Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধানের পর এবার মরিচেও লোকসান
আদমদীঘিতে মাত্র ১২ টাকা কেজিতে কাঁচা মরিচ হতাশ কৃষকরা

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ধানের লোকসান কাটিয়ে উঠতে লাভের আশায় মরিচ চাষ করেও কৃষকরা লোকসানের হাত থেকে রেহায় পাচ্ছেন না। চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাজারে দাম কম হওয়ায় কৃষকরা লোকসানে পড়েন। সেই লোকসানকে পুষিয়ে নিতে তারা কাঁচা মরিচ চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বর্তমান বাজারে মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করায় ধানের লোকসান পুষিয়ে নেয়াতো দুরের কথা মরিচ চাষে উৎপাদন খরচই তুলতে পারছেন না। এখানেও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। ফলে তারা হতাশায় পড়েছেন।

আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ১৮৮বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমান বেশী ছিল। এখানকার মরিচ ঢাকা চট্রগ্রাম সিলেট কক্স্রবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে সরবরাহ করা হয়ে থাকে। আমইল গ্রামের মরিচ চাষী জাহাঙ্গীর আলম জানায়, ইরি বোরো ধান বাজারে কম দাম পাওয়ায় সেই লোকসান পুষিয়ে নিতে এবার বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে। এক বিঘা জমিতে মরিচ চাষে জমি তৈরী লাগানো, ফসলে খাবার, পোকা দমনে ঔষধ প্রয়োগ, পরিচর্যা শ্রমিকের মজুরীসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ হাজার টাকা খরচা হয়ে থাকে। কিন্তু মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছেনা। সালগ্রামের মরিচ চাষী হামিদুল ইসলাম সাড়ে ৮হাজার টাকা খরচ করে ১০শতক জমিতে মরিচ চাষ করে দাম কম পাওয়ায় হতাশায় পড়েছেন। 

কাঁচা মরিচ পাইকার ব্যবসায়ী সোহেল ও ফারুক হোসেন জানায়, আদমদীঘি এলাকা থেকে কক্্রবাজার, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মন কাঁচা মরিচ ট্রাক যোগে সরবরাহ করা হয়।  বাজারে কাঁচা মরিচের অধিক সরবরাহ ও পাইকার কম থাকায় মূল্য কমে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবি মিঠুন চন্দ্র অধিকারি জানায়, এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে সরবরাহ বেশি কিন্তু পাইকার বা ক্রেতা কম থাকায় কাঁচা মরিচের দাম কিছুটা কমে গেছে।

নওগাঁ বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার                                                                                                                                                                            কল্যান কেন্দ্রে  আইপাস বাংলাদেশ ইউকে এইড আর্থিক সহায়তায় ও বি এন এন আরসি’র কারিগরি সহায়তায় বরেন্দ্র রেডিও’র আয়োজনে ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে পরিবার পরিকল্পনা  দীর্ঘ মেয়াদী পদ্ধতি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকারের এর সভাপতিত্বে ও সুব্রত কিশোর হালদারে সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আশীষ কুমার সরকার । এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা জনাব, মোসা: লুৎফন নেছা, উপ সহকারী মেডিকেল অফিসার বিলকিস  বানু, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেশমা আক্তারসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উঠান বৈঠকে অংশগ্রহনকারীদের নারী, নব দম্পতি ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বয়:সন্ধিকাল । বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা দীর্ঘ মেয়াদী ও প্রজনন স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয় ।

আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারেনি ভবিষ্যতেও পারবে না -খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে যতই ষড়যন্ত্র হয়েছে, দল ততই উজ্জ্বল হয়েছে। যত ষড়যন্ত্রই হোক, আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
 গত রবিবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জিরোপয়েন্ট মুক্তমঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে দলটির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে মন্ত্রী আরও বলেন, শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ গড়ে ওঠে। সে লক্ষ্য পূরণও হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যা কিছু প্রাপ্তি, তা আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। প্রতিটি অর্জনে আওয়ামী লীগই বাংলার মানুষকে কিছু দিয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষ কিছু পেয়েছে। এর বাইরে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশকে কিছুই দিতে পারেনি।
দলীয় নেতাকর্মীদের সততা, ত্যাগ ও বঙ্গবন্ধুর আদর্শে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সততা ও বঙ্গবন্ধুর আদর্শে দেশ-জাতির জন্য নিবেদিতপ্রাণ হতে হবে। মানুষের অধিকার আদায় করতে গিয়ে চারটি সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হক মাষ্টার, আব্দুল আমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বারী শাহ্ চৌধুরী (বাবু চৌধুরী), বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুজ্জামান।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি সাপাহার উপজেলা প্রশাসনের সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবীলের অর্থ বিতরণ সহ শিল্পকলা একাডেমীর ২য় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

৫ম শ্রেণীর ১৯৯১ ব্যাচের বন্ধু ফোরামের পক্ষ থেকে
সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯৯১ ব্যাচের বন্ধু ফোরামের তহবিল থেকে বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস ব্রজো মন্ডলের কাছে কম্পিউটার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজিকেল কিস্কু, মি: ভরত কিস্কু, শ্যাম মার্ডী, ববি, চন্দনা এবং ৫ম শ্রেণীর ৯১ ব্যাচের বন্ধু ফোরামের মামুন,আপেল,নাসরিন সুলতানা হীরা, শামস্ হীরা, রোকেয়া,আসাদুল হক প্রমূখ।

নওগাঁয় মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বী-বার্ষিক থানা কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বী-বার্ষিক থানা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্যারীমোহন সাধারন গ্রন্থাগার হল রুমে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বী-বার্ষিক থানা কাউন্সিলের আয়োজন করেন। এসময় প্রধান নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড খোদাদাদ খান পিটু। এছাড়া নির্বাচন কমিশনার এস,এম সহিদুল আলম, মো. আব্দুল খালেক, মাহমুদুন নবী বেলাল, উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মো. খাদেমুল ইসলাম, আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মোছা. সাহিদা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বী-বার্ষিক থানা কাউন্সিল নির্বাচনে সভাপতি আবুল কালাম আজাদ, সাধানর সম্পাদক খোরশেদ আলম নির্বাচনে নির্বাচিত হন।

আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী

নওগাঁ প্রতিনিধি:
ÒMove, Learn and Discover” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নওগাঁয় আন্তর্জতিক অলিম্পিক ডে পালিত হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে প্রথমেই সকাল ৭টায় প্রায় জেলার শতাধিক ক্রীড়া সংগঠক, খেলোয়ার ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা স্টেডিয়াম থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন অলিম্পিক ডে রান নওগাঁ জেলার অনুমোদিত কমিটি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন (ইদু), জেলা রেফারী সমিতির সাধারন সম্পাদক মোকলেছুর রহমান মন্টু, জেলা অ্যাম্পায়ার এন্ড স্কোর এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ন কবীর, সাধারন সম্পাদক সেলিম হোসেন সাবু, সোনালী অতীত খেলোয়ার সমিতির সাধারন সম্পাদক ইফতেখার আলম, আহসান হাবিব সেন্টু প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget