Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 সাপাহারে ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স- এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৪ দিন মেয়াদী ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে এবং জাইকার সহযোগীতায় গতকাল রোববার দুপুরে যুব অফিসের হলরুমে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান আব্দুর রষিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, যুব অফিসার ইবনু সাব্বির আহমেদ।
এবার ১৪ দিন মেয়াদে ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স এ  ২০ জন প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। গত ২৩ ডিসেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ধামইরহাটে এক গাভীর ৪ বাচ্চা প্রসব

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত কৌতুহলী মানুষ ওই কৃষকের বাড়ীতে ভিড় জমায়।

নিকেশ্বর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন,তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী শনিবার রাত ৩টার দিকে এক সাথে ৪টি বাচ্চা প্রসব করে। ৩টি এঁড়ে বাছুর এবং একটি বকনা বাছুর। বর্তমানে ৪টি বাচ্চা সুস্থ্য থাকলে গাভীটি দাঁড়াতে পারছেনা। গাভীটি গত বছরও এক সাথে দুটি বাচ্চা প্রসব করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান আলী এবং ভেটোনারী সার্জন রিনা রাণী মহন্ত ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাচ্চাগুলোকে শারীরিক পরীক্ষা করেছেন। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান হোসেন বলেন,খবর পেয়ে গাভী ও চারটি বাচ্চাগুলো পরীক্ষা করা হয়েছে। গাভী ও বাচ্চারা সুস্থ্য রয়েছে।

ধামইরহাটে জোর করে নতুন রাস্তা নির্মাণ,চরম উত্তেজনা

মো.হারুন আল রশীদ:নওগাঁর ধামইরহাটে জোর করে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। ক্ষেতের জমির উপর দিয়ে রাস্তা করায় ফুঁসে ওঠে জমির মালিকরা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জমির মালিকরা রাস্তা কেটে ফেলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত আমাইতাড়া-আগ্রাদ্বিগুন সড়কের বস্তাবর কলঘর থেকে বস্তাবর দলাপাড়া (মিস্টারের বাড়ী) পর্যন্ত ফসলি জমির উপর দিয়ে মাটি কেটে প্রায় ৫শত মিটার নতুন রাস্তা নির্মাণ করে দলাপাড়া গ্রামবাসী। দলাপাড়ার নারী ও পুরুষ সম্মিলিতভাবে এ রাস্তা নির্মাণ করেন। গতকাল রবিবার সকালে জমির মালিকরা একজোট হয়ে ওই রাস্তা কাটতে যায়। এতে দলাপাড়া গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে রাস্তা কাটতে বাধা প্রদান করলে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। 

রাস্তাটি নির্মাণ করার ফলে বীরগ্রামের কৃষক কামরুজ্জামান সরকারের প্রায় ৯৯ শতাংশ,মহররম দেওয়ান (ম্যাটিস্ট্রেট বলে পরিচিত) এর প্রায় আড়াই একর জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এছাড়া বাবলু,করিম,মোস্তফা মাস্টার,হান্নান,মকবুল,মৃত আজব আলীর জমির কিছু অংশ রাস্তায় পড়েছে। এব্যাপারে কৃষক মহররম দেওয়ান বলেন,আমরা জমির মালিক। অথচ আমাদের সাথে কোন প্রকার আলোচনা না করে জোর করে অবৈধভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে।

স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান বলেন,গায়ের জোরে সবকিছু করা যায় না। জমির মালিকদের না জানিয়ে গ্রামবাসীরা এ ধরণের কাজ করতে পারে না। কামরুজ্জামান সরকারের জমির উপর যে রাস্তা নির্মাণ করা হয়েছিল সেটি কেটে ফেলা হয়েছে। বাকী অংশ জমির মালিকরা কেটে ফেলবে। তিনি আরও বলেন,যে রাস্তা নির্মাণ করা হয়েছে তার মাত্র দেড়শ গজ পশ্চিমে ওই গ্রামে যাওয়ার একটি রেকর্ডিয় রাস্তা আছে। তবে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনপযোগি হয়ে পড়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন,অবৈধভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জমির মালিকরা মাটি কেটে চাষের ট্রাক্টর দিয়ে জমির সাথে রাস্তা সমান করে দিয়েছে। এখন আর সেখানে কোন রাস্তা নেই।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজানের পিতা ইন্তেকাল করেছেন।

অন্তর আহম্মেদ নওগাঁঃ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজানের পিতা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। শনিবার সন্ধা সারে ৭ টার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
৫ জানুয়ারি বরিবার বেলা ১১ টায় জয়পুরহাট আক্কেলপুর পৌরসভা ৯নং ওয়ার্ড চক্রপাড়া গ্রামে তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে দাফন সর্ম্পুন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মিজানের পিতার মৃত্যুতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিদেহী আত্মার মাগফিরাতেন জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।


যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২
বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দরের ২২ নং শেড কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ড্রাইভার আলমগীল (৪৭) ও হেলপার নেওয়াজ খান (৩২)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার(২/১/২০২০)তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস,এসআই মাসুম,এএসআই আলমগীর হোসেন ও কনেস্টবল আইয়ুব আলী বেনাপোল বন্দরের কাঁচা মালের মাঠের প্রধান গেটের সামনে থেকে কাভার্ডভ্যানের কেবিনে অভিনব কায়দায় রাখা ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত মোঃ আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসূলের ছেলে ও নেওয়াজ খান পিরোজপুর জেলার সিংগোরিয়া গ্রামের মোঃ আলী খানের ছেলে ।
যশোরের বেনাপোলে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার: আটক-২

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ২২নং শেডের প্রধান গেটের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৯১৩ নাম্বারের একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। কাভার্ডভ্যানের ক্যাবিনের ভিতর অভিনব কায়দায় সাজানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

উত্তর পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় উত্তর পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম,জি। প্রতিযোগিতায় ৮টি ওজন শ্রেনীতে ১৫টি ব্যাটালিয়নের সর্বমোট ১৬০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। 

ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি চ্যাম্পিয়ন এবং ২৯ বিজিবি ব্যাটালিয়ন ফুলবাড়ী রানার আপ হয়। শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির সিপাহী মো. নুরুল আমিন ও শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সিগন্যালম্যান শ্রী অলোক কুমার নির্বাচিত হয়। 

প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল নাদিম পিএসসি,জি ও ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি, অন্যান্য অফিসার্স, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক ও অসামরিক সদস্যগণ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget