Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ (রাণীনগর) প্রতিনিধি: অবশেষে মরণ ফাঁদ নামক নওগাঁর রাণীনগর রেল ষ্টেশনের ফুট ওভার ব্রিজটির উপরের অংশ অপসারন করার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে কাজটি শুরু করা হয়েছে। আসন্ন ঈদুল আযহাতে ট্রেনের ছাদে ভ্রমনকারী অতিরিক্ত যাত্রীদের প্রাণনাশক দূর্ঘটনা থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর নতুন উচ্চতায় নির্মাণ করা হবে এই ফুটওভার ব্রিজটির উপরের অংশ।


সূত্রে জানা, প্রতি ঈদে ঢাকাসহ অন্য শহর থেকে ছুটিতে বাড়ী ফেরা ট্রেনের ছাদে ভ্রমনকারী যাত্রীদের এই ফুটওভার ব্রীজে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটতো। প্রতিটি ফুটওভার ব্রীজ প্রায় ১৭ ফুট থেকে সাড়ে ১৭ ফুট উঁচু হয়। গত কয়েক বছর পূর্বে রেলের পাটাতন হিসাবে সিমেন্টের ¯িøপার বা পাটাতন দেওয়ার কারণে রেলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফুটওভার ব্রীজটির উচ্চতা কমে যায়। কিন্তু কর্তৃপক্ষ পাটাতন উচু করার সাথে ফুটওভার ব্রীজটির উচ্চতা না বাড়ানোর কারণে বর্তমানে ব্রীজের উচ্চতা ১৫ ফুট ৩ ইঞ্চিতে নেমে আসে। অপরদিকে বর্তমানে ট্রেনের উন্নত কোচগুলোর উচ্চতাও একটু বৃদ্ধি পাওয়ার কারণে কোচ ও ব্রিজের পার্থক্য একবারেই কমে যায়। এতে করে ট্রেন যখন এই ব্রিজটি অতিক্রম করে ঠিক তখনি ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমনকারী অতিরিক্ত যাত্রীরা নিজেদের অজান্তইে ব্রিজের পাটাতনের সাথে ধাক্কা লেগে প্রান হারায়।


সূত্রে আরো জানা, গত ২০ ফেব্রæয়ারী রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে ৭জন যাত্রী নিজেদের অজান্তেই এই ব্রিজের পাটাতনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে ঘটনাস্থলেই ৪জন এবং হাসপাতালে আরো ১জনসহ মোট ৫জন নিহত হয়। এ সময় আহত হয় আরো দু’যাত্রী। এই প্রাণহানীর ঘটনার পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা ঘটনাস্থলে এসে ব্রিজটি দ্রæত সংস্কার করার কথা জানান। কিন্তু গত ঈদুল ফিতরের আগে রেলওয়ে কর্তৃপক্ষ সর্তকতামূলক একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ব্রিজটিতে। যদিও কর্তৃপক্ষ বলেছিলেন ২/৩ মাসের মধ্যেই ব্রীজটি সংস্কারের মাধ্যমে উচু করা হবে কিন্তু বর্তমানে ব্রিজটি উচু না করে আসন্ন ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের যাত্রা নিরাপদ করার লক্ষে গতকাল মঙ্গলবার থেকে এই মরণ ফাঁদ নামক ফুটওভার ব্রিজটি অপসারন করার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ব্রিজ প্রকৌশলী মনিরুজ্জামান মুঠোফোনে জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের যেন এই ফুটওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে প্রাণ হারাতে না হয় সেই লক্ষ্যে ব্রিজের উপরের অংশটুকু অপসারন করা হচ্ছে। তবে ঈদের পর দরপত্রের মাধ্যমে নতুন উচ্চতায় ব্রিজটির উপরের অংশটি নির্মাণ করে তা আবার জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী হাটে এ অভিযান পরিচালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
তিনি বলেন, আব্দুল খালেক উদ্দিন বেকারি দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা হতো। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও ফ্রিজে সংরক্ষন করা মাছ-মাংসের সাথে বাসি মোঘলাই ও পরোটা রাখত সুকুমার মিষ্টান্ন ভান্ডার। এগুলো টাটকা বলে প্রতারনা করে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
এসব অভিযোগে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসএম হাবিবুল হাসান। পরে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ উপস্থিত ছিল।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দেশের দক্ষিন- পশ্চিম সীমান্ত বেনাপোল চলছে ট্রাফিক সপ্তাহ। পুলিশের সাথে স্কুলের ছেলে মেয়েরা যশোর - বেনাপোল মহাসড়কে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে বেনাপোলÑ–যশোর মহাসড়কের দিঘিরপাড় নামক স্থানে বেনাপোল হাইস্কুল ও মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পুলিশের সাথে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
স্কুলের শিক্ষার্থীরা যশোর থেকে বেনাপোল ও বেনাপোল থেকে যশোর যাতায়াতের সকল ধরনের যানবাহনের কাগজপত্র দেখে। যে সকল গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নাই তাদের গাড়িতে নিয়ম অনুযায়ী বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে।
তবে যশোর থেকে বেনাপোলের দিকে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইনের গাড়ি ছাত্র/ছাত্রীরা দাঁড় করালে কাগজপত্র চাইলে কোন কাগজপত্র দেখাতে পারে নাই। স্থানীয় কিছু পরিচিত লোক কাস্টমস কমিশনারের গাড়ি বলে ছাত্র/ছাত্রীদের অনুরোধ করায়ে ছেড়ে দেয়।
ট্রাফিক ইন্সপেক্টর মান্নান বলেন এ ভাবে অভিযান চললে সরকার ও রাজস্ব পাবে আর গাড়ির কাগজপত্র ও ঠিক করবে মালিকরা। তিনি বলেন বেলা ১ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে ২৭ টি গাড়ির মামলা দেয়। এসব গাড়ির ভিতর অধিকাংশ মোটর সাইকেল ও বাস।
বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান বলেন, এ ভাবে মাস খানেক গাড়ির কাগজ পত্র দেখা হবে। কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করলে শেষ পর্যন্ত সকল মোটরসাইকেল পরিবহন বাস ট্রাকের কাগজপত্র ঠিক হবে।
তবে শিক্ষার্থীরদের শত স্ফুর্ত ভাবে ট্রাফিক সপ্তায় গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। বাদ পড়েনি পুলিশের মোটরসাইকেল ও । তারা পুলিশের মোটরসাইকেল দাঁড় করায়ে মানিব্যাগ থেকে কাগজ বের করে কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করে। তবে শিক্ষার্থীদের দেখা গেছে তারা প্রতিটি মোটর সাইকেল চালকের কাগজপত্রের সাথে হেলমেট আছে কি না তা দেখে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, পুলিশ কোন গাড়ির ড্রাইভার মালিককে হয়রানি না করে তাদের কাগজপত্র ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিয়ম আইন অনুযায়ী ব্যবস্তা নিবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ২৯ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবির সদস্যরা।

বুধবার সকালে শার্শা উপজেলার পুটখালী অভয়বাশ হাওড়পাড় থেকে শাড়িগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান।

সাংবাদিকদের কে সোহেল আহমেদ জানান, পুটখালি সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান প্রবেশ করেছে এমন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবির সদস্যরা এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা শাড়ীর চালানটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে এ বিজিবি জানায়। এ ঘটনায় থানায় একটি মামলার রুজু করার প্রক্রিয়া চলছে।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু চুরি করে পালানোর সময় বীরগঞ্জে গরু সহ আটক ১ জন। ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা ১ জন জেল হাজতে।


মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার সেনুয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে ইসলাম ও নুর ইসলাম নামের দুই ভাই গোয়াল ঘর থেকে ২টি ষাড় গরু চুরি হয়। ঐ দিন ভোর রাতে পঞ্চগড় -ন- ১১-০০১৩ নম্বর পিকাপে করে চরাইকৃত গরু নিয়ে পিকাপ যোগে পালানোর সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গাংডারা গ্রামের চেংডাঙ্গা নামক ব্রীজে পিকাপ নষ্ট হলে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের পিকাপসহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের পিকাপ চালক হাবিবুর আলম হাবিব নামের ১ জনকে আটক করে বীরগঞ্জ থানায় জমা দেয়।


পরে পীরগঞ্জ থানা পুলিশ-বীরগঞ্জ থানায় আটক চোরাইকৃত গরুসহ পিকাপ চালককে থানায় নিয়ে আসে। রাতে গরু মালিক ইসলাম বাদী হয়ে পিকাপ চালক সহ অজ্ঞাত নামা ৬-৭ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা করেন। পরদিন পুলিশ পিকাপ চালককে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে পারভিন সুলতানা (৩৫) নামে এক মহিলা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।


সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পারভিন সুলতানা উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনায়ডাঙ্গা গ্রামের জাফর ফকিরের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভিন সুলতানা রবিবার গভীর রাতে সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে সকালে তার পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেলে দরজা খুলে দেখে ঘরের তীরের সাথে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।


এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget