Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তরিকুল ইসলাম জেন্টুনওগাঁ: নওগাঁয় প্রাথমিক ও হাইস্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গত বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করে জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জিলা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যে শিক্ষকবৃন্দরা ও ছাত্ররা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজানুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।  জেলার ১১টি উপজেলায় প্রাথমিক ও হাইস্কুলে এ অভিযান শুরু হয়। 

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) : বাজারে হু-
হু করে বাড়ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী অতিথি আপ্যায়নের
অন্যতম উপাদান পানের দাম। ফলে উৎপাদনকারী ব্যবসায়ী ক্রেতা
বিক্রেতাসহ নাভীশ্বাস উঠেছে পান পিয়াসীদের। সবজিতে
কিছুটা স্বস্তি হলেও কমেনি চালের দাম, সেই সাথে এখন দামের
উর্দ্ধমূখী হয়ে বাজার কাপাচ্ছে পান।
একটু হিসাব করলেই দেখা যাবে দেশের এক তৃতীয়াংশ লোকই
পান খেয়ে থাকে বিশেষ করে পরিবারের বাবা মা ও বয়স্ক দাদা দাদি,
নানা-নানি মুরোব্বিরা। নি¤œ আয়ের মানুষসহ সব শ্রেণি
পেশার মানুষই পান খেয়ে শরীর মনের খুধা মেটাই। কিন্তু পানের
বাজারে দামের এই অস্থিতিশীলতার কারণে একরম চাপা কষ্টের মধ্যেই
আছে পানের সাথে জড়িত মানুষেরা।
বিভিন্ন ছোট বড় হাট-বাজার ঘুরে জানা যায়, পানের দাম
কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে পানের পন প্রতি ৮০-১শ
টাকা ছিল তা বর্তমানে দেড়’শ থেকে দুই’শ টাকা এবং খিলি
পান যা গত সপ্তাহে ২শ ৩০ টাকা ছিল তা বর্তমানে ২শ ৮০ টাকা
দরে বিক্রি হচ্ছে। প্রচন্ড শীতে উপজেলার পান চাষীদের পানের
বরজগুলোর পান অকালে ঝড়ে পড়ায় এবং গাছে নতুন করে পান না
ধরায় স্থানীয় বাজারে পানের সরবরাহ কমে গেছে। দীর্ঘদিন যাবত
পান ব্যবসায়ের সাথে জড়িতরা এবছর ব্যাপক লোকশানের সম্মুক্ষীণ
হচ্ছেন।
পান ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, গত সপ্তাহে মোকাম থেকে
পান কিনে এনে তাদের আট-নয় জন ব্যবসায়ী প্রত্যেকে অনেক
টাকা করে লোকশান দিয়েছেন। পানগুলো ঝরে পড়া ছিল তারা আগে
বুঝতে পারেনি। বর্তমানে মোকামেই পানের কিছুটা আকাল
চলছে। মোকাম থেকে বেশি দরে কিনতে হচ্ছে। মোকামে দাম
বাড়তি হওয়ায় তার সাথে পরিবহন ও অন্যান্যা খরচ যোগ করলে দেখা
যাচ্ছে যেন পান নয় সোনা কিনছি।
পান কিনতে আসা বয়স্ক মুরোব্বি আব্দুল লতিফ চাচা বলেন,
চল্লিশ বছর ধরে পান খাই  এখন প্রতিদিন বিশ খিলি করে পান খায়
কিন্তু বর্তমানে পানের যে দাম তাতে করে তিন থেকে চারটা পানও
খাওয়াই মুশকিল হয়ে পড়েছে। পানের বাজারে আসতেই ভয় পাচ্ছি।
চাহিদা মত পান না খেতে পেরে শাররিক ও মানষিক ভাবে ব্যাপক কষ্টে
আছি।
বাজারের খুচরা পান বিক্রেতা আলমগীর হোসেন জানান, বেশি
দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পানের
উৎপাদনে ব্যহত হওয়ায় পান সরবরাহ কম হচ্ছে এজন্য দাম বহুগুনে
বৃদ্ধি পেয়েছে। বর্তমান অবস্থাতে পান ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ
সবাই নতুন এক নাজেহাল অবস্থার মধ্যে পড়েছি। ব্যবসায়ীরা
আরো বলেন, আগামী চৈত্র মাস পর্যন্ত পানের দাম আকাশ ছোঁয়া
থাকবে দিন দিন বাড়বে ছাড়া কোমার কোন সম্ভাবনা নেই।
পানের দাম কমতে হলে বৃষ্টি হতে হবে, শীত চলে যেতে হবে তাহলে
গাচে আবারও পান ধরবে এবং পর্যাপ্ত পান উৎপাদন হলেই ধীরে ধীরে
পানের দাম কমতে থাকবে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জেলা পুলিশের লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান অতিথি হিসাবে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইসহ পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ:: ‘পরিচ্ছন্ন থাকবো, প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখবো’ স্লোগানে নওগাঁয় স্কুল পর্যায়ে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মিজানুর রহমান নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ জিলা স্কুলসহ পর্যায়ক্রমে শহরের আরও বেশ কয়েকটি বিদ্যালয়ে  পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যেই সাপ্তাহিক এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়নের শিক্ষক-শিক্ষার্থীদের নিজেকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি, নিজের প্রতিষ্ঠান ও তার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এটা শুধু এক দিনের কাজ নয়। সারাবছরই এ কার্যক্রম চালিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, ‘ওয়াক ফর হেলদি লাইভ এন্ড ক্লিন এনভাইরনমেন্ট (সুস্থ্য জীবন ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য হাঁটা)’ স্লোগানে জেলা প্রশাসক মিজানুর রহমান গত বছরের (২০১৮) জুলাই মাস থেকে নওগাঁ শহরে সপ্তাহের প্রতি শুক্রবার সম্মিলিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এর পাশাপাশি জেলা প্রশাসকের উৎসাহে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। বর্তামনে জেলার অধিকাংশ স্কুল-কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ক্লাব গঠনের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। নওগাঁর জেলা প্রশাসকের এই অনন্য উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।
নতুন সরকার গঠনের পর গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে দেশের সব প্রাথমিক বিদ্যালয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নির্দেশ দেন। এ নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারা দেশে এক যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই প্রজ্ঞাপনে মানসম্মত শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তুলতে ২৫টি নির্দেশনা দেওয়া হয়।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ : নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যেগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাসপাতালে দ্বিতীয় তলায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী বাংক ফাউন্ডেশনের এজিএম ও হাসপাতারে ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, বিশেষ অতিথি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শামসুল হুদা ও মার্কেটিং ইনচার্জ ইব্রাহীম হোসেন প্রমূখ।
এসময় ১৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির স্বজনদের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন।

এই ঘটনায় গত বুধবার রাতে এস আই মুনির উদ্দিন বাদী হয়ে চারজন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

উপজেলার কালীকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে। সেইসঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পুলিশ চারজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানা (২৫)। তার মা সূর্য বিবি (৫২), বোন নাজমা খাতুন নাইচ (২৮) ও আঁখি আক্তার পাখি (২০)। আসামি ও আটককৃতদের বাড়ি একই এলাকায়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নারী ও শিশু নির্যাতন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে উপজেলার মদনডাঙ্গা গ্রামের সোহেল রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। থানার ওসি মোবারক হোসেন মামলার দায়িত্ব দেন এএসআই মনির উদ্দিনের ওপর।

বুধবার সকাল ১০টার দিকে আসামি সোহেল রানাকে আটকের জন্য পুলিশ কনস্টেবল আজিজুল হককে সঙ্গে নিয়ে মদনডাঙ্গা গ্রামে যান মনির উদ্দিন। এ সময় সোহেলের বাড়ি থেকে সোহেলকে আটক করা হয়। ঘটনায় সোহেলের মা ও দুই বোন সোহলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে সোহেলের মা ধারালো বঁটি (দা) দিয়ে মনির উদ্দিনের ওপর হামলা করেন। এ সময় মনির উদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। হামলায় মনির উদ্দিনের ডান বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম হয়। তাকে উদ্ধারে এগিয়ে আসা কনস্টেবল আজিজুল হকও আহত হন। পরে থানা পুলিশে সংবাদ দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিসহ চারজনকে আটক করে। আহত পুলিশ কর্মকর্তাসহ দুজনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, যৌতুকের মামলার আসামি ছিলেন সোহেল রানা। তাকে আটক করা হলেও তার স্বজনরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর হামলা করে। পরে থানা থেকে পুলিশ গিয়ে আসামিসহ চারজনকে আটক করা হয়। সরকারি কাজে বাধাপ্রদান করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং গতকাল বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget