Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পোরশায় পাওনা মাত্র ৩০টাকা না দেয়ায় ফেরিওয়ালা ব্যবসায়ী ইউনুছ আলী চেমুকে (৪৮) লাঠির আঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুতলী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় হত্যাকারী সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইউনুছ আলী উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন একই উপজেলার বানমহিন গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলী বাজারে সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনের মাঝে মধ্যেই সুতা কিনে দেন ফেরিওয়ালা  ইউনুছ আলী। ব্যবসায়ী হওয়ায় মাঝে মধ্যে বাঁকিও থাকে। তিন-চার দিনে আগে মফিজের কাছ থেকে কয়েকশ’ টাকার সুতা নেন ইউনুছ আলী। বাঁকি থাকে মাত্র ৩০ টাকা। শুক্রবার বিকেলে সুতলী বাজারে দোকান নিয়ে ইউনুছ আলী এলে পাওনা ৩০ টাকা চান মফিজ উদ্দিন। এ সময় তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন। ঘটনাটি জানতে পেরে ইউনুছকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: প্রতি বছরের মতো এবারও বইমেলায় অনেক নতুন বই এসেছে। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই বেরুচ্ছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, ভ্রমণ, রম্য, কার্টুন, জীবনী কিছুই বাদ থাকছে না। সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বইমেলায়। বই ক্রেতার সংখ্যাও লক্ষনীয়। অনেকেই আসেন বই দেখতে, বই কিনতে । আর সেই সাথে স্টলগুলো সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে। স্টলের আশপাশে পাঠকের উপচে পড়া ভিড়। সবাই নিজেদের পছন্দের বই খুঁজছেন। কারও ভালো লাগে গল্পের বই, কারও উপন্যাস আবার কারোও পছন্দ কবিতার বই।

যাদের কবিতার বই ভালো লাগে তাদের জন্য কবি ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুকের কবিতার সম্ভারে সাজানো ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি' বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী’র -২৩৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটির লেখক মাহফুজ ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আমাদের এই বইমেলা শুধুই বই বিক্রয়ের জন্য নয়। এটি একটি উৎসব। কেউ কিনতে আসবে, কেউ দেখতে আসবে, কেউ আড্ডা দিতে আসবে। এই মেলা শুধু ক্রেতার নয় বলেই লোকসমাগমের সমতুল্যসংখ্যক বই বিক্রয় হবে বলা যায় না। আবার কেনার ইচ্ছেও সামর্থ্য ও সংরক্ষণযোগ্য জায়গার উপরও নির্ভর করে।

তিনি আরও বলেন, বইয়ের হার্ড ফর্ম পৃথিবীতে যত দিন থাকবে, তত দিন অক্ষুন্ন থাকবে। অম্লান থাকবে। সফট ফর্মের যে কোনো বস্তুই একসময় অচল হয়ে যাবে। কিন্তু বই সারা জীবনই ঘরে, পাঠাগারে, আর্কাইভে জীবন্ত থাকবে। সেদিক থেকে বইয়ের ভবিষ্যৎ আগের মতোই আছে। অন্যদিকে প্রকৃত পাঠকের জন্য বইয়ের কদর অপরিবর্তিত আছে। বই স্পর্শ করা, অন্তর দিয়ে পড়া ও ভাব অনুভব করা, বইয়ের গন্ধ নেয়া, ছাপার অক্ষরকে প্রাণ ভরে দেখা এবং বইকে বুকে জড়িয়ে ধরা এসব উপভোগের সুযোগ একমাত্র হার্ড ফর্মের বইতেই আছে।

চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত  মাহফুজ ফারুকের ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি ' বইটি পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন বইটির প্রকাশক আব্দুল হাকিম।

এর আগে লেখকের কমিউনিটি রেডিও সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশিত হয়েছিল। বইটি বাংলাদেশের কমিউনিটি রেডিও কর্মীদের মাঝে ভালো সাড়া ফেলেছিল। উল্লেখ্য, মাহফুজ ফারুকের জন্ম নওগাঁর সাপাহারে তিনি ছোট বেলা থেকেই লেখা-লেখির সাথে জড়িত গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলার  সিনিয়র স্টেশন ম্যানেজার ছিলেন। বর্তমানে অনলাইন ভিত্তিক চ্যানেল ৮৭ টিভির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে ৪নং পারইল ইউপি ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পারইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠনের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেব খন্দকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়ির সহ-সভাপতি আল ক্বারী, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জারজীস হাসান (মিঠু), ইউপি আ’লীগের সভাপতি আক্কেল আলী প্রমুখ। সম্মেলন শেষে মো: ওয়াসিম আকরামকে সভাপতি, শহিদ হোসেন সজিবকে সিনিয়র সহ-সভাপতি, মো: হাবিব হাসানকে সাধারন সম্পাদক ও এনামুল হক নয়নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ):  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অভিযানে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক শনিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অিধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৩/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৬,০০০/- টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ধামুইরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের হারুন অর রশিদেও স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৪৫) ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় টহল দল তাকে আটক করতে পারেনি ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামী’র বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার রিপন ৯ দিনের ব্যভধানে লাশ হলো। পরিবারের সুখের আশায় আগামী ৩০শে জানুয়ারী পাড়ি দিয়েছিলো সাইপ্রাস প্রদেশে। একটি ভালো কম্পানিতে কাজও জুটেছিলো। কিন্তু হাই ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দূর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বন টুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো ভাগ্যের কাছে হার মানা রিপন হোসেনের (২৮) স্বপ্ন। রিপন হোসেন যশোরে ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে।
মাত্র ৯দিনের ব্যবধানে লাশ হলো রিপন। শনিবার সকালে পরিবারের ঘুম ভাংলো তার মৃত্যু সংবাদে। সাইপ্রাসে গত রাতে খাওয়ার পরে সে ও তার সংগী সাইফুলকে নিয়ে দুইজন বাইরে বের হয়, রাস্তা দিয়ে হাটার সমায় পিছোন দিক থেকে এক ঘাতক গাড়ি তাদের স্বজরে ধাক্কা দিলে ঘটনা স্থলে সাইফুল মারা যায়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফজলীপুর গ্রামে।
রিপন তখনও মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। স্থানীয় পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার পথে রিপন হোসেনও শেষ নিশ্বাস ত্যাগ করে। এমন হৃদয় বিদারক মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে পৌছালে পরিবারের  আর্তনাদ আর আহাজারীতে এলাকা ভারী হয়ে ওঠে। নির্বাক হয়ে পড়েন বাবা শোকে মুর্ছা যান মা। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। মৃত্যুকালে রিপন হোসেন এক ছেলে, স্ত্রী ও পরিবারে মা বাবাসহ রেখে গেছেন অসংখ্য স্মৃতি।

আর আই সবুজ, রাজশাহী কলেজ প্রতিনিধি: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজে নির্মিত হয় প্রথম শহিদ মিনার। তবে এই শহিদ মিনারের নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রথম শহিদ মিনারের স্বীকৃতি দাবিতে শনিবার থেকে শুরু হয়েছে অনলাইন ভোটিং কার্যক্রম।

মাসব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। আর তাতে সহায়তা দিচ্ছে রাজশাহী ভিত্তিক কমিউনিটি অনলাইন সংবাদপত্র ‘বরেন্দ্র এক্সপ্রেস’।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভোট দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এই সময় তিনি বলেন, ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ পৃথিবীর ইহিতাসে বিরল।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় নিহতের খবর শুনে সেদিন সন্ধ্যার পরে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের সামনে এ-বক্ল এর পূর্ব দিকে শহীদদের স্মরণে ছাত্র সংগ্রাম পরিষদ একটি শহীদ মিনার/শহীদ স্মৃতি স্তম্ভ গড়ে তুলে।
ভাষা আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন-তারা এটির রাষ্ট্রীয় স্বীকৃতি জানিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরেই কথা বার্তা হলেও এখনো মেলেনি স্বীকৃতি। এই দাবিতে নতুন করে অনলাইন ভোটিং কার্যক্রম শুরু হয়েছে।
ভোটিং শেষে আবেদন পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে। আশা করি এই উদ্যেগের মাধ্যমেই রাজশাহীবাসীর প্রাণের দাবি পূরণ হবে। এই আবেদনে সবাইকে অংশ নেয়ার আহবান জানান অধ্যক্ষ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক পিযুষ কান্তি ফৌজদার, সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান ও আজমত আলী রকি, ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমেদের ছেলে রবিউদ্দিন আহমেদ শহীন, কমিউনিটি অনলাইন সংবাদপত্র ‘বরেন্দ্র এক্সপ্রেস’র সস্পাদক ফেরদৌস সিদ্দিকী, সমাজকর্মী শরিয়তুল্লাহ সজিব, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসিক দত্ত প্রমুখ।
প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে সবাইকে অনলাইন আবেদনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তারা বলেন, চাইলে যে কেউ যে কোন স্থান থেকেhttps://barendraexpress.com.bd/firstshahidminar এই লিংকে গিয়ে অনলাইন আবদনে অংশ নিতে পারবেন। এই দাবির পক্ষে কারো কাছে দালিলিক প্রমাণ থাকলে তা দিয়েও সহায়তার আহবান জানান আয়োজকরা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget