Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জালকারী আটক

সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয় মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনকে (২০) আটক করা হয়েছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় একটি গোয়েন্দা সংস্থা এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী থেকে তাদের আটক করা হয়।
একই রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেন উপজেলার বিজয়পুর গ্রামের আফজাল হোসেন ছেলে। আজ  মঙ্গলবার (২২ জুন)সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলক কক্ষে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।  
পুলিশ সুপার এ সময় জানান, প্রতারক অসীম হোসেন দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, একটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারি অফিসে ডিও লেটার প্রদানের তথ্য জানতে পারে ওই গোয়েন্দা সংস্থা। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মূল হোতা অসীমের উপর একটি গোয়েন্দা সংস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। এ সময় নানান রকমের নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়েছে। স্বাক্ষর জাল করে বিভিন্ন সরকারি অফিসে ডিও লেটার প্রদানের ঘটনাটি প্রাথমিক ভাবে সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ সুপার আরো জানান, অসীম হোসেনের বিরুদ্ধে পেনাল কোর্ডে মান্দা থানায় দায়ের করা আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোর্ড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করে মূল হোতা অসীমের সাথে এই ঘটনায় আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছি।  
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, সরকারি পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম শামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় করোনার ভয়াবহ রূপ ধারণ

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন তুলে ১৬ জুন ১৫ বিধিনিষেধ জারি করা হয়। এই বিধিনিষেধের মধ্যেও থেমে নেই করোনা আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য বিধি না মেনে আবাধে চলাচল করায় দিনদিন করোনায় মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

 

কালীগঞ্জ দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -৬

শাহিনুর রহমান, পিন্টু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ   দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।  

রোববার (২০ জুন) সন্ধ্যা তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলা ঝিকরগাছা থানার  বাবরাকুর দেওয়ানগঞ্জ শেখপাড়া গ্রামের শেখ আব্দুল্লার ছেলে ইকরামুল হোসেন (২৬), একই গ্রামের মৃত শেখ রেজাউলের ছেলে শেখ মিলন হোসন (৩০)।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বারবাজার বাসস্টান্ডে জনৈক শহিনের চায়ের দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগ থাকায় ৩৮ দিন পর তরুণীর লাশ কবর থেকে উত্তোলন

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগ থাকায়  ৩৮ দিন পর তরুণীর লাশ কবর থেকে উওোলন করা হয়। ধর্ষণের অভিযোগ থাকায় আদালতের নির্দেশে আজ সোমবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক তরুণীর লাশ উত্তোলন করা হয়েছে। 

গত ১২ মে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ১৩ মে দাফন করা হয়েছিল তাকে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির গর্ভপাত ঘটানো হয়। কিন্তু তাতে রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর ১২ মে রাতে মারা যায় সে। মৃত্যুর পর মেয়ের বাড়ি থেকে দশ মাইল দূরে ইসলামপুর এলাকায় দাফন করা হয়।


পুলিশ জানায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের মো. স্বপনের মেয়ে স্বর্ণা আক্তার (১৬)। স্বপনের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় সন্তানদের নিয়ে উচাখিলা বাজারে পরিত্যক্ত সরকারি একটি ঘরে বসবাস করতেন আছমা। গত ১২ মে রাতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বর্ণা। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছিল- যক্ষার জীবাণু শরীরে ছড়িয়ে পড়া এবং এই জীবাণু ব্রেইনের রক্তনালীতে বাসা বাঁধার কারণে স্ট্রোকে মৃত্যু হয়। মৃত্যুর পর ১৩ মে পরিবারের লোকজন স্বর্ণার মরদেহ দাফন করেন ইসলামপুর মাদ্রাসার গোরস্থানে।


কিন্তু ২৪ মে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন তরুণীর বাবা স্বপন। এতে আসামি করা হয় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল হক, তরুণীর মাসহ ৫ জনকে।

গত ৩১ মে আদালতের নির্দেশে মামলাটি ঈশ্বরগঞ্জ থানায় নথিভুক্ত হয়। মামলায় উল্লেখ করা হয়- মায়ের সহায়তায় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণীটিকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে ধর্ষণ করে। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত ঘটানো হয়। কিন্তু তাতে রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর ১২ মে রাতে মারা যায় সে। মৃত্যুর পর উচাখিলা থেকে বেশ দূরে ইসলামপুর এলাকায় দাফন করা হয়।


মামলাটি তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ১১টার দিকে লাশ উত্তোলন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে গোয়েন্দা পুলিশ স্বর্ণার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


মামলাটির তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফারুক আহমেদ বলেন, মৃতুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

 

টাঙ্গুয়া হাওরে ভ্রমনে আসা নৌযানকে জরিমানা

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর  (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটন কেন্দ্র গুলোতে করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারিভাবে নিষেধাঙ্গা থাকলেও বাঁধা নিষেধ অমাণ্য করে ঘুরতে আসা পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২০ জুন) বিকালে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওরের নিচে থাকা পর্যটকবাহী দুইটি নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির  ৫ হাজার জরিমানা করেছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো ঃ রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন-করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রস্থল গুলো সরকারিভাবে নিষেধাঙ্গা জারি করা হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাঙ্গা অমান্য করায় হাওরে পর্যটনবাহী দুটি নৌকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন,করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলার সকল পর্যটন কেন্দ্রে এ অভিযান অভ্যাহত থাকবে।

নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

তৌফিক তাপস নওগাঁ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পহেলা আষাঢ় হতে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। 

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টায় নওগাঁয় বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ রোপন করেন। 

এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ, প্রফেসর মানিক কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাজা আব্দুল গনি, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, একাত্তর টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক, জয়যাত্রা টিভির নওগাঁ প্রতিনিধি ফারমান আলী, একাত্তর নিউজ টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুল মান্নান, সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। 

উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। 

এছাড়াও নওগাঁ রাজশাহী মহা-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget