Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “ফলের রাজা আম, আমের রাজা পোরশা” শ্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গোপালভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বড় মাদ্রাসার পাশের আম বাগানে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার পোরশার আম অধিকতর নিরাপদ এবং এই আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্যকর্মকর্তা শওকত জামিল প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক মোস্তফা শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন সহ আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁর রাণীনগরে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন নির্বাহী কর্মকর্তা

নওগাঁ প্রতিনিধি: গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কিনছেন নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও খাদ্য বিভাগ। গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনছেন নির্বাহী কর্মকর্তা আল মামুন।
 
এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহানী গ্রামে গিয়ে দুইজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ মেট্টিক টন ধান ক্রয় করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও ইউনিয়নের কুজাইল, বেতগাড়ী, কুবরাতলীসহ বিভিন্ন গ্রামে গিয়ে ধান ক্রয় করা হয়। এসময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম লিটন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন প্রমুখ।

কৃষক আব্দুল কুদ্দুস বলেন, নির্বাহী কর্মকর্তা এসে ধান সরাসরি কৃষকদের কাছে ধান কিনবেন এমন কথা শুনে আমি ১০ মন ধান বিক্রি করেছি। সরকার নির্ধারিত মূল্যে আমি ধানের দাম পেয়েছি। এমন ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্য দিয়ে ধান কিনলে সত্যিই কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের আর লোকসানে পড়তে হবে না।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আজ প্রকৃত কৃষকের কাছে থেকে ধান ক্রয় করা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক যতটুকু পারা যায় স্বচ্ছতার ভিত্তিতেই উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার বেশি সংখ্যক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার লক্ষ্যে প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্টিকটন করে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট করতে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যাংকে তাগিদ দেওয়া হয়েছে। তবে প্রান্তিক অনেক কৃষক কৃষিকার্ড ও ব্যাংক একাউন্ট না থাকায় ধান দিতে পারছে না। এতে কৃষকরা ধান বিক্রিসহ অন্যান্য কৃষি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, কিছু মধ্যস্তত্ত্বভোগীদের সিন্ডিকেটের কারণে কৃষকেরা সরকারি মূল্যে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না। তাই যে কোনো উপায়ে ধান কেনাবেচায় কৃষকদের সরাসরি সম্পৃক্ত করার ও ধান বিক্রয়ের বিষয়ে গ্রামের প্রত্যন্ত এলাকার কৃষকদের সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সব সময় তৎপর থাকবে। তিনি ও তার কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ধান কেনার তদারকি করবেন। কোনো ব্যবসায়ী কৃষক সেজে ধান বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়নে কৃষকের বাড়িতে গিয়ে সরাসরি সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। যতদিন না লক্ষ্যমাত্রা পূরন হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় সরকারি ভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ২৬টাকা মূল্যে ৫শত ৩২ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।

নওগাঁয় কৃষকের ধান কাটায় সহযোগিতা করলেন  ছাত্রলীগের নেতাকর্মীরা

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় সদরের সার্কিট হাউস এর পিছনে এক কৃষকের ধান পানিতে তলিয়ে ও ঝড়ে পরে গেলে  শ্রমিক সংকটে দিশেহারা হয়ে যায় ওই কৃষক। কৃষক মোসলেম উদ্দিন জানায়, তার অনুমানিক ১০ কাঠা জমির ধান কাটা নিয়ে তিনি বিপাকে ছিলেন। এমন সময় নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ হাতেই শুক্রবার সকাল ১০টায় তার ধান গুলি কেটে দেন।এতে করে ওই কৃষক স্বস্তির নিশ্বাস ফেলেন। এই বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউলের সঙ্গে কথা বললে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাশে দাড়ানো দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আমরা ওই কৃষকের ধান কাটার সহযোগিতা করি। এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম একরামুল বারী ডলার কর্মসূচিতে ছিলেন। এছাড়া  ফাহিম,  আলামিন, স্পন্দন, শীতল, আকাশ, রাজা,বিশ্বজিৎ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ গ্রহন করেন। তিনি আরও বলেন “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ“এই ব্রত নিয়ে আমরা কাজ করছি  এবং আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।


পবিত্র রমজান মাসে ও চলতি গ্রীষ্ম মৌসুমে সম্মানিত গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করণের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১
পবিত্র রমজান মাসে ও চলতি গ্রীষ্ম মৌসুমে সম্মানিত গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করণের জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১  এর আওতাধীন এলাকাসমূহের বিদ্যুৎ সংক্রান্ত  যেকোন অভিযোগ নিকটস্থ নিম্নবর্ণিত অভিযোগ কেন্দ্র সমূহে মেবাইল ফোনে এবং অত্র সমিতির হট লাইন নং এ যোগাযোগ করার জন্য সম্মানীত গ্রাহকগণকে বিশেষভাবে অনুরোধ করা হল।

সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত: বিএমএসএফ

কুয়াকাটা ২১ মে ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই দাবি আজ সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে। ওয়েজবোর্ডের সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মাঝেও বাস্তবায়ন করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহিপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। 
 
কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিপুর শাখার সভাপতি মিজানুর রহমান বুলেট। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম,কুয়াকাটা পর্যটন হলিডে হোমস এর ব্যবস্থাপক সুভাষ চন্দ্র নন্দি, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হানিফ, মহিপুর থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া শাখার সভাপতি এস কে রঞ্জন, ঝালকাঠি জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হালদার, বিএমএসএফ’র মহিপুর, কলাপাড়া ও কুয়াকাটার সংবাদ কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
সভায় সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ণ সহ ১৪দফা দাবী তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
 
দোয়া মোনাজাত পরিচালনা করেন আলীপুর কেন্দ্রীয় জামে মস্জিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওঃ মোঃ বেলাল হোসাইন।
 
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।

নওগাঁর পত্নীতলায় অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ব্র্যাক আইডিপি ইন্ডিজেনাস প্রজেক্ট পত্নীতলার আয়োজনে মঙ্গলবার ব্র্যাক কার্যালয়ে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, ব্র্যাক আইডিপি নওগাঁর উর্দ্ধত্তন জেলা ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরদার, ব্র্যাকের নওগাঁ জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, এরিয়া ম্যানেজার (দাবী) সাবির আলী, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোবারক হোসেন, জয়নাল আবেদীন, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর প্রতিনিধি সূধীর তির্কী, সাংবাদিক দিলিপ চৌহানসহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget