Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ছাত্রদের বেতন মওকুফ দাবিতে নওগাঁ ছাত্রদলের জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

আবু রায়হান রাসেল নওগাঁ  : করোনা ভাইরাসের মহামারীতে গোটা বিশ্ব বিপর্যয়.  শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব সেক্টরে আজ মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভাইরাসের বন্ধ মহামারীতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ এর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর অংশ হিসেবে নওগাঁ জেলা ছাত্রদল আজ নওগাঁ জেলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে দেশের এই মহা বিপর্যয় সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন নওগাঁ জেলা ছাত্রদল.

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে এরই অংশ হিসাবে করোনা ভাইরাস এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম বিপর্যয় আছে এর মধ্যে দেশের অর্থনীতির অবস্থা করুণ এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের বেতন দেওয়া একপ্রকার অসম্ভব.তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি আশা করি সরকার আমাদের দাবি বিবেচনা করবে।

এ সময় নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোহা সিনিয়র সহ-সভাপতি রোমিও, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার সহ- সভাপতি জনি, হাসিবুল, যুগ্ম সম্পাদক সিম,সোহাগ, দপ্তর সম্পাদক ফরহাদ ,সহ সাধারণ সম্পাদক তৌকির ,সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, বাদশা , ক্রীড়া সম্পাদক রাঙ্গা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে শাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। ২২ জুন বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকান্দা হরিণহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সাকিবুল ইসলাম রাকিব ছনকান্দ হরিণহাটা গ্রামে আ. বারী মন্ডলের বড় ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স থিথিস সেমিস্টারের শিক্ষার্থী ও শাহজালাল হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুপুরে মাছের ফিসারির পাড়ে আম গাছে উঠে ডাল কাটছিল রাকিবের ছোট ভাই মেহেদি হাসান রবিন। গাছের নিচে দাঁড়িয়ে ছিল রাকিব। পাশে কাজ করছিল তার বাবা আ. বারী মন্ডল।

পরে রাকিবকে ফিসারির পাড়ে ঘাস খেতে দেয়া গরু বাড়িতে আনতে পাঠায় বাবা। গরু আনতে গিয়ে ঝুলন্ত তারে মাথা লাগলে হাত দিয়ে ছাড়াতে গিয়ে তারে জড়িয়ে মৃত্যু হয় রাকিবের।

তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাকিবের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বোনসহ ছাত্রদল নেতার

কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ছাত্রদল নেতা ও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান আনু ও এর ঘণ্টা খানেক পর তার খালাতো বোন নাজু আক্তারের মৃত্যু হয়।

অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

কন্যা সন্তান হলেই বিক্রি করে দেন তারা

রু‌বেলুর রহমান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলা‌র জামালপুর ইউনিয়‌নে পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে ৫০ হাজার টাকার বিনিময়ে বি‌ক্রির অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। রোববার (২১ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামে এ ঘটনা ঘ‌টে। এর আগেও ওই পরিবার‌টি তা‌দের আরেক কন্যা সন্তান‌কে বি‌ক্রি ক‌রে‌ছে ব‌লে অভিযোগ র‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, জামালপুর ইউনিয়‌নের তুলশীবরাটের মৃত আদম শে‌খের ছে‌লে সাইফুল ওর‌ফে ছাবুল শেখ মান‌সিক প্র‌তিবন্ধী এবং তার স্ত্রীও মান‌সিক ভারসাম্যহীন। ফ‌লে জন্ম‌ নিয়ন্ত্রণ কী বো‌ঝেন না তারা। ওই দম্প‌তি এখন পর্যন্ত দুই ছে‌লে ও দুই মে‌য়ে সন্তা‌নের জন্ম‌ দি‌য়ে‌ছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের ভালোমন্দ দেখভাল ক‌রেন ছাবুল শেখের ভাই হাবিল শেখ। তার মাধ্যমেই সদ্য জন্ম নেয়া পাঁচদি‌নের কন্যা সন্তান‌কে সাতক্ষীরায় তা‌দের দূর সম্প‌র্কের এক আত্মীয়ের কা‌ছে বি‌ক্রি ক‌রা হয়েছে। স্থানীয়রা ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রির কথা ব‌ললেও ওই পরিবা‌রের সদস্যরা তা অস্বীকার ক‌রেছেন।

এর আগে গত বছর তারা আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার পদমদীর বেরুলী‌তে ২০ হাজার টাকার বি‌নিম‌য়ে বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লেও জানা‌ গে‌ছে। এছাড়াও বড় ছে‌লে‌কে ওই দম্প‌তি নি‌জে ও আরেক ছে‌লে‌কে তার ভাই খোকন লালন পালন কর‌ছেন।

স্থানীয়রা বলেন, ছাবুল ও তার স্ত্রীর মান‌সিক সমস্যা আছে। কিন্তু সন্তান জ‌ন্মের প‌রই হা‌বি‌লের সহ‌যো‌গিতায় বি‌ক্রি করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) ৫০ হাজার টাকার বি‌নিম‌য়ে মাত্র পাঁচদি‌নের শিশু সন্তান‌কে সাতক্ষীরার এক ব্য‌ক্তির কা‌ছে বি‌ক্রি ক‌রে‌ দিয়েছেন তারা। রোববার (২১ জুন) সকা‌লে শিশু‌টি‌কে নি‌য়ে গে‌ছেন ওই ব্যক্তি।

এর আগেও তারা আরেক কন্যা সন্তান‌কে ২০ হাজার টাকায় বেরুলী এলাকায় বিক্রি করেছেন। তারা ছে‌লে সন্তান জন্ম নি‌লে রে‌খে দেন এবং মে‌য়ে সন্তান হ‌লে বি‌ক্রি ক‌রে দেন। আসলে হা‌বিলই সব কিছু করছেন, কারণ ছাবুল তো পাগল। তেমন কিছু বো‌ঝেন না। আইনগতভা‌বে সন্তান দত্তক দি‌লে কা‌রও কোনো কথা থাক‌তো না। এটা রী‌তিমত ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

শিশুটির দাদি জমিরন বিবি জানান, ছেলে ছাবুল ও বউ দুজনই পাগল। নি‌জেরাই খাবার পায় না ও নি‌জে‌দের ভালোমন্দ বো‌ঝে না। তাই সাতক্ষীরায় থাকা তা‌দের দূর সম্পর্কের এক আত্মীয়ের কা‌ছে তার ছোট নাত‌নি‌কে দি‌য়ে‌ছেন। এখন খু‌শি হ‌য়ে তারা পাগল ছে‌লেকে কিছু টাকা দি‌তে পা‌রে।
হা‌বিল শেখ বলেন, আমার ভাই ও‌ ভাইয়ের স্ত্রী পাগল। নি‌জেদের ভালোমন্দ নি‌জেরাই বো‌ঝে না। যে কার‌ণে তাদের খোঁজখবর রাখি। ত‌বে তাদের শিশু সন্তান বি‌ক্রির অভিযোগ সঠিক নয়। খাবার ও প‌রিচর্যার অভা‌বে বাচ্চা মারা যা‌বে। এ কারণে লালন পাল‌নের জন্য সাতক্ষীরায় এক অত্মীয়ের কা‌ছে দি‌য়ে‌ছি।

তিনি বলেন, গত বছর আরেক কন্যা সন্তান‌কে উপ‌জেলার বেরুলী‌তে এক আত্মীয়েল কা‌ছে দি‌য়ে‌ছি। সে সময় তারা খুশি হ‌য়ে ২০ হাজার টাকা দি‌য়ে‌ছি‌ল। তাদের

জামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, এলাকার হা‌বিল শে‌খ তার মান‌সিক ভারসাম্যহীন ভাই ছাবুল শে‌খের পাঁচদিনের শিশু সন্তানকে অন্যত্র বি‌ক্রি ক‌রে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হা‌বিল‌কে আজকের ম‌ধ্যে ওই বাচ্চা‌ ফেরত আনতে বলেছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বাচ্চা বি‌ক্রির বিষয়‌টি শুনেছি। তবে দে‌শের প্রচ‌লিত আইন ও‌ বি‌ধি মোতা‌বেক তারা য‌দি বাচ্চা দত্তক দেয়, তাহ‌লে ঠিক আছে। আর যদি বি‌ধি মোতাবেক সেটা না হ‌য়ে থা‌কে, তাহ‌লে তদন্ত সা‌পেক্ষ আইন অনুযায়ী তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 ছেলের বউয়ের অত্যাচারে থানায় বৃদ্ধ দম্পতি

রেজাউল করিম রেজা: নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ খোরশেদ আলী (৯০) ও তার স্ত্রী আয়শা খাতুনকে (৭৫) ছেলের বউ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেলে থানায় গিয়ে তারা এমন অভিযোগ করেছেন। তাদের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে গেছে। এই বৃদ্ধ দম্পতির বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা জানান, তারা একটি ছাপরা ঘরে থাকেন। সেটিও ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়োবৃদ্ধ হওয়ার কারণে ছোট ছেলে বাহারের স্ত্রী মঞ্জু বেগম (৩৭) তাদের ভালো চোখে দেখেন না। মাঝেমধ্যেই মারধর করেন। খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের কোনো সহায় সম্পত্তিও নেই। তিন ছেলের খরচে চলেন তারা। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে। ছোট ছেলের স্ত্রী মঞ্জু বেগম মাঝে মধ্যেই বৃদ্ধা আয়শা খাতুনকে মারধর করেন। প্রতিবাদ করলে খাবার দেন না।

এদিকে থানায় যাওয়ার পথে তাদের কাছে থাকা ৪শ টাকা নিয়ে চম্পট দিয়েছে জনৈক ভ্যানচালক। পরে তাদের কান্নাকাটি করতে দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা থানায় নিয়ে যান।

বৃদ্ধ খোরশেদ আলী জানান, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ তার খোঁজ নেয়নি।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠির রাজাপুরে করোনায় ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইমাম বিমান : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় করোনা ক্রান্তিলগ্নে ঔষধ সিন্ডিকেট দৌরাত্ব বন্ধ ও স্থানীয় সোহাগ ক্লিনিক এবং ইসলামিয়া ফার্মেসীতে ঔষধ কম্পানি কতৃক ঔষধ সরবারহের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক মহল।

দেশে চলমান করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কাজ করে যাওয়ার মনোভাবে মানব সেবায় এগিয়ে আসা উপজেলার স্বানামধন্য সেবামূলক প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসী স্বল্পমূল্যে সেবা প্রদান, ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি করায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী সিন্ডিকেটের রোশানলে পরেন প্রতিষ্ঠান পরিচালক সাংবাদিক মোঃ আহসান হাবীব সোহাগ। 

স্বল্পমূল্যে ক্লিনিক্যাল সেবা ও ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি করা রাজাপুরের স্বনামধন্য সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় সর্বস্তরের নাগরিকরা মাঠে নেমেছেন। অসাধু ব্যবসায়ীদের ঔষধ সিন্ডিকেট বন্ধের দাবিসহ সাংবাদিক আহসান হাবিব সোহাগ, সাংবাদিক এমরান হোসেন আদনান সহ ৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাধারন জনতা ও সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ সমাবেশে জনতার ঢল নামে। (২২ জুন) সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ মিলে প্রায় হাজারো জনতা অংশগ্রহন করেন। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মানিক জোম্মাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল রহমান ডেজলিং তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জুয়েল সিকদার, বন্দর কমিটির প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমু প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি থেকে এ উপজেলার মানুষ সহ পাশ্ববর্তী উপজেলা গুলোর মানুষও উপকৃত হচ্ছে। একটি দুষ্টচক্র সাংবাদিক আহসান হাবিব সোহাগ ও তার ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। চক্রটি বিভিন্ন সময় সোহাগ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। সম্প্রতি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের স্বার্থে ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি শুরু করলে স্থানীয় অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে, একই সাথে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে আফজাল ফার্মেসির লোকজন হামলা, কর্মীদের মারধর, লাঞ্ছিত, লুটপাট ও ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছিল। উক্ত ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়। আসামিরা পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আজ উপজেলাবাসী জেগে উঠেছে। অতিসত্ত্বর সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসিতে ঔষধ কোম্পানি গুলো তাদের ঔষধ সরবরাহ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
এছাড়াও সাংবাদিক মোঃ আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ওপর হামলাকারীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর কাছে গনস্বাক্ষরীত একটি স্মারক লিপি প্রদান করেন।

এদিকে রাজাপুরের কথিত ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে রাজাপুরের সর্বস্তরের মানুষের সাথে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, কৃষক, ছাত্র, মেহনতী মানুষেরা মাঠে নেমেছেন। সমাবেশ ও মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা হয়রাণীমূলক মামলা প্রত্যাহার, ঔষধ সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget