![]() |
| সপ্তাহ ব্যাপী বই ও অনুষ্ঠানমালার উদ্বোধন |
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সাতদিন ব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করেন। সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধ ওহিদুর রহমান, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, ডা. ময়নুল হক দুলদুল, বিন আলী পিন্টু, সাধারন সম্পাদক এমএম রাসেল। মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।


একটি মন্তব্য পোস্ট করুন