Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় চাপাতা আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার সন্ধ্যা ৭টার  সময় নাভারণ বাজার থেকে ১হাজার ২শত কেজি ভারতীয় চাপাতা আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল  কোম্পানী কমান্ডার সুবেদার মনির হোসেন গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চাপাতা এনে যশোর নেওয়া উদ্দেশ্য নাভারণ বাজারে মজুদ করছে।

এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোহাম্মদ তরিকুল ইসলাম, নায়েক মোঃ ইয়ার আলি,ল্যান্স নায়েক আমিনুল ইসলাম,সিপাহী মামুনুর রশিদ, সিপাহী সজিব হোসেন ও আজাহারসহ একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১হাজার ২০০শত কেজি ভারতীয় চাপাতা উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চাপাতা বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে।

বেনাপোল বিজিবি ক্যাম্পে ভারতীয় চাপাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এবারে দেশবাসী পালন করবে ৪৭ তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালী জাতি । ১৬ ডিসেম্বরে ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা। তাই বিজয়ের দিনে জাতীয় পতাকা বিশেষ গুরুত্ব বহন করে থাকে। ওইদিন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ দোকানপাট,হাট-বাজার সর্বত্র পৎ পৎ করে উড়ে লাল সুবজের জাতীয় পতাকা। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় আগমন ঘটে ভ্রাম্যমান পতাকা বিক্রেতার। তাদেরই একজন নজরুল ইসলাম। বাড়ি ফরিদপুর জেলার,নগরকান্দা উপজেলার বড়নাওডুবি গ্রামে। সম্প্রতি তার সাথে দেখা মেলে নওগাঁর মান্দা উপজেলার সতীহাট বাজারে । রমজান অালীর ছেলে নজরুল ইসলাম জানান, তিনি একজন বই বিক্রেতা। রাজধানী ঢাকা শহরে তিনি একজন ভ্রাম্যমান বই বিক্রেতা। বই বিক্রি করে লাভের টাকা দিয়ে চলতো তার সংসার। কিন্তু এবছরই প্রথম ডিসেম্বরের এক তারিখে ঢাকা থেকে ১৬ হাজার ৪শত টাকার বিভিন্ন প্রকারের পতাকা পাইকারি দরে কিনে বিজয়ের মাসে তিনি এই এলাকায় এসেছেন। বর্তমানে তিনি অত্র এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতাকা বিক্রয় শেষে নওগাঁ শহরের গোস্তহাটির মোড়ে অবস্থান করে রাত্রি যাপন করতিছেন। তিনি জানান, তাদের এলাকার কিছু লোক অাছে যারা অনেক অাগে থেকেই নওগাঁ জেলা শহরে অন্যের বাসায় ভাড়া থেকে বিভিন্ন প্রকারের ব্যাবসার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি এবং তার এলাকার অারেকজন সহকর্মী শাহঅালম এভাবে পতাকা বিক্রি করে চলেছেন। তারা দুজনে একসাথে ব্যাবসায়ীক কাজে এসে একই জায়গায় অবস্থান করতিছেন বলেও জানান তিনি। প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত শ টাকা বিক্রি করেন। প্রতিটি পতাকার বিক্রয় মূল্য এক ফুট সাইজের ২০ টাকা, দেড় ফুট সাইজের মূল্য ৩০-৪০ টাকা, অাড়াই ফুট সাইজের মূল্য ৪০-৫০ টাকা,সাড়ে তিন ফুট সাইজের ৮০-১০০ টাকা,পাঁচ ফুট সাইজের ১২০-১৫০ টাকা এবং ছয় ফুট সাইজেরগুলোর মূল্য ২০০-৩০০ টাকা। এছাড়াও রাবার পতাকা প্রতিটি ১০ টাকা এবং কাঠি পতাকার খুচরা বিক্রয় মূল্য ও ১০ টাকা করে বলে জানা গেছে। বছরের অন্যান্য সময় বই বিক্রয়সহ বিভিন্ন ব্যবসায় জড়িয়ে থাকলেও বিজয়ের মাসে এই প্রথম ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করে তিনি বেশ অাত্মতৃপ্তি পেয়েছেন। তিনি জানান, পতাকা বিক্রি করতে এসে এলাকাগুলোও ঘুরে দেখা হচ্ছে। বেশ ভালোই লাগতিছে। কলাও বেচা হচ্ছে, রথও দেখা হচ্ছে; ঠিক তেমনি। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে বেচাকেনা একটু কম। অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে এবারে শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো অনুষ্ঠান না হওয়ায় পতাকার চাহিদা কম। তিনি জানান, অন্যান্য পেশার পাশাপাশি পতাকা বিক্রি করে আয়ের টাকা দিয়ে চলে তার সংসার।#

প্রতিনিধি নওগাঁ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নওগাঁয় ব্যক্তিক্রম আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাত ৭টায় শহরের মুক্তির মোড় থেকে হাতে হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে একটি আলোর মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোস্তাফিজার রহমান, সহযোগী অধ্যাপক মোজাফ্ফর হোসেন, কবি আতাউল হক সিদ্দীকি, সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত, সংগঠনের উপদেষ্টা বিন আলি পিন্টু, সভাপতি অ্যাড: আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, নাইচ পারভীন, বিষ্ণ কুমার দেবনাথ।
পরে শহরের মুক্তির মোড় মাইক্রোস্ট্যান্ডে বুদ্ধিজীবী হত্যার ৪৭ বছর পূর্তিতে ৪ হাজার ৭শ আলোক প্রজ্জ্বলন করা হয়। সেখানে আলোক প্রজ্জ্বলন দেখতে সব বয়সী কয়েক হাজার নারী পুরুষের সমাগম হয়। ব্যতিক্রম এ দৃশ্য মোবাইলে ধারন করতে ব্যতিব্যস্ত ছিলেন আগতরা। সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষার্থী পারভেজ খান বলেন, শহীদদের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ। আমার মায়ের ভাষা বাংলা ভাষা। আমরা স্বাধীন ভাবে আমাদের দেশে বসবাস করতে পারছি। শহীদরা জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা অমর। আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে আলোকিত হয়ে থাক শহীদদের জীবন। সংগঠনের সভাপতি অ্যাড: আব্দুল বারী বলেন, তরুন প্রজন্মের কাছে আজকের এই দিনের (বুদ্ধিজীবী) বিশেষ গুরুত্ব তুলে ধরার এ আয়োজন করা হয়েছে। সেই সময় স্বাধীনতা ও ভাষা আন্দোলনের জন্য আত্ম উৎসর্গ করে শাহাদত বরণ করেছেন বুদ্ধিজীবীরা। তাদের চেতনা বুকে ধারণ করে তরুন প্রজন্মকে জাগ্রত করতে আলোক প্রজ্জ্বল করা হয়। এছাড়া আমাদের এ সংগঠনিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে থাকে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ডলার সহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার সকাল ৮টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ২০হাজার ২০০ শত আমেরিকা ডলার, ৭ হাজার ৫শত ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশী টাকা ও ৭টি দামী মোবাইল সেট সহ মোহাম্মদ হক (৫০)নামে এক পাচারকারীকে আটক করেছে ।সে গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর এর ছেলে।আটক পাসপোর্ট যাত্রী পাসপোর্ট নাম্বার বিআর ০৭৫২০৩৯।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান,গোপন সংবাদে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান আমেরিকান ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে প্যাসেন্জার টার্মিনালে সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আবুল কাশেম,ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী  সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে আমেরিকা ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা ও মোবাইল সহ তাকে আটক করেন । সব মিলে যার মূল্য প্রায়  ২০লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আইসিপি বিজিবি ক্যাম্পে আমেরিকা ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশ টাকা ও মোবাইল সহ মোহাম্মদ হক নামে একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ সৌদি প্রজাতির গাড়ল ও ভেড়ার খামার করে স্বাবলম্বী হলো বেনাপোলের এক শিক্ষিত যুবক। কম্পিউটার প্রকৌশলীতে উচ্চতার ডিগ্রি নিয়ে আশানুরুপ ভালো চাকুরী না হওয়ায় মেহেদী হাসান নামে ঐ যুবক নিজ গ্রামে বিদেশী প্রজাতীর গাড়ল ও ভেড়ার চাষ শুরু করে।
বেনাপোলের শিকড়ী গ্রামের মেহেদী লেখা পড়া শেষে সরকারী চাকুরী না হওয়ায় কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। বিভিন্ন কারনে কোন প্রতিষ্ঠানে সে স্থায়ী ভাবে চাকুরী করতে পারে নাই। এর পর সে ২০১৮ সালের জুন মাসে দুইটি গাড়োলের বাচ্চা ক্রয় করেন ১৫ হাজার টাকায়। এর পর পর্যায় ক্রমে সে আরো ৩৫ টি দেশী ক্রস গাড়ল ক্রয় করেন।  বর্তমান তার খামারে রয়েছে ৬০ টি গাড়োল ও ভেড়া। তার প্রথম ক্রয়কৃত একটি গাড়ল ৪ মাস লালন পালনের পর ১৭ হাজার টাকায় বিক্রি করে।
শিকড়ী গ্রামে মেহেদীর সাথে কথা প্রসঙ্গে মেহেদী বলল সে ভালো কোন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী না পেয়ে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে মানসিক ভাবে খুব একটা ভালো ছিল না। এরপর সে ঠিক করল নিজে নিজে ব্যবসা করে স্বাবলম্বী হবে। নিজ গ্রামে এসে সে সৌদি প্রজাতীর গাড়ল ক্রয় করে খামার ব্যবসা শুরু করে। সে জানায় গাড়ল লালন পালন অত্যান্ত সহজ। এরা যে কোন পরিবেশে জীবন যাপন করতে পারে। রোগ ব্যাধি অত্যান্ত কম। বাজারে গাড়লের চাহিদা ও অনেক বেশী। একটি ৩/৪ মাস বয়সী গাড়লের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। একটি পূর্ন বয়স্ক গাড়ল ৬০ থেকে ৮০ কেজি পর্যন্ত ওজন হয়।প্রতি ছয় মাস পর পরম মা গাড়লের বাচ্চা হয়। কোন গাড়ল ২টি কোনটি ৩ টি আবার কেউ ৪টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। গাড়লের মাংশের দাম বাজারে ৮ শত টাকা থেকে ১০০০ হাজার টাকা। গাড়লের রোগ ব্যাধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বছরে চার বার কৃমির বড়ি আর দুইবার পিপিআর টিকা প্রদান করলে খামার রোগ মুক্ত থাকে। এছাড়া উপজেলা পশু সম্পদ অফিসে যোগাযোগ করলে তারা বিভিন্ন টিকা বিনা মুল্যে প্রদান করে থাকে। যারা শিক্ষিত হয়ে চাকুরী না পেয়ে হতাশায় ভুগছে তারা  সহজে গাড়লের খামার করে স্বালম্বী হতে পারে।  তিনি বলেন আগামী ১ বছরে তার খামারে দুই থেকে ৩ শত গাড়ল ও ভেড়া উৎপাদন হবে।  সে জানায় তার খামারে সে এবং তার বাড়ির লোক বাদে বেতন ভুক্ত দুইজন লোক কাজ করে। গাড়লের সংখ্যা বেশী হলে লোক বল ও বৃদ্ধি করা হবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো.বদিউজ্জামানের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আব্দুর রহমান। এ সময় জাপা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান,গোলাম রসুল ইছা,হান্নান দেওয়ান,হান্নান সরকার,সেকেন্দার আলী,যুবনেতা আনিছুর রহমান,ছাত্র নেতা মুক্তারুল আলম,সাইফুল ইসলাম,মতিয়ার রহমান,শফিউর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় জাপা প্রার্থী বদিউজ্জামান সাংবাদিকদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে পল্লী বন্ধু হুসেইন মো.এরশাদের হাত শক্তিশালী করার জন্য উদাত্ত আহবান জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget