Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে আলোচনা ও দোয়া
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে পিকনিকের বাস সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়।
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে আলোচনা ও দোয়া

উক্ত র‌্যালিটি নিহতদের স্মরনে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত স্মৃতি স্থম্ভে যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে নিহত শিশুদের স্মরন করেন। সকালে বেনাপোলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

৮৫ যশোর-১ শার্শা আসনের মাননীয় এমপি শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এ শোক র‌্যালি তে অংশ গ্রহন করেন।

এ উপলক্ষে বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি’র সভাপতি মোঃ মজনুর রহমান।

পাঁচ বছর আগে ২০১৪ সালের এই দিনে বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। সেখান থেকে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা পুকুর পাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৭ জন শিক্ষার্থী, আহত হয় আরো ৭০ জন শিশু শিক্ষার্থী ও ৩/৪ জন শিক্ষক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন শিক্ষার্থী মারা যান।

ঘটনাস্থলে নিহতরা হলো, বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরাইয়া (১০) ও তার বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী জেবা আক্তার (৮), একই গ্রামের ইউনুস আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার (১০), রফিকুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুনা আক্তার মীম (৯), লোকমান হোসেনের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র শান্ত (৯), গাজিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন (১০) ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আঁখি (১১)।

১৩ দিন পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট আঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ইকরামুল (১১), সর্বশেষ দুর্ঘটনার ৩২ দিন পর ১৯ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়ানুর রহমান (১১)।

দিন মাস পার হয়ে ফিরে এসেছে ৫ বছরের ঠিক এই দিনটি। কিন্তু ফিরে আসিনি হারিয়ে যাওয়া ৯ শিশু শিক্ষার্থী। আজো কাঁন্না থামেনি হারিয়ে যাওয়া এ সব শিশুদের পরিবারের। পথ চেয়ে বসে আছে এই বুঝি ফিরে আসছে তাদের হারিয়ে যাওয়া সন্তানেরা।

সারা দেশে খাদ্য গুদামের ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য গুদাম নির্মানে সরকারের পরিকল্পনা আছে - নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন -খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সারা দেশে খাদ্য গুদামের ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা আছে। ইতিমধ্যেই নওগাঁয় ৩টি খাদ্য গুদাম নির্মানের কাজ শেষ পর্যায়ে। আমরা নওগাঁতে বড় ধরনের খাদ্যগুদাম (সিএসডি) করতে যাচ্ছি। সেটা শহরের বাহিরে করার জন্য এডিপিতে অনুমোদন করেছে। সারা দেশের সকল উপজেলায় খাদ্য গুদামের (এলএসডি) জায়গা আছে সেখানেও খাদ্য গুদাম করা হবে।
 
তিনি আরও বলেন, যদি গমের উৎপাদন ভাল, তাহলে গম কিনব না। উৎপাদন ভাল আছে কিন্তু কৃষকরা নায্যমূল্য পাচ্ছে না তাহলে গম কিনব বলে জানান তিনি।

 শনিবার দুপুরে জেলার মান্দা উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথাগুলো বলেন। পরে খাদ্যগুদাম চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা ও জেলা চালকল মালিক গ্রুপের নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
এর আগে নওগাঁ এটিম মাঠে সরকারী কর্মকর্তা কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী। জেলা প্রশাসক মো. মিজানৃুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীসহ ১১টি  উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁয় সপ্তাহ ব্যাপী বই ও অনুষ্ঠানমালার উদ্বোধন
সপ্তাহ ব্যাপী বই ও অনুষ্ঠানমালার উদ্বোধন
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সাতদিন ব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করেন। সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধ ওহিদুর রহমান, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, ডা. ময়নুল হক দুলদুল, বিন আলী পিন্টু, সাধারন সম্পাদক এমএম রাসেল। মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: “হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে” এই স্লোগানে নওগাঁয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না। গত শুক্রবার সন্ধ্যায় সমবায় অফিস চত্বরে নওগাঁ থিয়েটার এর আয়োজন করেন। নওগাঁ থিয়েটারের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল ও নওগাঁ থিয়েটারে সাধারন সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন। পরে তৌফিক হাসান ময়না রচিত নাটক “যুদ্ধ স্বাধীনতা” মঞ্চস্থ অনুষ্ঠিত হয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে শনিবার বিকেল ৫টায় উপজেলার সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, মান্দা মমিন সাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চুপ্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল করিম
 
উপ-প্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় মনসুর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার  পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল লতিফ মিয়া, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী আব্বাস আলী
গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল, দারাজতুল্লাহ প্রামানিক, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা ফাহামিদা খাতুন, প্রোগ্রাম অফিসার (প্রবিন) মামনুর রশিদসমৃদ্ধি উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলীসহ নওগাঁ অঞ্চলের সকল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এবং  সতীহাট শাখার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ

নওগাঁর রাণীনগরে প্রতিপক্ষের হামলায় আহত আলম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
প্রতিপক্ষের হামলায় আহত আলম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
মো: সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে গত মঙ্গলবার বিবাদমান জায়গা দখলকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম মো.রহিদুল আলমের (৫০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনার পর ১৪ ফেব্রয়ারি আহত রহিদুল আলমের ছোট ছেলে মো: রবিন বাদী রাণীনগর থানায় ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের পর শুক্রবার রাতে পুলিশ মো: রিপন নামে ১জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকী আসামীরা রয়েছেন ধরা ছোয়ার বাহিরে। বর্তমানে চরম আতংকের মধ্যে রয়েছেন রহিদুল আলমের পরিবার।

হামলায় আহত রহিদুল আলমের বড় ছেলে রফিকুল ইসলাম দূর্জয় জানান, ওই জায়গাটি আমরা ২০বছর পূর্বে ক্রয় করে সেখানে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলাম।

 হঠাৎ করে মঙ্গলবার সকালে শাজাহান ও আলমগীরের নেতৃত্বে বেশ কিছু লোকজন পুকুর অবৈধ ভাবে পাড় দখল করে ঘর নির্মান শুরু করে। এতে বাধা দিতে গেলে আমার বাবা এবং আমার ছোট ভাই রবিনকে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে। বর্তমানে আমার ভাই রবিন কিছুটা সুস্থ হলেও আমার বাবার অবস্থা খুব খারাপের দিকে চাচ্ছে। ডাক্তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন । আমরা এর সুস্থ বিচার চাই।

তিনি আরো বলেন, প্রথমে পুলিশ থানায় মামলা নিতে না চাইনি পরে মামলা নিলেও এখন পর্যন্ত একজনে আটক করেছে। বাকীরা ধরা ছোয়ার বাহিরে রয়েছেন। আসামীদের পক্ষ থেকে নানা ভাবে মামলা তুলে নিতে হুমকি-ধামকী দিয়ে যাচ্ছে যার কারনে আমরা বর্তমানে খুবই ভীতু অবস্থার মধ্যে আছি।

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো: সেলিমুজ্জামান জানান, মামলা দায়েরের পর রিপন নামের একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার পর বাকী আসামীরা পলাতক রয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যহত আছে।

উল্লেখ্য, উপজেলার ভাটকৈ বাজারের দক্ষিণে পার্শ্বে একটি পুকুর পাড়ে ওই গ্রামের শাহাজান আলী বাঁশের খুটি পুতে ঘর নির্মান শুরু করেন। এসময় রহিদুল আলম ও তার ছেলে মো: রবিন সেখানে গিয়ে তাদেরকে ঘর নির্মানে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় রহিদুল আলম ও তার ছেলে মো. রবিন গুরুতর জখম হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget