Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ৭২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার আটক ২


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়ার ৭২ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মানিক হোসেন, এসআই তরিকুল ইসলাম ও এসআই জিন্নাত ও সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান চালায়। এসময় শাহালালের শয়নকক্ষ হতে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এসময় হাতে নাতে ওই দুজনকে আটক করে সাপাহার থানায় নিয়ে আসা হয়। পরদিন দুপুরে তাদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

উল্লেখ্য যে, গত ২ অক্টোবর সাপাহার থানাধীন খেড়–ন্দা মোড় হতে উপজেলার রামরামপুর সেকারপাড়া গ্রামের শান্ত হোসেনের মোটরসাইকেল ছিনতাই হয়। উক্ত ঘটনার পরদিন আকতার হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

নওগাঁর পোরশায় মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ মতবিনিময় করেন। 

এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।


 
বাগমারায় সিআইডি পরিচয়ে প্রতারক চক্রের নারীসহ ৩ জন গ্রেফতার


মোঃ সাইফুল ইসলাম বাগমারা (রাজশাহী) :  রাজশাহীর বাগমারায় সিআইডি পরিচয়ে প্রতারক চক্রের নারী সদস্যসহ ৩ জন আটক করেছে বাগমারা থানা পুলিশ। প্রতারচক্রের হাতে ওয়াকিটকি, পরনে জিন্স প্যান্ট আর গায়ে শার্ট। সাথে একটি প্রাইভেট কার। ব্যক্তিগত প্রতিষ্ঠানে চারকরীর প্রলোভন দিয়ে দীর্ঘদিন থেকে সিআইডি পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন তারা। সিআইডির লোগো ব্যবহার করে খুলেছেন ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক প্রোফাইলে চালাতেন ভূয়া ব্যবসায়ীক কার্যক্রম। 
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বেশ কয়েকজন যুবকদের দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানী লিঃ এ চাকরী দেয়া হবে বলে কৌশলে প্রতারণা করে বেশ কয়েক জনের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন চক্রটি। বুধবার ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন ভূয়া সিআইডির অফিসার ওই প্রতিষ্ঠানের এমডি মৌসুমী খাতুন (২৫), তার সহযোগী আশরাফুল ইসলাম (৪০) এবং রাজু আহম্মেদ (৪২)। রাজশাহীতে অফিস খুলে তারা যুবকদের চাকরীর প্রলোভন দিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃত মৌসুমী খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের তাজাম্মুল হকের মেয়ে, তার দুই সহযোগীর মধ্যে আশরাফুল ইসলাম রাজশাহীর দরগাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে এবং রাজু আহম্মেদ দামকুড়া উপজেলার নতুন কশবা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। 

সম্প্রতি তারা দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানী লিঃএ বেকার যুবকদের চাকরী দেয়ার নামে অর্থ নিয়ে আত্মসাৎ করে চলেছেন। এরই অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের শাখা অফিস হিসেবে তাহেরপুরে একটি অফিস খোলার কথা রয়েছে। সে মোতাবেক বুধবার দুপুরে তাহেরপুর বাজারে প্রাইভেট কার যোগে আসেন তারা। ১০ জনকে ওই অফিসে চাকরী দেয়ার কথা বলে ৫ জনের নিকট থেকে নগদ ১০ হাজার করে টাকা নেন। বাকি ৫ জনের নিকট থেকে টাকা নিতে এসেছিলেন তারা। এ সময় তাদের আচার আচরনে অসংগতি লক্ষ্য করায় পুলিশে খবর দেয় প্রতারণার শিকার যুবকরা। পরে পুলিশ গিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে থানায় নেন। 

প্রতারণার শিকার যুবকদের মধ্যে মুরাদ হোসেন নামের একজন বাদী হয়ে রাতে তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী মুরাদ হোসেন বলেন, আমরা কেউ তাদের প্রতারণার ব্যাপারে কিছুই জানতামনা। কোন অফিস ছাড়াই তাদের কোম্পানীর কাজ চালাতে হবে এবং লোকজনের নিকট থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে। তাদের কথায় নানা অসঙ্গতি থাকায় পুলিশে খবর দিই। পরে পুলিশ এতে তাদেরকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতরা চারকী দেয়ার প্রলোভন দেখিয়ে যুবকদের কাছ থেকে দীর্ঘদিন থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছে। সেই সাথে পুলিশ পরিচয়ে অবৈধ ভাবে ওয়াকিটকির ব্যবহার করে লোকজনদের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার আদালয়ের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

ঝালকাঠি ডিবিতে ওসি হিসেবে যোগদান করেন আশরাফুল আলম

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ ঝালকাঠি ডিবিতে ওসি হিসেবে যোগদান করেন আশরাফুল আলম। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বদলিজনিত কারনে  ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ওসি আশরাফুল আলম  ঝালকাঠিতে যোগদানের পূর্বে খুলনা মেট্রোতে কর্মরত ছিলেন। এসময় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।


নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও মানুষের সেবা  জন্য কাজ করে যাব।


উল্লেখ্য, আশরাফুল আলম সাবইন্সপেক্টর হিসেবে ১৯৯০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানায় কালিনগর গ্রামে জন্ম  গ্রহণ করেন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি  মৃত এস এ কালাম ও  মোসাঃ হালিমা খানমের পুত্র।

বরিশালে সাংবাদিকের উপর হমলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ১৭ অক্টোবর দেশব্যাপী স্মারকলিপির ঘোষণা


বরিশাল প্রতিনিধি : সিনিয়র সাংবাদিক, কলাম লেখক ও বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেন।

একই সাথে আগামী ১৭ অক্টোবর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সারা দেশের প্রতিটি উপজেলা /জেলা থেকে স্মারক লিপি দেওয়ার ঘোষণা করা হয়েছে।  সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও  দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মানবাধিকার নেতা মঞ্জুর হোসেন ঈশা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, সম্পাদক পরিষদ বরিশালের সহ-সভাপতি ও দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম আহসান, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস আলাল মিয়া, সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ন-সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, এমএ আকরাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জনকন্ঠের বরিশাল ব্যুরে খোকন আহম্মেদ হীরা, ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সাবেক সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন, কেন্দ্রীয় সদস্য, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি এম জহির, বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো জিহাদ রানা,  বরিশাল নিউজ এডিটর কাউন্সিল এর সহ-সভাপতি ও ঢাকা পোস্ট’র বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল’র শামিম আহম্মেদ, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল’র সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ নোমানী, সাধারন সম্পাদক মামুন অর রশীদ, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা, বরিশাল অনলাইন রিপোটার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান, বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদ’র  সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো জহির খান, বরিশাল সাংবদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দীন, হুমায়ন কবির রোকন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, যুগ্ন-সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাক এআর শুভ, প্রচার সম্পাদক লিটন বায়েজিত, নির্বাহী সদস্য এম আরিফুল ইসলাম, রিয়াজ পাটোয়ারী, দৈনিক হিরন্ময় পত্রিকার যুগ্ন-বার্তা রিয়াজ আকন, দৈনিক সুন্দর বন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশ, কমিটির সদস্য, মেহেদী তামিম, বেল্লাল হোসেন, রিপোর্টার ইমরান হোসেন। 

এদিকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ গনসংহতি আন্দোলনের বরিশাল জেলা সভাপতি দেওয়ান রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বরগুনা জেলার নেতা মাহবুবুল আলম মান্নু, ভান্ডারিয়ার সহ-সভাপতি জাকির হোসেন কাজী, ফোরামের নেতা এমদাদুল হক স্বপন, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএমএসএফ সভাপতি দেওয়ান মনির, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী সৈকত, বাকেরগঞ্জ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, পিরোজপুর ইন্দুরকানী বিএমএসএফ'র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএমএফএস’র মাদারীপুর শিপচর উপজেলা সাধারন সম্পাদক অপুর্ব চৌধুরী জয়, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রুমান জোমাদ্দার, এছাড়াও উজিরপুর উপজেলা রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ কমিটি, আগৈলঝাড়া প্রেস ক্লাব, বাবুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় দু'শতাধিক সাংবাদিক এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। 

উল্লেখ্য, ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সমাবেশ শেষে বরিশালের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক বিএমএমএফ'র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে ১৪ দফা আন্দোলনে যোগ দেন।


নওগাঁয় বৃদ্ধ বয়সে ভাত না দেওয়ায় থানায় বাবার অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে


আতাউর শাহ্, নওগাঁ : কোন কোন সন্তানের কাছে "বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা"। বাবা তার সন্তানের উপর বিরাট বটবৃক্ষের ছাঁয়ার মতো।আদরের ছোট ছেলেমেয়ে খেতে চায়না বলে বাবা মা কাঁদে আবার সেই বাবা মা-ই যখন বৃদ্ধ হয় তখন ঐ সন্তানই বাবা মাকে খাবার দেয়না বলে তারা আবার ও কাঁদে।

শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ময়েজ উদ্দীন (৮০) নামে এক অসহায় বাবা। তিনি নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দিঘীপাড়া (পশ্চিম পাহাড়) গ্রামের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে তিনি (বাবা)বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন।

সোমবার (০৪ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানায় ভুক্তভোগী বৃদ্ধ তার ছেলে মুনছের আলী (৩৫) ও পুত্রবধূ সুলতানা বেগমের (৩০) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ ময়েজ উদ্দীনের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তার ছেলে কৃষি কাজ করে সংসার চালান। স্ত্রী মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে বর্তমানে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। একমাত্র ছেলে তাকে ভরণ-পোষণ দেন না। শুধু বাঁচার তাগিদে নিজেকেই নিজের খাবার রান্না করে খেতে হয়। অনেক সময় রান্না করে খেতে না পেরে অভুক্ত থাকতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধার ছেলে মুনছের আলী তার বাবার প্রতি খুবই উদাসীন। কোনো খোঁজখবর রাখেন না। মাঝেমধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া করে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবেশীরা মুনছেরকে বোঝানোর পরও কোনো প্রতিকার হয়নি। অবশেষে নিরূপায় হয়ে ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে শুনেছি।

ভুক্তভোগী বৃদ্ধা ময়েজ উদ্দীন বলেন, দীর্ঘদিন থেকে আমি একাই রান্না করে খাই। বয়সের ভারে এখন তেমন কিছুই করতে পারিনা। বৃদ্ধ হয়েছি বলে অসুখ-বিসুখ প্রায় লেগেই থাকে। আমার যোগ্য কর্মক্ষম ছেলে থাকার পর ভরণপোষণও বন্ধ করে দিয়েছে। পুত্রবধূর প্রতি কিছুটা ভরসা করলেও সেও ছেলের মতোই আচরণ করে আমার সাথে।

তিনি আরও বলেন, যেদিন শরীর খুব খারাপ থাকে রান্না করতে পারিনা না সেদিন না খেয়ে থাকতে হয়। পাড়া-প্রতিবেশীর খোঁজ নিয়ে কিছু দিলে খাওয়া হয়। সব মিলিয়ে অর্ধহারে-অনাহারে দিন কাটছে এখন। শুনেছি সরকার নাকি বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে আইন করেছে। সেই ভরসায় শুধু দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

মুনছের আলী বলেন, বাবার বয়স হয়েছে। সব সময় হয়ত তার চাহিদা পূরণ করতে পারি না। বাবা যে অভিযোগ করেছেন তার সব ঠিক নয়।

সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর বলেন, এটা খুবই দুঃখজনক ব্যপার। বাবা মা বৃদ্ধ হলে তার দায়দায়িত্ব উপযুক্ত সন্তানকেই নিতে হবে। এবিষয়ে ফয়েজ উদ্দিন থানায় লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget