Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে বিএমএসএফ কেন্দ্রীয় বৈঠক সম্পন্ন

ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এতে সভাপতিত্ব করেন।

সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়ন এবং সাংগঠনিক কর্মকান্ড তুলে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, কামাল হোসেন, মোনালিসা মৌ ও আলী হোসেন প্রমুখ।

সভায় সংগঠনকে আরো গতিশীল করে তুলতে বিভিন্ন প্রস্তাবণা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আগামি ১ ডিসেম্বর তৃতীয় বারের মত বিজয় শোভাযাত্রা, নিস্কৃয় কমিটি সক্রিয়, নতুন কমিটি গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

অপর এক প্রস্তাবে কামাল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোনালিসা মৌ’কে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেল ও কক্সবাজার জেলা সম্পাদক জসিম উদ্দিন জিহাদকে কেন্দ্রের নির্বাহী সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এছাড়া সংগঠনের ১০ জন নিস্কৃয় সদস্যের কেন্দ্রীয় সদস্যপদ স্থগিত করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় সাংবাদিক নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবি আদায়ে কেন্দ্রসহ সকল জেলা/উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

নওগাঁর রাণীনগরে বাল্য বিয়ের দায়ে কাজীসহ তিন জনের ৬০ হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাল্য বিয়ের দায়ে কালীগ্রাম ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হেলাল উদ্দীনকে ৫০ হাজার এবং মেয়ের দুই মামাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, ভেটির ছাতারপুকুর গ্রামে জনৈক এক ব্যক্তির নবম শ্রেণীতে পড়–য়া মেয়ের বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে নিকাহ রেজিস্ট্রার হেলাল উদ্দীনসহ তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে কাজীর ৫০ হাজার টাকা ও মেয়ের দুই মামা নাটোরের সিংড়ার হোসেনপুর গ্রামের এলাহীর ছেলে জাহিদ হাসান ও জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): একদিনের ব্যবধানে আবারো নওগাঁর সাপাহারে পৃথক দুটি অভিযানে ২৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হিরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মো: জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিনগত রাত ১টার দিকে উপজেলার হরিপুর কমিউনিটি ক্লিনিকের সামনে ২৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ লিটন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী লিটন উপজেলার পিছলডাঙ্গা গ্রামের আনারুলের পুত্র বলে জানা গেছে।
 
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান রাত ১০ টার দিকে উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রোড থেকে ০৫ গ্রাম হিরোইন সহ রিপন সরকার (৩০) কে আটক করে। আটককৃত রিপন সরকার মানিকুড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। ওই রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। খুব অল্প দিনের মধ্যেই সাপাহার উপজেলায় মাদক মুক্ত করা হবে বলে ওসি আব্দুল হাই জানান।

সমাধান না পেলে সন্তান নিয়ে আত্মহত্যা করার হুমকি
নওগাঁয় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে সন্তানকে নিয়ে গৃহবধূর অবস্থান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় দুইদিন ধরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান করছেন ফাতেমা বেগম (৩৩) নামে এক নারী।
 
গত সোমবার দুপুরে স্বামীর বাড়িতে গেলে স্বামী আবুল কাশেম বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে অন্যত্র চলে যায় এরপর থেকে ২ সন্তানকে নিয়ে অবস্থান শুরু করেন ফাতেমা বেগম।
 
স্থানীয়রা জানায়, উপজেলার তুরুক বাড়িয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আবুল কাশেমের সঙ্গে নওগাঁ সদর উপজেলার পশ্চিম শিকারপুর গ্রামের সোলায়মান সরদারের মেয়ে ফাতেমা বেগমের প্রায় ১২বছর পূর্বে ১ লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। এর মাঝেই দুই সন্তানের মা হন ফাতেমা বেগম। তার পর সংসার এবং দুই সন্তান মরিয়ম আক্তার ও মো. হোসাইন এর ভবিষ্যৎ চিন্তা করে কর্মের তাগিতে প্রায় ১০বছর আগে বিদেশে পাড়ি জমান আবুল কাশেম। বিদেশে থাকাকালীন সময়ে সাংসারিক খচর নিয়মিত দিতেন কিন্তু গত ৫বছর থেকে কোন খরচ দেয়না এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
 
যার কারনে সন্তানদের নিয়ে ফাতেমা বেগম বাবার বাড়িতে থাকতে শুরু করেন। কিছুদিন পূর্বে বিদেশ থেকে আবুল কাশেম বাড়িতে ফিরলে সন্তানদের সাথে নিয়ে স্বামীর বাড়িতে ফিরে গেলে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে অন্যত্র চলে যায় স্বামী আবুল কাশেম। এর পর থেকে স্ত্রীর অধিকার ফিরে পেতে ২সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অবস্থান শুরু করেন ফাতেমা বেগম।
 
স্থানীয় প্রতিবেশি মোর্শেদা বেগম বলেন, ফাতেমা তার দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে বসে থাকেন কখন স্বামী আসবে কিন্তু তার স্বামী আবুল কাশেম বাড়িতে তালা মেরে চলে গেছে কই গেছে কেওই জানেনা না। আমি কয়েক বার বলেছি এমন আচারন কেন করছিস সন্তানদের নিয়ে সংসার কর কিন্তু কোন উত্তরই দেয়না। মেয়েটা দুই সন্তানকে অনেক অসহায় হয়ে পরেছে।
 
অন্য প্রতিবেশি মকলেছ সরদার জানান, বিষয়টি নিয়ে সুরাহার জন্য আবুল কাশেমকে গ্রামের ময়মুরব্বি এবং মাতব্বররা মিলে কয়েবার বলেছি যোগাযোগ করার চেষ্টাও করেছি কিন্তু সে আমাদের কথাকে পাওাই দেয়না। ঘরে তালা দিয়ে গেছে, কই থাকে কি করে আমরা কিছুই জানিনা।
ফাতেমা বেগমের মেয়ে ৮ম শ্রেনী পড়–য়া মরিয়ম আক্তার বলেন, আব্বু এমন করছেন কেন। বিদেশ থেকে আসার পর আমরা বাসায় এসেছি তবুও আব্বু একটু কথা না বলে বাসায় তালা দিয়ে চলে গেছে। আমরা এখন কি করবো। আমরা আব্বুর সাথে থাকতে চাই।
 
ফাতেমা বেগম বলেন, স্বামীর বাড়িতে আসলে আমার স্বামী তালা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। বিদেশ থাকতে নাকি আমাকে তালাক দিয়েছে বলে কিন্তু তার কোন কাগজ আমি আজও হাতে পাইনি। তাহলে তালাক হলো কিভাবে। স্বশুর স্বাশুরী বেঁচে নেই। আমার স্বামীর এক ছোট ভাই আছে সেও মানুষিক ভারসম্যহীন কখন কই থাকে আমরা জানিনা। কার কাছে সাহায্য চাইবো বলেন। আমি আমার স্বামীর অধিকার চাই। আমার স্বামীকে ডিভোর্স দেইনি, তাই আমার অধিকার আছে। আমার স্বামীকে ফিরে পেতে চাই। কেন সে এমন করছে কিছুই জানিনা। সমাধান না পেলে হাসুয়া দিয়ে সন্তান নিয়ে আত্মহত্যা করব।
 
মুঠোফেনে এবিষয়ে কথা হলে ফাতেমা বেগমের স্বামী আবুল কাশেম জানান, বিদেশে থাকাকালীন সময়ে কাজীর সাথে পরামর্শ করে ২বছর পূর্বেই তালাক দিয়েছি তবে তালাকের কাগজ হয়তো ফাতেমা গ্রহন করেনি সে জন্য অস্বীকার করছে। এখন কাবিননামার বিষয়ে সময় নিয়ে বসে ফয়সালা করা হবে। তিনি আরও বলেন, অনেকদিন যাবৎ আমার বাসায় না থাকার কারনে ঘরটি সংস্কারের প্রয়োজন তাছাড়া আমি যেহেতু আবার বিদেশে চলে যাবো তাই আমার বাসায় না থেকে অন্যখানে আপাদত থাকছি। ফাতেমার চরিত্র ভালো নয়, আমার অনেক টাকা -পয়সা সে নষ্ট করেছে। তার সাথে আর ঘর সংসার করার কোন ইচ্ছাই আমার নেই।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ফাতেমা থানায় এসেছিল তার পর বিষয়টি নিয়ে ফাতেমার স্বামীকে ফোন দিয়েছিলাম তখন তিনি বলেন আমার বাসায় উঠলে উঠুক আমি তো বাঁধা দেইনি। তবে আমি তাকে তালাক দিয়েছি। তার পর ফাতেমাকে আদালতে গিয়ে উকিলের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেই।

নওগাঁ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারে নওগাঁ শহরস্থ নওগাঁ জিলা স্কুলের মাঠ প্রাঙ্গনে নওগাঁ জিলা স্কুলের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় বিশেষ অতিথি হিসাবে নওগারঁ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

বেনাপোলে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ কেজি দেশি ইলিশ মাছসহ দুই চোরাচালানীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আরফিন (১৯) ও বিল্লাল হোসেন (২২)।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরফিন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে ও বিল্লাল একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুুতি নিচ্ছিলেন তারা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget