Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নুসরাত হত্যার বিচারের দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন
আতাউর শাহ্, নওগাঁ: “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় সামনে গ্রীণ ভয়েস বাংলাদেশ (পরিবেশবাদী যুব সংগঠন) সাপাহার উপজেলা শাখা ও স্কলার্স একাডেমীর আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় গ্রীণ ভয়েস বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও স্কলার্স একাডেমীর পরিচালক মিন্টু রহমান, রেজা নুর আলম, বাদদমদমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম, নিয়ামত আলী সহ গ্রীন ভয়েজ বাংলাদেশ সাপাহার উপজেলার সকল সদস্য ও স্কলার্স একাডেমীর শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা, নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িত অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নওগাঁর সাপাহারে ৫০পিস ইয়াবা সহ আটক-১
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর সাপাহারে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে পুলিশ আটক করেছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানার এস আই শাহরিয়ার পারভেজ ও  নাদিম আলী উপজেলার মিরাপাড়া দিঘিরহাট হাঁপানিয়া রোডে অবস্থিত রফিকের স-মিলের পার্শ্বে থেকে বিশেষ অভিযান চালিয়ে নুর আলম (২২) নােেমর এক ইয়াবা বিক্রেতাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্য নিশ্চিত করে জানান আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক বিক্রেতা নুর আলম উপজেলার দিঘিরহাটের মিজানুর রহমানের ছেলে।

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ আটক ১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ সাখয়াৎ (৩২) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত সাখয়াৎ উপজেলার মনিয়ারী ইউনিয়নের বরসাওতা গ্রামের মৃত মকবুল হোসেনের  মোবারক ছেলে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপ ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় উপজেলার বরসাতা এলাকায় অভিযান চালায়। এসময় ৬ পিচ ইয়াবাসহ সাখয়াৎকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাপাহারে নারী নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বারক পেলেন ইস্ফাত জেরিন মিনাকে
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নারী নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নওগাঁর সাপাহার উপজেলা শিল্পকলা একাডেমীর সৌজন্যে সাপাহার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
রবিবার পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী এ সম্মাননা দেন। এর আগে ইস্ফাত জেরিন মিনা মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও স্বাধীন বাংলা বিজয় কেতন সম্মাননা পেয়েছেন।

যশোরের শার্শা-বেনাপোলে বাংলা নববর্ষ পহেলা বৈশাখজাকজমকপূর্ণভাবে পালিত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে শার্শা উপজেলায় ও বেনাপোলে নানা কর্মসূচি মাধ্যমে এ দিবসটি পালিত হয় ।

শার্শা উপজেলার শার্শা পাইলট মডেল হাইস্কুল থেকে সকাল ৯টার সময় র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের যাত্রা শুরু হয়।

উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ষবরণের নানা কর্মসূচি গ্রহণ করা হয় । উৎসবকে ঘিরে চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ভর্তা দিয়ে পান্তাসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। প্রতি বছরের মত পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মেলা বসেছে ।

বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা শার্শা ও  বেনাপোলে বৈশাখির অনুষ্টানে যোগ দেয়। উৎসবে মাতে শিশু-কিশোরসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ।

অপরদিকে বেনাপোলে পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে বেনাপোল বলফিল্ড ময়দান থেকে বিশাল র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রার বের হয়। পহেলা বৈশাখের উৎসবকে ঘিরে প্রায় ৫ হাজার মানুষের পান্তা ও ইলিশ খাওয়া পরিবেশন করা হয়। সুষ্ঠ ও সুন্দরভাবে পান্তা ও ইলিশ খাবারের দায়িত্ব পালন করেন পৌর স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ।

এ সময় উপস্থিত ছিলেন শেখ আফিল উদ্দিন এমপি, শার্শা উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডল, শার্শা উপজেলার চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ -উদ-দৌলা আলোক সর্দার,উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পোর্ট থানার ইনর্চাজ আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার তদন্ত ওসি তাসকিন আহম্মেদ তুষার, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,শার্শা ইউপি চেয়ারম্যান, সোহারাব হোসেন,কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংঙ্কু, পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দ্দার ,সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টু, সেক্রেটারী কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, ইমরান,পারভেজ শ্রমিক নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ।

নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষ বরণ ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে সেখান থেকে গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ী, ঘোড়াগাড়ী ও পালকী নিয়ে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। পরে বিদ্যালয় মুক্তমঞ্চ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশিত হয়। পরে জেলা প্রশাসকের বাংলার গ্রামীন ঐতিহ্য পান্তা বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া হয়। বিকেলে গ্রামীণ হারিয়ে যাওয়া লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
অপর দিকে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে সকালে সমবায় চত্বরে শুভ নববর্ষ ১৪২৬ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল করিম তরফদার সংগঠনের সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে ১লা বৈশাখকে বরন করতে বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget