Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

বরিশালের জেষ্ঠ্য সাংবাদিক আলম রায়হানের উপর হামলাকারী তৌহিদ গ্রেফতার

ইমাম বিমান রিপোর্ট : বরিশালে পত্রিকা অফিসে হামলা চালিয়ে জেষ্ঠ্য সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানের উপর অতর্কিত হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিক আলম রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। জেষ্ঠ্য সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানের দায়েরকৃত হত্যা চেস্টার মামলার অন্যতম আসামী সন্ত্রাসীমনা শীর্ষ মাদক কারবারি তৌহিদকে পুলিশ গ্রেফতার করে। রবিবার সন্ধ্যায় নগরীর বটতলা থেকে সন্ত্রাসীমনা মাদক কারবারি তৌহিদকে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করে । 

উল্লেখ্য, গত ২ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর বটতলায় " দৈনিক দখিনের সময় " পত্রিকা অফিসে ঢুকে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হত্যা চেস্টায় তৌহিদ, উজ্জ্বল সহ অন্তত ১০ জনের একটি দল অর্তকিত হামলা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত  সাংবাদিকদের উপর চড়াও হন তারা ।

পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রীর মৃত্যুতে ঝালকাঠিতে শোকসবা ও দোয়া মোনাজাত


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা জাতীয় পার্টি  অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি কোর্ট রোডস্থ জেলা জাপা’র কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান,

কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, পৌর জাপার সভাপতি একেএম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ,  যুবসংহতির জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হাওলাদার, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ। এছাড়াও পৌর জাপার বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাপা’র মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু’র মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বর্ণাঢ্য দীর্ঘ রাজনীতির ও আদর্শের কথা তুলে ধরেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক সহ মোটর সাইকেল ছিনতাইকারী আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্র সস্ত্র সহ রোড ডাকাতির অন্যতম সদস্য মোটর সাইকেল ছিনতাইকারী আকতার হোসেন (৩২)কে আটক করেছে পুলিশ, রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই গ্রামের  সোলাইমান হোসেন এর ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানান যে, গত ২অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদুরে একটি মোটর সাইকেল ছিনতাই হয়। এর পর মোটর সাইকেলের মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাক সহ কয়েকজন লোক তার পথ রোধ করে নগদ টাকা মোবাইল সেট ও তার মোটর সাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন। ফলে এর পর হতে পুলিশ হন্য হয়ে ওই ছিনতাইকারীদের সনাক্ত ও ধরতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে থানার তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ রাত্রি ২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে আকতার হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে বাংলাদেশ আর্মড পুলিশ (এপিবিএন) এর ১ সেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, বড় ধরনের কোন রড কাটার জন্য একটি উন্নতমানের বড় কাটিং প্লাস, ছিনতাই করা ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

আটক আকতার ২অক্টোবর ওই মোটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছেন। আটক আকতার হোসেন এর বিরুদ্ধে রোড ডাকাতি. দস্যুতা ও সরকারী পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানান।


 

ঝালকাঠিতে ভাইকে চোর আখ্যা দিয়ে হামলা, বোনের শ্লীলতাহানি

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে চোর আখ্যা দিয়ে ইমরান (২৮) নামে এক যুবককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। ভাইকে মারধরের খবর পেয়ে বোন ফাতেমা এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। এঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান,  রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের সোহরাফ হোসেনের পুত্র যুবক ইমরান হোসনেকে চোর আখ্যা দেয় একই এলাকার সিদ্দিক বিশ্বাস। এনিয়ে কথাকাটাকাটির জেরে শুক্রবার সকাল ১১টার দিকে ইমরানের উপর অতর্কিত হামলা চালায় সিদ্দিক বিশ্বাস, তার স্ত্রী, দুই পুত্র গিয়াস বিশ্বাস, রিফাত বিশ্বাস ও তাদের অনুসারীরা। এসময় ইমরানকে মারধর করে গুরুতর আহত করা হয়। ভাইকে মারধরের সংবাদ পেয়ে ফাতেমা ছুটে গেলে তাকে মারধর করে পরিহিত কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায়।  ইমরান গুরুতর আহতাবস্থায় রাজাপুর হাসপাতালে ভর্তি হলে সেখানেও প্রতিপক্ষ হামলাকারীরা প্রভাব খাটিয়ে ১দিনের মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগে বাধ্য করে। পরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয়ে ভর্তি হলে সেখানেও ঘটে একই ঘটনা। কোন উপায় না পেয়ে ইমরান ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। বোন ফাতেমা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন।

আহত ফাতেমা জানান, ভাইকে মারধরের খবর পেয়ে ছুটে এসে ছাড়িয়ে দিতে চাইলে সিদ্দিক বিশ্বাসের পুত্র আমাকে মারধর করে পড়নের ওড়না ও জামা টেনে ছিড়ে ফেলে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, আমরা উভয়পক্ষ নিয়ে শালিস মিমাংসা করে দেয়ার চেষ্টায় আছি।

ফাতেমা আশঙ্কা প্রকাশ করে আরো জানান, আমার ভাই মৃত্যু শয্যায়। তারা গলা চিপে মেরে ফেলতে চেয়েছিলো। আমি ছাড়াতে গেলে আমাকে মারধর ও শ্লীলতাহানি করে পরিধেয় কাপড় ছিড়ে ফেলেছে। আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছি তার সঠিক বিচার পাবো কি না।

স্থানীয় শামীম জানান, উভয় পক্ষের মধ্যে মারামারি শুরুহলে সিদ্দিক বিশ্বাসের স্ত্রী এসে তাকে জড়িয়ে ধরে। এসময় ফাতেমা এলে সিদ্দিকের পুত্র দুটি ঘুষি দেয়।

বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুমিয়া জানান, ঘটনার পরে স্থানীয় দুজন গন্যমান্য ব্যক্তিকে বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব দিয়েছি। তারা সমাধানের চেষ্টা করছেন। আশা করছি দ্রুতই এর সমাধান করা সম্ভব হবে।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিজামিয়া গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


ঝালকাঠিতে উদযাপিত হয়েছে  নিউজবাংলার বর্ষপূর্তি


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : দেশের সকল জেলার ন্যায় বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ঝালকাঠিতে। বর্ষপুর্তি উপলক্ষে শুক্রবার রাত আটটায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের অতিথি ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সুর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার।

কেক কেটে নিউজবাংলার বর্ষপুর্তি উদযাপনের পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ফানুস ওড়ানো হয়। এছাড়াও নিউজবাংলায় গত ১ বছরে ঝালকাঠির প্রকাশিত সংবাদ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদশনী এবং এবং স্থানীয় শিল্পীদের কন্ঠে গান পরিবেশন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নিউজবাংলা টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী তালুকদার বলেন, স্বাধীনতার স্বপক্ষের মিডিয়া নিউজবাংলা অল্পসময়ে গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতে নিউজবাংলা বিশ্ব মিডিয়ার কাছে প্রথম সারিতে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

বিশেষ অতিথি ইসরাত জাহান সোনালী বলেন, নিউজবাংলার ফটোগ্যালারীতে ঝালকাঠি যেসকল চিত্র স্থান পেয়েছে তা আগামীর জন্য মাইল ফলক হয়ে থাকবে। বিশেষ অতিথি হেমায়েত উদ্দিন হিমু বলেন, নিউজবাংলার প্রতিটি সংবাদে আস্থা রাখা যায়। আমি পাঠক হিসেবে আস্থার মিডিয়া নিউজ বাংলাকে এক বছর আগেই বেছে নিয়েছি।

বিশেষ অতিথি চিত্তরঞ্জন দত্ত বলেন, বর্তমান মিডিয়ার ভিড়ে বানান এবং শব্দগত দিকথেকে নিউজবাংলা সেরা। শুভেচ্ছা বক্তব্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার বলেন, মাত্র এক বছরে নিউজবাংলা দশ বছরের সমান এগিয়েছে। তারা সারাদেশে চৌকস প্রতিনিধি নিয়োগ দিয়েছে। একটা স্যাটেলা্ইট টেলিভিশন, পত্রিকা সব আছে এই পোর্টালে।  


তাড়াইল উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা


আল-মামুন খান, কিশোরগঞ্জ : 'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও'  এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার বর্ধিত সভা। 

উপজেলা বিআরডিবি হলরুমে শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।  'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও' এই মূলমন্ত্রে সারা দেশে কৃষকসমাজকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি হলেও তা থেকে অনেক পিছিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি। 

তিনি আরো বলেন,  আওয়ামী লীগের সময়েই কৃষকরা সবচেয়ে বেশি সুবিধা ও সহায়তা পাচ্ছে। ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে কৃষির উন্নয়নে কিংবা কৃষকদের পাশে কতোটা দাঁড়াতে পেরেছে কৃষক লীগ? তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংগঠনের মধ্যেই। 

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কৃষকদের অধিকার আদায়ে কৃষক লীগ পিছিয়ে আছে এই কথার সঙ্গে আমি একমত নই। কৃষি ও কৃষকের সবধরনের সংকট বা দাবি আমরা সবসময়ই প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীকে জানিয়ে আসছি। তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কৃষক লীগ ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য ভবিষ্যতে এমন নেতৃত্ব আসতে হবে যারা কৃষকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবে। যাতে কৃষক লীগ সরকারের সহায়ক হিসেবে কাজ করতে পারে।  উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন সফি, সম্মানিত সদস্য এহসানুল হক ফারুক, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দীন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আজিম উদ্দীন ভুঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক বুলবুল আহমেদ ভুঁইয়া, মহিলা সাংগঠনিক সম্পাদক সুমি আকতার ও সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রাজু প্রমূখ। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget