Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

বাগমারায় পরকিয়ার জেরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা(রাজশাহী) : রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের জৈনক ব্যক্তির পুত্র প্রেমিক দুলালের বাড়িতে বিয়ের দাবিতে এক রাত একদিন ধরে গৃহবধু প্রেমিকার অনশন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, গত (১৭ইজুন) বৃহস্পতিবার রাতে উপজেলার কোন্দা গ্রামের মান্তর ছেলে(বিবাহিত) দুলাল (৩০) সাথে একই গ্রামের বিদ্যুতের স্ত্রী (গৃহবধু) পারভিন(৪২) সাথে দীর্ঘ দুই বছর ধরে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে।এক পর্যায়ে সম্পর্কের মাঝপথে ঘটনা জানাজানি হলে গৃহবধু পারভিন লোকসমাজে তাদের পরকিয়ার কথা অস্বীকার করে প্রেমিক প্রেমিকার পরকিয়ার সম্পর্ক গোপন রেখে সম্পর্ক চালিয়ে যায়। এবং গত কয়েক বছর ধরে তাদের দুইজনের পরকীয়ার সম্পর্কটা কাগজের চিঠির মাধ্যমে টিকিয়ে রাখে বলে প্রেমিকা গৃহবধু পারভিন জানান।


এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানায়,গৃহবধু পারভিন পরকিয়ার সম্পর্কের জেরে দুলালের সাথে বিয়ের দাবিতে দুলালের বাড়িতে অনশন শুরু করতেই দুলাল এবং দুলালের স্ত্রী পারভিনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে তাৎক্ষনিকভাবে ইনচার্জ মো: রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হল তদন্ত করেন এবং অনশন কারি পারভিনের বক্তব্য রেকর্ড করেন।  

পরে অনশনকারি প্রেমিকা পারভীনকে তার নিরাপত্তার জন্য পাশের বাড়িতে রাখার জন্য ওয়ার্ডের মেম্বার আলমকে নির্দেশ করেন। সেই সাথে সুবিচারের জন্য পরের দিন পারভিনকে বাগমারা থানায় নিয়ে যাওয়ার সুপরামর্শ প্রদান করেন। পরের দিন বৃহস্পতিবার পারভিন ক্ষান্ত না হয়ে দুলালকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠে। দুলাল তাকে বিয়ে না করলে আত্বহত্যা করবে বলে গনমাধ্যম সহ স্হানীয় লোকজনকে জানায় পারভিন। 

পারভিন এর দুই ছেলে এক মেয়ে এবং স্বামী সংসার থাকায় সামাজিকভাবে মিমাংসার প্রস্তাব দিলে পারভিন আবারো আত্বহত্যার হুমকি দিয়ে সতর্ক করেন।


পারভিন জানায়, আইনের আশ্রয় নেওয়ার মত আমার কাছে একমাত্র কাগজের চিঠি ছাড়া কোন ডকুমেন্টস নাই। দুলাল আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে ভালিয়ে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। কিছুদিন পূর্বে চিঠির মাধ্যমে বিয়ে করার অঙ্গিকার করলে আমি দুলালের বাড়িতে আসি। দুলাল আমাকে প্রত্যাখান করলে আত্বহত্যা ছাড়া আর কোন পথ থাকবেনা।


দুলালের পরিবার সূত্রে জানা যায়, পূর্বে পারভিনের সাথে এরকম গুজবের কারনে পারিবারিকভাবে অনেক লাঞ্ছিত হতে হয়েছে বিষয়টি সামাজিকভাবে মিমাংসাও করা হয়েছে। পরে দুলালকে অন্যথায় বিয়ের পর এরকম কোন ঘটনায় ঘটেনি। আজ নতুন করে পরিকল্পিতভাবে দুলাল কে ফাঁসানো হচ্ছে বলে দুলালের পরিবার সূত্র জানান।


উল্লেখিত বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক মো: রফিকুল ইসলাম জানান, গৃহবধু পারভিন কে বাদি করে দুলালকে আসামী করে বাগমারা  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী দুলাল পলাতক থাকায় দুলালকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে গ্রেফতারের জোর প্রক্রিয়া চলছে।






নওগাঁয় ৫০২টি পরিবারকে ঘর হস্তান্তরে সংবাদ সম্মেলন

তৌফিক তাপস, নওগাঁ : “বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না” স্লোগানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের ২য় পর্যায়ে নওগাঁয় ৫০২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন)বেলা সাড়ে ১১টায় নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এ সংবাদ সম্মেলন করেন। আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করবেন।


সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও ফারাহ ফাতেহা তাকমিলাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১০টি, বদলগাছীতে ৯টি, মহাদেবপুরে ৭৬টি, আত্রাইয়ে ১০টি, রানীনগরে ৩৩টি, মান্দায় ২১টি, পতœীতলায় ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশায় ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি এবং সাপাহারে ৬০ টি ঘর রয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারীতে প্রথম পর্যায়ে ১হাজার ৫৬টি ঘর হস্তান্তর করা হয়।


নওগাঁয় সিনোফার্ম টিকা প্রয়োগ শুরু

তৌফিক তাপস, নওগাঁ : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁয় শুরু হয়েছে চীনের উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ। শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেনারেল হাসপাতালের ৩য় তলায় এই টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু করা হয়। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার জেলায় ১০ হাজার ৮০০ ডোজ টিকা এসে পৌঁছায়। তারপর থেকে টিকাগুলোকে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। 

সারা দেশের ন্যায় নওগাঁতেও আজ থেকে এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাবেন। 

প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। আগে অন্য কোন করোনা টিকা নেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারি, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যন্যা কর্মকর্তারা।


লাকড়ি কোড়াতে গিয়ে যাদুকাটায় শ্রমিক নিখোঁজ উদ্ধার দুই

 

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে নৌকা ডুবে হাসিবুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টায় উপজেলার সীমান্তবর্তী  যাদুকাটা নদীর বড়টেক এলাকায় নিখোঁজের ঘটনাটি ঘটে।

শ্রমীকের সঙ্গে থাকা দু,শিশু উদ্ধার করেছে পর্যটকবাহী নৌকায় থাকা পর্যটকগন।নিখোঁজ হাসিবুল উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে। অপরদিকে উদ্ধার হওয়া শিশুরা আদর্শ গ্রামের  মাসুল মিয়ার দু ছেলে জিয়াউল হক (৯),আরিফুল (৫)।

স্থানীয়রা  জানান,উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ী ঢলের সাথে ভেঁসে আসা লাকড়ী কুড়াতে জুম্মার পর বড়টেক এলাকার সামনে যায় হাসিবুল ও তার সম্পর্কে শালা জিয়াউল হক ও আরিফুল কে নিয়ে। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ী কুড়িয়ে বিকেল তিনটার সময় বাড়ি ফিরে আসার সময় লাকড়ী বোঝাইকৃত নৌকা ডুবে যায়।এ সময় যাদুকাটা নদীতে থাকা পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা দু,শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ (তরফদার) নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে পুলিশের দুই মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামলসহ পাঁচশ-নেতাকর্মী


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে ছাত্রদলের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচশ’ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে এই দু’টি মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিষ্ফোরক আইনে এবং পুলিশের কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলা করার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার/পাঁচশ’ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রদলের আট নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা ২০টি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ, গতকাল বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালিবাড়ী দাখিল মাদরাসা মাঠে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, মহানগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ-জন। 


ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ভ্যান চালকের মৃত্যু

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (৪৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রমজান আলী ওই গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।

মধুহাটি ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। পথে বাড়ির পাশে পৌঁছালে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget