Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাজ্ঞী তাসলিমা গ্রেফতার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর নির্দেশনায় ও’সি ডিবি কে এম শামসুদ্দিন এর নেতৃত্বে ডিবি পুলিশ নওগাঁ একটি চৌকষ দল আজ রবিবার বিকেলে নওগাঁ শহরের সিরামিস্ক পট্টিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ তাসলিমা ওরফে সাবানা স্বামী-আবু হাসান চঞ্চাল কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। এই ঘটনায় এস আই মিজান বাদী হয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি নওগাঁ: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে বাকি মাত্র ১৯ দিন। এরপরই 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' হিসেবে পরিচিত ফুটবলের বিশ্ব লড়াই শুরু হবে সুদূর রাশিয়ায়। অবশ্য এর আগেই বিশ্বকাপের দেশ রাশিয়ার থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশ মেতেছে বিশ্বকাপ উৎসবে এর সাথে সঙ্গী হয়েছে উত্তেজনা।


ফুটবল বিশ্বকাপকে ঘিরে আয়োজক ও অংশগ্রহণকারী দেশের মতো বাংলাদেশেও ভক্ত-সমর্থকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনা আর আগ্রহ সীমাহীন। হাজার মাইল দূরের খেলাগুলো টিভিতে দেখার অপেক্ষায় দেশের কোটি মানুষ সাথে আত্রাইয়ের লাখো সমর্থক।


লাল-হলুদ কার্ড, ফাউল-পেনাল্টি, কর্নার-অফসাইড আর হার-জিত নিয়ে মাঠে যেমন উত্তেজনা থাকবে ঠিক যারা টিভিতে খেলা দেখবে তাদের মধ্যেও কম উত্তেজনা থাকবে না। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে আনন্দিত হতে যাচ্ছে আত্রাইয়ের সমর্থক-ভক্তরা। আবার বিশ্বকাপ খেলা নিয়ে সমর্থকদের কেউ কেউ মেতেছেন তর্ক যুদ্ধে।


ইতোমধ্যে নওগাঁর আত্রাই উপজেলা ও তার আশেপাশের এলাকার সমর্থকরা কিনতে শুরু করেছেন যার যার পছন্দের দেশের পতাকা। আবার কেউ কেউ এরই মধ্যে নিজেদের বাসাবাড়ির ছাদে বা ব্যবসা প্রতিষ্ঠানে লাগিয়ে দিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশে পতাকা। এদিকে নিজ দলকে সমর্থন জানানোর জন্য শেষ মুহূর্তে বব্যস্ত সময় কাটাচ্ছে ফুটবলপ্রেমীরা।


পতাকার সাথে সাথে অনেকেই কিনছেন তার পছন্দের দলের জার্সি। তেমনি একজন হৃদয় হাসান। তিনি আর্জেন্টাইন সমর্থক। প্রিয় দলের জার্সি কেনার সময় কথা হয় তাঁর সাথে। তিনি বলেন, এইমাত্র আর্জেন্টিনা দলের পতাকা ১৫০ টাকা দিয়ে কিনলাম। এখন এসেছি প্রিয় এ দলের জার্সি কিনতে। তিনি বলেন, প্রিয় দলের জার্সি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে। এজন্য যার যেমন বাজেট, তেমনই কিনতে পারছেন সকলে।


এদিকে ভবানীপুর বাজারে বাবার সাথে পতাকা কিনতে আসা ক্লাস সেভেনে পড়ুয়া ব্রাজিলের ক্ষুদে সমর্থক আশরাফুল ইসলাম বলে, আমি ব্রাজিল দলের সাপোর্টার। আমি বাবার সাথে ব্রাজিলের সবচেয়ে সুন্দর পতাকাটা কিনতে এসেছি। সে তার মনের দৃঢ় বিশ্বাস থেকে বলে উঠে এবার আমার ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।


এমন সমর্থকদের এ আনন্দকে আরো বাড়িয়ে তুলতে আত্রাই সদর বাজারের নির্ধারিত স্থান থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলিতে পতাকা ফেরি করছেন বিক্রেতারা। হকাররা হাঁক দিয়ে বিক্রি করছেন বিশ্বকাপে অংশ গ্রহণকারী দল গুলোর পতাকা।


আত্রাই খেলাঘরের পতাকা বিক্রেতা মিলন হোসেন জানান, আমি অনেক বছর ধরেই এ ব্যবসা করে আসছি। সব মৌসুমেই আমি পতাকা বিক্রি করি। তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রত্যক বারই পতাকা বিক্রি বাড়ে। প্রতিদন ১০০ থেকে ১৫০ পিস পতাকা বিক্রি করছি।


তিনি বলেন, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় পতাকা তৈরির কাজও চলছে সমান তালে। ইদ্রিস আহম্মেদ রাজু নামের এক দর্জির দোকানী জানান, প্রতিদিন কত পতাকা বানাচ্ছি, তার সঠিক হিসাব দেয়া সম্ভব নয়। একদিকে বানাচ্ছি। আর অন্য দিকে বিক্রি করছি। যেমন বিক্রি হচ্ছে শহরে তার থেকেও বেশি যাচ্ছে গ্রামাঞ্চলে।


অন্য এক ব্যবসায়ী খন্দকার খোকন বলেন, এখন দোকানে বিক্রির জন্য ছোট পতাকা বানাতে ব্যস্ত আমরা। তবে গ্রাহকদের অর্ডার অনুযায়ী বড় মাপের পতাকাও বিক্রি করছি।


তিনি আরো জানান, ভালই ব্যবসা হচ্ছে। প্রতিদিনই দুই থেকে আড়াই হাজার টাকা পতাকা বিক্রি করতে পারছি।


এছাড়াও ইতিমধ্যে প্রিয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে পথে বেড়োতে শুরু করেছেন অসংখ্য সমর্থক। প্রিয় ফুটবল দলের সমর্থন নিয়ে ঘরে ঘরে দেখা দিয়েছে প্রীতি-বিভক্তি। চলছে খেলা উপভোগের জন্য রাত জেগে অপেক্ষা আর বিশ্লেষণ।


এদিকে বিশ্বকাপ ফুটবলের কারণে ওয়েব দুনিয়াতেও বেড়েছে বাড়তি উত্তেজনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা তৈরি করেছেন অসংখ্য গ্রæপ আর পেজ। পেজগুলোতে দেয়া হচ্ছে নিয়মিত আপডেটও। জানিয়ে দেয়া হচ্ছে দলগুলোর নানা ধরনের খবরা খবর। পোস্ট করা হচ্ছে ছবি।


শুধু পতাকা ও জার্সির মধ্যে সীমাবদ্ধ নেই নগরীর ফুটবলপ্রেমীরা। ফুটবল খেলা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি উপভোগ করার জন্য অনেকে টেলিভিশন ক্রয় ও মেরামত করার কাজ শুরু করে দিয়েছেন। ফুটবল বিশ্বকাপে নিজের দেশ না খেললেও প্রিয় দলকে সমর্থনে কোন সমর্থই রাখছেন না কমতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবহেলিত অঞ্চলগুলোকে গুরুত্ব দিয়ে, দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া। তাই যার যে দায়িত্ব আছে, তা গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে পালন করতে হবে। দেশ ও মানুষের প্রতি আন্তরিকতা থাকলেই উন্নয়ন সম্ভব, তা আজ প্রমাণ করেছি।


আজ রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কুড়িগ্রামের ধরলা নদীর ওপর ‘শেখ হাসিনা ধরলা সেতু’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পরপর দুইবার ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছি। সরকারের ধারাবাহিকতা থাকলে যে উন্নয়ন করা যায় তা আমরা করে দেখিয়েছি।


তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমি গিয়েছি। কুড়িগ্রাম, লালমনিরহাটের প্রতিটি উপজেলায় গিয়েছি। সেখানকার মানুষের সমস্যার কথা শুনেছি। সরকারে আসার পর এসব মানুষের উন্নয়নে নানা উদ্যোগও নিয়েছি।


প্রধানমন্ত্রী বলেন, ধরলার প্রথম সেতু আমি উদ্বোধন করে যেতে পারিনি। তা পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের মাস-দুয়েকের মধ্যে উদ্বোধন করে। কিন্তু তারা তখন বলে আগের সরকার কোনো উন্নয়ন করেনি। অথচ আমাদের করা সেতুই গিয়ে তারা উদ্বোধন করেছি।


তিনি আরো বলেন, আমার আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। মা-বাবাসহ সব হারিয়েছ। আমার লক্ষ্য একটাই এ দেশের উন্নয়ন করে যাওয়া।


উল্লেখ্য, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধামন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২০ সেপ্টেম্বর এই সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি নির্মাণ করছে সিমপ্লেক্স এবং নাভানা কনষ্ট্রাকশন গ্রুপ। ৯৫০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮০ মিটার চওড়া সেতুটির ১৯টি স্প্যান ও ৯৫টি গার্ডার রয়েছে। দৈর্ঘ্যে বঙ্গবন্ধু সেতুর পর এই সেতুর অবস্থান বলে নির্মাণকারী সংস্থা এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিনিধি নওগাঁ: গাজা সেবনের অপরাধে গত ছয় মাস হাজতবাস করেন (৩৬) ঘুটু চন্দ্র বর্মন। রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। তিনি জেলার পতœীতলা উপজেলার কয়রাপুর গ্রামের মৃত দিগেন চন্দ্র্র বর্মনের ছেলে। তাকে সুস্থ জীবন ফিরে পেতে এবং কর্মসংস্থানের লক্ষে অপরাধী সংশোধন ও পুর্নবাসনের অংশ হিসেবে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে কারাগার গেটে একটি রিক্সা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেল সুপার শাহ আলম খান, ডেপুটি জেলার আমিরুল ইসলাম ও জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ।


কারাগার মুক্ত ঘুটু চন্দ্র বর্মন বলেন, এক সময় খড়ের (পোয়াল) ব্যবসা করতেন। কেঁনা-বেঁচার পর লাভ বেশ ভালই থাকত। আর তা দিয়ে চলত সংসার। বাড়ীতে স্ত্রী ও দুই ছেলে। বাবা-মা অনেক আগেই মারা গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত (গাজা) হয়ে পড়ি। এদিয়ে দুই বার কারাগার ভোগ করলাম শুধু গাজা সেবনের জন্য। সুস্থ জীবন ফিরে পেতে ও গাঁজা না সেবনের জন্য প্রতিশ্রæতি দিয়েছি। জেলখানা থেকে একটা রিক্সা দিয়েছে আয় রোজগারের জন্য।


উল্লেখ্য, গত ৩১ মে’১৮ জেলার বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের মশিদুল ইসলামকে একটি রিক্সা প্রদান করা হয়।

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি স্পিডবোট ডুবিতে ছয় শিশুসহ নয় জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন। রবিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।


জানা গেছে, ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১৫ জন আরোহী ছিলেন। শরণার্থীরা সবাই ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন।


তুরস্কের কোস্টগার্ড ও জেলেরা স্পিডবোটটির পাঁচ আরোহীকে উদ্ধার করেছে। তুর্কি কোস্টগার্ড তিন পুরুষ ও এক নারীকে এবং জেলেরা আরেক পুরুষকে উদ্ধার করেছে।


পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ছয়টি শিশু, দুই পুরুষ ও এক নারীর মৃতদেহ খুঁজে পায়। নিখোঁজ আরেকজনকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের প্রায়াত সাংবাদিকদের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের আয়োজনে প্রতি বছরের ন্যায় শনিবার বিকেলে প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, নওগাঁ রাণীনগর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিতজেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, মোস্তফা ইবনে আব্বাস, প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ, কাজী আনিছুর রহমান, সাহাজুল ইসলাম, আবুল বাশার (চঞ্চল), মামুনুর রশিদ, রহিদুল ইসলাম রাইপ, হারুনুর রশিদ, লিটন চৌধুরী, আফজাল হোসেন, অরুন বোস, সুদর্শন কর্মকার, ওসমান গনী রতন, আবু ইউসুফ প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget