নওগাঁয় গো- খামারীদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ
আজকের দেশ সংবাদ ডেস্কনওগাঁয় প্রাকৃতিক দূর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে গো- খামারীদের মাঝে গো- খাদ্য বিতরণ ও ফলন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ করা হয়েছে। 
নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

আজ সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনাতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এসব উপকরন বিতরণ করেন। গো- খাদ্য বিতরণ অনুষ্ঠানে ২০০ জন খামারির মাঝে গরু মোটাতাজা করন ফিড ও ১৫০ জন কৃষকের মাঝে ১ কেজি গৃষ্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ ও ৫০ মিলি বালাই নাষক প্রদান করা হয় এবং ৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ প্রদান করা হয়।
নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

সদর উপজেলা নির্বাহি অফিসার মির্জ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget