Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক যুবকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীনিকে নিয়ে চম্পট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে এবারে তার এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীনির পিতা বাদি হয়ে ছেলেসহ আরও ৫ জনকে অভিযুক্ত করে আত্রাই থানা এবং ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী দেবনগর গ্রামের বায়েজিদ সরদারের মেয়ে সুমাইয়া আক্তার তৃষ্ণাকে (১৭) একই গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে রাজ প্রামানিক (১৯) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তৃষ্ণা এতে সম্মত না হওয়ায় প্রায়ই তাকে ছেলেটি উত্যক্ত করত। এরই জের ধরে গত ২৬ জানুয়ারী স্কুল থেকে তৃষ্ণা তার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাজ তার সহযোগীদের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে করে তৃষ্ণার এবারের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় মেয়ের বাবা গত ২৭ জানুয়ারী আত্রাই থানায় একটি জিডি করেন।

জিডির পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধ্যান করতে না পারায় অবশেষে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার মেয়ের বাবা বায়েজিদ সরদার আত্রাই থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, তৃষ্ণাকে উদ্ধারে আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি। আশা করি দু’ একদিনের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে এবং তার এসএসসি পরীক্ষার ব্যবস্থাও করা হবে।

নওগাঁর মহাদেবপুরে মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে সবজির চারা উৎপাদন!

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) : কোকো ডাস্ট এবং প্লাস্টিক ট্রে ব্যবহারের মাধ্যমে মাটি ছাড়াই আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের সবজির চারা উৎপাদন করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বালুকাপাড়া এলাকার ‘সরদার ফারমার্স হাব সবজি নার্সারি’র পরিচালক এসএম এমরান আলী। মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কোকো ডাস্ট (নারিকেলের ছোবড়া’র ধুলা)। নেট হাউজের ভিতরে চারা উৎপাদন করায় মাটি ও বায়ুবাহিত রোগ থেকে রক্ষা পাচ্ছে এসব চারা। আর আধুনিক এ পদ্ধতিতে চারা উৎপাদন সবজি চাষিদের কাছে হতে পারে নতুন দিগন্ত।

মহাদেবপুর সদর ইউনিয়নের শালগ্রাম গ্রামের বাসিন্দা এসএম এমরান আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও কৃষির উৎপাদন নিয়ে ভাবতেন সবসময়। কিভাবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের সুস্থ-সবল সবজির চারা উৎপাদন করে সুলভ মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেয়া যায়। এক সময় সেই পদ্ধতিও তিনি পেয়ে যান। বেসরকারি উন্নয়ন সংস্থার প্রযুক্তি সহায়তায় নানা পরিকল্পনা প্রয়োগ করেন কৃষিতে। এরপর শুরু করেন আধুনিক পদ্ধতিতে সবজির চারা উৎপাদন। কৃষিভিত্তিক এনজিও এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বর্তমানে তিনি সফলতার দ্বারপ্রান্তে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোকো ডাস্ট ব্যবহার করে কেঁচো সারের সমন্বয়ে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক ‘ট্রে’ তে। এ প্রযুক্তিতে চারা পুরো শিকড় পেচিয়ে নেয়, এতে শিকড়ের কোন ক্ষতি হয়না। এই চারা জমিতে লাগানোর পরপরই খাদ্য গ্রহণ শুরু করে। আধুনিক এ পদ্ধতিতে তৈরি হাউজের চারপাশে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ নিশ্চিত হয় এবং ক্ষতিকারক পোকামাকড় থেকে সবজির চারাগুলো রক্ষা পায়। তাপ নিয়ন্ত্রণ ও ঝড়-বৃষ্টি থেকে চারাগুলো নিরাপদে রাখতে ব্যবহার করা হচ্ছে বিশেষ পলিথিন।

এসএম এমরান আলী বলেন, ‘মাটিতে চারা উৎপাদন করলে আবহাওয়ার কারণে চারা উৎপাদনে ব্যাঘাত ঘটতো। গত বছরের নভেম্বর মাসে সিনজেনটা ফাউন্ডেশনের ‘ফারমার্স হাব’-এর সহযোগিতায় প্রাথমিকভাবে দুই শতক জমিতে সবজি নার্সারি গড়ে তুলি। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রিন হাউজের আদলে তৈরি করি নেট হাউজ। এতে অল্প খরচে পেঁপে, করলা, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, লাউসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয়। এছাড়াও গোলাপ, গাধাঁ, অর্কিড, অ্যান্ধরিয়াম, চন্দ্র মল্লিকা ফুলের চারাও উৎপাদন করা যায়।
তিনি আরও বলেন, প্রচলিত পদ্ধতিতে একই জমিতে বার বার চারা উৎপাদন করায় জমিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। উৎপাদিত চারা আক্রান্ত হচ্ছে নানা রোগে। এতে লোকসান গুণতে হয় নার্সারি মালিকদের। সবজি উৎপাদনেও ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। অন্যদিকে আধুনিক এ পদ্ধতিতে অল্প খরচে সুস্থ-সবল চারা উৎপাদন করা যায়।

সরদার ফারমার্স হাব সবজি নার্সারিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন কার্যক্রম অত্যন্ত সম্ভাবনাময়ী উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, আধুনিক এ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি চাষিরা দারুণ ভাবে লাভবান হবেন। অপরদিকে মাটির উর্বরতা হ্রাস এবং রোগ বালাইয়ের কারণে সবজি উৎপাদনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা মোকাবেলা করা সম্ভব হবে।

নওগাঁর মহাদেবপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-নজিপুর মহাসড়কের মোন্নাকুড়ি মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হতে পারে। কারণ উদ্ধারের সময় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁর সাপাহার সীমান্তে অপরাধ র্নিমূলে জনসচেতনতামূলক পথসভা প্রচার মাইকিং অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সীমান্ত অপরাধ যাতে সংগঠিত নাহয় সেজন্য বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছেন সাপাহার থানা পুলিশ। যেমন গরু পাচার, মাদক, চোরাচালান প্রতিরোধ, মাদক সেবনের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচার, মাইকিং ও পথসভা করছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক নির্দেশনায় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।
তারই ধারাবাহিকতায় সাপাহার থানার  বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোপালপুর, সুন্দরইল, বামনপাড়া, আদাতলা, কলমুডাঙ্গা এবং হাপানিয়া সীমান্তে জনসচেতনতা মূলক মাইকিং এর মাধ্যমে প্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য প্রদান করেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, এএসপি (শিক্ষানবিশ) রব্বানী হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।
পথসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিজিবি বিওপি কমান্ডার, সংশিষ্ট এলাকার মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) স্যারের দিক র্নিদেশনায় সীমান্তে অপরাধ র্নিমূলে বহমুখী পদক্ষেপ গ্রহন করাহয়েছে। সম্প্রতিক সময়ে বাংলাদেশী গরু ব্যাবসায়ীরা ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ কালে (বিএসএফ) দের ছোড়া গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা প্রায় ঘটছে এটি দুঃখজনক। ভারতে অনুপ্রবেশ কালে (বিএসএফ) দের হাতে কোন বাংলাদেশীর প্রান ঘাতীর ঘটনা যেন আর না ঘটে সাপাহার বাসীর প্রতি সীমান্তে অপরাধ, চোরাচালান, মাদক, গরু পাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার জন্য সবিনয়ে আহবান জানিয়েছেন (ওসি) আব্দুল হাই।

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের বঙ্গবন্ধু আওয়ামীআইনজীবি পরিষদের পিটু-রব পুর্ন প্যানেল বিজয়ী

সালমান ফার্সী: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের পিটু-রব পুর্ন প্যানেল বিজয়ী হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার আবদুর রশীদ (২) এ ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে খোদাদাদ খান পিটু ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বর্তমান সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু পেয়েছেন ১৩৪ ভোট। সাধারন সম্পাদক পদে আশফাকুর রহমান রব ১৩৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পেয়েছেন সাবেক সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. আবু বেলাল জুয়েল পেয়েছেন ১২০ ভোট।  অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মিনা বেগম ও সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক (প্রশাসন) শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) হারুন অর রশীদ চৌধূরী, সহ-সাধারন সম্পাদক (অ্যাপ্যায়ন, ক্রিড়া ও সংস্কৃতি) আব্দুস সালাম, সদস্য পদে অজিত কুমার রায়, শাহজাহান সিরাজ, তারিকুল ইসলাম, শ্রী মুকুল চন্দ্র কবিরাজ, তোফাজ্জল হোসেন (২), এ রাজ্জাক, আরিফুর রহমান রিপন ও বিপ্লব কুমার দাস। মোট ৩৯৯ ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার সকাল ১১টা থেকে বিরতীহীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন, আবু মাসউদ চৌধূরী।

ক্ষুুদ্র নৃ-গোষ্ঠীর সান্তাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব পালিত

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সান্তাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়েছে। বুধবার উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন ইউএসএআইডি অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগামের অংশ হিসাবে এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল যেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালিদের মিলন মেলায় পরিণত হয়। 
ক্ষুুদ্র নৃ-গোষ্ঠীর সান্তাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব পালিত

 
এ উপলক্ষ্যে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বিকাল ৫ টায় জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহিন্দ্র পাহানের সভাপতিত্বে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সমাজের ভুমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাইজুল শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা কলেজের  প্রভাষক এস সি আলবার্ট সরেন, ডিএম রাশেদু প্রমুখ।
আলোচনা সভায় মুল ধারণাপত্র উপস্থাপন করেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন যুব প্রতিনিধি মাসুম, রামলাল কেরকেটা, হাবিবা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget