Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নওগাঁর রাণীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই নারী সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ। বিভিন্ন শ্রেণির শতাধিক মহিলারা এই সমাবেশে অংশগ্রহণ করে।


তাহরিপুর (সুনামগঞ্জ) : প্রতিপক্ষরে ছুরকিাঘাতে সয়ৈদ নূর নামরে এক কশিোর খুনরে ঘটনায় সুনামগঞ্জরে তাহরিপুরে ঘাতক গোলাম কাদরি (২৭) কে গ্রফেতার করছেনে থানা পুলশি।মঙ্গলবার রাতে উপজলো সদররে লক্ষীপুর গ্রাম হতে তাকে গ্রফেতার করা হয়।সে উপজলোর বাদাঘাট উওর ইউনয়িনরে ঘাগটয়িা আর্দশ গ্রামরে মৃত নবীকুল ময়িার ছলে।েমঙ্গলবার মধ্যরাতে সুনামগঞ্জ পুলশি সুপার মো. মজিানুর রহমান পপিএিম ঘাতক গোলাম কাদরিকে গ্রফেতাররে বষিয়টি গণমাধ্যমকে নশ্চিতি করনে।
প্রসঙ্গত, সীমান্ত নদী জাদুকাঁটায় বালু পাথর কোয়ারি দখলরে জরে ধরে  সুনামগঞ্জরে তাহরিপুরে প্রতপিক্ষ মৃত নবীকুলরে ছলেে জঠোত ভাই গোলাম কাদরিরে ছুরকিাঘাতে উপজলোর ঘাগটয়িা আর্দশ গ্রামরে নাসরি উদ্দনিরে কশিোর ছলেে সয়ৈদ নূর (১৫) খুন হন। এ ঘটনায় নুররে পতিা জখম হয়ছেনে।মঙ্গলবার বলো সাড়ে ১১টার দকিে উপজলোর ঘাগটয়িা আর্দশ গ্রামে এ ঘটনা ঘট।েঘটনার পরপরই ঘাতক গোলাম কাদরি গোলাম কাদরি বাড়ি থকেে পালয়িে আত্বগোপনে চলে যান।
এ ঘটনায় নহিতরে পতিা আহত নাসরি উদ্দনিকে আশঙ্কাজনক অবস্থায় দুপুররে দকিে উন্নত চকিৎিসার জন্য সলিটে এমএজি ওসমানী মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হলে রাতে  বশিষেজ্ঞ চকিৎিসক টমি দু’দফা অপারশনে করনে নাসরিরে বুকে ও তলপটে।ে
এদকিে গোপন সংবাদরে ভক্তিত্বিে থানার ওসি মো. আতকিুর রহমানরে নতেৃত্বে থানা পুলশি অভযিান চালয়িে মঙ্গলবার রাত ১১টা ৪০ মনিটিে উপজলো সদররে স্বাস্থ্য কমপ্লক্সে র্পাশ্বর্বতী লক্ষীপুর গ্রাম হতে গোলাম কাদরিকে গ্রফেতার করনে। ঘটনা সর্ম্পকে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী জানায়,উপজলোর ঘাগটয়িা আর্দশ গ্রামরে মৃত ছোবানরে ছলেে নাসরি উদ্দনি ও তার বড় ভাই মৃত নবীকুলরে পরবিাররে লোকজনরে মধ্যে ঘাগটয়িা বড়টকে এলাকার পাকা সড়করে তীরে থাকা জাদুকাঁটা নদীর চরে বালু পাথর কোয়াররি জায়গা দখলকে কন্দ্রে করে বরিোধ চলে আসছলি।
মঙ্গলবার সকাল হতে জাদুকাঁটা নদীর বরিোধর্পূণ চরে কোয়ারি দখল করে নাসরি উদ্দনিরে বড় ছলেে গোলাম নুর ও মৃত নবীকুলরে ছলেে গোলাম নুররে জঠোত ভাই গোলাম কাদরি উভয়ইে অবধৈভাবে বালু পাথর উত্তোলনে শতাধকি শ্রমকি নয়িোগ কর।ে এতে ১৩ সটে সইেভ মশেনি ব্যবহার করা হয়।
প্রতি সটে সইেভ মশেনিরে বপিরীতে শ্রমকি র্সদারদরে নকিট হতে নয়িমতি দড়ে থকেে দুই হাজার টাকা চাঁদা আদায় করে আসছলিনে গোলাম কাদরি ও তার চাচাত ভাই গোলাম নুর।মঙ্গলবার কোয়ারতিে লাগানো এক সটে সইেভ মশেনিরে চাঁদার টাকা আদায় করাকে কন্দ্রে করে বরিোধে জড়য়িে পড়ে গোলাম কাদরি ও গোলাম নুর।
এ নয়িে বলো সাড়ে ১১টার দকিে গোলাম কাদরি আর্দশ গ্রামে তার বাড়রি সামনে চাচা নাসরি উদ্দনিরে সঙ্গে র্তকার্তকতিে জড়য়িে পড়নে।এক র্পযায়ে ভাতজিা গোলাম কাদরি চাচা নাসরিরে বুকে ধারালো ছুরি দয়িে আঘাত করনে। বাধা দতিে এগয়িে আসলে নাসরিরে কশিোর ছলেে সয়ৈদ নুররে তলপটেে ছুরকিাঘাত করনে গোলাম কাদরি।
আশপোশে থাকা গ্রামরে ও পরবিাররে লোকজন পতিা-পুত্রকে উদ্ধার করে তাহরিপুর উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নয়িে গলেে র্কতব্যরত চকিৎিসক নূরকে মৃত ঘোষণা করনে।
অভযিোগ রয়ছে,ে গত এক সপ্তাহরে ব্যবধানে জাদুকাটা নদীর বড়টকে,চালয়িারঘাট এলাকায় উপজলোর ঘাগটয়িা গ্রামরে মৃত জুলহাস শাহর ছলেে মাহমুদ শাহ, বারয়িা সোনার ছলেে বরকত, মৃত তাজুল ইসলামরে ছলেে আব্দুল আহাদ, এখলাছ ময়িার ছলেে রানু ময়িা একটি প্রভাবশালী চক্ররে সহায়তায় থানা পুলশি , বাদাঘাট পুলশি ফাঁড়ি , জলো ও উপজলো প্রশাসনকে ম্যানজে করার অজুহাত দখেয়িে কাগজে কলমে তালকিা তরৈী করে বালু পাথর কোয়াররি নামে প্রতি শ্রমকি র্সদারদরে নকিট হতে প্রতি কোয়াররি বপিরীতে ৩০ হাজার টাকা করে ৫০ কোয়ারি খনন করয়িে প্রায় ১৫ লাখ টাকা আদায় করে গাঁ ঢাকা দয়িছেনে।
এলাকাবাসীর অভযিোগ মঙ্গলবাররে কশিোর সয়ৈদ নুর হত্যকান্ডরে পছেনে অবধৈ কোয়াররি দখল বাণজ্যি ছাড়াও এমন সংঘাত উস্কে দয়োর নপেথ্যে চার কোয়াররি অনুমোদন দাতা ও তাদরে পছেনে মদদ দাতা প্রভাবশালী মহলরে উস্কানি রয়ছে।ে  
মঙ্গলবার রাত ১টায় তাহরিপুর থানার ওসি মো. আতকিুর রহমান বলনে, সয়ৈদ নুররে ময়নাতদন্ত শষেে মরদহে পরবিাররে নকিট হস্তান্তর শষেে রাতইে তার দাফন কাজ সম্পন্ন হয়। এ ব্যাপারে হত্যা মামলা দায়রেরে বষিয়টি প্রক্রয়িাধীন রয়ছেে বলওে জানান ওস।ি

নওগাঁয় মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

রাসেল রানা (নওগাঁ): নওগাঁয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্তে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান ও সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী, জেলা স্বেচ্ছালীগের সভাপতি নাছিম আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ীমীলীগ নেতা শাহ পরান নয়ন, মাহিম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সোমা মজুমদার, সাধারন সম্পাদক লিপি সাহা, ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

নওগাঁয় তিনদিন ব্যাপী জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

সালমান ফার্সী (সজল নওগাঁ) :
নওগাঁয় তিনদিন ব্যাপী ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ টেনিস ক্লাবের আয়োজনে টেনিস মাঠে ফেন্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ।
এসময় নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী আবু সাহিদ,  যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলায় নওগাঁ সহ ১০টি জেলার ৬-১৮ বছর বয়সি ১৬৫ জন খেলোয়ার একক ভাবে অংশ নিবে। ঢাকার বাহিরে নওগাঁয় এই প্রথম ‘জেলা প্রশাসক জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট’ খেলা। উদ্বোধনী খেলায় নওগাঁ এবং বিকেএসপি অংশনেয়।

নওগাঁর পত্নীতলায় কৃষকেরা স্বাবলম্বী হচ্ছে সাথী ফসল চাষে

নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা সাথী ফসল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে। এতে অনেকের ঘুরে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনের গতি।

জানা যায়, কৃষকেরা দীর্ঘকাল ধরে একই জমিতে বছরে একটি মাত্র ফসল ফলাতো। এর পরিবর্তে কৃষকেরা বর্তমানে একই জমিতে একটি ফসলের সঙ্গে আরো একটি কোন কোন জমিতে তারও অধিক ফসল সাথী ফসল হিসেবে চাষ করে আসছে। এর ফলে কৃষকেরা একই সঙ্গে অন্যান্য ফসল একই অজমিতে ফলিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে।

উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পলি এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, নজিপুর ঘোষপাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল তাদের প্রায় সাত বিঘা জমিতে আলুর সঙ্গে পটল, আম বাগানের ভিতর মূলা, কপি, মিষ্টি আলু, আপেল ও বাউকুলের বাগানের ভিতর রসুন, মসুরডাল ও সরিষা সাথী ফসল চাষ করেছে।

সালাম মন্ডল জানায়, এর আগে আমরা একই জমিতে বছরে একটি মাত্র ফসল চাষ করে আসতাম। অত্রাঞ্চলের বিভিন্ন এলাকার পলি অঞ্চল ঘুরে ও দেখে এসে এ সাথী ফসল চাষ আমরা শুরু করেছি। তিনি আরো জানান, বিগত কয়েক বছর ধরে এ সাথী ফসল ফলিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন। সাথী ফসল চাষ করলে বাড়তি যে ফসল ফলে তাতে অন্যান্য ফসল চাষের সকল খরচ উঠে আসে এবং মূল ফসল থেকে উপার্জিত প্রায় সকল অর্থই আয় হয়। একই এলাকার আনারুল ইসলাম, নজরুল ইসলাম, মোজাফফর রহমান, মতিউর রহমান, লুৎফর রহমান এর সাথে কথা বলা হলে তারা একই ধরণের অভিমত ব্যক্ত করেন।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, কৃষকদের অভিজ্ঞতার সঙ্গে আমি একমত পোষণ করি। তিনি আরো জানান, বিশেষ করে আত্রাই নদীর ধারে পলি অঞ্চলে এ সাথী ফসল চাষের প্রবণতা লক্ষ্য করা যায়। কৃষি বিভাগ সাথী ফসল চাষে কৃষকদের উৎসাহিত করে আসছে।

ধামইরহাটে ভিক্ষুক ও  দুস্থ্য পরিবারকে পূণর্বাসনের লক্ষে ২৯৯ টি বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাটে অসহায় দুস্থ্য অতি দরিদ্র ২৯২ জন এবং ৭জন ভিক্ষুককে পূণর্বাসনের লক্ষে ২৯৯টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধামইরহাট মহিলা কলেজে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো.হারুন উর রশীদ। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,ধামইরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট থানার পরিদর্শক(তদন্ত) মাহবুব আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ব্যবস্থাপক বিমল কুমার রুরাম,প্রধান শিক্ষক তরিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও,আনোয়ার হোসেন,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মফিজ উদ্দিন,আদিবাসী নেতা জিল্লু মার্ডী প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget