Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নোয়াখালীতে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

মিজানুর রহমান: নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী খালেদ (৫০) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো। খালেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এর আর আগে সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে একটি দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও কর্মচারী রহমতের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন মহিবুল ইসলাম নিপুর তেলের দোকানে ছিলেন। দোকানের মালিক নিপুসহ তিনজন পেছনে হিসাব করছিলেন। সামনে ছিল দুইজন। হঠাৎ রাত ১০টার দিকে দোকানের সামনে বিকট শব্দ করে আগুনের লেলিহান শিখা পেছনের দিকে যায়। এ সময় তিনি লাফ দিয়ে বের হতে সক্ষম হন।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও দোকান কর্মচারী রহমতসহ দুইজন দগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন আরও দুইজন। অগ্নিদগ্ধ খালেদকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সুবর্ণচর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নুরনবী জানান, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘটনাস্থলেই দুইজন দগ্ধ হয়ে মারা গেছেন বলেও তিনি জানান।

নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যার কিছু আগে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত মঙ্গলবাড়ী হরগোবিন্দ মন্দিরের সামনে ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেহ তল্লাসী করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার মঙ্গলবাড়ী (মুকুন্দপুর) গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৪) এবং একই গ্রামের সোবহান শাহ’র ছেলে শাহাদৎ হোসেন শাহ (৫৩)। ওই রাতেই আসামীদেরকে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাত্রদের বেতন মওকুফ দাবিতে নওগাঁ ছাত্রদলের জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

আবু রায়হান রাসেল নওগাঁ  : করোনা ভাইরাসের মহামারীতে গোটা বিশ্ব বিপর্যয়.  শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব সেক্টরে আজ মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভাইরাসের বন্ধ মহামারীতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ এর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর অংশ হিসেবে নওগাঁ জেলা ছাত্রদল আজ নওগাঁ জেলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে দেশের এই মহা বিপর্যয় সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন নওগাঁ জেলা ছাত্রদল.

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে এরই অংশ হিসাবে করোনা ভাইরাস এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম বিপর্যয় আছে এর মধ্যে দেশের অর্থনীতির অবস্থা করুণ এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের বেতন দেওয়া একপ্রকার অসম্ভব.তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি আশা করি সরকার আমাদের দাবি বিবেচনা করবে।

এ সময় নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোহা সিনিয়র সহ-সভাপতি রোমিও, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার সহ- সভাপতি জনি, হাসিবুল, যুগ্ম সম্পাদক সিম,সোহাগ, দপ্তর সম্পাদক ফরহাদ ,সহ সাধারণ সম্পাদক তৌকির ,সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, বাদশা , ক্রীড়া সম্পাদক রাঙ্গা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে শাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। ২২ জুন বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকান্দা হরিণহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সাকিবুল ইসলাম রাকিব ছনকান্দ হরিণহাটা গ্রামে আ. বারী মন্ডলের বড় ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স থিথিস সেমিস্টারের শিক্ষার্থী ও শাহজালাল হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুপুরে মাছের ফিসারির পাড়ে আম গাছে উঠে ডাল কাটছিল রাকিবের ছোট ভাই মেহেদি হাসান রবিন। গাছের নিচে দাঁড়িয়ে ছিল রাকিব। পাশে কাজ করছিল তার বাবা আ. বারী মন্ডল।

পরে রাকিবকে ফিসারির পাড়ে ঘাস খেতে দেয়া গরু বাড়িতে আনতে পাঠায় বাবা। গরু আনতে গিয়ে ঝুলন্ত তারে মাথা লাগলে হাত দিয়ে ছাড়াতে গিয়ে তারে জড়িয়ে মৃত্যু হয় রাকিবের।

তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাকিবের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বোনসহ ছাত্রদল নেতার

কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ছাত্রদল নেতা ও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান আনু ও এর ঘণ্টা খানেক পর তার খালাতো বোন নাজু আক্তারের মৃত্যু হয়।

অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

কন্যা সন্তান হলেই বিক্রি করে দেন তারা

রু‌বেলুর রহমান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলা‌র জামালপুর ইউনিয়‌নে পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে ৫০ হাজার টাকার বিনিময়ে বি‌ক্রির অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। রোববার (২১ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামে এ ঘটনা ঘ‌টে। এর আগেও ওই পরিবার‌টি তা‌দের আরেক কন্যা সন্তান‌কে বি‌ক্রি ক‌রে‌ছে ব‌লে অভিযোগ র‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, জামালপুর ইউনিয়‌নের তুলশীবরাটের মৃত আদম শে‌খের ছে‌লে সাইফুল ওর‌ফে ছাবুল শেখ মান‌সিক প্র‌তিবন্ধী এবং তার স্ত্রীও মান‌সিক ভারসাম্যহীন। ফ‌লে জন্ম‌ নিয়ন্ত্রণ কী বো‌ঝেন না তারা। ওই দম্প‌তি এখন পর্যন্ত দুই ছে‌লে ও দুই মে‌য়ে সন্তা‌নের জন্ম‌ দি‌য়ে‌ছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের ভালোমন্দ দেখভাল ক‌রেন ছাবুল শেখের ভাই হাবিল শেখ। তার মাধ্যমেই সদ্য জন্ম নেয়া পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে সাতক্ষীরায় তা‌দের দূর সম্প‌র্কের এক আত্মীয়ের কা‌ছে বি‌ক্রি ক‌রা হয়েছে। স্থানীয়রা ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রির কথা ব‌ললেও ওই পরিবা‌রের সদস্যরা তা অস্বীকার ক‌রেছেন।

এর আগে গত বছর তারা আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার পদমদীর বেরুলী‌তে ২০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লেও জানা‌ গে‌ছে। এছাড়াও বড় ছে‌লে‌কে ওই দম্প‌তি নি‌জে ও আরেক ছে‌লে‌কে তার ভাই খোকন লালন পালন কর‌ছেন।

স্থানীয়রা বলেন, ছাবুল ও তার স্ত্রীর মান‌সিক সমস্যা আছে। কিন্তু সন্তান জ‌ন্মের প‌রই হা‌বি‌লের সহ‌যো‌গিতায় বি‌ক্রি করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে মাত্র পাঁচদি‌নের শিশু সন্তান‌কে সাতক্ষীরার এক ব্য‌ক্তির কা‌ছে বি‌ক্রি ক‌রে‌ দিয়েছেন তারা। রোববার (২১ জুন) সকা‌লে শিশু‌টি‌কে নি‌য়ে গে‌ছেন ওই ব্যক্তি।

এর আগেও তারা আরেক কন্যা সন্তান‌কে ২০ হাজার টাকায় বেরুলী এলাকায় বিক্রি করেছেন। তারা ছে‌লে সন্তান জন্ম নি‌লে রে‌খে দেন এবং মে‌য়ে সন্তান হ‌লে বি‌ক্রি ক‌রে দেন। আসলে হা‌বিলই সব কিছু করছেন, কারণ ছাবুল তো পাগল। তেমন কিছু বো‌ঝেন না। আইনগতভা‌বে সন্তান দত্তক দি‌লে কা‌রও কোনো কথা থাক‌তো না। এটা রী‌তিমত ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

শিশুটির দাদি জমিরন বিবি জানান, ছেলে ছাবুল ও বউ দুজনই পাগল। নি‌জেরাই খাবার পায় না ও নি‌জে‌দের ভালোমন্দ বো‌ঝে না। তাই সাতক্ষীরায় থাকা তা‌দের দূর সম্পর্কের এক আত্মীয়ের কা‌ছে তার ছোট নাত‌নি‌কে দি‌য়ে‌ছেন। এখন খু‌শি হ‌য়ে তারা পাগল ছে‌লেকে কিছু টাকা দি‌তে পা‌রে।
হা‌বিল শেখ বলেন, আমার ভাই ও‌ ভাইয়ের স্ত্রী পাগল। নি‌জেদের ভালোমন্দ নি‌জেরাই বো‌ঝে না। যে কার‌ণে তাদের খোঁজখবর রাখি। ত‌বে তাদের শিশু সন্তান বি‌ক্রির অভিযোগ সঠিক নয়। খাবার ও প‌রিচর্যার অভা‌বে বাচ্চা মারা যা‌বে। এ কারণে লালন পাল‌নের জন্য সাতক্ষীরায় এক অত্মীয়ের কা‌ছে দি‌য়ে‌ছি।

তিনি বলেন, গত বছর আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার বেরুলী‌তে এক আত্মীয়েল কা‌ছে দি‌য়ে‌ছি। সে সময় তারা খুশি হ‌য়ে ২০ হাজার টাকা দি‌য়ে‌ছি‌ল। তাদের

জামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, এলাকার হা‌বিল শে‌খ তার মান‌সিক ভারসাম্যহীন ভাই ছাবুল শে‌খের পাঁচদিনের শিশু সন্তানকে অন্যত্র বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হা‌বিল‌কে আজকের ম‌ধ্যে ওই বাচ্চা‌ ফেরত আনতে বলেছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বাচ্চা বি‌ক্রির বিষয়‌টি শুনেছি। তবে দে‌শের প্রচ‌লিত আইন ও‌ বি‌ধি মোতা‌বেক তারা য‌দি বাচ্চা দত্তক দেয়, তাহ‌লে ঠিক আছে। আর যদি বি‌ধি মোতাবেক সেটা না হ‌য়ে থা‌কে, তাহ‌লে তদন্ত সা‌পেক্ষ আইন অনুযায়ী তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget