নওগাঁয় কারাগার মুক্তকে রিক্সা প্রদান
প্রতিনিধি নওগাঁ: গাজা সেবনের অপরাধে গত ছয় মাস হাজতবাস করেন (৩৬) ঘুটু চন্দ্র বর্মন। রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। তিনি জেলার পতœীতলা উপজেলার কয়রাপুর গ্রামের মৃত দিগেন চন্দ্র্র বর্মনের ছেলে। তাকে সুস্থ জীবন ফিরে পেতে এবং কর্মসংস্থানের লক্ষে অপরাধী সংশোধন ও পুর্নবাসনের অংশ হিসেবে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে কারাগার গেটে একটি রিক্সা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেল সুপার শাহ আলম খান, ডেপুটি জেলার আমিরুল ইসলাম ও জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ।
কারাগার মুক্ত ঘুটু চন্দ্র বর্মন বলেন, এক সময় খড়ের (পোয়াল) ব্যবসা করতেন। কেঁনা-বেঁচার পর লাভ বেশ ভালই থাকত। আর তা দিয়ে চলত সংসার। বাড়ীতে স্ত্রী ও দুই ছেলে। বাবা-মা অনেক আগেই মারা গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত (গাজা) হয়ে পড়ি। এদিয়ে দুই বার কারাগার ভোগ করলাম শুধু গাজা সেবনের জন্য। সুস্থ জীবন ফিরে পেতে ও গাঁজা না সেবনের জন্য প্রতিশ্রæতি দিয়েছি। জেলখানা থেকে একটা রিক্সা দিয়েছে আয় রোজগারের জন্য।
উল্লেখ্য, গত ৩১ মে’১৮ জেলার বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের মশিদুল ইসলামকে একটি রিক্সা প্রদান করা হয়।

জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, মোস্তফা ইবনে আব্বাস, প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ, কাজী আনিছুর রহমান, সাহাজুল ইসলাম, আবুল বাশার (চঞ্চল), মামুনুর রশিদ, রহিদুল ইসলাম রাইপ, হারুনুর রশিদ, লিটন চৌধুরী, আফজাল হোসেন, অরুন বোস, সুদর্শন কর্মকার, ওসমান গনী রতন, আবু ইউসুফ প্রমুখ।
