নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহরের বই পট্টি এলাকায় অবস্থিত ‘আয়োজন হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘পরিবেশগত মানবাধিকার ও ন্যায্য উত্তরণ: স্থানীয় সুশীল সমাজকে (CSO) শক্তিশালীকরণের মাধ্যমে জলবায়ু হটস্পটগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর (ENGAGE)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।
অনুষ্ঠানে নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত আইন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ENGAGE প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন। তিনি জানান, ENGAGE প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে সুশীল সমাজকে দক্ষ করে তোলা, যাতে তারা জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া এলাকাগুলোকে একটি টেকসই ও সহিষ্ণু জনপদে রূপান্তর করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার মাকসুদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিবেশ বিষয়ক সংবাদ তৈরিতে আরও দক্ষ করে তুলবে। তারা নওগাঁর বরেন্দ্র অঞ্চলের পানি সংকট এবং পরিবেশ বিপর্যয়ের চিত্র তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে আয়োজক পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সাথে নিয়ে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।


.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন