বিরুষ্কার প্রথম করবা চৌথের ছবিতে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া


হলুদ শাড়িতে অনুষ্কা, কালো পাঞ্জাবী পরে বিরাট৷ বাড়ির ছাদে করবা চৌথের ব্রতপালনের সময় তোলা হয়েছে এই ছবি৷ বিরাট এবং অনুষ্কা দু’জনই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন৷ অনুষ্কা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার চন্দ্র, আমার সূর্য, আমার তারা, আমার সবকিছু তুমি৷ সকলকে করবা চৌথের অসংখ্য শুভেচ্ছা৷”

অন্যদিকে বিরাট একটি ছবি পোস্ট করে একই কথাই লিখেছেন৷ “আমার জীয়ন কাঠি, আমার বিশ্ব৷” বিয়ের পর প্রথম করবা চৌথ যে কতটা ভালো কেটেছে তাঁদের তার প্রমাণ দু’জনের ইনস্টা পোস্ট৷ ছবি দুটি ভাইরাল হতেই বিরুষ্কার ফ্যানেরা একে একে প্রশংসা করতে শুরু করেন৷

বিরাট-অনুষ্কাকে মেড ফর ইচ আদার তো বলা হতই, এই ছবির পর বারে বারে সকলে এটাই রিপিট করে চলেছে৷ তাঁদের বন্ড, রসায়ন অনুরাগীদের কাছে কোনও বলিউডি লাভ স্টোরির চেয়ে কোনও অংশে কম নয়৷ এক ফ্যান লিখেছেন, “তোমরা অতিরিক্ত পিডিএ কর না বলেই আমার ফেভারিট তোমরা৷ তোমাদেরও করবা চৌথের অনেক শুভেচ্ছা৷ ভগবান তোমাদের এইভাবেই সারাজীবন আনন্দে রাখুক৷” 

অনেকে তাঁদের সেরা জুটি বলেও কমেন্ট করেছে৷ কয়েকজন নেটিজেনরা লিখেছেন, “তোমরা জেন ওয়াইকে কাপেল গোলস দাও রীতিমত৷ তোমাদের সবকিছুই একদম পারফেক্ট৷ দু’জনের ব্যস্ত জীবন থেকেও সময় বের কর একে অপরের জন্য৷ এটা সত্যি ইনস্পায়ারিং৷”

১১ ডিসেম্বর ২০১৭৷ এই দিনেই বিরাট-অনুষ্কার চার হাত এক হয় ইতালির মিলানে৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করে রীতিমত শক দিয়েছিলেন ভক্তদের৷ বিয়ের পর সবকিছুই খানিকটা স্পেশাল হয়ে যায়৷ যেমন বিয়ের পর প্রথম হোলি, যে কোনও পুজো, প্রতিটি উৎসবই যেন অন্য মাত্রা পায়৷ তেমনই প্রথম করবা চৌথে কেমন কাটল বিরাট-অনুষ্কার? প্রথম করবা চৌথের ছবি প্রকাশ্যে এলো তাঁদের৷
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget