Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে : খাদ্যমন্ত্রী
নওগাঁ জেলা প্রতিনিধি: দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মানুষের সুস্থতায় পুষ্টি এবং নিরাপদ খাদ্যের দিকে নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া দেশে যতগুলো খাদ্যগুদাম (এলএসডি) আছে সবগুলোকে ডিজিটালাইজ করে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে প্রায় ৭ লাখ মেট্রিকটন আমন চাল সংগ্রহ হয়েছে।
খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে

আজ শুক্রবার দুপূরে বেলকোন বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ স্টেডিয়াম মাঠে সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও নওগাঁ চেম্বার অব কর্মাসের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রীড়া সংস্থার
খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে: খাদ্যমন্ত্রী
আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান টুনু, বেলকোন কোম্পানীর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব বেলাল হোসেন সহ অন্যান্যরা।
খেলায় ৮টি জেলা অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে নওগাঁ জেলা ও সিরাজগঞ্জ জেলা অংশ নেয়। ব্যাট করে নওগাঁ জেলা।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বুধবার সন্ধ্যার দিকে শহরের পার-নওগাঁ মহল্লায় এ ঘটনা ঘটে। তরি একই এলাকার রামুর মেয়ে এবং নওগাঁ মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, বুধবার এসএসসি পরীক্ষা ছিল। পরীক্ষা সম্ভবত ভাল হয়নি। এই অভিমানে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজনে দরজা ভেঙে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তরিকে মৃত ঘোষনা করে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর শহরের বাইপাসে অটোরিক্সার ধাক্কায় অজ্ঞাত ভিক্ষুক (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাস বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
 
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তি বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে রাস্তার পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত পায়। প্রায় আধাঘন্টা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
তার পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি এবং সাদা-কালো জ্যাকেট ছিল। এছাড়া কাঁধে থাকা ব্যাগ (থলে) এবং ব্যাগে এক টাকা ও দুই টাকার কয়েন দেখে ধারনা করা হচ্ছে লোকটি ভিক্ষুক।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। চলতি বছরের মার্চ মাসে কয়েকটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঘোষণার পর থেকেই আসন্ন আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মমতাজ বেগম নিয়মিত গনসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছেন। 

নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি প্রতিদিন সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন। দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পথসভাও করতে দেখা গেছে তাকে। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ওইসব এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মমতাজ বেগম বলেন, আমি আত্রাই উপজেলার উন্নয়নের মাধ্যমে জনগনের সেবা করেই বাঁকি জীবন বেঁচে থাকতে চাই। সমাজের অবহেলিত ও অধিকার বঞ্চিত সাধারণ মানুষের পার্শ্বে থেকে তাদের অধিকার আদায় ও সমাজের উন্নয়ন মূলক কাজ করে সব সময় জনগনের সেবা করতে চাই।

তিনি আরো বলেন, সমাজের অহেলিত ও নির্যাতিত নারী সমাজের পক্ষে কাজ করতে চাই। আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও যৌতুক নামক ব্যধি মুক্ত করার জন্য কাজ করব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নওগাঁর আত্রাই উপজেলা অসন থেকে নির্বাচন করতে চাই। আশা করি আমি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে নিজেকে সব সময় জড়িত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে দলকে সংগঠিত করে আসছি। আমি ও আমার পরিবার উপজেলাবাসীর পাশে আগেও ছিলাম এখনও আছি এবং যতদিন বেঁচে আছি ততদিন থাকবো।

আমি জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই উপজেলাকে একটি সুখি, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবেন। #

উপজেলা পরিষদ নির্বাচন
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর প্রথম ধাপে তফসীল ঘোষণার পর নওগাঁর সপাহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
গত বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জননেতা শাহজাহান হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্তিত হয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম এর নিকট থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। উল্লেখ্য যে এবারে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান  আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন নির্বাচনে প্রতিদন্দিতার ঘোষনা দিলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নওগাাঁ- ১ এর এমপি মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে ভোটের আগেই ভোট করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়। এ সময় তৃনমুলের ভোটে সাধারন সম্পাদক শাহজাহান হোসেন জয়লাভ করেন। এর পর তিনি তৃন মুলের নেতা হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে মাঠ পর্যায়ে ব্যাপক গণ সংযোগ শুরু করেন। পরবর্তি সময়ে দলের হাই কমান্ড থেকে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুর কে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়।  এ নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উৎকন্ঠা ও উত্তেজনাকর অবস্থার সৃষ্ঠি হয়। অপর দিকে তৃন মুলের দাবীর প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকার সিদ্ধান্ত গ্রহন করেন ও উপজেলার তৃণ মুল পর্যায়ের নেতাকর্মী,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ সহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ কে সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে বুধবার মনোনয়ন ফরম উত্তোলন করেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৮ ফেব্র“য়ারী, বাছাই ২০ফেব্র“য়ারী, প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৭ ফেব্র“য়ারী,আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ করা হবে।

জি,এম মিঠন, নওগাঁ জেলা: নওগাঁয় ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জননী গৃহবধূ মাহমুদা বেগমকে বাঁচাতে এগিয়ে আসুন। ইতি মধ্যেই দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে জায়গাঁ জমি সর্বত্র বিক্রি করে গৃহবধূ মাহমুদা বেগম এর স্বামী ইদ্রিস আলী নিস্ব হয়ে পড়েছেন। বর্তমানে স্ত্রীকে বাঁচাতে স্বামী ইদ্রিস আলী দিশেহারা হয়ে সমাজের দানশীল ব্যাক্তিদের সহযোগীতা কামনা করেছেন।
নওগাঁর মহাদেবপুর উপজেলার দরিয়াপুর গ্রামের দরিদ্র পরিবারের দুই সন্তানের জননী গৃহবধূ মাহমুদা বেগম (৩৫) আজ থেকে প্রায় ৫ বছর পূর্বে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহীতে চিকিৎসা করাকালেই পরীক্ষা অন্তে চিকিৎসকরা জানান, মাহমুদা বেগম স্তন ক্যান্সার এ আক্রান্ত। ফলে সে সময় থেকেই আজ প্রায় ৫ বছর ধরে তার স্বামী ইদ্রিস আলী স্ত্রী মাহমুদাকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে আসছেন।
এমনকি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে ইতি মধ্যেই সম্পদ বলতে ইদ্রিস আলী তার একবিঘা জমি বিক্রি করা সহ সংসারের সব সহায়-সম্বল বিক্রি করেছেন এমনকি আত্বীয়-স্বজনদের কাছে ধারদেনা ও এনজিও থেকে ঋনের টাকা নিয়ে স্ত্রী মাহমুদাকে চিকিৎসা করিয়েছেন। 
ক্যান্সার মাহমুদা বেগমের স্বামী ইদ্রিস আলী কান্নাজরিত কন্ঠে জানান,স্ত্রী মাহমুদাকে বাঁচাতে তার চিকিৎসায় ইতি মধ্যেই আমার সহায় সম্পদ বলতে যা ছিল সবই বিক্রি করেছি এবং ধারদেনা ঋণ করেছি জানিয়ে তিনি আরো বলেন, উন্নত কেমো থেরাপীর পরামর্শ দিয়েছেন চিকিৎসক, কিন্তু অর্থ অভাবে আমি আর চিকিৎসা করাতে পারছিনা এজন্য বিনা চিকিৎসায় স্ত্রী মাহমুদা বেগমকে বাড়িতে এনে রেখেছি।
ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জননী মাহমুদা বেগমকে বাঁচাতে সমাজের দানবীর ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চিকিৎসা সহযোগীতা কামনা করেছেন মাহমুদা বেগমের স্বামী ইদ্রিস আলী।
যোগাযোগ- ক্যান্সার আক্রান্ত মাহমুদা বেগমের স্বামী ইদ্রিস আলীর মোবাইল ফোন নাম্বার ০১৭৮৪-১২২৬১২।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget