নওগাঁ জেলা প্রতিনিধি: দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মানুষের সুস্থতায় পুষ্টি এবং নিরাপদ খাদ্যের দিকে নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া দেশে যতগুলো খাদ্যগুদাম (এলএসডি) আছে সবগুলোকে ডিজিটালাইজ করে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে প্রায় ৭ লাখ মেট্রিকটন আমন চাল সংগ্রহ হয়েছে।
আজ শুক্রবার দুপূরে বেলকোন বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ স্টেডিয়াম মাঠে সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও নওগাঁ চেম্বার অব কর্মাসের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রীড়া সংস্থার
আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান টুনু, বেলকোন কোম্পানীর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব বেলাল হোসেন সহ অন্যান্যরা।
খেলায় ৮টি জেলা অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে নওগাঁ জেলা ও সিরাজগঞ্জ জেলা অংশ নেয়। ব্যাট করে নওগাঁ জেলা।




একটি মন্তব্য পোস্ট করুন