দপুর শহীদ মঞ্জু উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা। ২০১১ সাল থেকে কর্মরত তিনি। তার ইনডেক্স নং ১০৮৪৩৩। শুরু থেকেই এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিচ্ছেন যাবতীয় সুযোগ সুবিধা।

মোবাসসেরা খাতুনের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন নম্বর ও প্রত্যয়ন জালিয়াতি করে অবৈধভাবে নিয়োগের অভিযোগ এসেছে শিক্ষা দফতরে। গত ১ আগস্ট লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতাও পেয়েছে জেলা শিক্ষা দফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তিনি জানান, যেহেতু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল দফতরের ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো প্রকার রেকর্ড এখানে নেই (ঢাকায় রেকর্ড রয়েছে) সেহেতু প্রকৃত নিয়োগপ্রাপ্ত প্রার্থীর রোল নম্বর আমাদের অনলাইন ডেটাবেজের সার্ভার থেকে যাচাইপূর্বক জালিয়াতির সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ সম্পর্কে তিনি আরও জানান, এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিয়োগকালে ওই শিক্ষিকার দাখিলকৃত নথিতে দেখা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বরে তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। তার রোল নম্বর ২১১৬০৭৭৯। ৪৬ দশমিক ৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। কিন্তু যাচাইয়ে ধরা পড়ে ওই সনদধারী আদতেই মোবাসসেরা খাতুন নন। সেটি রোজি খাতুনের। সনদ জালিয়াতি করে মোবাসসেরা খাতুন নিয়োগ নিয়েছেন। তার এই কাণ্ডে বিদ্যালয় পরিচালনা কমিটির যোগসাজস রয়েছে। রহস্যজনক কারণে অডিটেও আপত্তি ওঠেনি।


নিয়োগকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ অবসরে যাওয়ার পর তরিকুল ইসলাম বিদ্যালয়টির প্রধান শিক্ষক হন। তিনি জালিয়াতির বিয়ষটি জানতে পেরে ওই শিক্ষককে জিম্মি করেন। প্রতি মাসে তার বেতন থেকে একটি অংশ নিজের পকেটে নেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তৎকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ বলেন, ওই নিয়োগে তার কোনো হাত ছিল না। সব দায়দায়িত্ব নিয়োগ কমিটিরই। সম্প্রতি তিনি জালিয়াতির বিষয়টি শুনেছেন। আগে টেরই পাননি এত বড় জালিয়াতি।

তবে অভিযোগ বিষয়ে কথা বলতে রাজি হননি মোবাসসেরা খাতুন।

জানতে চাইলে বর্তমান প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন ২০১৩ সালে। কিন্তু মোবাসসেরা খাতুন নিয়োগ পেয়েছেন তারও দুই বছর আগে। কাজেই বিষয়টি তার জানার কথা নয়।

তিনি যোগ করেন, ২০১৮ সালের অডিটেও ওই শিক্ষকের জালিয়াতির বিষয়টি ধরা পড়েনি। এ সময় ওই শিক্ষিকাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে আঞ্চলিক শিক্ষা দফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে নিবন্ধন সনদ জালিয়াতির বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের জন্য জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পরিপূর্ণ সত্যতা মিললে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget