Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


৫ খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট

নওগাঁ জেলা প্রতিনিধি: ‘দুর্নীতির সূতিকাগার’ হিসেবে খাদ্যগুদামগুলোকে চিহ্নিত করেছিলেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কথা দিয়েছিলেন এসব গুদামে সারপ্রাইজ ভিজিটে যাবেন। মন্ত্রীত্বের ৫ মাসে আকস্মিক ঝটিকা সফর করে রীতিমতো চমকে দিচ্ছেন গুদামের কর্মকর্তাদের।

সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারও (১৪ জুন) ঘরে বসে না থেকে মন্ত্রী আচমকা ঢুকে পড়লেন কোন না কোন খাদ্যগুদামে! আর এজন্য টার্গেট করলেন রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৫ টি খাদ্য গুদামকে।

২৬ টাকা দরে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার আগে শুক্রবার বিকেলে গুদামগুলো ঘুরে ঘুরে পাকা জহুরির মতো যাচাই-বাছাই করলেন সংরক্ষিত ধান, চাল ও গম।

আবার কর্মকর্তাদের সতর্ক করলেন কৃষকদের কাছ থেকেই ধান কেনার সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকরে কোন অনিয়ম হলেই অ্যাকশনে যাওয়ার কঠোর মানসিকতার কথা।

তটস্থ কর্মকর্তারাও অঙ্গীকার করলেন সরকারি সিদ্ধান্ত কঠোরভাবেই বাস্তবায়নের। মন্ত্রী অত:পর ছুটলেন বাজারেও। কথা বললেন কৃষকদের সঙ্গে। ক’দিনের আগের কৃষকের অভিযোগ যেন হাওয়ায় মিলেছে!

এখন ধানের দাম বাড়ায় খুশি কৃষকরা। মাঠের এ আসল নায়করাই জানালেন, বাজারে জিরাশাইল ধান ৮’শ থেকে ৮৪০ এবং মোটা ধান ৬৬০ থেকে ৭১০ টাকা দামে বিক্রি হচ্ছে।

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের থেকে টানা তিনবার নির্বাচিত প্রবীণ আওয়ামী লীগ নেতা সাধন চন্দ্র মজুমদারের হাতে এবার খাদ্যমন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক পরিবারে বেড়ে উঠা তৃণমূলের অভিজ্ঞ এ রাজনীতিক মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই এ মন্ত্রণালয় ও এর অধীনে সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন।

মন্ত্রণালয় ও অধীনের সেক্টরগুলোর ভেতরে-বাইরে ঘাপটি মেরে থাকা দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদে পদে খেসারতও গুণতে হয়েছে তাকে। কথিত শক্তিশালী সিন্ডিকেটের কূপানলে পড়েছেন। তবুও নিজের অবস্থান থেকে সরে আসেননি সাধন চন্দ্র মজুমদার।

সারা দেশে ধানের বাম্পার ফলনে ধানের দাম খানিকটা কমে যাওয়ায় ক’দিন আগেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শে এখন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতাও পেতে যাচ্ছেন তিনি।

ক’দিন খাদ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী জানিয়েছেন, কৃষকের কাছ থেকে আরো ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তের কথা। ২৬ টাকা কেজি দরে এ ধান সংগ্রহ করা হবে। এতে করে কৃষকরা আশাবাদী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই বাজারে বেড়েছে ধানের দাম। ফলে খানিক নির্ভার কৃষকদের মতো মন্ত্রীও।

তবে মন্ত্রী আত্মতুষ্টিতে না ভুগে ঈদের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (০৬ জুন) নিজেই আচমকা বাজার পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন। সেদিন বাজারে গিয়ে চাল, আটা, মাছ, মাংস, ডিম ও অন্যান্য পন্যের দর যাচাই করেন। অতীতে খাদ্যমন্ত্রীদের সারপ্রাইজ ভিজিটের ঘটনা না ঘটলেও এক্ষেত্রে সাধন চন্দ্র মজুমদার নজির স্থাপন করেছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেল থেকে রাত সাড়ে ৯ টা অবধি মন্ত্রী আকস্মিক হানা দিলেন রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, আমনুরা ও মোহনপুর খাদ্যগুদামে।

জানতে চাইলে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া গণমাধ্যম কর্মীদের জানান, মন্ত্রী এসব খাদ্য গুদামে সংগ্রহকৃত ধান, চাল ও গমের মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার কঠোর নির্দেশ দিয়েছেন। আর এক্ষেত্রে সংশিষ্ট কর্মকর্তারা কোন রকমের সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক তাকে জানানোর কথা বলেছেন।

একই রকম তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু। তিনি জানান, বোরো মৌসুমে সংগ্রহ অভিযানের গতি যেখানে শ্লথ সেখানে গতি বাড়াতে কার্যকর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কৃষকদের ছাড়া অন্য কারো কাছ থেকে যেন ধান কেনা না হয় সেজন্য পুনরায় সবাইকে সতর্ক করেছেন।

দু’টি জেলার খাদ্যগুদামগুলোতে নিজের আকস্মিক হানার বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতেই নতুন করে সরাসরি তাদের কাছ থেকেই ধান কেনার নির্দেশনা সফলতার সঙ্গেই বাস্তবায়ন করতে চাই।

এজন্য আমি খাদ্যগুদামগুলোতে ঝটিকা সফর করছি। পাশাপাশি ধানের বাজারও ঘুরে দেখেছি এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। ধানের দাম নিয়ে এখন আর তাদের কোন অভিযোগ নেই।’

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
শার্শা উপজেলার বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  শার্শা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ,যুবলীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাস্তহারা লীগ, শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। বিকাল ৫টার পর তা বিশাল সমাবেশে রুপ নেয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাহাদুরপুর মোড় সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,বাস্তহারা লীগের সেক্রেটারী মোহাম্মমাদ আলী।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত বৃহস্প্রতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টুর বাড়িতে অজ্ঞাত দূর্বত্তরা বোমা হামলা চালায়। এ হামলায় আওয়ামীলীগের আরেকটি অংশ ( মেয়র গ্রুপ) জড়িত বলে অভিযোগ আনেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, ইমরান,পারভেজ,শ্রমিক নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ।

ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আম উৎসব উদযাপন

রিপোর্ট : ইমাম বিমান : ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১৫ জুন ২০১৯) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে 'একটি শিশু দুটি আম'  শীর্ষক আম উৎসব করা হয়। উৎসবে অসহায় পরিবারের শতাধিক শিশুকে ২টি করে আম দেয়া হয়।

জেলা প্রশাসক মো. হামিদুল হক আম উৎসবে প্রধান অতিথি ছিলেন। তিনি শিশুদের হাতে আম তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। বন্ধুসভার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সূর্যালোক নিউজ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় বক্তৃতা করেন। 

এ প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খোকনসহ বন্ধুসভার কর্মকর্তা-সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিরা আম উৎসবে উপস্থিত ছিলেন।

পত্নীতলায় ২২০ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক

 মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ):  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল দল ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন
 
শুক্রবার ১৪ জুন রাত  ২ টায়   গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।যার সিজার মূল্য-৮৮,০০০/- টাকা। ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামী 
১। শ্রী কার্তিক (২৮), পিতা-সুমীর বর্মন, গ্রাম-শীতলডাংগা, থানা-সাপাহার।
২। মোঃ সেকান্দার (৪০), পিতা-মৃত নাসির উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা।
৩। মোঃ আপেল মাহমুদ (৪০), পিতা-আলিম উদ্দিন, গ্রাম-রামচন্দ্রপুর, থানা-ধামুইরহাট ও
৪। মোঃ সিদ্দিক (২৮), পিতা-মৃত জামাল উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা প্রত্যেকের জেলা-নওগাঁ। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+  জানান ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামীর বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৭, তারিখ ১৪ জুন ২০১৯)।

নওগাঁয় "বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল" বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সাটফিকেট বিতরণ

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁয় "বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল" বিষয়ক ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাটফিকেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্রগ্রাম আয়োজিত ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রায় ৩৫ জন সদস্যকে দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা শেষে সাটফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাটফিকেট বিতরণ করেন নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার উপদেষ্টা নওগাঁ পৌর সভার সাবেক নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত। নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সাটফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার উপদেষ্টা সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বিএফআরআই এর চট্টগ্রাম কাষ্ঠ সংরক্ষন বিভাগের রিসার্চ অফিসার আব্দুস সালাম ও ফিল্ড ইনভেষ্টিগেটর মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক হেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মাননীয় প্রধান মন্ত্রীর নিকট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে রংপুর বিভাগের নীলফামারী জেলার ডোমার উপজেলার বাস্তবায়িত “আজ্ঞলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপন (আরবিঅঅরটিসি)” শীর্ষক প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুন মাসে শেষ হলে এই প্রকল্পটি নওগাঁয় শুরু করার জোর দাবী জানান।

নওগাঁয় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্রগ্রাম আয়োজিত ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় "বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল" বিষয়ক
২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রায় ৩৫ জন সদস্যর মাঝে শুক্রবার সকালে নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে
সাটফিকেট বিতরণ করেন সংস্থার উপদেষ্টা প্রকৌশলী গুরুদাস দত্ত ও সংস্থার উপদেষ্টা সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল।

নওগাঁয় "বাঁশের যোজিত পণ্য তৈরীর কৌশল" বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার  উদ্ধোধন

নওগাঁর যুবক চট্টগ্রামে
মেহেদীর রং না শুকাতেই দূর্ঘটনায় কেড়ে নিল প্রাণ

নওগাঁ প্রতিনিধি: বিয়ে হয়েছে কিছুদিন হলো। বিয়ের সময় হাতে লাগানো মেহেদীর রং এখনো শুকায়নি। কিন্তু তার আগেই এক সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন আল মামুন হোসাইন (২৭) নামে এক যুবক। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের পাশে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। তিনি চট্টগ্রামে ঔষধ কোম্পানি ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালসে’ এমপিও হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে। বাবার নাম আফজাল হোসেন ভাদু।
 
জানা গেছে, রমজানের কয়েকদিন আগে পাশের গ্রামের রামচন্দ্রপুরের মেয়ে সুরমিকে পারিবারিক ভাবে বিয়ে করেন আল মামুন হোসাইন। এরপর ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। গত ৮ জুন শনিবার বউ ভাত অনুষ্ঠিত হয়। ছুটি শেষে আল মামুন গত ৯জুন কর্মস্থল চট্টগ্রামে মা ও বউকে সঙ্গে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চট্টগ্রামের মানিকছড়ি থেকে ফটিকছড়ি সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের পাশে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে আল মামুন গুরুত্বর আহত হন। এসময় তাকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর আল মামুন এর সহকর্মীরা (কলিগ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবিসহ আপলোড করেন। এরপর বিষয়টি জানার পর আল মামুনের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
 
আরো জানা যায়, আল মামুনরা তিন ভাই-বোন। তিনি সবার ছেটে। নিন্মবৃত্ত পরিবার। বাবার একটি ছোট মুদি দোকান আছে। অভাবি সংসারে কষ্ট করে পড়াশুনা করেছেন আল মামুন। প্রায় দেড় বছর হলো ঔষধ কোম্পানিতে যোগদান করেছেন। সংসারে সুখের ছায়া এখনো আসেনি। কিন্তু তার আগেই একটি দূর্ঘটনায় স্বপ্ন সব কেড়ে নিল। নববধুকে রেখেই না ফেরার দেশে চলে যেতে হলো।
 
আল মামুনের এক কলিগ শাহিন উদ্দিন তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘দেখা হবে না আর, কথা হবে না আর। সড়ক দূর্ঘটনায় কেড়ে নিল। প্রিয় মামুন ভাইকে। আল্লাহ প্রিয় ভাইকে জান্নাত দান করুন। আমিন।’
আরেক সহকর্মী ফরকানুল ইসলাম বলেন, ‘নিজেকে কিভাবে সান্তনা দিব বুঝতেছি না...। এত চেষ্টার পরও আপনাকে বাঁচাতে পারলাম না। আল্লাহ আপনাকে পরপারে ভাল রাখুক। আমিন।’
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার কোন ধরনের সহযোগীতা চাইলে সহযোগীতা করা হবে বলে আশ্বস্ত করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget