Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আতঙ্কে ভুট্টা চাষি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ভুট্টা ক্ষেতে ফল আর্মি ওয়ার্ম নামে ফসল বিধ্বংসী নতুন এক পোকার আক্রমণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ছড়িয়ে পড়েছে উপজেলার প্রায় প্রতিটি মাঠে। কীটনাশক দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা। দ্রুত প্রতিরোধ করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বে কৃষক এমনটিই ধারনা করছেন তারা।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না কৃষকেরা এমটি অভিযোগ কৃষকদের। ফলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।
 
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া, ভোঁপাড়া ইউনিয়নের মহাদিঘী, হাটকালুপাড়া ইউনিয়নের কিছু অংশ, আহসানগঞ্জ ইউনিয়নের শুটকিগাছা, বেওলা, চৌবাড়ি, পাঁচুপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ভুট্টা ক্ষেতে দেখা দিয়েছে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ। গাছের পাতা থেকে শুরু করে কান্ড পর্যন্ত খেয়ে ফেলছে এই পোকা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ক্ষেতের পরিমাণ। শত শত হেক্টর ফলস নষ্ট হতে চলেছে। কোনো প্রতিষেধকই কাজে আসছে না বলে দাবি করছেন চাষিরা।
অন্যান্য ল্যাদা পোকার চেয়ে আলাদা ফল আর্মি ওয়ার্ম। পরিনত বয়সের একটি পোকা অসংখ্য বাচ্চা দেয়। দিনে গাছের কান্ড ও মাটিতে থাকলেও সন্ধ্যার পর থেকে ছড়িয়ে পড়ে পুরো গাছে।
 
কৃষি বিভাগ জানিয়েছে, কীটনাশক দিয়ে এ পোকা দমন সম্ভব নয়। পোকার আক্রমণ শনাক্ত করা গেলে প্রতিরোধ করা যেতে পারে বলছেন কর্মকর্তারা। 
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে, ভুট্টা আবাদ লাভজনক হওয়ায় উপজেলায় এবার লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। ৪৬ হাজার হেক্টর জমিতে ভুট্টার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে ৫১ হাজার হেক্টর জমি। তবে ফল আর্মি ওয়ার্ম দমন করা না গেলে বড় ক্ষতি হবে কৃষকের।
এ ব্যাপারে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের কৃষক মুনির হোসেন বলেন, আমারা কৃষক, ফসলই আমাদের জীবিকানির্বাহের এক মাত্র অবলম্বন। আর এ ফসল যদি ফল আর্মি ওয়ার্মের কারণে নষ্ট হয় তাহলে আমরা বড় ধরণে ক্ষতির সম্মুখীন হব। এ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা কৃষি কর্মকর্তাদের কোন প্রকার সাহায্য-সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান তিনি।
 
এ ব্যাপারে ভোঁপাড়া ইউনিয়নের মহাদিঘী গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, আমাদের ফসলের এত বড় ক্ষতি হচ্ছে তারপরও এখন পর্যন্ত কৃষি অফিসের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা পাচ্ছি না। নিজেরাই কিছু কিটনাশক দিয়ে এ পোকার হাত থেকে বাঁচতে চেষ্টা করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন জানান, এই পোকা আমাদের এলাকায় এই প্রথম দেখা দিয়েছে। ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণে দেরিতে চাষ করা ভুট্টার ক্ষেতে দেখা গেছে।

নওগাঁয় বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী অবহিতকরনসভা অনুষ্ঠিত হয়েছে
আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রমের স্বেচ্ছসেবকদের নিয়ে এক অবহিতকরনসভা অনুষ্ঠত হয়েছে। নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি আগামী ২০২০ সালের মধ্যে নওগাঁ সদর উপজেলাকে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা সৃষ্টি কার্যক্রমের আওতায় বৃহষ্পতিবার বেলা ২টা থেকে এই সভা নগরকুসুম্বি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তিলকপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তার। তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা, নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: কায়েস উদ্দিন, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ডিজিএম মুকুল হোসেন এবং তিলকপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য এস এম আজিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রমের সমন্বয়ক সুমাইয়া আকতার সুমি এবং স্বেচ্ছাসেবক মোছা: শামসুন্নাহার বক্তব্য রাখেন।
 
এ অনুষ্ঠানে তিলকপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মোছা: শিল্পী বেগম, মোছা: মাসুমা আকতার এবং মোছা মোরশেদা বেগম উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম বলেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাল্য বিবাহ এবং যৌতুক ভয়াবহ ব্যধি হিসেবে দেখা দিয়েছে। এই ব্যধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল মানুষের মধ্যে  সচেতনতা অর্জনের কোন বিকল্প নাই।
 
আয়োজক নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা বলেছেন দেশকে বাল্যবিবাহমুক্ত এবং যৌতুকের ভয়াবহতা থেকে মুক্ত করতে হলে কেবলমাত্র সরকার কিংবা গুটি কয়েক সামাজিক সংগঠন কাজ করলে লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। সমাজের সকল স্তরের জনসাধারনকে এগিয়ে আসতে হবে এবং উদ্যোগ গ্রহন করতে হবে।

যশোরের শার্শার বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
মোঃরাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল টিএনটি পাড়া নামক স্থানে বুধবার সন্ধ্যায়, যশোর-সাতক্ষীরা মহাসড়কে একটি বাগআঁচড়া গামী মোটরসাইকেলের ধাক্কায় আলিয়া খাতুন (৫৭)নামে এক মহিলা নিহত হয়েছে।

আলিয়া খাতুন ২ছেলে ও ১মেয়ে জননী ছিলেন। তার স্বামী অনেক আগেই মারা গেছে। সে অতি কষ্টে জীবন যাপন করতেন। 

সে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের টাকা আদায়ের জন্য রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে পড়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

যশোরের ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর জধন ৬ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে বাঘারপাড়া ও শংকরপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল সহ সরোয়ার (৫৫)ও শাহানুর রহমান রবি(৪৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক সরোয়ার বাঘারপাড়া থানার বোয়ালিয়া এলাকার বাসিন্দা তাকে ৩৩ বোতল ফেনসিডিল সহ আটক করেন এবং শাহানুর রহমান রবি যশোর কতোয়ালী থানার শংকরপুর এলাকার বাসিন্দা তাকে ১৫২ বোতল ফেনসিডিল সহ আটক করেন।

এ সময় আটকদের কাছ থেকে ২টি মোবাইল,৪টি সিম কার্ড ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেন।

যশোর জধন ৬ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ সুরাত আলম জানান.গোপন সংবাদে জানতে পারি যশোরের বাঘারপাড়া বোয়ালিয়া বাজার এলাকায় সরোয়ার নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত ফেনসিডিল এর ব্যবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জধন এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল সহ সরোয়ার কে হাতেনাতে আটক করা হয়।

অপর দিকে যশোর শংকরপুর এলাকার শাহানুর রহমান রবি নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৫২ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোলে ঠিকাদারের অবহেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় মোস্তফা মাহমুদ (সুমন) (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে।

জানা যায়, রাত সাড়ে ৯টা সময় আকর্ষিক ঝড় ও শীলা বৃষ্টির মধ্যে সুমন বেনাপোল থেকে মোটর সাইকেল যোগে দ্রুত বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে রাস্তায় নির্মানাধীন কালভার্টের পাশে আটকে থাকা বাঁশের সাথে ধাক্কা লাগে। এ সময় বাঁশের একটি মুখ সুমনের বুকের এক পাশ দিয়ে ঢুকে যায় এবং গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পরে রাস্তায় চলাচল কারী লোকের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থলে উপস্থিত সাধারন জনগন অভিযোগ করে বলেন এখানে বড় গর্ত করা হয়েছে অথচ যানবাহন অথবা অন্যান্য বাহন যাতায়াত করার সময়সর্তকতা করার জন্য এখানে কোন লাল কাপড় বা গর্ত স্থানটি বাঁশ দিয়ে ঘেরা দেয়া ছিল না, এজন্য অকালে একটা মানুষের জীবন চলে গেলো, এর জন্য দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার সহ তার প্রতিষ্ঠান।এদের কে আইনের মাধ্যমে বিচারের  আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে এরকম ভাবে অকালে কোন মায়ের কোল খালি হবে না।


শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা: নাজমুন নাহার রানী জানান, দূর্ঘটনায় আহত সুমন নামে একজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরিক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নওগাঁর পত্নীতলায় দূর্ঘটনায় নিহত ২
মাসুদ  রানা ,পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বিদ্যুত পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার উষ্টি গ্রামের শামসউদ্দিনের ছেলে মোজাফ্ফর রহমান (৪২) ও মৃত আবু মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০)। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উষ্টি গ্রামে একটি গভীর নলকূপের বিদ্যুৎ লাইন থেকে পুকুরে পানি সেচের জন্য কাজ করছিল গোলাম মোস্তফা ও মোজাফফর রহমান। এ সময় অসাবধানতা বশত তারা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ,কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget