Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মহাদেবপুরে দই খেয়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দই খেয়ে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯ টায় উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযোতহরি গ্রামে এ ঘটনা ঘটে। এক পরিবারে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম চলছে। এ ঘটনায় নিহতদের প্রতিবেশিরা হতাশ হয়ে পড়েছে।

অসিত কুমারের ছোট ছেলে অসিম দই কিনে এনে তার বড় ভাই অর্জুন সরকার ও তার পরিবারকে খাওয়ার জন্য দেয়। সেই দই খেয়ে অর্জুন সরকার (৩৫) তার স্ত্রী তিথি রানী সরকার (২০) এবং আড়াই বছরের শিশু সন্তান অরণ্য সরকার গুরুতর অসুস্থ হয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তিথি রানী সরকারের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু অরণ্যকে নওগাঁ সদর হাসপাতালে ও অর্জুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিহত তিথির মা যমুনা রানী অভিযোগ করে বলেন, ‘দইয়ে বিষ মিশানো ছিলো। সে দই খেয়ে তাদের মৃত্যু হয়েছে।’
দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে বিষাক্ত দই খেতে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও মহাদেবপুর-বদলগাছীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করা হচ্ছে এখন পর্যন্ত পরিবারের কাউকে পাওয়া যায় নি। সবাই মরদেহের সঙ্গে রয়েছে। সঠিক ঘটনাটি উদঘাটন পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

নওগাঁ বি এম সি মহিলা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় সরকারি বি এম সি মহিলা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ বি এম সি মহিলা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্ষিক সাহিত, সংস্কৃতি ও ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ আবুল কামাল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সরকারি বি এম সি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদ এর সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রামাণিক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

যশোরের বেনাপোলে যুবতী ধর্ষনের চেষ্টা: আসামী পলাতক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় আফিল জুট মিলের পাটকল নারী শ্রমিক (২৬) অল্পের জন্য ধর্ষন চেষ্টার হাত থেকে রেহাই পেয়েছেন।

গত বুধবার (২৭/০৩/২০১৯ইং)তারিখ রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শ্রমিকের একটি মেয়ে সন্তান রয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, শার্শা আফিল জুট মিরের স্যুইং সেকশনে কর্মরত নারী শ্রমিক প্রতি দিনের ন্যায় কাজ শেষে ঐ জুট মিলের নিজস্ব পরিবহনে করে বাড়ী ফিরে থাকেন। নিয়ম মত ঘটনার দিন নারী শ্রমিক তার বাড়ী পায়ে হেটে যাওয়ার উদ্দেশ্যে বোয়ালিয়া মোড়ে বাস থেকে নামে। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা ধর্ষক চেষ্টাকারী খালেক(৪০) তার অপর তিন জন সহযোগী সহ নারী শ্রমিককে ধর্ষন করার উদ্দেশ্যে তাকে ঝাপটে ধরে। নারী শ্রমিক চিৎকার শুরু করলে কয়েকজন গ্রামবাসী এগিয়ে আসলে ধর্ষন কারীরা নারী শ্রমিককে ফেলে সটকে পড়ে। ধর্ষক খালেক বোয়ালিয়া গ্রামের সাবেক মেম্বার শাহাজানের ছেলে। সে পেশায় রং মিস্ত্রি। ঘটনার পর থেকে খালেক পলাতক রয়েছে।

ধর্ষক খালেক ঘটনা স্থলে তার মোবাইল ফোন এবং একটি চাবি ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়।পরে নারী শ্রমিকের পরিবার খালেকের মোবাইল ফোনে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, ধর্ষন চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। পুলিশের অভিযান চলছে,খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা যাবে বলে তিনি জানান।

আরব আমিরাত বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত
এস রাহমান সোহেল,আরব আমিরাতঃ গত ২৯মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হুদায়বিয়া হোটেল হল রুমে বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, প্রধান বক্তা ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ইউএই সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আবুধাবি,দুবাই,আবুধাবি, শারজাহ বিএনপির নেতৃবৃন্দ সহ প্রাদেশিক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় স্বামী-স্ত্রী ও মেয়ে মারা গেছেন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার চকযদুরী গ্রামে স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে মারা গেছেন। গত শুক্রবার মধ্য রাতে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জেনে পুলিশকে সংবাদ দেন ।
 
নিহতরা হলেন উপজেলার চকযদুরী গ্রামের অর্জন কুমার (৩৩), তার স্ত্রী তিথী রানী (২৬) এবং তাদের তিনবছরের মেয়ে অনন্যা।
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গত শুক্রবার বিকেলে বাজার থেকে দই কিনে আনেন অর্জন কুমার। এরপর রাতে সবাই ভাত খাওয়ার পর দই খান। এরপরই স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ের বমি শুরু করেন। রাতেই তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই অর্জন কুমারকে রামেকে নেয়া হয়। আর মেয়ে অনন্যাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনজনই মারা যান।
 
ওসি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- তারা দইয়ে বিষক্রিয়া হয়ে মারা গেছেন। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় বামগনতান্ত্রিক জোটের  মানববন্ধন ও প্রতিবাদ সভা
কাজী কামাল হোসেন, নওগাঁ:  নওগাঁর ধামুইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটা গ্রামে সরেজমিন পরিদর্শন এবং আদিবাসী ভূমিহীন পল্লীতে গভীর রাতে অগ্নিসংযোগ ও লুটপাটকারী চিহ্নিত দূবৃর্ত্তদের গ্রেফতার ও বিচার, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ী স্থাপনান্তে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে ঘন্টাব্যপী শহরের মুক্তির মোড়ে  বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবি'র সভাপতি  কমরেড মহসীন রেজার সভাপতিত্বে এবং বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সদস্য মমিনুল ইসলাম স্বপন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রেবেকা সরেন, ওয়ার্ল্ড মাইনরিটিজ হিউম্যান রাইটস নওগাঁ জেলা শাখার সভাপতি  শংকর রঞ্জন শাহা, বাসদের পতœীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল টুডু, ধামুইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু প্রমূখ বক্তব্য রাখেন।
 
বক্তারা জেলার ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, খাদ্য সামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহ করার জন্য জোর দাবি জানান।
 
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget