Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে পরিত্যাক্তা মহিলার মুখে হাসির ঝিলিক !

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল হতে আর্থিক সহায়তা পেয়ে খুশিতে আপ্লুত হলেন, হত দরিদ্র পরিত্যাক্তা মহিলা রাজিয়া বেগম (৪৮), তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের প্রয়াত সুরুজ আলীর স্ত্রী।

রাজিয়া বেগম এক প্রতিবেদকে বলেন, আমার স্বামী ১০ বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। আমার কোন সন্তানাদি নাই।আমি আমার বাবার রেখে যাওয়া ভিঠেয় থাকি। আমার স্বামী ছিলেন একজন খেটে খাওয়া শ্রমিক কোন কিছু রেখে যাননি তিনি তাই বাপের ভিঠেয় থাকি। আমরা চার ভাই-বোন।আমি সবার বড়। ছোট দুই ভাইয়ের মধ্যে একজন কাজ করে আর অন্য একজন প্রতিবন্ধী অভাব আর অনটনের মধ্যে দিয়ে কোন রকম ভাবে সংসার চলে আমাদের।

তিনি আরো বলেন-করোনা কলীন সময়ে অনেকেই বিভিন্ন ত্রান-সামগ্রী পাইছে কিন্তু আমাদের কপালে এসব মিলেনি কখনো।এই প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অনুদান পাইছি।এইবার ঈদের হাট-বাজার করতে পাড়মু।আমি উনার জন্য দু-হাত তুলে দোয়া করি উনি যেন সুস্থ থাকেন।আল্লাহ্ উনাকে সুস্থ রাখুক মানুষের সেবা করার জন্য।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ তহবিল হতে রকেট একাউন্টের মাধ্যমে প্রতিজন উপকারভোগীদের মাঝে দুই হাজার,৫শত টাকা প্রধান করা হয়েছে।এমন উদ্যোগ নেয়ার মূল কারন হলো উপকারভোগীরা যেন কোন রকম ভাবে প্রতারিত না হন। প্রতিজন উপকারভোগীদের নাম্বারে ফোন করে নিশ্চিত হয়ে তাদের একাউন্টে এসব উপহার পৌঁছানো হচ্ছে।তিনি আরো বলেন-করোনা কালীন সময়ে সমাজের কর্মহীন হয়ে পড়া শ্রমিক পরিবার সহ সমাজের অসহায়দের মধ্যে চাল, চিনি, গুড়,চিরা,লবন,মোমবাতি,ম্যাচ লাইট,শুকনা খাবার বিস্কুট,মুড়ি এসব খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।   


নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরী আর নেই

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরী আর নেই ।  

সাবেক চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। এজন্য তাঁকে গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

তিনি ময়মনসিংহ-৮ ও ময়মনসিংহ-৯ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২০ হাজারের অধিক-মৃত্যু ২৮৪

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। বেড়েই চলেছে যেন মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের হটসপট এখন ময়মনসিংহ বিভাগ। কিছুদিন কম থাকলেও ইদানিং আবারো আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতংক এই বিভাগে সবই বাড়ছে। বিভাগের জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলায় গতকাল পর্যন্ত সর্বমোট ২০ হাজার ২শ ৩৮জন লোক আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ২শ ৮৪ জন। এপর্যন্ত করোনা ১লাখ ৬১ হাজার ১শ ২৪টি নমুনা টেস্ট করা হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে  ১৪ হাজার ২শ ৮৯জন। সরকার বাইরে সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অধিকাংশ মানুষই মাস্ক পড়ছে না। 

ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম জানান, গত চব্বিশ ঘন্টায় বিভাগের চার জেলায় মোট ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে তন্মধ্যে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ১৬৯জন। তন্মধ্যে ময়মনসিংহে ১০৮, নেত্রকোণায় ৮, জামালুরে ৩৭ ও শেরপুরে ১৫জন। বিভাগে অক্রান্তর হার ২৩.৩৭ শতাংশ।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮জন করোনায় এবং ৯জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪শ ৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। 

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪শ ৩৬টি নমুনা পরীক্ষা করে ১শ ০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। 

ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম আরো জানান, করোনায় আক্রান্ত জেলাওয়ারী ময়মনসিংহে ১১,২৯৭জন, নেত্রকোনায় ২,৫৯৫,  জামালপুরে ৩,৭৬৬ জন, জন এবং শেরপুরে ২৫৮০ জন। এনিয়ে বিভাগে সর্বমোট মারা গেছেন ২৮৪  জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১৩ জন, নেত্রকোনা জেলায় ৫২ জন, জামালপুরে ৭৪ জন এবং শেরপুর জেলায় ৪৫ জন।

অকারণ ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য চলছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘুরাঘুরি করার প্রেক্ষিতে করোনা সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। দ্রুত আক্রান্তের লাগাম ধরে টানতে হলে স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করা ছাড়া কোনো পথ খোলা নেই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান।

মেয়র মো. ইকরামুল হক টিটু জানান, করোনা সংকট মোকাবিলায় সিটি করপোরেশনের বরাদ্দ থেকে দেওয়া হয়েছে ১ হাজার ৩শ ২৭ টন চাল ও ৬৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা। করোনায় তার মেয়র ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০ হাজার প্যাকেট খাবার বিতরণ করেছেন। সিটি করপোরেশনের উদ্যোগে জনবহুল ৫শ ২৫টি স্থানে করা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা ও ১শ টি মাইকে দৈনিক সচেতনতা বার্তা প্রচার, ২০টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা এবং বিতরণ করা হয়েছে কয়েক লক্ষ মাস্ক। ৪টি গাড়ি এবং ২৫টি স্প্রে ম্যাশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হচ্ছে নিয়মিত। 

তিনি আরো জানান, কাঁচাবাজারকে সুপ্রশস্ত স্থানে- প্রথমে কাঁচারিঘাটে ও পরবর্তীতে রেলস্টেশনের সামনে স্থানান্তর করা হয়েছে। মাস্ক, সামাজিক দুরত্ব এবং করোনা প্রতিরোধে সরকার নির্ধারিত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করেছে মসিকের ভ্রাম্যমান আদালত।

মেয়র টিটু জানান, স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল। ডাক্তারদের যাতায়াত এবং স্বাস্থ্য কর্মীদের নমুনা সংগ্রহে করা হয়েছে পরিবহনের ব্যবস্থা। মানুষ যেন ঘরে থেকে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য চালু করা হয়েছে টেলিমেডিসিন সেন্টার। এছাড়াও করোনা সচেতনতা বাড়াতে নগরীর একাধিক পয়েন্টে নিয়মিত বিরতিতে করা হচ্ছে মাস্ক ক্যাম্পেইন।

করোনা ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনায়ও সিটি করপোরেশন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। শুরু থেকেই ময়মনসিংহ বিভাগের সকল জেলার মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন এবং টিকা গ্রহণের পরিমাণ ছিল সর্বোচ্চ।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সকললে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় পরিষদের ময়মনসিংহ বিভাগীয় করোনা মনিটরিং সেলের সমন্বয়ক, বি.এম.এ ময়মনসিংহ জেলা শাখা ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এইচ. এ. গোলন্দাজ জানান, সরকার মাস্ক বাধ্যতামূলক করলেও এখনো মাস্ক পড়ছে না। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য চলছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘুরাঘুরি করার প্রেক্ষিতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। 


সরকারি চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে ভবেরচর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


শাকিল প্রধান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম এবং আঠারো'শ কেজি চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিদ মোহাম্মদ লিটন।

শনিবার (১৭ জুলাই) ভবেচরচর ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার শাহিদ মোহাম্মদ লিটন বলেন, একটি দৈনিক পত্রিকা এবং কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ-সংক্রান্ত একটি রিপোর্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে ভবেরচর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। উপকারভোগীদের মধ্যে গড়ে তিন কেজি করে চাল কম দিয়ে আঠারো'শ কেজি চাল নাকি আত্মসাৎ করা হয়েছে যা একেবারেই মিথ্যা। 

তিনি বলেন, তার ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ১১৯৫জন। এখনো পর্যন্ত ৬০০জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত থেকে ইউনিয়নের কয়েকটি জায়গায় প্রায় চার শতাধিক মানুষের মধ্যে চাল বিতরণ করেছেন। তাদের বিতরণ করা চালে প্রত্যেক উপকারভোগী ১০কেজি করে চাল পেয়েছেন এখানে এক মুঠো চাল কেউ কম পেয়েছেন এ কথা বলার সুযোগ নেই। 

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সচিব মোকারম হোসেন কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে ২০০ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করেন সেখানেও কোন অনিয়ম হয়নি। দু'একজন চাল কম পেয়েছে এই মর্মে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটা একটা ষড়যন্ত্র। চাল বাসায় নিয়ে যাওয়ার পথে বা বাসায় নিয়ে সেখান থেকে কিছু চাল সরিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। 

বিশেষ একটি মহল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি তার মেয়াদে তিনবার উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এতে ঈর্ষান্বিত হয়ে বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই চক্রটি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

এদিকে ওই পোস্টে বলা হয়েছে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন শিকদার চার বস্তা চাল নিজের বাসায় নিয়ে গেছেন এ বিষয়ে মামুন শিকদার বলেন, তার বিষয় আনীত অভিযোগ শতভাগ মিথ্যা। তার ওয়ার্ডে উপকারভোগীর সংখ্যা ৬০ জন।করোনাকালীন সময় অনেক উপকারভোগী গণজমায়েত করে ইউনিয়ন পরিষদ এ এসে চাল নিবেন না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে জ্ঞাত করে তিনি ব্যক্তি উদ্যোগে ৪০ জন উপকারভোগীর চাল তাদের বাসায় পৌঁছে দিয়েছেন। বাকি ২০ জন সশরীরে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তাদের চাল নিয়ে গেছেন। 

এ ক্ষেত্রে প্রমাণ হিসেবে চাল বুঝে পাওয়া সাপেক্ষে দেওয়া উপকারভোগীদের স্বাক্ষরের কাগজ দেখান তিনি। তার ওয়ার্ডে চাল বিতরণে ন্যূনতম অনিয়ম হয়নি উল্লেখ করে তিনি চ্যালেঞ্জ করেন কারো কোন সন্দেহ থাকলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চাল মেপে সেটা পরীক্ষা করতে পারেন। এই ঘটনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন সচিব মোকাররম হোসেন প্রমূখ।

কিশোরগঞ্জের তাড়াইলে গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে রাবিয়া খাতুন (২১) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। 

তাড়াইল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৭ জুলাই) তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন বরুহা নয়াপাড়া গ্রামের পিকআ্যাপ চালক শাহ আলম এর স্ত্রী। 

জানা গেছে, শাহ আলম বছর খানেক আগে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মৃত আবদুল কাদিরের মেয়েকে বিবাহ করেন। রাবিয়ার গর্ভে আট মাসের সন্তান। শাহ আলমের বাড়ির লোকজন শনিবার সকালে ঘরের ধন্নার সাথে ওড়না দিয়ে রাবিয়াকে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই শফিক এর নেতৃত্বে একটি পুলিশ টিম ১০ টা ৪৫ মিনিটে রাবিয়ার লাশ ঘরের ধন্না থেকে নামিয়ে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, এ ঘটনায় তাড়াইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। 


আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

 

নওগাঁয় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প এর নির্মিত গৃহ পরিদর্শন এবং সেখানে পুনর্বাসিত গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের প্রদত্ত সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের আবাদপুর এ নির্মিত গৃহগুলি পরিদর্শনে এসে আজ শনিবার তিনি ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। পরে তিনি আশ্রয়নে নির্মিত গৃহ গুলি পরিদর্শন এবং সেখানে বসবাসরত জনগণের সাথে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget