Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির ২০ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যেগে মাস্টার ক্রাফ্টম্যানশীপ (আপ-স্কিলিং) গত ১৫ জুন থেকে এই কর্মশালায় প্রতি ব্যাচে ২৭ জনকে এই প্রশিক্ষন দেয়া শুরু করেছেন। রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ পার-নওগাঁয় এই প্রশিক্ষনের কার্যক্রম পরিচালিত হয়।
রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ এর স্বত্তাধিকারী মো. আব্দুর রাজ্জাক জানান, নওগাঁ জেলার সকল শিল্প কারখানার কর্মী অথবা মালিক সকলেই এই প্রশিক্ষনে অংশ গ্রহন করতে পারবেন। প্রতিদিন তিন ঘন্টা করে বিশ দিন ট্রেনিং শেষে ভাতাসহ সনদপত্র বিতরন করা হবে এবং এই প্রশিক্ষন প্রদান আগামী দিনেও চলমান থাকবে।

নওগাঁয় জমে উঠেছে চারাগাছের মৌসুমী হাট

প্রতিনিধি নওগাঁ: চলতি বর্ষা মৌসুমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলায় জমে উঠেছে চারা গাছ কেনা-বেচার মৌসুমী হাট। এখানে বিভিন্ন প্রজাতির চারা গাছ অতি সহজ মুল্যে বিক্রি হচ্ছে। উপজেলার বেশীর ভাগ এলাকা বরেন্দ্র ভুমি হওয়ার কারনে এখানে বর্ষার পানি উঠেনা তাই এলাকায় বাগানে গাছের চারা লাগানো খুবই সহজ সময় এখন। দীর্ঘ দিন ধরে উপজেলা পরিষদরে অদুরে বসছে এই চারা গাছের মৌসুমী হাট এখানে ফলজ,বনজ, ওষুধি ও ফুল গাছের চারা দেদারছে বিক্রি হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে বিদেশি প্রজাতির আকাশমনি, ইউক্যালিপটার্স, মেহগনি সহ দেশি জাতের আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, জলপাই, পেঁপে এবং নিম সহ ওষুধি গাছের চারা বিক্রি হতে দেখা গেছে। উপজেলা সদরের অদুরে অবস্থিত এই বিশাল চারার হাটে প্রায় ৪০/৫০টি চারা গাছের দোকান রয়েছে যেখানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার চারাগাছ বেচা কেনা হয়। চারা বিক্রেতা রিপন, সালাম ও শরিফুল জানান এবারে উপজেলার এ মৌসুমী চারার হাটে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ভিড় লক্ষ করা গেছে। প্রতিদিন তারা আম বিক্রি করে এই হাট থেকে আম-রুপালি, গৌরমতি, বারী-৪ ,খিরশাপাত, নাক ফজলি, আর্শিনা ও বারমাসী কাঠিমন জাতের আমের চারা, চায়না থ্রী লিচু ও থাই হাইব্রীড নারিকেল গাছের চারা বেশী ক্রয় করছে। আকাশমনি, ইউক্যালিপটার্স, মেহগনি সহ অন্যান্য বনজ গাছের চারা ২০/২৫ টাকা দরে বিক্রি হলে ও ফলদ গাছের চারা যেমন আম-রুপালি চারা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা কাঠিমন২০০ থেকে ২৫০ টাকা, আর্শিনা-১০০ থেকে ১২০ টাকা, বারী ফোর-৭৫ থেকে ৮০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। এ বছর বাজারে আমের দাম খুব ভাল থাকায় কৃষকগণ নতুন নতুন বাগান তৈরীতে ঝুকে পড়েছে। বিগত বছরের তুলনায় এ বছর সব ধরনের গাছের চারার দাম একটু হলেও বেশি। সাপাহার ও তার আশে পাশের নার্সারী মালিকগণ তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির চারা গাছ এই হাটে বেচাকেনা করছে। এ ছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ,বগুড়া ও নওগাঁ জেলা থেকে চারা ব্যবসায়ীরা ট্রাকে করে বিভিন্ন প্রজাতির হাজার হাজার চারা গাছ এনে এ উপজেলার মৌসুমী হাট সহ বিভিন্ন হাট বাজারে রেখে বিক্রি করছে। বাজারে বেশ কয়েকজন চারা ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানায়, সাপাহার অঞ্চলের লোকজন বনজ জাতের চারা গাছ লাগানোর চাইতে ফলজ জাতের চারা গাছ বিশেষ করে আম গাছের চারা রোপনের ব্যপারে খুবই উৎসাহী। সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঠাঁঠা বরেন্দ্র এ উপজেলায় জলবায়ুর কারণে ধানের চাইতে আম চাষে কৃষক বেশী লাভবান হচ্ছে। বিশেষ করে এ উপজেলার উৎপাদিত সুমিষ্ট রসালো ফল আম বর্তমানে দেশের সর্বখানে বিশেষ ভাবে খ্যাতি অর্জন করেছে। আম বাগান তৈরী করে ইতোমধ্যে অনেক কৃষকের ভাগ্যে বদলে গেছে। উপজেলা উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান উপজেলার সদরের অদুরে স্থাপিত ওই চারার হাটে বিভিন্ন প্রজাতীর আমের চারার সমাহার দেখে এ উপজেলার লোকজনের পাশাপাশি দুর দুরান্ত থেকে লোকজন এখানে এসে আমের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই উপজেলায় ৫হাজার ৫শ হেক্টোর জমিতে আম বাগান তৈরী হয়েছে। আম এ উপজেলার অর্থনৈতিক উন্নয়নে বেশ ভুমিকা রাখছে। তাই সব মিলিয়ে সাপাহার উপজেলার সর্বস্তরের কৃষকদের মাঝে আম চারা রোপনে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে।

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার বাড়ীতে ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের ঘটস্থল পরিদর্শন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার সদর উপজেলাধী নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে ডাকতি হওয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মিয়ার বাড়ি পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ১৬ জুলাই মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে একই রাতে পাশাপাশি দুটি বাড়ীতে চুরি ও ডাকাতির ঘটনায় টিপু সুলতান ও তার বড় ভাই মুক্তিযোদ্ধা কাঞ্চন আলি মিয়ার বাড়ি পরিদর্শন করেন। সেই সাথে টিপু সুলতানের ঘর চুরি ও তার বড় ভাই কাঞ্চন আলি মিয়ার ঘরে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত বের করে মূল রহস্য উদঘাটনের আশ্বাষ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, ঝালকাঠি সদর থানার ওসি শোনীত কুমার গাইন উপস্থিত ছিলেন।

প্রসংগত, গত ২ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মিয়ার পাকা বসত ঘরের সামনে স্থাপিত ফ্লাক্সিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মূল দরজা ভেঙ্গে ৮ জন লোক অস্ত্র নিয়ে ঘরে ঢুকে। দরজা খুলে ঢোকার পর ডাকাত দল কাঞ্চন আলী মিয়ার হাত পা বেধে তাকে অস্ত্রের মুখে জিম্নী করে সেই সাথে তার প্রতিবন্ধি মেয়ের সামনে অস্ত্র ধরে বার বার হত্যার হুমকি দেয়। কন্যার হত্যা করার ভয় দেখালে প্রতিবন্ধী কন্যাকে বাঁচাতে  ঘরের আলমিরার চাবি দিয়ে দিলে ডাকত দলের সদস্যরা তার ঘরে থাকা নগদ ১ লাখ ২২ হাজার টাকা, সারে ৯ ভরি স্বর্ণ, ১ টি ল্যাপটপ, ২ টা মোবাইলসহ অন্য জিসিনপত্র নিয়ে যায়। এ বিষয় টিপু সুলতান জানান, একই রাতে সংগঠিত চুরি ও ডাকাতির ঘটনা ঝালকাঠি থানায় জানানো হলে পরের দিন সকালে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনাস্থান পরিদর্শন করে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। থানা ওসির পরামর্শ মোতাবেক বড় ভাই কাঞ্চন আলি মিয়াকে নিয়ে ৩ জুলাই বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাই। তিনি আমাদের একটি অভিযোগ দায়ের করতে বললে আমরা ডাকাতি মামলার অভিযোগ লেখার কথা বললে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে চুরি মামলা করার পরামর্শ দেন। তার পরামর্শ মোতাবেক আমি একটি চুরি মামলা দায়ের করি যাহার নম্বর ০৫/১৬৭।

মামলা দায়েরর পর কিছুদিন অতিক্রম হলে মামলার বিষয় থানা পুলিশের কোন তৎপরতা না দেখায় আমি ও আমার বড় ভাই ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের স্বরনাপন্ন হই। তিনি মামলাটির বিষয় ব্যবস্থা গ্রহনের আশ্বাষ দেন। গতকাল ১৫ জুলাই  আমরা দুই ভাই পুনরায় ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নিকট স্বরনাপন্ন হয়ে তাকে ডাকাতির বিষয় অবগত করলে তিনি আজ ১৬ জুলাই আমাদের বাড়ীতে এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহেনের আশ্বাস দেন।

বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন “বেনাপোল এক্সপ্রেস” চালুর অবকাঠামোর প্রস্তুতি প্রায় শেষ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চালু করা হচ্ছে এ ট্রেন সার্ভিস। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কাল ১৭ই জুলাই বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে বেনাপোল রেল স্টেশন আসেন রাজশাহী জোনের সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ওয়াসিম কুমার তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামানসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

এদিকে বিকালে ৮৫ যশোর- শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন “বেনাপোল এক্সপ্রেস” চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শন করেন। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন সার্ভিসটির নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে তিনি এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। আগামীকাল দুপুর সোয়া ১টায় ট্রেনটি যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

নওগাঁয় দৈনিক যায়যায় দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন, নওগাঁ প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক ‘যায়যায় দিনের পত্রিকা ১৪ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ প্যারীমোহন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ( রফিক )। সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.ইকবাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানি, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোরওয়ার্দী হোসেন,  সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার (নাইছ)। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সহ-সভাপতি মো.খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস.এম. আজাদ হোসেন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক বনিক বার্তার নওগাঁ প্রতিনিধি এবাদুল হক, দৈনিক যায়যায়দিন এর নওগাঁ প্রতিনিধি রুহুল আমিন, জয়যাত্রা টেলিভিশন এর জেলা প্রতিনিধি ফারমান আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম মিন্টু,নাহিদ খান, রুবেল হোসেন সহ প্রমূখ।

পরে অতিথিরা কেক কেটে পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন। এসময় নওগাঁর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নওগাঁ প্যারীমোহন লাইব্রেরী চত্বর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি কার্যক্রমের শুরু থেকে সাংবাদিকতার সকল ধারা অব্যাহত রেখে তাদের প্রকাশনার ১৪ বছর পার করেছে। আগামী দিনেও পত্রিকাটি তাদের সুনাম ধরে রেখে প্রকাশনাকে আরো বহুদুর নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, দেশের সমস্যা ও সম্ভবনা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

নওগাঁয় সচ্ছভাবে পুলিশে লোক নিয়োগ চাকুরী পেলেন শ্রমিক ও রিক্সা চালকের ছেলেমেয়েরা

নওগাঁ প্রতিনিধিঃ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় এবার স্বচ্ছভাবে পুলিশে লোক নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ কনেস্টবল পদে মোট চাকুরী পেয়েছেন ১২০ জন। কনেস্টবল পদে চাকুরী প্রাপ্তদের মধ্যে অধিকাংশই সাধারন কৃষক, দিনমজুর, রবিদাস, মুক্তিযোদ্ধার হতদরিদ্র নাতী, রিক্সা চালকের মেয়ে, ভিক্ষুকের ছেলেও পেয়েছেন চাকুরী।
নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও নওগাঁ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম ইতি পূর্বেই বলে ছিলেন, বঙ্গবন্ধুর ‘সোনা বাংলা’ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ‘দুর্নীতি মুক্ত দেশ আধুনিক দেশ’ গড়তে আগামীতে পুলিশে কনেস্টবল পদে যারা চাকুরী প্রত্যাশী তারা কেই যেন কোন দালাল চক্রর ফাঁদে পড়ে চাকুরীর জন্য দালাল চক্রসহ কাউকে যেন টাকা না দেন। শুধুমাত্র মেধা ও যোগ্যতা সম্পূর্ন হলেই বিনা টাকায় পুলিশ কনেস্টবল পদে চাকুরী পাবেন চাকুরী প্রত্যাশীরা। 
নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা জানান, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম তার কথাই রাখলেন। দালাল চক্র মুক্ত ও তদবির বিহীন মেধা ও যোগ্যতা সম্পূর্ন চাকুরী প্রত্যাশী ৩ জুলাই ১২০ জন নারী-পুরুষকে পুলিশ কনেস্টবল পদে চাকুরী দিলেন। পার-নওগাঁ পারঘাটি মহল্লার হরজিন পল্লীর রবিদাস সম্প্রদায়ের শিল্পী রাণী রবিদাস। শিল্পীর বাবা ব্রিজের মোড়ে জুতা সেলাই করতেন। গত বছর বুকের ভালব নষ্ট হয়ে মারা গেছেন। তার মা ও বৃদ্ধা দাদিকে নিয়ে তাদের সংসার। এক সময় বিভিন্ন লোকজনদের বাড়িতে গৃহস্থলী কাজ করতেন। পরিবারের এক মাত্র অর্থ উপার্জনকারি বাবা মারা যাওয়ার পর শিল্পীর মা শত অভাব-অনটনের মধ্যে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছেন। বর্তমানে শিল্পী নওগাঁ কলেজে অনার্সে ভর্তি হয়েছেন।
আমরা গরীব মানুষ। বেশি ভাগ দিন ঠিক খারাব মেটানো সম্ভব হতো না। সমাজে শতশত বৃত্তবান মানুষ রয়েছে। তাদের সন্তানদের চাকুরি নিতে লাখ লাখ টাকা দিতে প্রস্তুত। কিন্তু নওগাঁয় পুলিশ কনেস্টবলে চাকুরি পেতে কোন টাকা পয়সা লাগেনি। আগামিতে তিনিও স্বচ্ছতা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করবো। 
শিল্পীর পুলিশে চাকুরি হওয়ার সংবাদে হরজিন পল্লী রবিদাস সম্প্রদায়ের পাড়াতে চলছে আনন্দের বন্যা বইছে। পাশাপাশি মিষ্টি বিতরণও করা হয়।
শুধু শিল্পী নয় ! এই ভাবে নওগাঁয় পুলিশ কনেস্টবল পদে টাকা ছাড়াই নিয়োগ হয়েছে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের মৃত তারা মোল্লার ছেলে লাল চাঁন আলীর। সহায় সম্পদ বলতে কিছুই নেই তার। লাল চাঁন আলী নওগাঁর মহাদেবপুরের নওহাটামোড় (চৌমাশিয়া) বাজার বাস ষ্টান্ডে দাঁড়ানো বাসের যাত্রীদের কাছে ভিক্ষার টাকায় সংসার চালানোর পাশাপাশি তার ছেলে ফিরোজ হোসেনকে লেখাপড়া শিখিয়েছেন। ভিক্ষুক লাল চাঁন আলীর ছেলে ফিরোজ হোসেন এবার পুলিশ কনেস্টবল পদে চাকুরী পেয়েছেন।
আরো কয়েক জন অভিভাবক ও একইভাবে বলেছেন, যে এইবার কোন প্রকার টাকা বা দালাল ছাড়াই জেলা পুলিশ সুপার সচ্ছভাবে ১২০ জনকেই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়েছেন।     
বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটানিয়ন চন্দন কুমার দেব জানান, নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের অনেকের সাথে তার কথোকথন হয়েছে। তারা সবাই জানিয়েছেন, এ বছর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনেস্টবল পদে চাকুরি হয়েছে। এ জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আরো জানান,  আগামাতিও একই ভাবে সকল চাকুরিতে সকল পদে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১২০ জন ছেলে-মেয়ের পুলিশ কনেস্টবল পদে চাকুরী হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মধ্যে অধিকাংশই সাধারন কৃষক, দিনমজুর, রবিদাস, মুক্তিযোদ্ধার হতদরিদ্র নাতী, রিক্সা চালকের মেয়ে ও ভিক্ষুকের ছেলেও পেয়েছেন চাকুরী। পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারের নিয়োগ আরো স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনা বাংলা’ ও প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ‘দুর্নীতি মুক্ত দেশ আধুনিক সোনার বাংলা’ গড়তে পুলিশে কনেস্টবল পদ স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে- এই নতুন পুলিশ সদস্যরা প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ‘দুর্নীতি, ক্ষুধা মুক্ত আধুনিক সোনার বাংলা’ গড়তে তৎপর থাকবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget