শহিদ-মীরার ঘরে আসছে নতুন অতিথি
ফের বাবা হচ্ছেন শহিদ কাপুর, কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বলিউড পাড়ায়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে মুখ না খুললেও শুক্রবার (২০ এপ্রিল) রাতে গুঞ্জনের অবসান ঘটান বলিউডের এই অভিনেতা।
সামাজিত যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশ করে ভিন্নভাবে সুখবরের বিষয়টি নিশ্চিত করেছেন ‘পদ্মাবত’খ্যাত তারকা।
বলিউডের অন্যতম আলোচিত জুটি শহিদ কাপুর ও মীরা রাজপুতের একমাত্র মেয়ে মিশা কাপুর। শুক্রবার মিশার একটি স্থিরচিত্র ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন শহিদ। যেখানে দেখা যাচ্ছে- রাজপুত পরিবারের ১৯ মাস বয়সী এই সদস্যের পাশে বেলুন আঁকা। বেলুনের উপরে লেখা রয়েছে ‘বড় বোন’। আর এমন শিরোনামই বুঝিয়ে দিচ্ছে মিশা খুব শিগগিরই তার ছোট ভাই অথবা বোনকে স্বাগত জানাতে যাচ্ছে।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শহিদপত্নির কয়েকটি স্থিরচিত্র সবার নজরে আসে। যেখানে মীরার বেবি বাম্প দেখা গেছে। এরপরই গুঞ্জন উঠে আবার বাবা হতে যাচ্ছেন শহিদ। তবে এ প্রসঙ্গে তখন তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও। এবার বিষয়টি নিশ্চিত হওয়া গেলো।
মিশা কাপুর২০১৫ সালের ৭ জুলাই শহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিল্লির মেয়ে মীরা রাজপুত। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মিশা কাপুর।
শহিদ কাপুর বর্তমানে ‘বাট্টি গুল মিটার চালু’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম ও শ্রদ্ধা কাপুর।
মিশা কাপুর২০১৫ সালের ৭ জুলাই শহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিল্লির মেয়ে মীরা রাজপুত। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মিশা কাপুর।
শহিদ কাপুর বর্তমানে ‘বাট্টি গুল মিটার চালু’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম ও শ্রদ্ধা কাপুর।

বারের মত গত ২৬-৩০ চৈত্র পর্যন্ত পাঁচ দিনব্যাপি উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে বিশেষ ভূমি হালখাতার আয়োজন করা হয়। এতে তিনি সাফল্য অর্জন করেন, ২টি ইউনিয়ন ভূমি অফিসে ১লা বৈশাখের পূর্বেই শতভাগ কর আদায় ও উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে শতকরা ৯৬ভাগ ভূমি উন্নয়ন কর আদায় করতে সক্ষম হয়েছে উপজেলা ভূমি প্রশাসন। আর অভিনব এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মডেল হিসাবে নেয়ার দাবি জানিয়েছে মহাদেবপুরের সচেতন মহল। ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক ভূমি প্রশাসন গড়তে এ বিশেষ ভূমি হালখাতার আয়োজন করেন এসিল্যান্ড। এস এম হাবিবুল হাসানের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত হয়ে দেশের বিভিন্ন ভূমি অফিসে ওই হালখাতার আয়োজন করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। কোথায় থেকে এমন ধারনা পেলেন প্রশ্নের উত্তরে সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান প্রতিবেদককে জানান, মানুষ কে কোন বিষয়ে জানাতে হলে প্রয়োজন নতুনত্ব চিন্তা করা। মূলত এখান থেকেই এল “ভূমি হালখাতা”। জনগণকে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করতে এ বিশেষ হালখাতার আয়োজন করা হয়। ভবিষ্যতে এটি যাতে মডেল হিসেবে সারাদেশে পালিত হয় সেজন্য তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান। আত্রাই নদীর বালুমহালের ম্যাপিং, জলমহাল, খাস জমি, ভিপি সম্পত্তির ছবিসহ ডাটাবেইজ তৈরী করা হয়। ফলে মহুর্তের মধ্যেই সেবা গ্রহীতাদের জানিয়ে দেয়া সম্ভব হয় এ সকল তথ্য। ভূমি দস্যুদের থেকে খাস জমি রক্ষায় গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।
মহাদেবপুরের দীর্ঘদিনের সমস্যা মহাদেবপুর-পোরশা প্রধান সড়কের উপর বাজার। তিনি যোগদানের পর-পরই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোহিতায় বাজার স্থানান্তর করে মহাদেবপুরের প্রধান সড়ক যানজট মুক্ত করেন । জন-হয়রানি লাঘবে প্রতি বুধবার খলিয়ানে গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে আসা জৈনক আব্দুস সালাম জানান, জমির নামজারী করতে এসেছেন তিনি, মাত্র ১৫ দিনেই তার নামজারী অনুমোদন হয়েছে কোন ঝামেলা ছাড়াই। ভূমি অফিসের পরিবেশ দালালমুক্ত বলেও জানান তিনি। যে কোন পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। আর এ বক্সে অভিযোগ পরার সাথে সাথে ওই নাগরিকের সমস্যার সন্তোষ জনক সেবা প্রদান করে ভূমি অফিস। “অপ খধহফ গড়যধফবাঢ়ঁৎ” নামক ফেসবুক পেজ থেকে নাগরিকদের সাথে সরাসরি যুক্ত থাকেন এসিল্যান্ড হাবিবুল হাসান। কেউ দালাল কিংবা অফিসের কোন কর্মকর্তা, কর্মচারীর হয়রানির স্বীকার হলে ওই ফেসবুক পেজে অভিযোগ জানালে তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম হাবিবুল হাসান জানান, ভূমি অফিস সম্পর্কে সকলের যে নেতিবাচক ধারনা রয়েছে তা পাল্টে দেবার চেষ্টা করে যাচ্ছেন তিনি। আর তাঁর এই প্রচেষ্টায় আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।