Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় রিকের উদ্যোগে অতিদরিদ্র সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর নওগাঁ এরিয়ার উদ্যোগে অতিদরিদ্র সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।  বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের রুমে ৫জন শিক্ষার্থীকে ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রধান অতিথি হিসাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে রিক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মুহা: আব্দুল আলিম, নওগাঁ-২ এরিয়ার এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, নওগাঁ সদর শাখার শাখা ব্যবস্থাপক একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। চেকগুলির মধ্যে নওগাঁ সদর উপজেলায় দুইজন, মহাদেবপুর উপজেলার দুইজন ও বদলগাছী উপজেলায় ১জনকে প্রদান করা হয়।

নওগাঁয় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

প্রতিনিধি নওগাঁ: “সুস্বাস্থেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৯ পালিত হয়েছে। বন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ সরকারী কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনাান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ অফিসের সহকারী উপ-পরিচালক  এ.কে,এম দিদারুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা মাদকের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করে। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীরা উপিস্থিত ছিলেন।


উলাশীর নীলকুঠি পার্কে-বোমা হামলা ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলায় একমাত্র আধুনিকতম বিনোদন পার্কটি এখন ঝুকির মুখে নীলকুঠি নামের এই পার্কটিতে মঙ্গলবার(২৫/০৬/২০১৯ইং) তারিখ সকাল ৮ টার দিকে শতাধিক দুর্বৃত্ত নীলকুঠিতে হামলা চালায়। তারা প্রথমে বিনোদন কেন্দ্রর্টিকে আসা পর্যটকদের উপর বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে অনেকে আহত হয়।

জীবন বাঁচতে তারা পাশর্^বর্তী বাড়ী ঘরে আশ্রয় নেয়। পরে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য,বিনোদন কেন্দে নির্মিত শৈল্পীক নিদর্শন গুলি ভাংচুর,শাতাধিক বনজ,ফলজ গাছ কেটে ফেলে। এতে বিনোদন কেন্দ্রটিতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নীলকুঠি পার্কের স্বত্ত্বাধিকারী এবং উলাশী ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন পার্ক সংলগ্ন পাশর্^বর্তী ঝিকরগাছা থানার নির্বাস খোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ২নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার আইনাল এর নির্দেশে এই তান্ডব চালানো হয়। বিএনপি-জামায়াত তুষ্ট আইনাল লোক দ্বারা ইতো পুর্বে উলাশী বাজারে তার উপর বোম বিস্ফোরন ঘটিয়ে হত্যা চেষ্টা চালায়।

আল্লাহর অশেষ রহমতে সে চালানে আমি বেঁচে যাই। আবেগ ঘন কন্ঠে তিনি সাংবাদিকদের বলেন, অত্র এলাকায় শুধুমাত্র মানুষের বিনোদনের কথা চিন্তা করে সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পার্কটি নির্মান কাজ হাতে নিয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহ যোদ্ধা হয়ে কাজ করে চলেছি। বিএনপি-জামায়ত তা ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কয়েকজন হামলাকারীদের চিহিৃত করতে সক্ষম হয়।

এ হামলার ঘটনায় ক্ষতিপুরনের দাবী জানিয়ে চিহিৃতদের বিরুদ্ধে মামলা করবেন বলে পার্কের স্বত্তাধীকারী তরিকুল ইসলাম মিলন জানান।  এদিকে হামলার পর পরই ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক পুলিশের একটি দল সেখানে পৌছান। পুলিশের আগমনের খবর টের পেয়ে বোম হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে ঝিকরগাছা থানা,নাভারন সার্কেলের পুলিশ কর্মকর্তাগন শার্শা থানার পুলিশ এবং হাইওয়ে পুলিশের টহলদল সেখানে সর্বক্ষনিক পাহারায় রয়েছেন।

ঝালকাঠির কন্যা পরমা সায়ন্তনির দেশের জামদানিকে বিশ্বব্যাপী পরিচিতি লাভের জন্য নিরলস চেষ্টা


রিপোর্ট : ইমাম বিমান: দেশ স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকেই ভারত বর্ষ শাসনামলে তথা মোগল সম্রাট শাসনামলের আগে থেকেই রাজা বাদশা ও নবাব পরিবার জামদানি জাদুতে মুগ্ধ ছিলো আর সেটা যদি হতো ঢাকাইয়্যা জামদানি তাহলে তো তার কোন তুলনা ছিলোনা তৎকালীন নবাব পরিবারের। সেই মোগল আমল থেকেই বিখ্যাত ছিলো এই জামদানি।
 
বর্তমানে জামদানি নানা স্থানে তৈরি হলেও সেই মোগল আমল থেকেই ঢাকাকে জামদানির আদি নিবাস তথা জন্মস্থান বলে গন্য করাহতো যা আজও বিদ্যমান থাকায় জামদানি বয়নের অতুলনীয় পদ্বতি  ইউনেস্কো কতৃক একটি অন্যন্য সাধারণ কালচারাল হিসাবে স্বীকৃত পেয়েছে।
 
আজ তারই ধারাবাহিকতা বজায় রাখতে, নিজ জন্মভূমি বাংলাদেশের গর্বের এই ঐতিহ্য জামদানিকে বিশ্ব ব্যাপী পরিচিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ঝালকাঠির গর্বিত সন্তান দক্ষিণ কোরিয়ার হানসিউ ইউনিভার্সিটির এসিট্যান্ট প্রফেসর ও বাংলাদেশের নন্দিত ফ্যাশন ডিজাইনার পরমা সায়ন্তনী। তারই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে জামদানি নিয়ে লেখা পরমা সায়ন্তনীর লেখা 
 
"দি ট্রাডিশনাল আর্ট জামদানি উইভিং" বইটি প্রকাশ করেছে বিশ্বখ্যাত প্রকাশনী সংস্থা লেম্বার্ট একাডেমিক পাবলিসিং। গবেষণা ধর্মী প্রবন্ধ ছাড়াও এই বইয়ে সংযোজন করা হয়েছে জামদানির ১১১ টি ডিজাইন কালেকশন। 

ঢাকা ইউনিভার্সিটি চারুকলা বিভাগ থেকে অধ্যায়ন করা শিল্পমনা পিতা সরদার সামসুল ইসলাম এবং মা ঢাকার সনামধন্য বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে ঢাকা জয়কালী মন্দির অবস্থিত হোমিও প্যাথিক কলেজ থেকে ডি এইচ এম এইচ কোর্স সম্পন্ন করে মানবসেবায় ডাক্তারি পেশায় একজন সনামধন্য হোমিও প্যাথিক চিকিস্যক হিসেবে পরিচিতি লাভ করেন।

শিল্পমনা পিতা সরদার সামসুল ইসলাম ও মানবসেবি মাতা নাছিমা আক্তারের এক ছেলে ও এক মেয়ে। বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান পরমা আজ পিতা মাতার
অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের বিজিএমইএ উনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির উপরে অনার্স সম্পন্ন করে। অনার্স শেষে উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে পরমা সায়ন্তনী দক্ষিণ কোরিয়ার হানসিউ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে ফ্যাশন ডিজাইন ও ফাইন আর্টস নিয়ে মাস্টার্স সম্পন্ন করে সেখানে সহকারী প্রফেসর হিসাবে কাজ করেছেন।

লেখা পড়ার মাঝে নিজ জন্মভূমিকে বিশ্বের দরবারে পরিচিতি লাভের প্রয়াসে ফ্যাশন ডিজাইন ও পেইন্টিংয়ে ১০ টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন কারেন। পরমা সায়ন্তনী জামদানিকে ফ্যাশন বিশ্বে নতুন রূপে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে আন্তর্জাতিক পরিসরে প্রথমবারের মতো জামদানি নিয়ে মেয়ের বই প্রকাশিত হওয়ায় উচ্ছসিত পরমা সায়ন্তনীর বাবা সরদার শামসুল ইসলাম। পরমাদের আদি নিবাস বরিশালে হলেও বেড়ে ওঠা ঢাকায়। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া ও চায়না সহ বিভিন্ন দেশে এগজিবিশনে অংশ নিয়েছেন পরমা সায়ন্তনী। জামদানিকে টিকিয়ে রাখতে হলে সমিহিত উদযোগের তাগিদ দিলেন পরমা সায়ন্তনী।


বেনাপোলে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের সুস্থতা কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত। জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বেনাপোল প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে সকল সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সাধারন মুসুল্লিদের উপস্থিতিতে মঙ্গলবার মাগরিব বাদ অনুষ্ঠিত হয়। এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল রেল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাঈদ আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক মো: জোহর আলী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেন। ২৫ জুন মঙ্গলবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা বেলা সাড়ে ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আরিফুল ইসলাম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মো. জোহর আলী বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. জোহর আলী পরিচিত হন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার  সহিত সাংবাদিকদের সকল প্রশ্নের জবাব দেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget