নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর শহরের বাইপাসে অটোরিক্সার ধাক্কায় অজ্ঞাত ভিক্ষুক (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাস বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তি বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে রাস্তার পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত পায়। প্রায় আধাঘন্টা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি এবং সাদা-কালো জ্যাকেট ছিল। এছাড়া কাঁধে থাকা ব্যাগ (থলে) এবং ব্যাগে এক টাকা ও দুই টাকার কয়েন দেখে ধারনা করা হচ্ছে লোকটি ভিক্ষুক।


একটি মন্তব্য পোস্ট করুন