Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে ইসরাফিল আলম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আব্দুর রউফ রিপন: নওগাঁর রাণীনগর মহিলা (অনার্স) কলেজের ৪তলা বিশিষ্ট ইসরাফিল আলম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে ৪তলা বিশিষ্ট ইসরাফিল আলম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, নবীন বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ চন্দন কুমার মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসলাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রবীন শিক্ষক গিয়াস উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আব্দুর রহমান, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক আব্দুর রহমান রিজভী প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের নিজস্ব অর্থায়নে এই আধুনিক মানের আইসিটি ৪তলা ভবনটি নির্মাণ করা হচ্ছে।

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

তন্ময় ভৈমিক:“সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের“ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে মিলনায়তনে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুৃলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা অংশ নেয়।

নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ক্ষুদে ফুটবল খেলোয়ারদের তুলে নিয়ে আসার লক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ হোমেন, সাবেক ফুটবলার মামুনুর রশিদ মামুন প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা পর্যায়ে বিজয়ী ছেলে ও মেয়েদের দল অংশগ্রহণ করে। চ’ড়ান্ত খেলায় রাণীনগর উপজেলা মেয়ে দল ১-০ গোলে পতœীতলা উপজেলা মেয়ে দলকে এবং পোরশা উপজেলা ছেলে দল ট্রাইবেকারে ৩-২ গোলে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। গত ৫জানুয়ারী টুর্নামেন্ট শুরু হয়।

চীনের সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি লাভ করলো রাণীনগরের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম

আব্দুর রউফ রিপন, নওগাঁ: ভাল একাডেমিক ফলাফল এবং বিশ্ববিদ্যালয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকান্ডে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ চীন দেশের হুনান প্রদেশের সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি লাভ করেছে নওগাঁর রাণীনগর উপজেলার বেলোবাড়ি গ্রামের সন্তান মেধাবী শিক্ষার্থী এসএম তারিকুল ইসলাম। 
মেধাবী তারিকুল ইসলাম ১৯৯৮সালের ১২এপ্রিল নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামে জন্মগ্রহন করে। তার বাবা রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক মো. বুলেট হোসেন এবং মা মোছা. সুলতানা মোফতারুন বেগম পেশায় শিক্ষক ও গৃহিণী।
তারিকুল ইসলাম ২০১৫সালে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭সালে ঢাকার সাভার ল্যাবরেটরী কলেজ থেকে এইচএসসি পাশ করে। সে সাভার ল্যাবরেটরী কলেজে প্রতিবছর ভালো ফলাফলের জন্যও একাধিক সম্মাননা ও পুরস্কার পেয়েছে।  পরবর্তিতে তারিকুল ইসলাম স্কলারশীপ নিয়ে চীন দেশের হুনান প্রদেশের চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করার জন্য চীন দেশে চলে যায়।
সম্প্রতি চীন দেশের হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরে অবস্থিত চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেধাবী তারিকুল ইসলাম চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বোচ্চ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ওই বিশ্ববিদ্যালয় ও হুনান প্রদেশ কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়টির য়ুনথাং ক্যাম্পাসের আন্তর্জাতিক কলেজে অনুষ্ঠিত বর্ণাঢ্য স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক কলেজের ডিন, ডেপুটি ডিন, পরিচালক, ডেপুটি পরিচালক ও শিক্ষকসহ অন্যরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের উদ্দ্যেশেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা। তারিকুলের অসাধারণ কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের জন্য বিশ্ববিদ্যালয়টি  তাকে বিভিন্ন বিষযে পুরস্কৃত এবং দক্ষিন এশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব দিলেও অবশেষে তাকে ওই প্রদেশের সরকার সর্বোচ্চ প্রাদেশিক সরকারী স্কলারশীপ করেছে।
তারিকুল ইসলাম তার এই অসাধারন সাফল্যের মাধ্যমে বিদেশের মাটিতে উজ্জ্বল করেছে লাল সবুজের বাংলাদেশকে। তার এই সাফল্যে দেশ ও জাতি গর্বিত। তার পরিবার-অত্মীয়স্বজনসহ এলাকাবাসী সবাই আনন্দিত ও উদ্বেলিত। তার বাবা-মা, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভানুধায়ীরা তারিকুলের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু এবং সবার কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

নওগাঁয় বাস-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১

অন্তর আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় ঢাকার কোচ ও মাছবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে কালাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। এঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে। নিহত কালাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার মাদারিগঞ্জ গ্রামের কাছের আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগামারা থেকে মিনিট্রাকে করে পুকুর ব্যবসায়ী মাছ নিয়ে বগুড়ার উদ্যোশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি কোচ জেলার মহাদেবপুর থানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে এ যাত্রীবাহি বাস ও মাছবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁয় বাস-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১

 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বাস ও মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নওগাঁয় মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু উপলক্ষে বর্নাঢ়্য অনুষ্ঠানমালার আয়োজন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে স্থাপিত বিশাল সুসজ্জিত প্যান্ডেলে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বড় পর্দায় ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ত্তৃক মুজিববর্ষের ক্ষণ গননা অনুষ্ঠনটি সরাসরি প্রদর্শন করা হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।  অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনÑঅল-রশীদসহ জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন। 

পরে এই মঞ্চে ঢাকা এবং নওগাঁ’র স্থানীয় শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এর আগে সকাল ৮টায়  মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু উপলক্ষ্যে দিনব্যপী গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে একটি বর্নাঢ়্য মোটর শোভাযাত্রা বের করা হয়। নওগাঁ শহরের মুক্তিরমোড় থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে বদলগাছি উপজেলা সদর, মহাদেবপুর উপজেলার মাতাজিহাট, পতœীতলা উপজেলা সদর, সাপাহার উপজেলা সদর, নিয়ামতপুর উপজেলা সদর, মান্দা উপজেলা সদর স্পর্শ করে পুনরায় নওগাঁ শহরে এসে শেষ হয়। 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এই শোভাযাত্রার উদ্বোধন করে এতে নেতৃতৃ¦ দেন।

শতাধিক গাড়ির সমন্বয়ে অনুষ্ঠিত শেভাযাত্রায় গাড়িসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এই বহরে সুসজ্জিত ট্রাকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানসহ দেশাত্ববোধক সংগীত পরিবেশিত হয়। এ ছাড়াও সদর উপজেলা ব্যতীত নওগাঁ জেলার অন্য ১০টি উপজেলায় দর্শনীয় স্থানসমূহে অনুরুপ পৃথক পৃথক ক্ষণ গননার মেশিন স্থাপন করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget