Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ১০৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের জনৈক আজাদ প্রামানিক এর বাড়ী থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী খোরশেদা বেগম (৪৫) কে আটক করে থানা পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় সোহাসা গ্রমের জনৈক আজাদ প্রামানিক এর বাড়ীতে গাঁজা বিক্রির উদ্যেশ্যে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বদলগাছী থানার এসআই শ্রী গৌরাঙ্গ মোহন রায়, এসআই শাহীন চৌধুরী, এএসআই মাহবুর রহমান, এএসআই বাবর আলী শেখ ও এএসআই বিপ্লব কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে তার বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর বাড়ীর গোয়াল ঘরে পুতে রাখা দুটি ড্রামে রক্ষিত প্লাষ্টিকের বাক্সের মধ্যে থেকে ৫২ টি পেটি মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ীর মালিক আজাদ প্রামানিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রী খোরশেদা বেগমকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদলগাছী-মহাদেবপুরের সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম।
গাঁজাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ৬৮ হাজার টাকা। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ: শিক্ষার প্রানকেন্দ্র নওগাঁর রাণীনগর উপজেলার মালশন-গ্রিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ৬১ জন এসএসসি পরিক্ষার্থীকে তাদের ভবিষ্যত মঙ্গল কামনা করে বিদায় জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ শেখের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখের স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার, সাধারণ সম্পাদক ডা: মো: রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বরেন্দ্র রেডিও”র চীফ প্রোগ্রাম প্রডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ, দপ্তর সম্পাদক মো: নওসাদুল ইসলাম এবং অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আব্দুল মতিন, মিজানুর রহমান,আব্দুর রশিদ, সাকোয়াত হোসেন, আব্দুল হাই আল হাদি (রকি) গৌতুম চন্দ্র কবিরাজ, জিল্লুর রহমান, ফজলুল হক, ময়না খাতুন, ফাতেমা, খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শফিকুল ইসলাম লেবু, আজিজুল হক, মুকুল হোসেন সহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য স্কুলটি সঠিকভাবে পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে সকলের সম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মালশন গ্রামের কৃতি সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো: ইউনুস আলী প্রামানিক।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে একুশে পরিষদ নওগাঁ শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় শহীদ আসাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা।

পরে সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ওহিদুর রহমান, মোল্লা মোতাহার উল ইসলাম, প্রফেসর শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ মুর্ত্তজা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সহ-সভাপতি অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, কার্যকরী কমিটির সদস্য মোস্তাাফিজুর রহমান মোস্তাক, কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক সৈকত হোসেন প্রমুখ।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় গলায় ফাঁস দেয়া নাজমা খাতুন (৩৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে তার সতীন আদরীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর চেয়ারম্যানের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমা খাতুন মৈনম ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেনের বড় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের দুই স্ত্রী নাজমা খাতুন ও আদরীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন সকাল থেকে তিনি বাড়ীতে ছিলেন না। স্থানীয়রা জানান যে নিহতের স্বামী আনোয়ার হোসেন তার হালবওয়া টাক্টর ঠিক করতে নওহাটা গেছিলেন।

বড় স্ত্রীর আত্মহত্যার খবর ছোট স্ত্রী জানালে তিনি দুপুরে বাড়িতে আসেন। বর্তমানে তিনি পালিয়ে আছেন। নাজমা খাতুনের তিন আখি (১৩), পাখি (৬) এবং ফাতেমা (৪)। তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। আর বড় মেয়ে আখি এবং মেঝো মেয়ে পাখি ওদের দাদির সাথে গতকাল ফুফু নাসিমার বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলেন।

আজ মায়ের মৃত্যুর খবর শুনে তারাও বাড়িতে এসে শোকে কাতর। স্থানীয় প্রতিবেশি সাথী জানায় নিহত নাজমা বাড়ির পাশে একজনের বাড়িতে আরবী পড়তে গিয়েছিল। পড়া শেষ করে বেলা ১১টার দিকে বাড়িতে এসে গলায় ফাঁস দেয় বলে নাজমার সতীন চিৎকার করতে থাকে।

তখন প্রতিবেশিরা এসে তাকে মৃত অবস্থায় পুলিশের সহযোগীতায় উদ্ধার করে। পারিবারিক দ্বন্দের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুল ওয়াহাব বলেন, আমার বোনের তিন মেয়ে। কোন ছেলে সন্তান না থাকায় প্রায় নির্যাতন করা হতো। পরে বোনের কোন অনুমতি না নিয়েই আবার বিয়ে করে ভগ্নীপতি ।

বোনকে স্বামী ও সতিন মিলে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শরীরে আঘাতেও চিহ্ন ছিল। এর সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে নাজমা খাতুনের সতীন আদরীকে আটক করা হয়েছে।

পারিবারিক দ্বন্দে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাবার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।

রবিবার (২০/০১/১৯ইং)  তারিখ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামস্থ গরুর খাটাল থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ রুবেল হোসেন(২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী রুবেল পুটখালী গ্রামস্থ জেলেপাড়া গ্রামের মোঃ দুরুদ সর্দারের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি'র টহল দল গরুর খাটালে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।  আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পারিবারিক উদ্যোগে একটি ক্যান্সার প্রতিরোধ ও নির্নয় কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁর হক পরিবারের উদ্যোগে রবিবার বেলা ১১টায় “রোকেয়া-মজিদ” ক্যান্সার প্রতিরোধ ও নির্নয় কেন্দ্র নামে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। উদ্বোধক হিসেবে ছিলেন হক পরিবারের সবচেয়ে বয়োজৈষ্ঠ ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা এ এন এম মোজাম্মেল হক। রোটারিয়ান অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন খান পথিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিজিডি জয়নুল আবেদীন, রোটারিয়ান আহমেদ ফারুক, রোটারিয়ান ডা: সেলিনা হক, প্রফেসর আনন্দ কুমার সাহা, রেটারিয়ান ডা: পেট্রিক বিপুল বিশ্বাস, রোটারিয়ান প্রফেসর ড. এস আলম এবং ইঞ্জিনিয়ার এ বাসার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মাহবুবুল হত কমল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ হক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে রাজশাহী ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ক্যান্সার সনাক্ত করন এবং প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হবে। দরিদ্রদের জন্য বিনামুল্যে ক্যান্সার সনাক্ত করা হবে বলে উদোক্তাবৃন্দ জানিয়েছেন। এই পরিবারের অন্যতম সদস্য রোকয়ো ও আব্দুল মজিদের পুত্র ফাও-এর সাবেক পরিচালক ও বর্তমানে ইংল্যান্ডের সাউথ হ্যামটন বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল হক এবং ফ্র্যান্সে বসবাসরত বিজ্ঞানী ড. আজিজুল হক এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বলে জানানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget