বগুড়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত শুক্রবার রাতে বগুড়া সদর থানার পাশে থেকে এদেরকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন, শাজাহানপুর উপজোর শাবরুল ছোট মন্ডলপাড়ার মৃত আজাহার প্রাং এর ছেলে মো. রাজু (৩৭), বগুড়া সদর উপজেলার মালগ্রামের সাজু সরদারের ছেলে মো. শামীম সরদার(৩০) এবং একই উপজেলার চকসুত্রাপুরের তসলিম উদ্দিনের ছেলে মো. রাব্বী(২২)। র্যাব-১২ বগুড়া ক্যাম্প কামন্ডার এস এম মোর্শেদ হাসান শনিবার দুপুরে জানান, অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা-১৬০ পিস, মোবাইল ফোন-৫টি, নগদ ৩২ হাজার ২০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা বগুড়া সদর থানাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হোসেন (১৯) কে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মসকৈল গ্রামে চাচাতো ভাই এর শ্বশুড়বাড়ী থেকে গ্রেফতার করে। বেলা সাড়ে ৪টায় র্যাব-৫ নিয়ামতপুর থানায় আসামীকে সোপর্দ করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অজয় আসামীকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আমরা আসামীকে বুঝিয়া পেয়েছি। তার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০৩) এর ৯ (১) ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের দায়ের করা হয়েছে। মামলা নং ১৯, তাং-২৪/০৪/২০১৮ইং। আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকৃত একটি সিডিও র্যাব-৫ কর্তৃক পেয়েছি। গত ২৩ এপ্রিল বেলা ২টায় এতিম অসহায় বাসুদেবপুর স্কুলের ১০ শ্রেণির ছাত্রী উপজেলার অমৃতপুর গ্রামে খালার বাড়ী থেকে মাঠে ঘাস কাটতে গেলে উক্ত আটককৃত আসামী জোরপূর্বক মাঠের মধ্যে মুখ বেধে ধর্ষণ করে।