Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ছোট যমুনা সহ দেশের সকল নদ-নদী দখল ও দূষন মুক্ত করার দাবীতে মানববন্ধন

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ছোট যমুনা সহ দেশের সকল নদ-নদী দখল- দূষন মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবীতে “গীন ভয়েস” নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের নওযোয়ান মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ইঞ্জি: জাকারিয়া সাজু, নওগাঁ কমিউনিস্ট পার্টির সভাপতি এড্যা: মহসিন রেজা, পাখি বিশেষজ্ঞ মুনসুর আলী, সমন্বয়ক গ্রীন ভয়েস ইঞ্জি: রেজুয়ান হোসেন গালিব  প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা সকল নদী রক্ষা দূষন মুক্ত করতে সরকারের দৃঢ পদেক্ষেপ বাস্তবায়নের দাবি করেন।


নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশ উৎসব

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করে স্থানীয় কবি ও লেখকদের নিয়ে গঠিত ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ নামে একটি সংগঠন। সকালে জনকল্যাণ মহল্লার পশ্চিম পার্শ্ব কবি হুমায়ন বটমুল প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ। পরে সেখানে প্রায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশের সাথে আলু ভত্তা, আলু ঘাটি, কাঁচা মরিচ ও পিয়াজ উৎসব করা হয়। এসময় শিশুদের হাতে হাতে একটি করে খেলনা ও বাঁশি উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশ উৎসব

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি প্রত্যয় হামীদ, সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বৈশাখী টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এবাদুল হক, সাংবাদিক রিফাত হোসাইন সবুজ ও আব্দুল মান্নান, সমাজসেবী মৌসুমি সুলতানা শান্ত, সংগঠনের আহবায়ক আশরাফুল নয়ন, সদস্য সচিব অনিন্দ্য তুহিন, কবি অরিন্দম মাহমুদ, কবি মারিয়া আজাদ সহ সামাজিক সংগঠন ও সচেতনরা।
সুবিধা বঞ্চিত শিশুদের অভিভাবকার বলেন, বৈশাখ আসে বৈশাখ যায়। আর বৈশাখের আনন্দ আমাদের অসম্পন্ন থেকে যায়। পান্তা আমাদের নিয়মিত খাবার। কিন্তু ইলিশ মাছ যেন স্বপ্নের মাছ। পহেলা বৈশাখ বিশেষ দিন হলেও আমাদের কপালে বা সন্তানদের মুখে ইলিশ মাছ উঠে না। আর বৈশাখের পরবর্তী সময়ে আনন্দ দিতে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ সংগঠনটি আমাদের সন্তানদের নিয়ে পান্তা-ইলিশের আয়োজন করেছে। যা খেয়ে আমাদের সন্তান খুবই আনন্দিত। আগে কখনেই এমন আয়োজন হয়নি। এছাড়া বাচ্চাদের খেলনা ও বাঁিশ উপহার দেয়া হয়েছে।

নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক সাংবাদিক আশরাফুল নয়ন বলেন, পান্তা-ইলিশ বাঙালীর একটি ঐতিহ্য। পহেলা বৈশাখে বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। কিন্তু নি¤œবৃত্ত পরিবার বা তৃনমূল পর্যায়ের শিশুরা এসব আনন্দ থেকে বঞ্চিত হয়। বাজারে ইলিশের যে দাম তা তাদের পক্ষে কেনা বা খাওয়া সম্ভব হয়না। আর তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য মূলত আমাদের এ আয়োজন। সমাজের যেসব বৃত্তবানরা আছেন তারা যেন এটা দেখে উদ্বৃদ্ধ হতে পারেন। যেন নিজেদের ঘরে ঘরে বৈশাখের উৎসব পালন না করে সবার সাথে আনন্দ ভাগাভাগি করেন।
নওগাঁ সাহিত্য পরিষদের সদস্য সচিব অনিন্দ্য তুহিন বলেন, আমাদের এ সংগঠনটি শুধু সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নয়। পাশপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করা হয়ে থাকে। আর এরই অংশ হিসেবে বৈশাখের পরবর্তী সময়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করব।
নওগাঁ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, আমাদের দেশে পান্তা খাওয়ার প্রচলন প্রাচীন থেকে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা সকালে পান্তা খেয়ে কাটাতাম। তবে এক সাথে এতগুলো সুবিধা বঞ্চিত শিশুদের পান্তা-ইলিশ, আলুর ভত্তা খাওয়ার আলাদা যে আমেজ ও আনন্দ তা বুঝতে পারলাম। এমন আয়োজন করায় ধন্যবাদ জানাই এ সংগঠনকে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শহর কেন্দ্রীক যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেখানে সাধারনত সুবিধা বঞ্চিত শিশুরা যেতে পারেনা। এসব আনন্দ থেকে বঞ্চিত হয় হতদরিদ্র পরিবারে সন্তানরা। আর সুবিধা বঞ্চিত এসব শিশুদের মুখে একটু হাঁসি ফুটাতেই এমন ব্যক্তিক্রম উদ্যোগ নেয়ায় সংগঠনের আয়োজকদের ধন্যবাদ।

নওগাঁর পত্নীতলায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। জানাগেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা বিজিবির অধীনস্থ শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো: আশরাফ আলীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আন: সাড়ে ১১টায় সীমান্ত পিলার ২৬০/৪ হতে আনু: ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩৮ হাজার টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহল দল আটক/সনাক্ত করতে সক্ষম হয়নি।  আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন)খুলনা’র ১৭/৪/২০১৯ইং তারিখের স্বাক্ষরিত এক বার্তায় যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানকে উপস্থিতির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
খুলনা সার্কিট হাউসে মতবিনিময় সভায় নিমন্ত্রন পেলেন শার্শার উদ্ভাবক মিজান

আগামী ২৩ ও ২৪ শে এপ্রিল সার্কিট হাউস খুলনার সম্মেলন কক্ষে ইনোভেটরদের উদ্ভাবিত ইনোভেশনকে শোকেসিং করার নিমিত্ত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হইয়াছে। এতে জেলার শ্রেষ্ট ০৩(তিন)টি ইনোভেশনকে শোকেসিং করা হবে। ঐ একই চিঠিতে জেলা প্রশাসক গনকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুদিন ব্যাপী ঐ অনুষ্ঠানে ইনোভেটরদের ইনোভেশন মডেল,বুকলেট/লিরেট,ক্লোচার্ট এবং ভিডিও সহ উপস্থিতির আবশ্যকতা জানিয়ে দেওয়া হয়েছে।

পত্নীতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা সদর নজিপুর বাসষ্ট্যান্ড এলাকায় বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃহস্পতিবার স্থগিত করেছে কর্তৃপক্ষ। জানা যায় ঐ দিন উচ্ছেদ কৃর্তপক্ষ ঘটনাস্থলে এসে বাসষ্ট্যান্ড জামে মসজিদ মার্কেট উচ্ছেদকালে স্থানীয়দের তোপের মুখে পড়ে। পরবর্তীতে বিকেলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মসজিদটির নিচতলায় দোকানপাট রাখা যাবে না, না,কি সড়ক ও জনপদের জায়গাতে নতুন মসজিদ নির্মাণ করা হবে এমন সঠিক সিন্ধান্ত না পাওয়ায় থমকে গেছে উচ্ছেত অভিযান। এ বিষয়ে বৃহস্পতিবার পত্নীতলা সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রুবেল আলী জানান মসজিদের বিষয়ে বৃহস্পতিবার বৈঠক চলছে, অভিযান আপাতত স্থগিত আছে, সিদ্ধান্তের পর আবারও চালানো হবে। সরকারি জায়গাতে স্থাপনা রয়েছে এমন স্থাপনার মালিকরা বৃহস্পতিবার সকাল হতে ঘর গোছাতে দেখা গেছে।

বাগীশ্বরী সঙ্গীতালয়ের বর্ণাঢ্য  বর্ষপূর্তিতে সঙ্গীতানুষ্ঠান
যীশু সেন:  শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান গত ১৮ মার্চ ২০১৯ খ্রি. সোমবার, বিকাল ৪.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে সম্পন্ন হয়। সঙ্গীতালয়ের সভাপতি সাংস্কৃতিক কর্মী কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণী কথামালা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত, সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস। ডা. সুপণ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক (বিপিএম, পিপিএম-বার)। বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক রিষু তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, অনুষ্ঠানের আহ্বায়ক যীশু সেন, পলাশ দে, প্রকৌশলী সুমন সেন, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. অঞ্জন কুমার দাশ, দোলন দাশ, টিটন ধর, দীপন দাশ প্রমুখ। আলোচনাকালে বক্তারা বলেন, অন্তরাত্মার পরিশুদ্ধতায় সুস্থ ধারার সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক চরিত্র গঠনে ও অপসংস্কৃতির করাল গ্রাস হতে জাতিকে মুক্ত করতে সুস্থ সঙ্গীত চর্চা অনিন্দ্যসুন্দর ভূমিকা পালন করে। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। বাগীশ্বরী সঙ্গীতালয় গত ১৪ বছর ধরে শুদ্ধ সঙ্গীত চর্চায় যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে অতিথিরা যীশু সেন সম্পাদিত “সুরপুষ্প” শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
 
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের যাদের অকুতোভয় যুদ্ধের কারণে আমরা একটি পতাকা, একটি মানচিত্র ও একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সাত বীরশ্রেষ্ঠ তাদের অন্যতম। সাত বীরশ্রেষ্ঠের স্মরণে উৎসর্গিত বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪ বছর পূর্তিতে সঙ্গীতাঞ্জলি। সুদক্ষ সঙ্গীত প্রশিক্ষক, নন্দিত টিভি ও বেতারের কন্ঠশিল্পী রিষু তালুকদারের সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়েছিল। ‘বুদ পবন পুরবাঈ (ধ্রুপদ-কেদার রাগে)’ ও ‘দোলা লাগিল দখিনার বনে বনে (নজরুলের ছায়ানট রাগে)’ অংশগ্রহণে ছিলেন অগ্রজ প্রতীম ঐশি তালুকদার, জয়দীপ চৌধুরী, রিমন সাহা, মৌমিতা দত্ত, মণিষা সরকার, তৃষ্ণা সেন, বিজয় দেবনাথ, সুমন সেন, মৌমিতা বিশ্বাস, দুর্জয় দত্ত, সানি ধর, অধর দত্ত, চুমকী সেন, পুষ্পিতা চৌধুরী, সৌমেন মজুমদার, অর্পিতা ঘোষ, লুসিয়া নাফসি জুঁহি, দেবারতি বিশ্বাস, জয় দে, শুক্লা পাল, অমি চক্রবর্ত্তী, ইমন সেন, স্বস্তিকা দাশ, অর্পিতা দেব, তন্বী দেবী, সুষ্মিতা রায়, নবনীতা দেব, পৃথুলা বিশ্বাস, ধ্রুব পাল, অতন্দ্রিলা দে, সনাতন দাশ, নিগার সুলতানা, রবিন মিত্র, আকাশ দত্ত, শোভন বিশ্বাস ও রানা চৌধুরী।
 
অনুজ প্রতীমদের হাতে লাল সবুজের পতাকা নিয়ে নেড়ে নেড়ে গাইলেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ তখন সত্যি গর্বে বুকটা ভরে উঠেছিলো। অংশগ্রহণে ছিলেন সৌমিক দত্ত, জয়িতা দত্ত, অনিতা ঘোষ, রুম্পা দাশগুপ্তা, অহনা মজুমদার, অনিন্দ্য রায় বিশ্বাস, প্রজ্ঞা মজুমদার, পাপিয়া পাল, কৌশিক সেনগুপ্ত, নবনীতা দাশ, ঋতম ঘোষ, তৃষ্ণা চৌধুরী, রাজ চৌধুরী, পূজা দে, প্রিয়ন্ত সেন, নাদিয়া সুলতানা, অদ্রি সেন, পূজা দাশ, অনিন্দ্য রুদ্র ও সাদনিম সুলতানা।
সপ্ত বীরশ্রেষ্ঠের স্মরণে শুরু হয় মনমুগ্ধকর একক ও দ্বৈত সঙ্গীতানুষ্ঠান।
 
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘মাগো ভাবনা কেন’ অর্পিতা দে, ‘আকাশে হেলান দিয়ে’ নবনীতা দাশ, ‘ধিতাং ধিতাং বোলে’ কৌশিক সেনগুপ্ত, ‘আমার মাথা নত করে’ অহনা মজুমদার, ‘জাত গেল জাত গেল বলে’ ধ্রুব পাল।
 
বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘কে নিবি ফুল’ প্রজ্ঞা মজুমদার, ‘যবে তুলসী তলায়’ আকাশ দত্ত, ‘বাড়ির কাছে আরশি নগর’ দেবারতি বিশ্বাস, ‘নতুন পাতার’ সৌমেন মজুমদার, ‘বনের হরিণ আয়’ তন্বী দেব।
 
বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘আমি খুঁজে বেড়ায়’ শোভন বিশ্বাস, ‘একাদশীর চাঁদরে’ জয়িতা দত্ত, ‘কিনে দে রেশমী চুড়ি’ পাপিয়া পাল, ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ নবনীতা দেব, ‘গান গাই আমার মন রে বুঝায়’ সৌমিক দত্ত।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘অনেক বৃষ্টি ঝরে’ লুসিয়া নাফসি, ‘থাকতে পার ঘাটাতে’ নিগার সুলতানা, ‘ইশারায় শীষ দিয়ে’ ঐশি তালুকদার, ‘দুটি মন আজ’ মৌমিতা দত্ত, ‘গুরু তোমার নাম’ সনাতন দাশ।
 
বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল গ্রুপে সঙ্গীত ও গীটার পরিবেশন করেন- ‘ভুলিতে পারিনা তারে’ অর্পিতা ঘোষ গীটারে শব্দযন্ত্রের সংযোগ করে আনন্দ দিলেন অতিথি শিল্পী অরূপ তালুকদার, ‘আজ জীবন খুঁজে পাই’ ‘ও পলাশ ও শিমুল’ বিশুতোষ তালুকদার। দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন ‘মন মোর মেঘের সঙ্গে’ বিজয় দেবনাথ ও পৃথুলা বিশ্বাস।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রুপে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন- ‘তুমি আমার প্রথম সকাল’ জয়দীপ চৌধুরী ও অমি চক্রবর্ত্তী, ‘আমার বুকের মধ্যখানে’ মৌমিতা বিশ্বাস ও জয় দে, ‘ভালবাসা যত বড়’ দুর্জয় দত্ত ও শুক্লা পাল, ‘ভালো আছি ভালো থেকো’ ইমন সেন ও পুষ্পিতা চৌধুরী।
 
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রুপে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন- ‘তুমি আমার কত চেনা’ মণীষা সরকার ও রবিন মিত্র, ‘যেটুকু সময় তুমি থাকো’ সুমন সেন ও তৃষ্ণা সেন, ‘পাথরের পৃথিবীতে’ অধর দত্ত ও চুমকী সেন, ‘চম্পা চামেলী’ সানি ধর ও স্বস্তিকা দাশ।
 
সমগ্র অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন- কীবোর্ডে: নিখিলেশ বড়ুয়া, অক্টোপ্যাডে: রনি চৌধুরী, বেইজ গীটার: তন্ময় বড়ুয়া, তবলায়: দোলন দাশ, পলাশ দে, টিটন ধর (টিটু) ও দীপন দাশ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget