Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজশাহীর গোদাগাড়ীতে র অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার - গ্রেফতার ২


মোঃ রবিউল ইসলাম রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব - ৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার(২৫জুন) দিবাগত রাত  রাত্রি ১২:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামস্থ (৪নং ওয়ার্ড) জনৈক হাসিবুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী হলেন মৃত মনির উদ্দিন এর ছেলে  মোঃ আজিজুল হক (৪৩),এবং মৃত মারতাজ এর ছেলে মোঃ কালু শেখ (৩২), হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা ।

যশোরের বেনাপোলে আমদানি পণ্যের চালান থেকে প্রায় ২৬ কেজি ভায়াগ্রা পাউডার উদ্ধার


মো. রাসেল ইসলাম,বেনাপোল, যশোর : বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মটর পার্টসের পণ্যচালানে ভায়াগ্রা পাউডার উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জব্দকৃত ভায়াগ্রার পরিমান প্রায় ২৬ কেজি। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এর আগে ২০১৯ সালে শুল্ক কতৃর্পক্ষ ১২ কোটি টাকা মুল্যমানের আড়াইটন ওজনের ভায়াগ্রার একটি পণ্যচালান আটক করেছিল কাস্টমস  অধিদপ্তর।

গত ২৩ জুন সন্ধ্যায় বেনাপোল বন্দরের ২ নম্বর পণ্যগার থেকে ভায়াগ্রা চালানটি জব্দ করে কাস্টমস অধিদপ্তর। কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত হয়। ২৪ জুন সন্ধ্যায় কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগার কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেন। মটর পার্টস ঘোষনায় ভায়াগ্রা আমদানি করেন যশোরের মামনি এন্টারপ্রাইজ। পণ্যটি বন্দর থেকে ছাড় করানোর চেষ্টা করছিলেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আমিন ইমপোর্টস অ্যান্ড এক্সপোর্টস।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডঃ নিয়ামুল ইসলাম জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি মটরপার্টস অ্যান্ড আদার্স ঘোষণায় ভারত থেকে ৩০১ প্যাকেজের একটি পণ্যচালান আমদানি করে বন্দরের ৪২ নম্বর শেডে গুদামজাত করেন। চালানটি কায়িক পরীক্ষায় দেখা যায়, ৩০১ প্যাকেজের মধ্যে ১১৪ নম্বর প্যাকেজে পাউডার জাতীয় পণ্য ২৬.২১ কেজি রয়েছে। পরে সেটি কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান কাস্টমসের ওই কর্মকর্তা।

দেশের শিক্ষাখাতকে এগিয়ে নিতে ইইউ এর ৪২৩ কোটি টাকা সহায়তা


বিষেশ প্রতিনিধি : বাংলাদেশের শিক্ষাখাত আরও শক্তিশালী করতে ৪২৩ কোটি টাকা (৪২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বাংলাদেশ সরকারের কাছে এ সহায়তা হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার ইইউ অফিস এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী করতে, প্রাথমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে বলে জানাগেছে।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক বলেছেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে শিক্ষা। সবার জন্য সমানভাবে প্রাথমিক, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করছে বাংলাদেশের জনসংখ্যার ভবিষ্যতের চাকরির বাজার ও কর্মসংস্থান। সে কারণে এ খাতে সহযোগিতায় রয়েছে ইইউ।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে অব্যাহতভাবে স্কুল বন্ধে ইইউ উদ্বিগ্ন। তবে মহামারি পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সম্ভব পুনরায় স্কুল খোলার পথে অগ্রসর হতে হবে। কারণ দূরবর্তী শিক্ষা প্রান্তিক শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সুনামগঞ্জে ছেলে হত্যার দায়ে বাবা জেল হাজতে


মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ : সুনামগঞ্জে নিজের ছেলেকে খুনি ভাড়া করে এনে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সেই ঘাতক বাবার নাম- মোহাম্মদ আলী (৫৮)। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় আদালতের মাধ্যমে সেই ঘাতক বাবাকে কারাঘারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২৫ জুন) দুপুরে তাহিরপুর থানা সূত্রে জানা গেছে- গত ২১ মে রাতে জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের বিলের মাঝে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবককে হত্যা করে ফেলে রাখা হয়। পরদিন ২২ মে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনার প্রেক্ষিতে মৃত জাহাঙ্গীর আলমের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এই হত্যা মামলায় মাহারাম গ্রামের আহসান হাবিব (২২), মোঃ সোলাইমান মিয়া (২৫) ও পাশর্^বর্তী করইতলা গ্রামের তৌফিকুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তদন্ত করার পর বেড়িয়ে আসে আসল রহস্য। পরে সুরুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর সব রহস্য ফাঁস হয়ে যায়।

গ্রেফতারকৃত সুরুজ মিয়া পুলিশের কাছে জানায়- মৃত জাহাঙ্গীর আলম মাদকাসক্ত ছিল। তার অত্যাচারে তার পরিবারের সবাই অতিষ্ট ছিল। আর সেই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য জাহাঙ্গীর আলমের বাবা মোহাম্মদ আলী গাজীপুর থেকে খুনি সেকান্দর আলীকে ভাড়া করে আনে। ঘটনার রাতে ৫০০টাকা দেওয়ার কথা বলে সুরুজ মিয়া মোবাইলে ডেকে আনার পর জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত সুরুজ মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর খুনি সেকান্দর আলীকে গাজীপুর জেলার শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে সেও আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এঘটনার পর গত বুধবার (২৩ জুন) রাতে ঘাতক বাবা মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।

এই হত্যাকান্ডের ঘটনায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সংবাদ সম্মেলেনের মাধ্যমে সাংবাদিকদের বলেন- ২০ হাজার টাকা দিয়ে সেকান্দর আলীকে ভাড়া করে এনে নিজের ছেলে জাহাঙ্গীর আলমকে হত্যা করেছে মোহাম্মদ আলী। খুনি সেকান্দর আলী ও তার সহযোগী সুরুজ মিয়া ডাকাতি ও ২টি হত্যা মামলায় দীর্ঘদিন জেল খেটেছে। আর যাদেরকে এই মামলায় ফাঁসানো হয়েছে তাদের সাথে মোহাম্মদ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এব্যাপারে নতুন পদক্ষেপ নেওয়া হবে। কোন নিরপরাধ মানুষ শাস্তি পাক এটা আমরা চাই না।


সেজদার ফজিলত


আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন -

"যখন কোন আদম সন্তান সেজদার আয়াত পাঠ করে এবং তারপর সেজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান কাঁদতে কাঁদতে একপাশে সরে দাঁড়ায় এবং বলতে থকেঃ ‘হায় আমার পোড়া কপাল ! আদম সন্তানকে সেজদা করার নির্দেশ করা হলে সে সেজদা করল । ফলে তার জন্য জান্নাত । আর আমাকেও সেজদার নির্দেশ করা হয়েছিলো কিন্তু আমি অস্বীকার করলাম, তাই আমার জন্য জাহান্নাম । ’ 

_____(সহিহ মুসলিমঃ ১৫২; ইফা)

আপনি সেজদায় যত বেশী বিনীত হতে পারবেন, তত বেশী আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন; এবং নিশ্চয়ই তিনি এতে আপনার সম্মান বৃদ্ধি করবেন। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

‘তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশী বেশী সেজদা করবে। কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সেজদা করবে, আল্লাহ্ তা'য়ালা এর বিনিময়ে তোমার মর্যাদা একধাপ বৃদ্ধি করে দেবেন এবং তোমার একটি গুনাহ মাফ করে দেবেন।’ 

_____(সহিহ মুসলিম ৯৮৬, ইফা)

আল্লাহ্ পাক আমাদের বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়ার তাওফিক দান করুন আমীন!!

মৌসুমী দীর্ঘ 20 দিন নিখোঁজ মেয়ে উদ্ধারে বিধবা মায়ের আকুতি


শাহিনুর রহমান পিন্টু ;ঝিনাইদহ : মৌসুমী খাতুন 25 বিধবা মায়ের একমাত্র কন্যা ,বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে ,পিতার মৃত্যুর পর দীর্ঘ 17 বছর আগে  জীবন জীবিকার তাগিদে বিধবা মা রেহেনা খাতুন এর হাত ধরে রাজধানী ঢাকায় চলে যায়,এরপর মা ও মেয়ে দুজনেই ঢাকার আশুলিয়া জামঘড়া নামক স্থানে একটি পোশাক কারখানায় চাকরি নাই ,প্রায় দুই বছর আগে জামঘড়ায় 'ডেবনিয়ার' নামক ওই পোশাক কারখানায় কর্মরত মোহাম্মদ অন্তর হোসেন নামের বগুড়া জেলার সোনাতলী থানার অধীন এক যুবকের সাথে প্রেম করে বিয়ে করে । 

কিছুদিন পর অন্তর হোসেন ও মৌসুমী খাতুন পোশাক কারখানায় চাকরি ছেড়ে পালিয়ে বগুড়ায় নিজ গ্রামে চলে যায় ,তিন মাস পর আবারও অন্তর মৌসুমী ঢাকায় এসে বিরানিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো ,যতদূর জানা জানা যায় ,স্বামী অন্তর হোসেন বিরানী বাজারে একটি আবাসিক হোটেলে চাকরি নেয়। মৌসুমী খাতুন ও সাংসারিক প্রয়োজনে নিজেও গার্মেন্টস কারখানায় পুনরায় চাকরি করতে চাইলে ,  স্বামী - স্ত্রীর মধ্যে সম্পর্ক চিরধরতে শুরু করে ,মেয়ে মৌসুমি খাতুন নিজ মোবাইল ফোন দিয়ে মা রেহেনা বেগম কে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ এবং স্বামীর কর্তিক শারীরিক  নির্যাতনের কথা জানাতেন । সম্পতকলহ  নিয়ে এই ভাবেই চলছিল অন্তর হোসেন ও মৌসুমী খাতুন এর সংসার। মৌসুমীর বিধবা মাতা রেহেনা খাতুন এর অভিযোগ ,দীর্ঘ 20 দিন তার মেয়ে ও জামাই এর সবগুলো মোবাইল ফোন বন্ধ রয়েছে ।

স্বামী হারা রেহেনা ঝরঝরিয়ে চোখের পানি ফেলে বলেন ,হয়তোবা আমার জামাই তার স্ত্রীকে নারী পাচারকারী দের হাতে তুলে দিয়ে মোটা অংকের টাকা নিয়েছে । তিনি তার কন্যাকে উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশের আই জি পি , RAB মহাপরিচালক ,সি আই ডি ,আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের সাহায্য কামনা করছেন । 

তার ধারণা জামাতা মো: অন্তর হোসেনকে আটক করলে তার কন্যা মৌসুমী খাতুন কে উদ্ধার করা সম্ভব হবে |

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget