Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর বদলগাছীতে বানিজ্যিকভাবে সৌখিন কবুতরের খামার করে সাফল্য অর্জন করেছেন এক যুবক

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে মোঃ জাহাঙ্গীর আলম নামের এক যুবক বানিজ্যিকভাবে সৌখিন কবুতর পালন করে আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। সংসারে এসেছে স্বচ্ছলতা এবং অভাবনীয় সাফল্য। তার এই সৌখিন কবুতরের খামার দেখে অনেকেই এমন খামার গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করছেন।
বদলগাছি উপজেলা সদরের জিয়ল মহল্লার ঐ যুবক আজ থেকে ৪ বছর আগে তার বাড়িতে মাত্র ৫টি সৌখিন কবুতর নিয়ে শুরু করেন কবুতর পালন। এরই মধ্যে সেই কবুতর থেকে এখন তার একটি পূর্নাঙ্গ খামারে রয়েছে ৫শ কবুতর । সিরাজী, লাক্কা, বিউটি, ম্যাকপাই, জার্মানী শীল, লালচিলা, হাউজ প্রিজন, বারামবাগ, ময়নাকাড়ি, কালো বেরিয়ার, হলুদ বার্ক হোমার, বাগদাদ, ককা, আউল, হলুদ সিরাজী, কালো সিরাজী, লাল সিরাজীসহ প্রায় একশ জাতের দামী দামী কবুতর রয়েছে তাঁর এই খামারে। বাড়ির দু’টি ঘরে সারি সারি খাঁচা। মোট একশটি খাঁচায় এসব কবুতর শোভা পাচ্ছে। কবুতরের বিভিন্নরকমের ডাকে মুখরিত হয়ে রয়েছে পুরো বাড়ি। বাড়ির কাছাকাছি গেলেই এসব কবুতরের ডাক শোনা যাবে। কোন খাঁচায় ডিম, কোন খাঁচায় সদ্য প্রস্ফুটিত বাচ্চা আবার কোন খাঁচায় বেড়ে উঠা বাচ্চা দেখা যাচ্ছে। মা কবুতর নিজেদের খাবার পাশাপাশি বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত। মায়ের মমতায় ভরা এ এক অপরুপ প্রাকৃতিক দৃশ্য। খামারটি এখন বেশ লাভজনক। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে কমপক্ষে ৩০ হাজার টাকা আয় করছেন এই খামারী।
খামারী মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন প্রতিদিন গম, ভুট্টা, হিন্টি, সরিষা, মসুর ইত্যাদি খাবার হিসেবে দেয়া হয় এসব কবুতরকে। আর খাবার দিয়ে নানাভাবে পরিচর্যা করে পড়াশুনার ফাঁকে ফাঁকে সময় কাটাচ্ছে খামারীর কলেজ পড়–য়া পুত্র। এ কাজে সহযোগিতা দিয়ে আসছেন তার স্ত্রীও।
প্রতিবেশীসহ এলাকার বিভিন্ন স্থান থেকে কবুতর প্রেমীরা এই খামার দেখতে আসেন। দেখে খুশি হন। এমন কি এই খামারের লাভের কথা শুনে নিজেরাও খামার গড়তে আগ্রহ প্রকাশ করে থাকেন অনেকেই।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সৌখিন কবুতর প্রেমীরা এই খামারে কবুতর ক্রয় করতে আসেন। পুলিশ বিভাগের অনেক কর্মকর্তা তাঁর এই কবুতরের খামার থেকে বাচ্চা এবং বড় কবুতর ক্রয় করে থাকেন। এই খামার থেকে  ১০ হাজার থেকে  ৩০ হাজার টাকা পর্যন্ত এক জোড়া কবুতর বিক্রি হয়ে থাকে।  
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন বলেছেন এসব সৌখিন কবুতর পালন অত্যন্ত লাভজনক। কবুতর পালণ করে যে কারও সংসার নির্বাহ করা সম্ভব। তিনি বলেন যারা এসব খামার গড়ে তুলতে আগ্রহী তাদের বিভিন্ন পরামর্শ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত প্রাণীসম্পদ বিভাগ।
হাঁসমুরগীর খামারের মত এসব সৌখিন কবুতরের খামার গড়ে তুলে একদিকে যেমন শখ মেটানো এবং পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব বলে প্রতীয়মান হয়েছে।

বিলুপ্তির পথে নওগাঁর ঐতিহ্যবাহি খেজুর পাটি

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর পোরশায় এখন খুব কম দেখা যায় গ্রামবাংলার ঐতিহ্যবাহি হাতে তৈরি খেজুর পাটি। কিন্তু এক সময় এ এলাকার মানুষের কাছে খেজুর পাটির ব্যাপক চাহিদা ছিলো। চাহিদা কমায় সময়ের বিবর্তনে তা বিলুপ্তির পথে এই পাটি। আশির দশকে খেজুর পাটি উপজেলার সাধারন মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনে ব্যবহার হতো।
খেজুর পাটিতে ধান শুকানোর কাজ করতো অনেকে। আদিবাসী নারী-পুরুষরা বৃষ্টি বাদলে ছাতার বদলে খেজুর পাটির তৈরী ঘোমটা বৃষ্টি আটকানো ঢাল হিসাবে ব্যবহার করত। বর্তমান আধুনিকতায় মানুষের জীবন মানের পরিবর্তনের ফলে খেজুর পাটি হারিয়ে গেছে।
মানুষের পারিবারিক ব্যবহার্য্য উপকরন ঐতিহ্যবাহী খেজুর পাটির স্থান দখল করে নিয়েছে আধুনিক শীতলপাটি, নলপাটি, পেপসি পাটি, বিভিন্ন ধরনের চট ও কার্পেট, মোটা পলিথিন সহ নানা রকমের উপকরন। এই উপকরন গুলো সহজেই বাজারে পাওয়া যাওয়ায় মানুষ খেজুর পাটির পরিবর্তে এসব আধুনিক উপকরন ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে গেছে খেজুর পাটির কদর। খেজুর পাটির চাহিদা কমে গেলেও উপজেলার আদিবাসী গ্রাম মধুপুর, মঠবাড়ি, কাঠপুকুর, সরাইগাছি সহ বিভিন্ন গ্রামে বসবাসরত
আদিবাসী নারীরা আজও অবসর সময়ে খেজুর পাটি তৈরির কাজে ব্যাস্ত থাকে। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেজুর পাটিকে তারা নিজস্ব সংস্কৃতিতে আজও আঁকড়ে ধরে রেখেছেন। এব্যাপারে কথা হয় সরাইগাছি আদিবাসী পাড়ার সেনচেরি পাহান, আলোমতি পাহান, বিশোমনি, জলেশ্বরী ও জিরুয়া পাহান জানান, আগের মতো আর খেজুর গাছও নেই, খেজুরের পাতাও পাওয়া যায় না। ফলে পাটি তৈরীর প্রধান উপকরন খেজুর পাতার অভাবে খেজুর পাটি বিলুপ্ত হতে চলেছে। এ পাটি তৈরীকে টিকিয়ে রাখতে প্রয়োজন খেজুর গাছ ও পাতা। সরকারের বন বিভাগ খেজুর গাছ লাগানোর জন্য জনসাধারনকে উদ্বুদ্ধ করলে একদিকে যেমন বিলুপ্ত হয়ে যাওয়া খেজুর গাছ রক্ষা পাবে।
অপর দিকে পাটি তৈরীর সাথে জড়িত আদিবাসী ও অন্যান্যরা এ পাটি ব্যবহার সহ বিক্রি করে কর্মস্থানের সৃষ্টি করতে পারে বলে তারা মনে করছেন।

শার্শার বিল থেকে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ৩৮০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।

রবিবার (২৭ ডিসেম্বর) বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাকে আটক করে। আটক সোহাগ শার্শা থানার ইছাপুর গ্রামের মোঃ কিতাব আলী বিশ্বাসের ছেলে।

বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে ইছাপুর বিলের (মাঠের) মধ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিল সহ সোহাগকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

 

তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় চাল আটক

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় আতব (চাল) আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার (২৫ শে ডিসেম্বর) গভীর রাতে সীমান্তের বালিয়াঘাটা বিওপির নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে ২ হাজার,১শত কেজি ভারতীয় আতব (চাল) আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।

আটককৃত চাউলের আনুমানিক সিজার মূল্য ১লক্ষ,২৬ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)র অধিনায়ক লে-কর্ণেল মোঃ মাকসুদুল আলম চাউল আটকের বিষয় নিশ্চিত করে বলেন,আটকের পর এসব চাল জেলা কাস্টমসে জামা রাখা হয়েছে। 

 

 
নওগাঁয় ফ্ল্যাট থেকে রাতে অভিনব কায়দায় সাংবাদিক রাসেল এর ল্যাপটপ চুরি
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় ফ্ল্যাট থেকে রাতে চুরি হল সাংবাদিকের ল্যাপটপ। দৈনিক জাতীয় আলোকিত সকাল, দৈনিক তরুন কণ্ঠ ও The Daily Tribunal জাতীয় পত্রীকার জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল এর ল্যাপটপ চুরি হয়েছে। রবিবার(২৭ ডিসেম্বর) রাতে অভিনব কায়দায় থাই জানালার লক খুলে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক রাসেল ও তার পরিবার জানায়, আমার নিজ ঘরে ব্যাক্তিগত কাজ শেষে আমার ল্যাপটপ সোফায় রেখে দিয়ে আনুমানিক রাত ২টার দিকে ঘুমিয়ে যাই। এবং ঘুমানোর পর কে যেন আমার ল্যাপটপ থাই জানালার লক খুলে চুরি করে। ঘুম থেকে ওঠে দেখতে পাই আমার ল্যাপটপ নেই এবং থাই জানালা খোলা। তিনি আরো বলেন আমার বাড়ির আশপাশের কোনো একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
নওগাঁ সদর থানার তদন্ত (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আমরা সাংবাদিক মো: আবু রায়হান রাসেল এর ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন নির্মল কৃষ্ণ সাহা। গত শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার প্রার্থিতা চূড়ান্ত হয়। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ৭ জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়। মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর নির্মল কৃষ্ণ সাহা বলেন, নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। নির্মল কৃষ্ণ সাহা আরও বলেন, আমি বিজয়ী হলে নওগাঁ পৌরসভাকে মাদক, সান্ত্রাস মুক্ত ও আধুনিক ডিজিটাল মডেল পৌরসভা হিসেবে পৌর বাসিকে উপহার দিবো। বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বানিজ্য মন্ত্রী এবং উত্তর বঙ্গের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত নেতা  মহুরম আব্দুল জলিলের আদর্শে গড়া এই নেতা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হওয়ায় সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে সাড়া জেগেছে। দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আওয়ামী লীগ থেকে তাকেই যোগ্য প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে পৌরবাসী বিশেষ করে সিনিয়র নেতাকর্মী ও সূধীজনেরা মত প্রকাশ করেছেন। এদিকে, নির্মল কৃষ্ণ সাহাকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক আনন্দ মিছিল বের করেন। উল্লেখ্য ১৯৬৩সালের ৭ডিসেম্বর ৩৮দশমিক ৩৬বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা নওগাঁ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৮৯সালে। বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ১৬হাজার ৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭হাজার ১৭৫জন এবং নারী ভোটার ৫৮হাজার ৯১৬জন।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget