Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরেরর বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৯/০১/১৯ইং) তারিখ ভোর সাড়ে ৫ টার দিকে শিকড়ি মাঠ থেকে এ ফেনসিডিল উদ্ধার করা করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ি সীমান্তবর্তী এলাকার অভ্যন্তরে ফেনসিডিল মজুদ করছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলীর নেতৃত্বে নায়েক তরিকুল,মহিউদ্দিন,মামুন ও মাহাবুব ৬ জন বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪০৫বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান সাংবাদিক রাসেল ইসলামকে ৪০৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ভক্সপপ-হাবিলদার শওকত আলী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৮দলীয় আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তালশারী মডেল স্কুল।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তালশারী মডেল স্কুল জয় লাভ করেন। এদিকে, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেনাপোল ফুটবল মাঠে সেমিফাইনালে ওঠার পথে প্রথম পর্বে তালশারী মডেল স্কুল সানরাইজ পাবলিক স্কুলকে হারায়। দ্বিতীয় পর্বে বেনাপোল শিশু একাডেমী বেনাপোল বন্দর প্রি ক্যাডেটকে হারায়। তৃতীয় পর্বে নবদিগন্ত প্রি ক্যাডেট কাগমারী কিন্ডার গার্টেনকে ও চতুর্থ পর্বে আইডিয়াল কিন্ডার গার্টেন গাজীপুর মডেল স্কুলকে হারিয়ে সেমিফাইনাল পর্বে উঠার গৌরব অর্জন করে।

প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠে তালশারী মডেল স্কুল, বেনাপোল শিশু একাডেমী, নবদিগন্ত প্রি-ক্যাডেট ও আইডিয়াল কিন্ডার গার্টেন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে সেমিফাইনাল পর্বে সকালে তালশারী মডেল স্কুল বেনাপোল শিশু একাডেমীকে ও নবদিগন্ত প্রি ক্যাডেট আইডিয়াল কিন্ডার গার্টে কে হারিয়ে ফাইনালে উঠেন।
সূত্রে জানা গেছে, ম্যাচে প্রথমে নবদিগন্ত প্রি ক্যাডেট টসে জিতে তালশারী মডেল স্কুলকে ব্যাট করতে আহ্বান জানান। তারা ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে নবদিগন্ত প্রি ক্যাডেট ৮ উইকেট হারিয়ে ৬৭ রান করে ১২ রানের ব্যবধানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তালশারী মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুর রহিম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নবদিগন্ত প্রি ক্যাডেটের শিক্ষার্থী রাকিব।
এদিকে এই জয়ে তালশারী মডেল স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক আনন্দিত। জয়ের পরপরই তারা আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তালশারী মডেল স্কুলের শিক্ষক আয়ুব নবী বলেন, আমাদের স্কুল জয় লাভ করেছে। আমরা বেশ আনন্দিত। আমাদের এই ধারা আগামীতেই অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, আলহাজ¦ নুর ইসলাম ফুটবল একাডেমীর ম্যানেজার হুমায়ন কবির, আমরা বেনাপোলের বাসিন্দার সভাপতি মহাসিন হোসেন হৃদয়, সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, তালশারী মডেল স্কুলের সহ-প্রধান শিক্ষক আব্দুর রহিম, আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ইয়ানুর রহমান, গাজীপুর মডেল স্কুলের শিক্ষক রিপন হোসেন প্রমুখ।

আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁয় রাজশাহী বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর চ’ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রিড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এই প্রতিযোগিতায় পাবনা, জয়পুরহাট, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ জেলা অংশগ্রহণ করে। চ’ড়ান্ত ম্যাচে বগুড়া ক্রিকেট দল ২ উইকেটে পাবনা ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারী এই প্রতিযোগিতা শুরু হয়।

আব্দুর রউফ রিপন,নওগাঁ: সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা- এই শ্লোগান নিয়ে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে প্রতি শুক্রবার হাঁটার এবং সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য র‌্যালী বের করা হয়। এদিন শহরের কেডির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। হাঁটার সময় সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য শহরের ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন তিনি। পরে র‌্যালী নিয়ে প্রধান অতিথি নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্ধোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী ও সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক বক্তব্য রাখেন। তাদেরকে এই কাজে অংশ গ্রহন করার জন্য গোলাপ ফুল দিয়ে বরন করে নেন তিনি।

নওগাঁ  প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সরকার যে দরে ধান ও চালের দাম বেঁধে দিয়েছে সেই দরে ধান ক্রয় ও চাল বিক্রয় করলে কৃষক ও চাতাল মালিম উভয় লাভবান হবেন। ভোক্তাদের নাগালে থাকবে চালের দাম। ধানের দাম ও চালের দাম সরকার বেঁধে দিয়েছে। বর্তমান সরকারি দরের নিচে বাজারে চালের দাম রয়েছে। তাই চালের দর নিয়ে দূরচিন্তার কিছু নেই। দেশে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধান করে প্রতিটি জেলায় একটি করে তদারকি টিম গঠন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পতœীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী ইরি-ব্যুরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সরকার ধান-চালের দাম বেঁধে দিয়েছে। মিলাররা যদি সরকারি দরে ধান কিনে এবং গুদামে চাল সরবরাহ করে তাহলে বাজারে কোন প্রভাব পড়বেনা। এতে ভোক্তাদেরও কোন সমস্যা হবেনা। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, পতœীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা শরফিুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম আরমান আলী, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করীম চৌধুরীসহ উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে খাদ্যগুদাম চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন খাদ্যমন্ত্রী।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget