Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ২শ মিটার রাস্তার জন্য ভোগান্তী

নওগাঁ জেলা প্রতিনিধি: ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এই স্লোগানকে সামনে রেখে গত চার বছর আগে নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু করা হয়। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষক ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন শীর্ষক একটি প্রকল্প। এই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনের রাস্তার বেহাল দশা। মাত্র ২শ মিটার রাস্তার কারণে প্রতিষ্ঠানটিতে আসা-যাওয়া করতে ভোগান্তী পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। এদিকে সামান্য এই রাস্তাটি নিয়ে ঠেলাঠেলি শুরু করেছেন গণপূর্ত বিভাগ ও পৌরসভা।
নওগাঁয় ২শ মিটার রাস্তার জন্য ভোগান্তী

নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে নওগাঁ শহরের বাঁঙ্গাবাড়ীয়া মহল্লার থানার পেছনে দুই একর জায়গার উপর প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিল ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ২০১৬ সালের প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। কম্পিউটার, ইলেকট্রিক্যাল মেশিন, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এবং অটোমেকানিক্সসহ পাঁচটি বিষয়ে ২শ জন প্রশিক্ষণ নিতে পারেন।

শহরের প্রধান রাস্তা থেকে দক্ষিণ দিকে থানার পেছন দিয়ে আধা কিলোমিটার দূরে টিটিসিতে যাওয়ার একটি মাত্র সড়ক। টিটিসিতে যাওয়ার প্রধান ওই রাস্তাটি বাঁঙ্গাবাড়ীয়ার শেষ প্রান্ত থেকে শুরু হয়ে চকমুক্তার মহল্লার ভিতর দিয়ে প্রায় এক কিলোমিটারের বেশি ঘুরে বরেন্দ্র বহুমূর্খী উন্নয়ন কর্তৃপক্ষের সামনে বকুলতলীর মোড়ে গিয়ে শেষ হয়েছে। এ রাস্তাটিও দীর্ঘ দিন থেকে সংস্কার না হওয়া খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবে প্রধান রাস্তা থেকে থানার পেছন দিয়ে আধা কিলোমিটার দূরে দক্ষিণ থেকে পূর্বদিকে রাস্তাটি যেখানে বাঁক নিয়েছে, সেখান থেকে মাত্র ২শ মিটার দূরে টিটিসির ওই রাস্তাটির বেহাল অবস্থা।

যেখানে বর্ষা মৌসুমে টিটিসির প্রধান ফটকের সামনে পানি জমে ছোটখাটো ডোবায় পরিনত হয়। প্রতিদিন টিটিসিতে প্রায় আড়াই থেকে তিনশ শিক্ষক ও শিক্ষার্থীদের কাঁদা মাড়িয়ে যেতে হয়। এতে এক অস্বস্থিকর পরিবেশ তৈরী হয়। সামান্য এই রাস্তাটি সংস্কার নিয়ে গণপূর্ত বিভাগ ও পৌরসভা ঠেলাঠেলি শুরু করেছেন ।

স্থানীয় ও শিক্ষার্থীরা বলেন, টিটিসি একটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। ওই রাস্তাটি টিটিসি’র শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় ২০টি পরিবারের মানুষ আসা-যাওয়া করতে হয়। রাস্তাটির কারণে দীর্ঘদিন থেকে বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তীতে পড়তে হয়। রাস্তায় পানি জমে থাকার কারণে অনেক শিক্ষার্থী টিটিসিতে যেতে চাইত না। রাস্তাটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতনরা।

নওগাঁ পৌরসভা মেয়র নজমুল হক সনি বলেন, থানার মোড় থেকে বকুলতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। যার মধ্যে টিটিসি’র রাস্তাটি নাই। টিটিসি যেহেতু সরকারি প্রতিষ্ঠান এটা গণপূর্ত করে দেয়ার কথা। তারপরও পরবর্তীতে যদি কোন প্রজেক্টের মধ্যে ঢুকানো যায় তাহলে রাস্তাটি সংস্কার করা হবে।

অপরদিকে, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমসান গণি বলেন, যেহেতু ওই এলাকাটি পৌরসভার। গত তিন বছর থেকে মেয়রকে অনুরোধ করা হচ্ছে রাস্তাটি সংস্কারের করে দেয়ার জন্য। কিন্তু কোন ভ্রুক্ষেপ করছেন না। আমরা শুধু প্রতিষ্ঠানের ভিতরের রাস্তাটি করতে পারি এবং করেও দিয়েছে, যা প্রজেক্টে ছিল। এর বাহিরে কোন কিছু করার এখতিয়ার আমাদের নেই।

নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ওহিদুর রহমান বলেন, এ বিষয়ে উপরের মহলের বিভিন্ন জনের সাথে কথা হয়েছে। উচ্চ পর্যায়ে পর্যন্ত আলোচনা হয়েছে। পৌরসভা বলছে বরাদ্দ নাই। এদিকে গণপূর্তর কোন আশ্বাস নাই। এটা নিয়ে বহুত চিঠি চালাচালি হয়েছে। সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা।

নওগাঁর মান্দায় প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় শোক র‌্যালী ও দোয়া মাহফিল

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় শোক র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার দলীয় অফিস প্রসাদপুরে শোক র‌্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
এসময়  শোক র‌্যালী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি ও মান্দা উপজেলা জাতীয় পার্টি শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক ডা: ছায়েদ আলী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডা: আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শোয়েব আলী, যুবসংহতির শহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ, কৃষক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক, সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। তাদের মধ্যে শীষ মোহাম্মদ, এস হেলাল মাহমুদ, জালাল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মাসুদ রানা, মুনছুর রহমান, রিপন খান আব্দুল মান্নান সরদার, আইয়ুব হোসেন, জহুরুল ইসলাম প্রমূখ। এছাড়াও জাতীয় পার্টি মান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের অধিকার বিষয়ক কর্মশালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় “কাউকে পিছিয়ে রেখে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কেডি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সম্পাদক নাছিমুল হক বুলবুল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, আরকোর প্রধান প্রতিনিধি শেখর চক্রবর্ত্তী পার্থ, এ্যাডভোকেসী কর্মকর্তা নাইস পারভীন, সুশিল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট: সমতলের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অবস্থান তুলনামূলক বিশ্লেষন এবং সুপারিশমালা তুলে ধরা হয়।

পরিবার না মেনে নেয়ায়
নওগাঁর পত্নীতলায় আদিবাসী  প্রেমীক যুগল একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধিঃ প্রেমের সম্পর্ক পরিবার থেকে মেনে না নেয়ায় পত্নীতলায় আদিবাসী ২ প্রেমীক যুগল একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার কৃষ্ণপুর ইউপির গোপীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে ঈদগাহ মাঠের একটি আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, নজিপুর মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী উপজেলার কৃষ্ণপুর ইউপির গোপীনগর আদিবাসী এলাকার পরান মুর্মুর মেয়ে কাজলী মুর্মু (১৮)এর সাথে পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে অধ্যয়নরত একই এলাকার পাশ্ববর্তী বাড়ির সুধীর হেমব্রমের ছেলে জয় হেমব্রম (১৭)র সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। এঅবস্থায় শুক্রবার রাতে কাজলীর পরিবারে বিষয়টি জানা জানির পর তার পরিবার তা মেনে না নিলে শনিবার ভোররাতে কাজলী ও জয় গোপীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে ঈদগাহ মাঠের একটি আম গাছে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের মৃতদেহ গাছে ঝুলে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ক পরিবার থেকে মেনে না নেয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় ইউ ডি মামলা করা হয়েছে। লাশ ২টি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।


ভারত থেকে জেল খেটে দেশে ফিরল দুই নারী
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর দুই বছর জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল দুই তরুনী।

বুধবার (২৮/৮/১৯ইং)তারিখ বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।ফেরত আসা তরুনীরা হলো, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার  বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাগরিকা (১৬) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বেনীডাঙ্গা গ্রামের হেলাল মাতব্বরের মেয়ে লামিয়া (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মাসুম বিল্লাহ বলেন, ভালো কাজের আশায় দুই বছর আগে তারা ভারতে পাচার হয়। এরপর তাদের সে দেশের পুলিশ আটক করে কলকতার সুকন্যা নামে একটি শেল্টার হোমে রাখে। তারপর দুই  দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায় বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠায়।

যশোর মহিলা আইনজীবি সমিতির নাছিমা খাতুন বলেন, ফেরত আসাদের ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের তত্বাবধানে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় রায়হান আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম (৪০)নামে এক হত্যা মামলার আসামীকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করার সময় আটক হয়। আটক আবু রায়হান জিনাতুল আলমের পিতার নাম মোশাররফ হোসেন রংপুর জেলার পীর গনজ থানার বাস পুকুরিয়া গ্রামে।তার নামে বগুড়া জেলার কাহালু থানায় হত্যা মামলা রুজু আছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাসুম বিল্লাহ বলেন,পূর্বে থেকেই ইনফরমেশন ছিল হত্যা মামলার আসামী আবু রায়হান জিনাতুল আলম এই চেকপোস্ট দিয়ে পালিয়ে ভারতে যাবে। সে মোতাবেক বহিগমন কাউন্টারে কর্মরত সকল অফিসারদের সতর্ক করা হয়। জিনাতুল আলমের পাসপোর্ট নং নজরদারিতে রাখা হয়। সকল সাড়ে ১১টায় সে ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই বাছাই করে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিনাতুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বগুড়া থানা পুলিশ এই আসামীকে নেয়ার জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী বেনাপোল পোর্ট থানায় রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget