নওগাঁর বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার ৭নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষনা করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাসানুর-আল-মামুন। উন্মুক্তভাবে ঘোষিত এই বাজেটে আয় এবং ব্যয় সমান দেখানো হয়েছে। বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫১৪ টাকা। একইভাবে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫১৪ টাকা।
বাজেটে উল্লেখযোগ্য আয় হিসেবে দেখানো হয়েছে সরকারী অনুদান, ইউরেট ধার্য (হাল) ইউরেট বকেয়া, ট্রেড লাইসেন্স ফিস, গ্রাম আদালত ফিস, জন্ম নিবন্ধন ফিস, রিক্সা/ভ্যান লাইসেন্স ফিস, খোয়াড় ইজারা, উপজেলা পরিষদ থেকে, কমার্সিয়াল কর, জেলা পরিষদ থেকে আয়, ভুমি হস্তান্তর কর, এডিপি, টিআর, কাবিখা, অতি দরিদ্র ফি, ভিজিডি, ভিজিএফ এবং এলজিএসপি-৩ ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যায়ের খাত হিসেবে দেখানো হয়েছে সস্মানী ভাতা, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, যানবাহন মেরামত, কর আদায় ব্যয়, যোগাযোগ, ভিজিডি, ভিজিএফ, এডিপি খাতে ব্যয়, টিআর, কাবিখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আর্থ সামাজিক অবকাঠামো ইত্যাদি খাতে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুর-আল-মামুন। এ সময় প্যানেল চেয়ারম্যান আমিন হোসেন, আজিজুল ইসলাম, আফেলাতুননেছা, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রিশদ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাপানিয়া ইউ,পি চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল হাই, মৌসুমী সংস্থার উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, উপ-পরিচালক এরফান আলী প্রমূখ।