Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf



নওগাঁয় শেখ কামালের ৭২ ৩ম জন্মবার্ষিকী পালিত


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল রশিদসহ অন্যরা। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়।




চিত্রনায়িকা পরী মণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার


অনলাইন নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পরী মণিকে আটক করেছে র‍্যাব। তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মদ, এলএসডি ও আইস জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে দুই সহযোগীসহ তাঁকে আটক করা হয়। রাত ৮টা ১০ মিনিটে তাঁদের গাড়িতে তুলে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকেল থেকে পরী মণির বাসায় তল্লাশি চালায় র‍্যাব। অভিযান চলাকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পরী মণিকে র‍্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাঁর বাসায় অভিযান চালাচ্ছি। বাসার ভেতর তল্লাশি করা হচ্ছে। বাসায় কোনো অবৈধ জিনিস আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসায় অভিযান শেষে অনৈতিক কিছু পাওয়া গেলে তাঁকে আটক করা হতে পারে।’

এর আগে বিকেলে পরী মণির বাসার সামনে থাকা এক র‍্যাব কর্মকর্তা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, র‍্যাব সদর দপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। তারা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন।

চিত্রনায়িকা পরী মণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বিকেল ৪টার দিকে পরী মণি তাঁর ফেসবুক লাইভে বলেন, ‘আমি ফেসবুক লাইভে আছি। লাইভেই থাকব। লাইভ থেকে বের হব না। আমার কিছু হবে, আর তা বিশ্ব দেখবে না? মরতে তো হবেই। সবাইকে নিয়ে মরব। আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা? আমি এই ভয়টাই পাইতেছিলাম। ভাই, আপনারা কিছু দেখতেছেন না? বলতেছেন না? আচ্ছা, আমার পরিচিত লোকজন দেখতেছে না এরা কারা? একটু আসবেন? দেখবেন? এরা কারা? ঘর-দরজা ভাঙচুর করছে। আমি এখন কী করব? আপনারা সবাই দেখতেছেন। পুরো মিডিয়ার লোক দেখতেছে। কিন্তু কিছু বলতেছে না। আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন, তারা একটু বাঁচাতে আসবেন? আমি মরে যাচ্ছি একদম। একজন কালো পোশাক, লাল পোশাক পরে এসেছেন। শুধু বলতেছে আমরা পুলিশ। তারা বাড়ির মেইন গেট-দরজা ভাঙাভাঙি করতেছে। গেট ভেঙে উপরে এসেছেন। আপনারা কেউ আসবেন? এভাবে আসার মানে কী? তারা কি আমাকে মেরে ফেলবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম।

আমি বনানী থানায় ফোন দিলাম। হারুণ (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. হারুন অর রশীদ) ভাইকে ফোন দিলাম। তখন হারুন ভাই আমাকে বললো, আমার এখান থেকে কোনো টিম যায়নি। আপনি দরজা খুলবেন না। থানায় ফোন দিলাম, আসতে বললাম। কিন্তু কেউ আসছে না। আমি লাইভ শুরু করার পর থেকে ৩০ মিনিট হয়ে গেছে। কিন্তু, পুলিশ আসছে না।

চিত্রনায়িকা পরী মণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

যারা আসছে তাদের কাছে প্রথমে সালাম দিয়ে জানতে চাইলাম, আপনারা কারা? তারা শুধু বলে আমরা পুলিশ। খুলেন, তারপর দেখাইতেছি। এ কথাই তো আমি নিতে পারিনি।’

লাইভ চলাকালে পরী মণি ফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন। তিনি ফোনে বলছিলেন, ‘তোমরা দেখতে পারছো না আমার অবস্থা?’

লাইভের ৩০ মিনিটের সময় পরী মণি দরজা খুলতে যান। সে সময় বাইরে থাকা লোকজনের কাছে পরী মণি জানতে চান, ‘আপনারা কারা?’

তখন ওপাশ থেকে বলা হয়, ‘আমরা র‍্যাব সদর দপ্তর থেকে আসছি। আপনাকে বলা হচ্ছে, দরজা খোলেন, কিন্তু আপনি আমাদের অসহযোগিতা করছেন। আপনি লাইভটা প্লিজ কেটে দেন।’

তখন পরী মণি বলেন, ‘কেন লাইভ কেটে দিতে হবে? আপনারা মোবাইল নিয়ে নিচ্ছেন কেন?’ সে সময় র‍্যাব থেকে বলা হয়, ‘আমরা আইনানুগভাবেই এগুলো নিচ্ছি।

তাহিরপুর সীমান্তে সোর্সরা বেপরোয়া,মদ ও নৌকা আটক


মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা তাহিরপুর সীমান্তে সোর্সরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা উপজেলার লাউড়গড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, বীরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্ত এলাকায় সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন ভারত থেকে লক্ষলক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা, চাল ও পাথর পাচাঁর করাসহ মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও অস্ত্র পাচাঁর করছে। পরে পাচাঁরকৃত অবৈধ মালামাল থেকে সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে করছে চাঁদা উত্তোলন। সোর্সরা দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় ওপেন চোরাচালান ও চাঁদাবাজি করলেও তাদেরকে কখনোই গ্রেফতার করা হয়না।

এলাকাবাসী সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার (৩ আগষ্ট) সন্ধ্যায় টেকেরঘাট সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে ভারত থেকে মদ, গাঁজা, ইয়াবা ও কয়লা পাচাঁর করে সোর্স ইসাক মিয়া ও কামাল মিয়া। এই খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে বুরুঙ্গাছড়া এলাকা থেকে ভারতীয় ১০ বোতল অফিসার চয়েজ মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অপরদিকে লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে সোর্স আমিনুল মিয়া, জজ মিয়া, শহিদ মিয়া, নুরু মিয়া, রফিক মিয়া ও জসিম মিয়াগং ভারত থেকে কয়লা, পাথর ও বালি পাচাঁরের সময় ১শ ঘনফুট বালিসহ ২টি স্টিলবড়ি ইঞ্চিনের নৌকা আটক করে। যার সিজার মূল্য ১৪লক্ষ ৮২হাজার টাকা। কিন্তু সোর্সদের গ্রেফতার করা হয়নি।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সাবেক বিজিবি অধিনায়ক মাকসুদুল আলমের অলিখিত সোর্সরা তাহিরপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত দাপটের সাথে চোরাচালান ও চাঁদাবাজি করছে। তবে মাকসুদুল আলম সম্প্রতি অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর বর্তমান বিজিবি অধিনায়ক তসলিম এহসান সুনামগঞ্জে যোগদান করে তাহিরপুর সীমান্তে নজরদারী বৃদ্ধি করার কারণে সোর্সরা কোনটাসা হয়ে পড়েছে। কিন্তু বন্ধ হয়নি চোরাচালান ও চাঁদাবাজি। অথচ এই উপজেলা সীমান্তে ৬টি বিজিবি ক্যাম্প রয়েছে। তার মধ্যে লাউড়গড় ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে। কিন্তু বালিয়াঘাট ও চারাগাঁও ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে লক্ষলক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়লা, চাল, মদ, গাঁজা, ইয়াবা, বরশির ছিপ ও কাঠ পাচাঁর করছে সোর্স ইয়াবা কালাম, জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম ভৈরব, রমজান মিয়া, মানিক মিয়া, খোকন মিয়া, শহিদুল্লাহ, বাবুল মিয়া, কদ্দুস মিয়া, আনোয়ার মিয়া, জসিম মিয়া, লেংড়া জামালগং। কিন্তু এসব সোর্স পরিচয়ধারী চোরাচালানীদেরকে গ্রেফতার না করে বালিয়াঘাট ক্যাম্পের বিজিবি সদস্যরা লালঘাট গ্রামের পাকা রাস্তার মাথায় অবস্থিত সোর্স কালামের বাড়ির সামনে চেয়ার নিয়ে বসে থেকে লালঘাট ও লাকমা এলাকা দিয়ে কয়লা, কাঠ, বরশির ছিপ ও মাদকদ্রব্য পাচাঁরের জন্য সোর্স কালাম ও পাটলাই নদীতে চাঁদাবাজির জন্য সোর্স জিয়াউর রহমান জিয়াকে সহযোগেীতা করছে। আর চারাগাঁও ক্যাম্পের বিজিবি সদস্যরা সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় টহল দিয়ে চলে যাওয়ার পর বাঁশতলা তেতুল গাছ, লালঘাট ও জঙ্গলবাড়ি এলাকা দিয়ে ভারত থেকে ওপেন কয়লা, চাল ও মাদকদ্রব্য পাচাঁর করে নৌকায় বোঝাই করা হয় বলে জানা গেছে।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের বলেন- জব্দকৃত মদ ও নৌকা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



শার্শায় বিরল রোগে আক্রান্ত সন্তানকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

মো. রাসেল ইসলাম,বেনাপোল : শরীরে বিরল এক রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১০ বছর জীবনের কঠিন সময় পার করছে যশোরের শার্শা উপজেলার মোশারেফ হোসেন নামে এক যুবক। অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় সমাজে আজ সে প্রতিবন্ধিদের একজন। সন্তানের উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তশালী মানুষের মাঝে পিতৃহীন সন্তানের জন্য সাহায্য প্রার্থনা করেছেন অসহায় মা।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, যশোরের শার্শা উপজেলার কণ্যাদাহ গ্রামের মৃত জয়নাল আবেদিন ও মা কহিনুর বেগমের মেজো ছেলে মোশারেফ হোসেন। বয়স ২৮ বছর বৎসর পূর্ণ হলে হঠাৎই শরীরে শিরা জনিত সমস্যার কারণে অদ্ভুত ভাবে হাত পা ছুঁড়তে থাকে সে। বর্তমান বয়স ৩৮ চলছে তার। প্রথম অবস্থায় চিকিৎসার জন্য ডাক্তারের সরনাপন্ন হলেও অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা ব্যবস্থা। পিতা নেই, নেই কোন অর্থের ব্যবস্থা। দীর্ঘ ১০ বছর ধরে এই অদ্ভুত রকমের খিচুনি আর জালাযন্ত্রনা নিয়ে দুর্বিষহ মানবেতর জীবনযাপনে কাটছে মোশারেফ ও তার মায়ের জীবন। সামান্য ভিটে ও ভাঙ্গাচোরা ঘর ছাড়া সহায় সম্বল কিছু নেই তার। অন্যের কাজ করে মায়ের কিছু রোজগার করা  অর্থ ও সামান্য প্রতিবন্ধি ভাতা দিয়েই টেনেটুনে  চালাতে হয় তাকে। ফলে, বর্তমানে কোন চিকিৎসা চলছেনা তার। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন মোশারেফের আত্মীয় স্বজন ও গর্ভধারিনী মমতাময়ী মা। 

বিরল রোগে আক্রান্ত মোশারেফকে প্রতিবন্ধি ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।  পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কথা জানান স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান। স্বচক্ষে না দেখলে কেউ বুঝবেনা মানুষ জীবনে কতটা অসহায় হতে পারে। আমি নিজেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করছি। 

একমাত্র আর্থিক সহযোগিতাই পারে মোশারেফ হোসেনকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে। তাকে দেখে এগিয়ে আসবে অনেকে এমনটা কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

মোশারেফ হোসেন সম্পর্কে জানতে এবং আর্থিক সাহায্য করতে চাইলে পরিবারের পক্ষে যোগাযোগ নং- সাহাবুল (ভাই) ০১৯৪৭-৪৯৪১৩০



আউচপাড়া ইউনিয়নে করোনা টিকা গ্রহনের লক্ষে, মসজিদের ইমাম ও প্রতিষ্ঠানের প্রধান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 মো: সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদে (০৩ই আগষ্ট) মঙ্গলবার সকল ১০ঘটিকার সময়, আগামী (৭ই আগষ্ট) শনিবার   আউচপাড়া ইউনিয়ন পরিষদে,( ৯ই আগষ্ট) সোমবার খালগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে ও (১০ই আগষ্ট) মঙ্গলবার তকিপুর উচ্চবিদ্যালয় মাঠে  করোনা টিকা গ্রহনের লক্ষে  ইউনিয়ন পরিষদের হলরুমে সকল ইউনিয়নের মসজিদের ইমাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আউচপাড়া ইউনিয়নে করোনা টিকা গ্রহনের লক্ষে, মসজিদের ইমাম ও প্রতিষ্ঠানের প্রধান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
 ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রন্জন কুমারের উপস্থাপনায়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার মোঃ ইসাহাক আলী, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মশিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন, মোঃ সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সোওয়ারাউদ্দিন  । 

এছাড়া ও ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন এবং এর মধ্যে থেকে করোনা টিকা গ্রহনের সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, মুগাইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, ও হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,টি,এস, আলী আক্কাস, রক্ষিতপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আহসান হাবিব, কোন্দা নামাপাড়া মসজিদের ইমাম আক্কাস আলী । তাছাড়াও আরো উপস্থিত ছিলেন   ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী,ইউপি সদস্য  ইউনিয়ন  পরিষদের গ্রামপুলিশ প্রমুখ। 


ঝালকাঠিতে প্রতি পক্ষের হামলায় আহত-১


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি শহরের ষ্টেশন রোডে পূর্ব শত্রুতার জেরে প্রতি পক্ষের হামলায় ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ জুলাই এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার কৃষ্ণকাঠির খাদেম হোসেন ফকিরে পুত্র আবুল  ফকির(৫২) বাদী হয়ে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন “আসামীরা সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তারা আইন কানুনের কোন তোয়াক্কা করে না এবং সালিশ বিচার মানে না। এজাহারে বিবাদী করা হয় ১) মুরাদ (২০) পিতা: মাহবুব মেম্বার ২) মাহবুব মেম্বার, পিতা: মৃত: গনি হাওলাদর, স্টেশন রোড, বন্ধু স্টীল, টিনপট্রি,  ৩) রুবেল(৩৫),  পিতা: মৃত: মতি খান, তরকারী পট্রি, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি আরো অজ্ঞাত ৩/৪ জন রয়েছে যা তদন্ত করলে পাওয়া যাবে।

তিনি আরো উল্লেখ করেন আসামীরা যোগসাজসে আমার ষ্টেশন রোডস্থ মেসার্স স্ট্যান্ডার স্টীল হাউজ দোকানের সামনে রক্ষিত ১২০০(এক হাজার দুইশত) কেজি লোহার এঙ্গেল যার অনুমান মূল্য ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) টাকা  লেবারের সহযোগীতায় ০১/০৮/২০২১খ্রি: তারিখ সকাল ১০টার দিকে জোরপূর্বক নিয়ে যায়। এরপর সালিশ(স্বাক্ষীগন)  বৈঠকের মাধ্যমে উহা মীমাংসা হয়। উহার জের ধরে অদ্য ০৩/০৮/২০২১ খ্রি: তারিখ সকাল অনুমান সাড়ে ৯টার দিকে উল্লেখিত আসামীগন আমার ছোট ভাই ফলের ব্যবসায়ী (ভিকটিম)  খলিল ফকিরকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ১ ও ২ নং আসামী গলায় গামছা লাগিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। এছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও জখম করে ১নং আসামী ভিকটিমের আম বিক্রির পকেটে থাকা নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা ছিনাইয়া নিয়ে যায় এবং ৩নং আসামী ১ (এক) ভরি ওজনের গলার চেইন যাহার মূল্য অনুমান ৭২,০০০ (বাহাত্তর হাজার) টাকা ছিনাইয়া নিয়ে যায়। আমার ভাই খলিলের ডাক চিৎকারে এলাকার লোকজন আসলে আসামীরা  প্রানে নাশের হুমকি ধমকি দিয়ে পূর্ব দিকে চলে যায়। পরবর্তীতে আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমার ভাই খলিলকে আহত অবস্থায় পেলে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি থাকার উপদেশ দিলে তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। যার রেজি: নং ১৭২৮/২ তারিখ: ০৩/০৮/২০২১খ্রি: কপি সংযুক্ত।বর্তমানে আসামীগণ আমার পরিবারে সকলকে  বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি ধমকি দিয়ে আসছে। ফলে আমরা ব্যবসা বাণিজ্য ও স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারি না এবং নিরাপত্তাহনিতায় আতঙ্কে জীবনযাপন করছি।”

এ ব্যাপারে ঝালকাঠি থানার এসআই গৌতম জানান, কৃষ্ণকাঠির খাদেম হোসেন ফকিরের পুত্র আবুল  ফকির(৫২) কম্পিউটার টাইপকৃত এক খানা আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিবাদীদের সাথে যোগাযোগ করে কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোন  বন্ধ পাওয়া গেছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget