Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ওই কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮ থেকে ২৪ জুলাই) পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো.আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো.মকছেদ আলী প্রামানিক,সাংবাদিক মোজাম্মেল হক,আব্দুল আজিজ,আব্দুল্লাহ হামিদী,আব্দুল মালেক,হারুন আল রশীদ,আবু মুসা স্বপন,মাসুদ সরকার,আব্দুল কাদের প্রমুখ। সম্মেলনে মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বুধবার (১৮ জুলাই) সকাল ৯ টার সময় বেনাপোল বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াাখালী বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি একজন সোনা পাচারকারী বেনাপোল বাজার
থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে গোপন অবস্থানে থাকে। এমন সময় মিলন হেটে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম এবং সিজার মূল্য ৫৫ লাখ টাকা।
আমড়াখালী বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশের ন্যায় এ উপজেলায় উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে উপজেলা সদরে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,সহকারী কমিশনার (ভ‚মি) আলপনা ইয়াসমিন,থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ। পরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বড় পর্দার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এ কর্মসূচী উদ্বোধন করেন। এব্যাপারে উপজেলা বনবিট কর্র্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন,মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রীর এ বৃক্ষরোপন কর্মসূচী সফল করার লক্ষে উপজেলা বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিলসতি বিলে প্রায় ১ কোটি টাকা মূলের ১৫ হাজার ৩শ ৫০ মন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয়দের উদ্যোগে উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের ৯শ ৩৩ একর জলাশয়ে এ মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় মাছ চাষ প্রকল্পের সভাপতি ওয়াজেদ আলী সরকার, মৎস্য জিবি সমিতির সভাপতি জমিল প্রমানিক, রমজান শেখ, আব্দুল জব্বার, আফজাল প্রমানিক, হাবিবুর রহমান প্রমানিক, শ্রী সত্তেন, শ্রী হারু, শ্রী দিলিপসহ প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বিলের চার পাশের প্রায় সাড়ে ৫ হাজার সদস্য রয়েছে। প্রকল্পের সদস্যরা জানান, আগে বর্ষা মৌসুমে এ বিল পতিত থাকতো। সেখানে এখন মাছ চাষের মাধ্যমে খড়া মৌসুমে বিলের জমিতে বিনা সেচ খরচে ফসল ফলানোসহ আর্থিক ভাবে লাভবান হওয়া যাচ্ছে।

আশরাফুল নয়ন, নওগাঁ: কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রগতিশীল ছাত্র জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে এসময় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাসদ নওগাঁ জেলা শাখার সমন্বায়ক জয়নাল আবেদীন মুকুল, হাবিবুর চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক মিতালী প্রামানিক, মার্কসবাদী ছাত্র ফ্রন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার আহŸায়ক কাঞ্চন সরকার ও ছাত্র ইউনিয়ন নওগাঁ জেলা শাখার আহŸায়ক শামীম আহমেদ প্রমূখ।
এসময় বক্তরা সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের দ্রæত মুক্তির দাবী জানান।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে মোবাইলে উত্তক্তের অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর ওই ছাত্রী বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র (টিসি) নিয়ে অন্যত্র চলে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে টিসি দেয়া হয়। ওই সহকারী শিক্ষকের নাম বেলাল হোসেন। আর এ ঘটনার পর অভিভাবকরা তাদের মেয়েদের স্কুলে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।


জানা গেছে, নওগাঁ শহরের সুনামধন্য প্রতিষ্ঠান নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুল। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরেই তার অবস্থান। দীর্ঘদিন থেকে সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। তবে সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে শিক্ষকের অনৈতিক প্রস্তাব দেয়ার পর থেকে অভিভাবকদের মধ্যে তাদের মেয়েদের স্কুলে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আর এভাবে চলতে থাকলে অভিভাবকরা তাদের মেয়েদের অনত্র পড়াশুনা করাবেন বলেও জানা গেছে।


ভুক্তভোগী ছাত্রী সূত্রে জানা যায়, অর্ধবার্ষিকী ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষ করে বাস যোগে বাড়ি যাচ্ছিলাম। একই বাসে শিক্ষক বেলাল হোসেনও ছিলেন। বাসের মধ্যে তার কাছ থেকে স্যার নাম্বার নেন। তবে কখনো তিনি ফোন দেননি। গত শনিবার (১৪ জুলাই) স্কুল চলাকালিন সময় স্যার ফোন করে ইসলাম শিক্ষায় কত পেয়েছি জানতে চাই। এরপর ফোন কেটে দেন। ওইদিন রাত ১২টার দিকে স্যার আবার ফোন দেন। বিভিন্ন বাজে কথা বলেন। আমাকে ‘মল্লিকা ইন’ হোটেলেও নিয়ে যেতে চান। আমাকে চুরি করে নিয়ে যাওয়াসহ কুপ্রস্তাবও দেন। এরপর আবার স্কুলে আসতে বলেন। পরদিন আর ভয়ে স্কুলে আসিনি। বাবাকে বিষয়টি খুলে বলি।


ভুক্তভোগীর বাবা আমজাদ হোসেন বলেন, অবাক করার বিষয় একজন শিক্ষক হয়ে তার ছাত্রীকে এমন কুপ্রস্তাব দিতে পারে। শিক্ষকের মান গিয়ে দাঁড়ালো কোথায়। ছোট মেয়ে ভয়ে গত দু’দিন থেকে আর স্কুলে আসেনি। একজন শিক্ষক রাত ১২টার দিকে কেনই বা ফোন দিবেন। ওই স্কুলে বাচ্চাদের পড়াশুনা করানোই এখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র দিয়েই কি সব সমস্যা সমাধান হবে। এর একটা বিহীত হওয়া উচিত।


শিক্ষক বেলাল হোসেনের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এক সময় ফোনটি বন্ধ করে দেন। ফলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


নওগাঁ সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মহাতাফ হোসেন বলেন, এ বিষয়ে কোন ধরনের অভিযোগ নাই। মেয়ে ও তার অভিভাবক স্কুলে এসেছিলেন। মেয়েও স্কুলে পড়তে চাইছে না। তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। স্কুলের কমিটির সদস্যরা আছেন তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget