Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁর সাপাহারে মাতৃছায়া ছাত্রাবাস থেকে কিশোরী গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার ক্যাডেট স্কুল পাড়ায় সৌদি মসজিদের পার্শ্বে মাতৃছায়া ছাত্রাবাস থেকে সুমি খাতুন (১৭) নামের এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৩ জুন) সন্ধ্যায় রান্না ঘরের কক্ষের ফ্যান লাগানো রডের সাথে দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধুর বাবার বাড়ি পতœীতলা উপজেলার দিবর গ্রামে। তাঁর বাবার নাম আলী হোসেন। 

পুলিশ ও মৃত ব্যক্তির স্বজন সূত্রে জানা যায়, গত বছর সেপ্টেম্বর মাসে পারিবারিক ভাবে পাতাড়ী উত্তর পাড়া গ্রামের তফিজুলের ছেলে সেলিম রেজা (২৫) এর সাথে বিয়ে হয়, দীর্ঘ ৯মাস তারা সংসার করছিলো বিয়ের পর মেয়ে থাকতো ছেলের বাড়িতে আর ছেলে এক সার,বিষ কোম্পানিতে চাকুরীর সুবাদে ছেলে সাপাহার ক্যাডেট স্কুল পাড়ার সৌদি মসজিদের পার্শ্বে মাতৃছায়া নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতো। 

দীর্ঘ দিন করোনার কারনে শিক্ষার্থীরা বাড়িতে থাকায় ওই ছাত্রাবাসে অন্য কেউ থাকতো না। সে ছেলে একায় থাকতো। ঘটনার ৮/১০ দিন আগে মেয়ে বাবার বাড়িতে বেড়াতে যায় অনেকদিন হওয়ার কারনে জামাই মেয়ের বাবাকে ঘটনার আগের দিন মঙ্গলবার রেখে যেতে বলে সেদিন সকালেই মেয়ের বাবা সাপাহারে তার জামাইয়ের কাছে রেখে যায় দুপুরের পর হঠাৎ দিবর গ্রামে মেয়ের এক আত্নীয় মারা যাবার কারনে সে মেয়ে তার বাবার বাড়িতে আবারো চলে যায়। ওই দিন মেয়ে তার বাবার বাড়িতে ছিল পরের দিন বুধবারে আবারো ছেলে শশুরকে ফোন দিয়ে বলেন সুমিকে রেখে যান। তখন মেয়ের মা ও বাবা মেয়েকে নিয়ে সাপাহার জিরো পয়েন্টে জামাইয়ের কাছে পৌছে দেয়। জামাই তখন তার শশুর শাশুড়িকে বলেন মেয়ের গায়ে জ্বর জ্বর ভাব তাই আমি সুমিকে ডাক্তার দেখাবো। আমি সুমিকে চিকিৎসা করায়ে তারপর পাতাড়ীতে পাঠাবো। কিন্তু চিকিৎসা না করায়ে ছেলেটি যে ছাত্রাবাসে থাকতো সেখানে সুমিকে নিয়ে যায়। তার কয়েক ঘন্টা পর  বিকেলে সে তার স্ত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামী মেয়ের বাবাকে বলে আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। 

এই ঘটনা শোনার পর মেয়ের মা বাবা আত্নীয় স্বজনরা ছুটে এসে ওই ছাত্রাবাসে এসে দেখে মেয়ে গলায় দড়ি লাগানো অবস্থায় রান্না ঘরে ঝুলে আছে মুখে গামছা পেছানো, ১ হাতে দড়ি বাধা আর পার্শ্বের ঘরে মেয়ের ওরনা, কম্বল, মেয়ের মাথার এলাস্টিক, রাবার ক্লিপ গুলো মেঝেতে পড়ে আছে রুমে থাকা সাইকেল পড়ে আছে এবং ফাঁস লাগানো দড়ির উদ্ধৃত কিছু অংশ কাঁটা অবস্থায় পাশে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের ফ্যান লাগানো রডের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। লাশ ঝুলন্ত অবস্থায় থাকার সময় লোকজন জড়ো হতে লাগলে মেয়ের স্বামী সেলিম রেজা(২৫) পালিয়ে যায়। 

মারা যাওয়া মেয়ের বাবা আলী হোসেন বলেন, আমার মেয়ে ভালো ছিল আজ আমি নিজে আমার জামাই সেলিম এর কাছে রেখে গেলাম। আমার মেয়ের আচরণ স্বাভাবিক ছিল। রেখে যাবার কয়েক ঘন্টা পর আমার জামাই জানায় আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি দাবি করেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা কেউ তাঁকে হত্যা করার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছেন। 

ঘটনার সংবাদ পেয়ে রাত ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ, মামুন খান চিসতি (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (ক্রাইম) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ঘটনায় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরের বিভিন্ন আলামত দেখে এবিষয়ে থানায় নিয়মিত হত্যা মামলা রেকর্ড হয়েছে।

নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির আলোচনা সভা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি পেশাজিবী কমান্ড এর রাজশাহী বিভাগীয় সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৪ জুন) বেলা ১২টায় শহরের চাউল বাজার সংলগ্ন মাদার্সা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচানা সভায় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় রাজশাহী বিভাগীয় যুগ্ম- সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, যুগ্ম- সাধারণ সম্পাদক এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন সহ বগুড়া, পাবনা, জয়পুরহাট, চাপাইনবাগঞ্জ ও রাজশাহী বিভাগীয় নেতা কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর অনুমোদন পত্র হাতে তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা।

ময়মনসিংহে এমপি পরিচয়ে প্রতারণা-নারীসহ আটক ২


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয় দিয়ে ফোন করে প্রতারণার অভিযোগে জহির উদ্দিন বাবলু নামে এক ব্যক্তি ও তার সহযোগী এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। চাকরি দেওয়ার প্রলোভনে নগদ টাকা ও চেক হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

প্রতারকের প্রকৃত নাম মো. জহির উদ্দিন বাবুল (৬০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরের হালিমপুর গ্রামের প্রয়াত ডা. মাহতাব উদ্দিনের ছেলে। ১৯৯১ সালে তিনি কিশোরগঞ্জ – ৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার সকালে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার মাধ্যমে ময়মনসিংহ নগরীর সেনবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে গুলশান আরা খানম লাভলী (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি প্রয়াত পুলিশ উপ-পরিদর্শক হায়দার আলী খানের স্ত্রী।

পুলিশ জানায়, গত ১৫ জুন গুলশান আরা খানম লাভলী ময়মনসিংহ পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। ব্যবসার অংশীদারিত্বের টাকার পরিবর্তে চেক দিলেও তা প্রত্যাখ্যাত হওয়ায় টাকা প্রাপ্তির দাবি জানিয়ে অভিযোগটি করা হয় নগরীর বাউন্ডারি রোডের নজরুল ইসলামের স্ত্রী আফরোজা আক্তার ডালিয়ার বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করলে এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয়ে তদবির শুরু করেন প্রতারক জহির। ডিবির ওসি ও অভিযোগের তদন্ত কর্মকর্তাকে ফোন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে টাকা উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সে। পরে প্রতারণার শিকার হয়ে উল্টো ঝামেলায় পড়া পরিবারটি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

ভুক্তভোগী আফরোজা আক্তার ডালিয়া জানান, নগরীর নতুন কুঁড়ি স্কুলে নিজের সন্তানকে নিয়ে যাওয়ার সময় দুই বছর আগে পরিচয় হয় গুলশান আরার সঙ্গে। তিনি নিজেকে এইচ টি ইমামের ছেলের খালাতো বোন পরিচয় দিতেন। ওই অবস্থায় তিনি নিজের ভাসুরের ছেলে ও মেয়ের চাকরির জন্য কথা বলেন গুলশান আরার সঙ্গে। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারিতে ১৭ লাখ টাকায় চুক্তি হয়। ৬ লাখ টাকা নগদ ও ৫টি ব্ল্যাংক চেক নেয় গুলশান আরা। তিনি আরও বলেন, চাকরি ও টাকা ফেরত না দিয়ে খালি চেকে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে চেক ডিজঅর্নার করে তাদের নামে উকিল নোটিশ পাঠায় গুলশান আরা। তার ভাতিজার বন্ধু দরিদ্র পরিবারে শরীফ ভিটে রেখে বাকি জমি বিক্রি করে ২ লাখ টাকা তুলে দিয়েছে গুলশান আরার হাতে।

আফরোজা ছাড়াও আরও বেশ কয়েকজনের কাছ থেকে চাকরির প্রলোভনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বুধবার বিকেল পর্যন্ত ডিবি পুলিশের কাছে ৫টি অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক ভাবে নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য এসেছে পুলিশের কাছে।

পুলিশ আরও জানায়, গুলশান আরার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৮টি চেক। চেক গুলোতে টাকার অংক উল্লেখ করা হয়েছে ৪৪ লাখ ৩০ হাজার টাকা। চক্রের প্রধান জহির উদ্দিনের মুঠোফোন তল্লাশি করে বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার তথ্য পাওয়া গেছে। গ্রুপ ভিত্তিক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় নারীদের চাকরির প্রলোভনে খালি চেক নিয়ে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে টাকা দাবি করতো চক্রটি। টাকা না দিলে পুলিশের সহায়তা চাওয়া হয়।

ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, বিষয়টি নিয়ে বুধবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন আফরোজা আক্তার। এতে জহির উদ্দিন বাবুল, গুলশান আরা ও মামুন নামে তিন নামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, এমপি পরিচয়ে তদবির করায় সন্দেহ হয়। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়েছে। ময়মনসিংহ নগরীর সেনবাড়ি এলাকা থেকে তার সহযোগী এক নারীকেও আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে কেউ চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে টাকা না দিয়ে পুলিশকে জানানোর কথাও বলেন পুলিশ সুপার।


নওগাঁর বদলগাছীতে  ৫০ জন প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অসচ্ছল বাচ্চাদের পরিবারের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি ।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খদ্যসামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, বিদ্যালয়ের সদস্য সচিব হাফিজার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালিহা ইয়াসমিন, ফেরদৌস হোসেন বাবু, সাবিনা ইয়াসমিন, নাজমিলা ও সুমন হোসেন প্রমূখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিস্কুট, সুজি, গুরা দুধ, চিনি, খেজুর, সাবু, আটা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

  

আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে কালিগঞ্জ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহিনুর রহমান পিন্টু; ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটি,আওয়ামী লীগ 

সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার(২৩জুন) সকাল ৯ টায় কালিগঞ্জ কোটচাঁদপুর রোডে  আওয়ামী লীগ অফিস চত্বরে পতাকা উত্তোলন করা হয়।মাগরিব বাদ  কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসভবনে  কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ,যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ,

,উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন ,

প্রধান অতিথির বক্তব্য আব্দুল মান্নান বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাত কে আরো শক্তি শালী করতে হলে আমাদের সবাইকে এক জোট হয়ে এক সাথে কাজ করতে হবে, সেই সাথে  বাংলাদেশ আওয়ামী লীগ  সংগঠন কে আরো শক্তিশালী করতে হবে , আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে এবং মহামারী করোনা ভাইরাস এর শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে


ষড়যন্ত্র কারীরা দেশ ও জাতির শত্রু গণপুর্ত  প্রতিমন্ত্রী


তাপস কর,ময়মনসিংহ : ষড়যন্ত্র কারীরা দেশ ও জাতির শক্র  গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এমনিতেই আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ, স্বাধীনরাষ্ট্র ও নিজস্ব পতাকা পেয়েছি। 

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বুধবার নগরীর টাউন হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে তিনি এ সব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন, যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শত্রু পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

এর আগে টাউনহল প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। 

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দীন মমতা, এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, তাঁতী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শীববাড়ি দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget