Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্তমন্ত্রনালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে তিনদফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঘন্ট্যাবপী শহরের মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি একেএম নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ফেরাউল ইসলাম, অর্থ সম্পাদক নিজামুল হক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারন সম্পাদক কাইয়ুম হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল মোনায়েম হোসেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মজিবর রহমান প্রমূখ।
মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বিরল রোগে আক্রান্ত ১ বছর বয়সী নুসরাত জাহান বাঁচতে চায়। শিশুটি জন্মের পর থেকে মাথা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। অনেক অর্থ ব্যয় করে চিকিৎসা গ্রহণ করালেও তেমন উন্নতি হয়নি। বর্তমানে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জানা গেছে, গত প্রায় ১৩ বছর আগে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত মঙ্গলীয়া গ্রামের আহমদ আলীর মেয়ে রুবি আকতারের সাথে পার্শ্ববর্তী পতœীতলা উপজেলার বৃষ্টিপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে এরশাদের সাথে বিয়ে হয়। বিয়ের পর প্রথম সন্তান রেশমা জন্ম গ্রহণ করে। যার বয়স প্রায় ৯ বছর এবং সে স্বাভাবিক ও সুস্থ। বর্তমানে রেশমা একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। গত ২০১৭ সালে রুবি আক্তার দ্বিতীয় সন্তান হিসেবে নুসরাত জাহানকে জন্ম দেয়।


জন্মের পর থেকে নুসরাতের মাথা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে অস্বাভাবিক শিশু জন্ম দেওয়ায় রুবি আক্তার কে তার শ্বশুর বাড়ীর লোকজনের বকাঝকা ও কটুক্তি শুনতে হয়। বাধ্য হয়ে রুবি তার স্বামী এরশাদকে নিয়ে মঙ্গলীয়া গ্রামে বাবার বাড়ীতে চলে আসে। বর্তমানে তার স্বামী এরশাদ অন্যের বাড়ীতে কাজ করে কোন রকমে দিনানিপাত করছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু রাইহান আল বেরুনী বলেন, শিশুটি হাইড্রোকেফোলার রোগে আক্রান্ত হতে পারে। ঢাকা নিউরো সায়েন্স ইন্সটিটিউট এ চিকিৎসা করা গেলে সে সুস্থ ও স্বাভাবিক হতে পারে। এব্যাপারে অসহায় শিশু নুসরাত জাহানের মা রুবি আক্তার বলেন,ইতোমধ্যে অনেক টাকা চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। ঢাকা গিয়ে চিকিৎসা করার মতো তার পরিবারের কোন সামথ্য নেই।


তাছাড়া যা কিছু অর্থ ছিল মেয়ের চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছে। এমতাবস্থায় তার অসহায় শিশু নুসরাত জাহানের চিকিৎসার জন্য সরকারের আর্থিক সাহায্য কামনা ও সমাজের সুহৃদয়বান বিত্তশালীদের এগিয়ে আসার জন্য জোর অনুরোধ করেছেন। রুবি আক্তারের ব্যবহৃত মুঠোফোন নম্বর ০১৭২৬৬২৫৪১২ এতে সাহায্যের জন্য বিনীত অনুরোধ করেছেন। ধামইরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা বলেন,শিশুটি তার মা তার দপ্তরে এসেছিল। শিশুটিকে প্রতিবন্ধি জরীপের আওতায় এনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার থাইল্যান্ডের টাকা ও ৯ হাজার ভারতীয় রূপিসহ কামাল হাওলাদার (৪০) নামে একজন বৈদেশিক মূদ্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে ঝালকাঠি উপজেলার হাজরা গাতি গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে।


সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা সাতটার সময় চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। কামাল হাওলাদার সন্ধ্যায় পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আসে।তার পাসপোর্ট নম্বর বিপি-০০০২২২২।


বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন মূদ্রা পাচারকারী বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল চেকপোষ্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক আব্দুর রহমান,ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে কামাল হাওলাদারকে ক্যাম্পে নিয়ে তার শরীর তল­াশি করে ১ লাখ ৩০ হাজার থাইল্যান্ডের টাকা ও ৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। এ সময় কামালকে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।


৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধন ১ লাখ ৩০ হাজার থাইল্যান্ডের টাকা ও ৯ হাজার ভারতীয় রুপিসহ কামাল হাওলাদার নামে একজন বৈদেশিক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন । আটক কামালকে উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন অতিথিরা ।


মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।


"অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা" এ স্লোগানকে প্রতিপাদ্য করে বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় টাঙ্গন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার বেলা সাড়ে ১২টার পর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরিপাড়া এলাকায় টাঙ্গন নদীতে ডুবে যায় বুলবুল (১৪) নামের ওই কিশোর। বুলবুল উপজেলার জামুরিপাড়া এলাকার সুরুজ উদ্দীনের ছেলে।


জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মফিদার রহমান বলেন, বুলবুল বেলা সাড়ে ১২টার দিকে মামা বাবুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়েছিল। এক সময় ডুবে যায়।


খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ওপর আক্রমণ করলে আত্মরক্ষায় তারা গুলি করতে বাধ্য হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে ২১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সতর্কবার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (২৪ জুলাই) ২১ বিজিবি ব্যাটালিয়ন ও ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ বৈঠক হয়। বৈঠকে এ ধরনের সিদ্ধান্তের কথা বিএসএফ জানিয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ২১ বিজিবি ব্যাটালিয়ন ও ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ বৈঠক হয়। সেখানে বিএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু দুষ্কৃতিকারী কর্তৃক অগ্রভুলোট সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিএসএফ কর্তৃক গুলি বর্ষণ করা হতে পারে বলে সতর্ক করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মদ স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা করে বলেন, বিওপি ক্যাম্প এলাকা সমূহে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সেখানে গরু আনার জন্য বাংলাদেশ থেকে যেন কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রম না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। এছাড়া অতি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর সীমান্তের শূন্যরেখা বরাবর চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget